Deburam Roy

Deburam Roy I am Deburam Roy. I am a digital marketer. My current job is freelancing. I
Freelancing is much happiness now.

I have completed Honors and Masters in Mathematics from Nilphamari Government College.

14/07/2022
1may
01/05/2022

1may

ফেসবুক থেকে আয় ২০২১ঃফেসবুক তো আমরা সবাই চালাই তাই না ? কত সময় নষ্ট করি ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাটিং করে ভিডিও দেখে অযথা...
28/09/2021

ফেসবুক থেকে আয় ২০২১ঃ

ফেসবুক তো আমরা সবাই চালাই তাই না ? কত সময় নষ্ট করি ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাটিং করে ভিডিও দেখে অযথা নিউজফিট স্ক্রল করে। কিন্তু আমরা যদি একটু সচেতন হই একটু কষ্ট করি তাহলে কিন্তু এই ফেসুবক থেকেই ভালোপরিমান টাকা ইনকাম করা যাবে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন অলোচনা করি কিভাবে ফেসবুক থেকে ঘরে বসে টাকা ইনকাম করা যায়।
ফেসবুকে ভিডিও আপলোড করে আয়ঃ
ফেসবুকে ভিডিও আপলোড করে বা লাইভ করে টাকা ইনকাম করা যায় । ফেসবুকের এডব্রেকস সুবিধার মাধমে আপনি আপনার ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবনে।

আপনার অপলোড করা ভিডিওতে ফেসবুক বিভিন্ন কম্পানির এড বসাবে আর সেই এডে যদি কেউ ক্লিক করে তবে আপনি সেই অ্যাড থেকে আয়ের কিছু অংশ পাবেন। তবে এডব্রেকস সুবিধা পেতে আপনাকে কিছু শর্ত পুরুন করতে হবে।

যেমনঃ

১। হাজার ফলোয়ার থাকতে হবে।

২। শেষ ৬০ দিনে ১,৮০,০০০ মিনিট ভিউ হতে হবে এবং ৩০,০০০ মিনিট ভিউ হতে হবে ৩ মিনিটের বেশী ভিডিওতে।

৩। শেষ ৬০ দিনে ১৫,০০০ হাজার মানুষের নিকট আপনার পোস্ট পৌছাতে হবে।ৎ

লাইভ করে টাকা ইনকাম করতে চাইলে সে শর্ত সেটা হলোঃ

১। ভিডিও চার মিনিটের হতে হবে।

৪। ৩০০ জন মানুষ দেখতে হবে ।

এই শর্তগুলি পুরন হলেই আপনি এডব্রেকস সুবিধার জন্য আবেনদ করতে পারবেন।

এফিলিয়েট মার্কেটিংঃ এফিলিযেট মার্কেটিং সমন্ধে আমরা আগেই জেনেছি । নতুন করে বোঝানোর কিছু নেই আপনি অন্যের পন্য আপনার ফেসবুক আইডির মাধ্যমে প্রচার করবেন । আপনার প্রচারের মাধ্যমে যদি কেউ পন্য কেনে তবে সেই পন্যের লাভ্যাংশ থেকে আপনি নির্দিষ্ট কমিশন পাবেন।
শর্ট লিংক শেয়ার করে আয়
আপনি ফেসবুকে ভিবিন্ন ওয়েব সাইটের শর্ট লিংক শেয়ার করে ইনকাম করতে পারবেন। ধরুন আপনি একটি ডাউনলোড লিংক শেয়ার করতে চাচ্ছেন।

এখন আপনি ঐ লিংকটা শর্ট লিংক করার ওয়েব সাইটের মাধ্যমে শর্ট করে আপনি আপানার ফেসবুকে আইডিতে প্রচার করলেন । এতে করে আপনার লিংকে ক্লিক করে যদি কেউ ডাউনলোড করে তবে আপনি নির্দিষ্ট কিছু এমাউন্ট পাবেন ।

ফেসবুক পেজ বিক্রি করে আয়ঃ
আপনার কাছে যদি বেশী লাইক বা ফলোয়ার যুক্ত ফেসবুক পেজ থাকে আপনি সেটা বিক্রি করে টাকা আয় করতে পারবেন । অনেকেই আছে তারা শুধু পেজ তৈরী করে সেই পেজ জনপ্রিয় করে আর বিক্রি করে এভাবে টাকা ইনকাম করে।

ফেসবুক গ্রুপ থেকে আয়ঃ
আপনার মালিকানায় যদি বড় কোন গ্রুপ থাকে তবে আপনি খুব সহজেই সেই গ্রুপ থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমার পরিচিত এক বড়ভাই আছে সে প্রতি মাসে ফেসবুক গ্রুপ থেকে প্রায় ১ লাখ টাকা আয় করে ।

মোবাইল দিয়ে  অনলাইনে ইনকাম ২০২১- এই মুহূর্তে আপনার হাতে একটি এনড্রোয়েড মোবাইল আছে তাই না ? শুধু আপনি কেন এখন ২০২১ সালে প...
28/09/2021

মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম ২০২১-

এই মুহূর্তে আপনার হাতে একটি এনড্রোয়েড মোবাইল আছে তাই না ? শুধু আপনি কেন এখন ২০২১ সালে প্রায় সকলের হাতে হাতেই স্মার্ট ফোন আছে।

কিন্তু আপনি কি একবার ভেবে দিখেছেন আপনার এই এনড্রোয়েড মোবাইল ব্যাবহার করে ঘরে বসে মোবইল দিয়ে ইনকাম করতে পারেন ! আপনার শখের মোবাইল দিয়ে আপনি আপনার বেকারত্ব দুর করতে পারেন।

আপনি ছাত্র? আপনার হাত খরচ প্রয়োজন ? কোন সমস্যা নেই আপনার একটি মোবাইল-ই আপনাকে অর্থিক সমস্যা দূর করতে সহায়তা করবে !

এখন আপনার মনে নিশচয় প্রশ্ন জেগেছে আমার তো মোবাইল আছে আমি কিভাবে মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবো ?

আমি কি প্রতারিত হব নাকি আয় করতে পারব?

আপনার সকল প্রশ্নের উত্তর হ্যাঁ। কিন্তু কিভাবে ইনকাম করবেন? ভয় পাবার কিছু নেই। অনলাইনে ইনকাম ২০২১: ঘরে বসে অনলাইনে আয় করার সহজ উপায়! ।

এই আর্টিকেল এর এই পর্যায়ে আমি আলোচনা করবো কিভাবে মোবাইল ফোন ইউজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

মোবাইল দিয়ে অনলাইনে ইনকামের হাজারে সিস্টেম আছে । আমি সবগুলা নিয়ে আলোচনা করবো না , যেগুলা মাধ্যম ইউজ করে আপনি খুব সহজেই অনলাইন থেকে অল্প সময় দিয়েই অনেক ভালো পরিমান টাকা বিশ্বস্ততার সাথে আয় করতে পারবেন।

27/09/2021

ফেসবুক মার্কেটিং- এর A-Z শিখুন এখন একটি কোর্স থেকেই! 💯

পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন প্রায় ৪ কোটি ফেসবুক ইউজার, আর দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৯২% ফেসবুক ব্যবহার করছে। দিনের অধিকাংশ সময় যে কাজটার পেছনে ব্যয় করা হচ্ছে কেমন হয় যদি সেটাকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার গড়া যায়, উপার্জন করা যায়? আপনাকে গাইড করতেই আমাদের এই ফেইসবুক মার্কেটিং কোর্সটি! 👨‍🏫
আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার বা ফ্রিল্যান্সিং করে বিজনেস এর জন্য ফেইসবুক ব্যবহার করে উপার্জন করতে চান, এবং এসব ক্ষেত্রে যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলোর যথাযথ সমাধান ও প্র্যাক্টিক্যাল গাইডলাইন এই কোর্সটিতে পাওয়া যাবে।

26/09/2021

বিশ্বমানের ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) কি?আপনি কি আপনার ব্যবসার বিজ্ঞাপন নিয়ে চিন্তা করছেন? অনেক জায়গাতে শুনেছেন ডিজিটাল ...
19/09/2021

ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) কি?

আপনি কি আপনার ব্যবসার বিজ্ঞাপন নিয়ে চিন্তা করছেন? অনেক জায়গাতে শুনেছেন ডিজিটাল মার্কেটিং করুন, কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? তাহলে এই আর্টিকেল আপনার জন্য, কারণ এই আর্টিকেল এ আমি আপনাকে শেয়ার করবো ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে শুরু করতে হয়।
বর্তমানে ব্যবসায়িক বিজ্ঞাপনের সবথেকে বড় ও উন্নত মাধ্যমটির নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেন, ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার গড়া সম্ভব কিনা, এখানে আয় কেমন, কি যোগ্যতা থাকা দরকার, আবার কাদের জন্যই বা ডিজিটাল মার্কেটিং। এই আর্টিকেল থেকে ইনশাআল্লাহ্‌ সব উত্তর পেয়ে যাবেন

ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) কি?
সর্বশেষ আপডেট করা হয়েছে July 9, 2021 by লাজুক হাসান

আপনি কি আপনার ব্যবসার বিজ্ঞাপন নিয়ে চিন্তা করছেন? অনেক জায়গাতে শুনেছেন ডিজিটাল মার্কেটিং করুন, কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? তাহলে এই আর্টিকেল আপনার জন্য, কারণ এই আর্টিকেল এ আমি আপনাকে শেয়ার করবো ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে শুরু করতে হয়।

