Kazi Monowar

Kazi Monowar we just for you!!

*"আজ আমার জন্মদিন, তবে আমি নিজেই ভুলে গিয়েছিলাম। কিন্তু সোসিয়াল মিডিয়ার মাধ্যমে আমাকে স্মরণ করেছেন আমার প্রিয় মানুষগুলো।...
12/01/2025

*"আজ আমার জন্মদিন, তবে আমি নিজেই ভুলে গিয়েছিলাম। কিন্তু সোসিয়াল মিডিয়ার মাধ্যমে আমাকে স্মরণ করেছেন আমার প্রিয় মানুষগুলো। আপনাদের এই অসীম ভালোবাসা এবং শুভেচ্ছায় আমার দিনটি আরও বিশেষ হয়ে উঠেছে। আমি সত্যিই কৃতজ্ঞ যে, আপনারা আমাকে মনে রেখেছেন এবং ভালোবাসা জানিয়েছেন। জীবনের এই বিশেষ মুহূর্তে আপনার দোয়া ও শুভকামনা আমাকে আরও শক্তি দেয়। আল্লাহ আপনাদের সবাইকে সুখী ও সমৃদ্ধ রাখুন। আপনাদের ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় উপহার।"*

*"রাতের নীরবতা, দিনের সব ক্লান্তি ও চিন্তা থেকে মুক্তি দেয়। প্রতিটি রাত নতুন এক স্বপ্নের শুরু, যেখানে শান্তি ও ভালোবাসা ...
09/01/2025

*"রাতের নীরবতা, দিনের সব ক্লান্তি ও চিন্তা থেকে মুক্তি দেয়। প্রতিটি রাত নতুন এক স্বপ্নের শুরু, যেখানে শান্তি ও ভালোবাসা আমাদের হৃদয়ে জায়গা করে নেয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আগামী দিনের জন্য প্রস্তুত হন।"*
শুভ রাত্রি! 😊

03/01/2025

অন্ধকার রাতের পরে,
দেখো, আলো আসে।
দুঃখের পর সুখের বেলা,
হাসি দিয়ে সব আসে।

হে জীবন, তুই জীবন,
তোর পথে আলোর রং,
গোচরে আসে, তোর পথে আসে।

গড়িয়ে যায় সময়, আর আমরা,
নতুন দিনের আলোতে, একসাথে .
...... 🌄🌄শুভ সকাল 🌄🌄

02/01/2025

*চল চাঁদনী রাতে*
*কবি:* কাজী নজরুল ইসলাম

*চল চাঁদনী রাতে*
*চল চাঁদনী রাতে, চল শীতল বাতাসে,*
*চল চাঁদনী রাতে, চল শীতল বাতাসে।*
*ফুলে ফুলে সেজে, স্বপ্নে মিশে,*
*চল চাঁদনী রাতে, চল শীতল বাতাসে।*

*চল চাঁদনী রাতে, চল শীতল বাতাসে,*
*পথে পথে একসাথে, হাতে হাতে।*
*অন্ধকার রাতেও, আলোর সাথেই,*
*চল চাঁদনী রাতে, চল শীতল বাতাসে।*
😊

01/01/2025

*দ্বার আছো তুমি*
*কবিতা:* কাজী নজরুল ইসলাম

*দ্বার আছো তুমি, কাছে এসো তুমি*
*কাহার কানে কানে বলি আমি,*
*যে দিন চলে যায়, সে দিন ফিরে আসে না।*
*দ্বার আছো তুমি, কাছে এসো তুমি।*

*দ্বার আছো তুমি, কাছে এসো তুমি,*
*কাহার কানে কানে বলি আমি,*
*যে দিন চলে যায়, সে দিন ফিরে আসে না।*
*দ্বার আছো তুমি, কাছে এসো তুমি।

Happy New Year2025
31/12/2024

Happy New Year2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ  ওয়াবারকাতুহু আজ মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ২৮,৩০ জুমাদাল আখিরা- ১৪৪৬ হিজরী, পৌষ ১৪...
31/12/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াবারকাতুহু
আজ মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ২৮,৩০ জুমাদাল আখিরা- ১৪৪৬ হিজরী, পৌষ ১৪৩১ বাংলা, শীতকাল।
😭বিদায় -২০২৪ ...... ❤️স্বাগতম ২০২৫ ❤️
আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জীবন থেকে সুখ-দুখ হাসি কান্না দুঃখ বেদনা জড়িত আবারো একটি বছর হারিয়ে ফেললাম সেই সাথে হারিয়েছি, অনেকে অনেক প্রিয় জন - বাবা- মা ,ভাই, বোন প্রিয় বন্ধু-স্বজন । মহান সৃষ্টিকর্তার কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরো কামনা করছি মহান রবের দরবারে বিগত দিনের ভুল-ত্রুটি ক্ষমা করে আগামী দিনগুলোতে আমাদেরকে সঠিক পথে, হালাল রিজিকে চলার তৌফিক দান করুন , সুস্থতার সহিত নেক হায়াত দান করুন । আমিন🙏🙏🙏🙏

