Islamic view

Islamic view obviously allhamdulliah. because my god is Allah

27/10/2024

#

02/06/2024
কেউ সাথে থাকবে না এটাই চিরন্তন সত্য😭
21/06/2023

কেউ সাথে থাকবে না এটাই চিরন্তন সত্য😭

23/04/2023

আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞেস করবো, তোমরা কি কাজে নিয়োজিত ছিলে? সূরা হিজর (৯২/৯৩)

22/04/2023

কালকেও রোজা রেখে ৫ ওয়াক্ত নামায পরার পর 🥰আজ ঈদ বলে নামাযকে বিদায় জানানো অনেকেই আছে 🥲একটা বার চিন্তা করে দেখেন আপনার ঈমান কতোটা মজবুত। আর দিন শেষে আমরা চিন্তা করি আল্লাহ মাফ করবেন, আর আমাদের জান্নাত দান করবেন 🙄আদও কি জান্নাত লাভ এতোটা সহজ???? আর মুখে বললেই কি ঈমান থাকে??? প্রতিটা মানুষ নিজের বিবেক দিয়ে চিন্তা করেন? সব কিছুর উওর মিলবে 🤲

20/04/2023

কিসের চিন্তা করো 🥲রিযিকের মালিক তো আল্লাহ🤲

20/04/2023

আল্লাহ সর্বদা আপনার আশ্রয় চাই

16/04/2023

Yousuff julakha ❤️❤️

11/04/2023

ইউসুফ জুলেখা

08/04/2023

07/04/2023

আল্লাহ কেন সবাইকে মুসলিম বানায় নি😢

07/04/2023

জীবনে এমন কিছু ভুল করো না, যার জন্য সারাটা জীবন পস্তাইতে হয়😭।
এক পা ফেলার আগে দেখে শুনে পা ফেলো 😅

04/04/2023

আবারও দেখো যারা নিজেকে কোটি টাকার মালিক দাবি করে, তারাও আজ নিস্ব,তাহলে হিসাব কি দাড়াইলো মানুষ কখনো কোন কিছুর স্থায়ী মালিক হতে পারে না, সকল কিছুর মালিক এক আল্লাহ 🥰

03/04/2023

সত্যিই মহান রবের কাছে ফিরে আসা ছাড়া কোন উপায়েই ভালো থাকার সম্ভাবনা নেই😭

03/04/2023

আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং গর্বিত হয়ে ওঠে। কিন্তু যখনই কোন অকল্যাণ তাকে স্পর্শ করে তখন লম্বা চওড়া দোয়া করতে শুরু করে। (সূরা হামিম সিজদাহ্ আয়াত-৫১)

03/04/2023

হে নবী, সৎ কাজ ও অসৎ কাজ সমান নয়। তুমি অসৎ কাজকে সেই নেকী দ্বারা নিবৃত্ত করো যা সবচেয়ে ভাল। তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে। (সূরা হামিম সিজদাহ্ আয়াত -৩৪)

03/04/2023

আমরা কেন সব সময় হতাশ থাকি? কেন আমরা বুঝি না আল্লাহ আমাদের যে অবস্থানে রেখেছে এ অবস্থানের চেয়েও খারাপ অবস্থানে দিতে পারতো, আসলে আমাদের মধ্যে শুকরিয়ার ঘাটতি রয়েছে 🥲উদাহরণ সরূপ বলি, আল্লাহ যদি আমাদের ফেরাউনের সময় পাঠাতেন, তবে কি হতো, যদি নাস্তিকদের বংশধর রূপে পাঠাতো তবে কি হতো, আমরা যে অবস্থানে আছি সেটা কি আমাদের জন্য উওম নয়? তবুও কেন আমরা আল্লাহ পথে আসতে পারছি না, নিজেদের ইমানকে মজবুত করতে পারছি না, আমাদের এই ইমান পরীক্ষা করবেন আমাদের রব, এটা কি স্বাভাবিক নয়,? যে কোন বড় বড় পরীক্ষা নিয়েই ইমান পরীক্ষা নিবেন, যখন আমরা সব সময়ের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবো, তখন রব ঠিকই জীবনের সকল বালা মুসিবত দূর করবেন। আমাদের অল্প কোন সমস্যা হলেই আমরা পথভ্রষ্ট হয়ে যাই 🥲আল্লাহকে নানান রকম দোষ দিতে শুরু করি,।। আমরা বড় হওয়ার সাথে সাথে নানান ধরনের পাপ কাজে লিপ্ত হই, আর এই পাপ কাজগুলোর প্রভাব আমাদের জীবনে থেকে যায়, যা পরবর্তী তে আমরা আমাদের রবকে দোষ দিতে থাকি, একটা কথা সবসময় মনে রাখতে হবে ইমান ধরে রাখা, আর জান্নাত পাওয়া এতোটা সহজ নয়, আল্লাহ যে কাউকে কখনোই জান্নাতে দিবেন না, আমরা ভাবি যে যাই করি আল্লাহ একসময় জান্নাত দান করবেন, এটা একটা ভুল মন্তব্য, সবার আগে বুঝতে হবে আল্লাহ সঠিক বিচার কর্তা, তার মতো সঠিক বিচারক কেউ হতে পারবে না, তাহলে কি আমাদের দৈনন্দিন জীবনের পাপগুলো শুধু ইস্তেগফার করলেই মাফ হয়ে যাবে??? না এমনটা কখনোই না, ৫ বার সালাত আদায় করো বেশি বেশি কোরআন পড়ো এবং বুঝে বুঝে পরো দেখবে তুমি এমনিতেই পবিত্র হয়ে যাবা, সাথে ইস্তেগফার আছেই, আর যেই পাপ একবার হয়েছে তা যেন দ্বিতীয়বার না হয়, তবেই আল্লাহ ক্ষমা করবেন,

সর্বশেষে বলি দুনিয়া সুখের জায়গা নয়, এখানে কষ্ট করে ইমান ধরে রাখতে পারলেই মিলবে জান্নাত🤲🤲🤲

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic view posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share