তিনটি প্রিয় লাইন:-✨♥️🥀 1. "ফা ইন্না মাআল উসরি উসরা"   কষ্টের সাথে নিশ্চয়ই স্বস্তি আছে...! 2. "হাসবুনআল্লাহু ওয়া নি'মা...
29/12/2024

তিনটি প্রিয় লাইন:-✨♥️🥀
1. "ফা ইন্না মাআল উসরি উসরা"
কষ্টের সাথে নিশ্চয়ই স্বস্তি আছে...!
2. "হাসবুনআল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"
আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট..!
3. "ইন্নালাহা মা'স সাবিরিন..!
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন..!
আলহামদুলিল্লাহ

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ক্ষমতাধর শক্তি শালী  আলোচিত- 2024 এর বিদায় .......
27/12/2024

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ক্ষমতাধর শক্তি শালী আলোচিত- 2024 এর বিদায় .......

জীবনের প্রতিকূল সময়ে যদি দৃঢ়তা, শিক্ষা ও আত্মবিশ্বাস থাকে, তবে যেকোনো সমস্যা মোকাবিলা করা সম্ভব।
26/12/2024

জীবনের প্রতিকূল সময়ে যদি দৃঢ়তা, শিক্ষা ও আত্মবিশ্বাস থাকে, তবে যেকোনো সমস্যা মোকাবিলা করা সম্ভব।

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নে...
23/12/2024

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নেচেছিলো তারা কেও পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ঐ অবলা নারী তার স্ত্রী। যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিলো, মানুষের কথায় তার উপর মানসিক, শারীরিক নির্যাতন করেছিলো।

পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী।

একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততোদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না।

আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে কোনোকিছুতে সে খুশি অখুশি হতে পারে না।

সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আকঁড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়।কত-শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়।

শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও হিসেব মিলেনা। সেই অবহেলিত, অযাচিত নারীই আপনার শেষ বয়সে আপনাকে বাহুড়োরে বেঁধে রাখে বিপদে-আপদে, সুখে দুঃখে।

আজ থেকেই সতর্ক হোন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন, শেষ বয়সে অন্ততঃ লজ্জিত হতে হবে না তার কাছে ।
Collected..,....,.....,

আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছেন, যাদের আপনি কাছের মানুষ ভাবেন,যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসেন,কিন্তু আ...
10/12/2024

আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছেন, যাদের আপনি কাছের মানুষ ভাবেন,যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসেন,কিন্তু আপনি জানেন না,আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য, SO BE CARE..........................

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন। মাওলানা Md Khoda Bokhs ভাই আমাদের মাঝে আর নেই।😥😥আল্লাহ ভাইকে জান্নাতের সর্বোচ্চ ম...
08/12/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন।
মাওলানা Md Khoda Bokhs ভাই আমাদের মাঝে আর নেই।😥😥
আল্লাহ ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমীন।🙏🙏

মাওলানা খোদা বক্স ভাইয়ের জানাযার নামাজ আগামীকাল বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের দলুয়া হাইস্কুল মাঠে।সময় বাদ জোহর।

আমার বাল্য বন্ধু মোস্তাফিজুর রহমান লিটু সে দিনাজপুর সরকারি কলেজে গ্রন্থাগারে চাকরি করে, তার অফিসে কিছু সময়।।
06/12/2024

আমার বাল্য বন্ধু মোস্তাফিজুর রহমান লিটু সে দিনাজপুর সরকারি কলেজে গ্রন্থাগারে চাকরি করে, তার অফিসে কিছু সময়।।

05/12/2024

বাবা
একজন স্ত্রী ১৭ বৎসর ঘর-সংসার করার পর স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, "পুরুষগণ বিধাতার প্রদত্ত এক অশেষ অতিথি ।
কেননা,
তারা স্বীয় যৌবনকে নিজ স্ত্রী-সন্তানদের জন্য বলিদান করে দেয়। তাদের উপর ভর করেই আমরা জীবনের সুখ-শান্তি ও অপার সৌন্দর্য উপভোগ করে থাকি।
পুরুষ জাতি তো এমন এক স্বত্বা, যারা স্বীয় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎের জন্য সর্বাত্মক পরিশ্রম করে থাকেন।
কিন্তু এমন কঠোর পরিশ্রম আর বলিদানের সত্যেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি একরাশ হতাশা আর দুঃখ-কষ্ট দিয়ে।
যদি তারা একটু ফ্রেশ ও স্বাচ্ছন্দ্যের জন্য বাহিরে যায় তাহলে বলি, 'বে-পরওয়াহ'
যদি ঘরে বসে থাকে তাহলে বলি, অলস ও অকর্মণ্য!
যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি, নির্দয় ও হিংস্র!
যদি স্ত্রীকে চাকরী করা থেকে বারণ করে তাহলে বলি, সেকেলে বা অনাধুনিক!
যদি মায়ের সাথে সুসম্পর্ক রাখে তাহলে বলি, 'মা পাগল'
যদি স্ত্রীর সাথে প্রেমময় আচরণ করে তাহলে বলি, বৌ পাগল!
এতদসত্যেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর, যে তার সন্তানদেরকে সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখি দেখতে চায়।
একজন পিতা এমন এক রোবট, যিনি তার সন্তানদের থেকে সর্বদিক থেকে নৈরাশ হওয়ার পরেও তাদের মনপ্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তাদের মঙ্গলের জন্য আর্শীবাদ করে।
একজন বাবা তো এমন এক মহাপুরুষ , যিনি স্বীয় সন্তানদের সকল কষ্ট সহ্য করেনেন। তখনও, যখন সন্তান বাবার পায়ের উপর পা রেখে চলতে শিখে এবং তখনও, যখন বড় হয়ে বাবার বুকের উপর পা রেখে চলে যায়।
একজন বাবা পৃথিবীর এক এক মহাপুরুষ , যিনি সারাজীবনের কষ্টার্জিত মহামূল্যবান সম্পদগুলো অকাতরে সন্তানদেরকে দিয়ে দেন।
যদি মা সন্তানদেরকে ৯ মাস পেটে ধারণ করে থাকেন; তবে বাবা সারাজীবন স্বীয় ব্রেইনের মধ্যে ধারণ করে চলতে থাকেন।
পৃথিবীটা ততক্ষণই সু্ন্দর ও উপভোগ্য মনে হয় যতক্ষণ 'বাবা' নামক সত্বার ছায়া মাথার উপর বিরাজমান থাকে।
তাই বেঁচে থাকলে বাবাদের কদর করুন। চলে গেলে তাঁদের জন্য দু'হাত তুলে প্রর্থনা করুন। বিধাতা সকলের মা-বাবাকে সুখে-শান্তিতে রাখুন।
..........,Collected........

02/12/2024

পাত্রীপক্ষের সামনে বসে আছি। সামনে আনা হলো পাত্রীকে। পাত্রী দেখে সবাই অবাক। পাত্রীর এক পায়ে সমস্যা আছে।
খাবার সামনে। পাত্রী দেখে খাবার কেউ মুখে দিলো না।

পাত্রীপক্ষের বুঝতে আর বাকী রইলো না যে পাত্রী আমাদের পছন্দ হয়নি।

আমি ইশারা দিয়ে খেতে বললাম। মা খাবার মুখে নিলো। আর আমার ছোট মামা খাবার খেতে রাজী না। আমাদের ভাব লক্ষন দেখে পাত্রীর চোখে জল আসলো। যেটা আমার চোখ থেকে আড়াল হয়নি। আমি সবার অনুমতি নিয়ে পাত্রী নিয়ে ছাদে গেলাম। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে পাত্রী ই কথা বলতে শুরু করলো। চোখের জলেতে কাজল গলে গিয়েছে। কিন্তু নিচে পড়তে পারছে না মেয়েটির আটকে রাখার আপ্রান চেস্টায়। কথা বলার আগে ঠোঁট হাজারবার কাঁপছে। গলাটাও কান্না চেপে রাখার জন্য কাঁপছে। আমি মেয়েটাকে পর্যবেক্ষণ করছি।

- দেখুন আমি জানি এইবারেও আমি রিজেক্টেড হবো। এই পর্যন্ত আমাকে ২৮ বার রিজেক্ট করা হয়েছে।

- কি কি রান্না পারেন আপনি??

- বলেছি আপনি কি কি আইটেম রান্না পারেন? মানে আমি অনেকটা ভোজনরসিক মানুষ। তাই জিজ্ঞেস করছিলাম আর কিহ। রান্না করতে পারেন?
মেয়েটা কিছুটা অবাক হয়ে বললো,

-আমি সব ধরনের রান্না পারি। ইভেন আজকে আপনাদের দেয়া খাবার গুলোও আমার নিজ হাতে বানানো।

এইবার আমিই অবাক হলাম। এত সুন্দর করে খাবার বানিয়েছে আমি তো ভেবেছিলাম সব অর্ডার করে আনা।

- বাহ! শাড়ি কি নিজে পরতে পারেন নাকি অন্যের হেল্প লাগে?

এইবার কিছুটা লজ্জা পেয়ে গেল।

- পারি। কিন্তু কুচি ঠিক করার জন্য কারো হেল্প দরকার হয়।

- ভেরি গুড। আচ্ছা আপনার নাম টা তো জানা হলো না।

- ছন্দা।

- বাহ সুন্দর নাম। এখন চোখ মুছে নিচে চলুন। আর হ্যাঁ কাজল যেন মুছে না যায়, সাবধানে।

এটা বলে আমি নিচে চলে আসলাম। আসার আগে ছন্দার চোখের দিকে একবার তাকিয়ে বিস্ময় আর খুশি দেখতে পেলাম।

আমি নিচে এসে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম।আমাদের পরিবার মামার কথায় চলে। কিন্তু আমি এইবার মামার বিপক্ষে গেলাম।

সমস্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। কিন্তু বিয়ের দিন মামা আসেননি।

বিয়ের দিন ছন্দা আমাকে জিজ্ঞেস করলো,

"আচ্ছা আপনি আমাকে বিয়ে করলেন কেন? করুনা করেছেন?"

আমি ছন্দার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম।

- আচ্ছা আমাকে এমন একটা মানুষ দেখাও যে সবদিক থেকে পারফেক্ট। পারবে দেখাতে??

- না। কিন্তু....

- কিন্তু কি? প্রতিটা মানুষই কোন না কোন দিক থেকে অপূর্ণ। কেউই পারফেক্ট হয়না। শুধু এডজাস্ট করে চলতে হয়। সম্পর্ককে গুরুত্ব দিতে হয়। তাহলেই সবাইকে সুন্দর আর পারফেক্ট মনে হয়। আর ভালো থাকা যায়।

- সেটা তো ঠিক। কিন্তু আমাকে কি দেখে পছন্দ করলেন?

- তোমার চোখ দেখে৷ তোমার চোখে আমি শ্রদ্ধাবোধ আর একটা চাপা কষ্ট দেখেছি। জানিনা কেন তার মায়ায় পড়ে গেছি৷ আর তাছাড়া যে মেয়েটা সব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে গেছে সে সব রকম সমস্যায় আমার পাশে থাকবে৷ আর তাছাড়া তোমার পায়ের সামান্য সমস্যা কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণের মাপকাঠি হতে পারে না। তোমার আরো সে সব প্রতিভা আছে সেটা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে৷ আর এ লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো আজীবন।

সেদিন ছন্দা আমার বুকে মাথা রেখে কেঁদেছিলো অনেক সময়। সে এখন কলেজের শিক্ষিকা। তার অনেক সন্মান।

আজ আমাদের প্রথম বাচ্চা পৃথিবীতে এসেছে। আমার প্রিয়তমা আমাকে অনেক ভালোবাসে। আমার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধাবোধ আর সম্মান দেখে আমি বারবার অভিভূত হই৷ একজন আদর্শ স্ত্রীর এতগুলো গুন কখনোই একটা সমস্যার কাছে ঠুনকো হতে পারে না। সমস্যা তো আমাদের দৃষ্টিভঙ্গিতে।

সমাজে কিছু মামা কাকা ,দাদার কারনে মাথা উচু করে কিছু করা যায় না। তারা বাধা দিবেই। তাদের এই বাধাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানুষকে মানুষের মত সন্মান করতে হবে। বড়কথা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

[ সংগৃহীত ]

Address

Dinajpur Upjilla Office
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Monowar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Monowar:

Videos

Share