বর্তমানে ব্যবসায়িক বিজ্ঞাপনের সবথেকে বড় ও উন্নত মাধ্যমটির নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেন, ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার গড়া সম্ভব কিনা, এখানে আয় কেমন, কি যোগ্যতা থাকা দরকার, আবার কাদের জন্যই বা ডিজিটাল মার্কেটিং। এই আর্টিকেল থেকে ইনশাআল্লাহ্‌ সব উত্তর পেয়ে যাবেন।

ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স

ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) কি?
what-is-digital-marketing
ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহার করে আমরা এখন ঘরে বসে বিশ্বের সব খবরাখবর রাখতে পারছি, দুর দূরান্তের মানুষের সাথে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একে অন্যকে দেখতে পারছি।

এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকেই মূলত আমরা ডিজিটাল মার্কেটিং বলি।

আরো সহজ ভাবে বলি, আমরা প্রতিনিয়ত ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি সাইট ব্যবহার করছি। এই সাইটগুলতে আমার আপনার মত আরো লক্ষ্য লক্ষ্য লোক ব্যবহার করে থাকে। যেহেতু এখানে অনেক অডিয়েন্স আছে সেহেতু এখানে যদি আমরা আমাদের পণ্যের প্রচারণা করতে পারি তাহলে খুব সহজেই আমরা কাস্টমার পেতে পারি।

ডিজিটাল মার্কেটিং কেন করবেন?

ডিজিটাল মার্কেটিং শুরু করার আগে অবশ্যই জানা দরকার কেন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন? তবে এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই – আপনি যখন টিভি দেখেন, তখন যেই পণ্যের বিজ্ঞাপন গুলো আপনি দেখেন, তার সব পণ্যই কি আপনি কেনেন বা সেগুলো সব ই কি আপনার জরুরী?

আমার মনে হয় আপনার উত্তর হবে “না”। কারণ যেই বিজ্ঞাপন গুলো দেখানো হচ্ছে, টিভি চ্যানেল জানেনা কে আসলে টিভি টা দেখছে।

এখন ধরুন আপনি অবিবাহিত একজন ব্যাক্তি এবং আপনার বাসায় কোন বাচ্চাও নেই, আপনার সামনে যদি বাচ্চাদের ডাইপারের বিজ্ঞাপন দেওয়া হয় তাহলে ওই বিজ্ঞাপন দেখে আপনার কি কোন লাভ আছে, নাকি ওই কোম্পানির কোন লাভ আছে।

এখানে ওই কোম্পানির কিন্তু কোন লাভ হচ্ছেনা, বিজ্ঞাপন দিতে যেই টাকা খরচ হচ্ছে, তা সবই জলে যাচ্ছে।

অন্যদিকে দেখুন, আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন কিভাবে বার্গার তৈরি করা যায়, এবং ভিডিও দেখার মাঝেই একটা বিজ্ঞাপন চলে আসলো বার্গার এর জন্য বেস্ট সস কোনটা বা বার্গার তৈরি করার জন্য কোথা থেকে জিনিসপত্র কিনতে পারেন।

তাহলে এই বিজ্ঞাপন টা আপানার কাছে কেমন লাগবে এবং এখান থেকে আপনি কি ওই পণ্য কিনতে আগ্রহী হবেন? আমার মনে হয় অবশ্যই আপনি আমার সাথে একমত হবেন এবং অবশ্যই এই বিজ্ঞাপন থেকে ওই কোম্পানির পণ্য বিক্রি হবে।

আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের পণ্যের জন্য টার্গেটেড কাস্টমার খুব সহজে খুঁজে পেতে পারি এবং এখানে খরচও তুলনামূলক ভাবে অনেক কম।

14/09/2021

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার
ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং শিখে গড়ুন সমৃদ্ধ ক্যারিয়ার।
শূন্য থেকে শিখরের যাত্রায়

05/09/2021

💚💙কেন ডিজিটাল বাংলাদেশে মানুষ আজ ডিজিটাল বেকার? 💛🤎

ডিজিটাল বাংলাদেশে!! ডিজিটাল মার্কেটিং! শিখুন নিজের ক্যারিয়ার গড়ু ন

04/09/2021

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার
ফ্রিল্যান্সিং পেশায় আমরা অনেকেই ক্যারিয়ার গড়তে চাই। কিন্তু সঠিক প্রতিষ্ঠান খুঁজে পাইনা। আবার অনেকে বুঝতে পারিনা কি দিয়ে ফ্রিল্যান্সিং এর যাত্রাটা শুরু করবো। আবার অনেকের মনে প্রশ্ন থাকে আসলেই কি ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা যায়? সিগনেচার মাইন্ড ট্রেনিং ইন্সটিউটের স্টুডেন্টসরা কি আসলেই মার্কেট প্লেস থেকে কাজ পায়??? সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবো আমাদের সিগনেচার মাইন্ড ট্রেনিং ইন্সটিউটের এর ফ্রি সেমিনার থেকে .......
ফ্রি সেমিনার সিডিউল --রবিবার , বৃহস্পতিবার (বিকেল ৩ টায় ),শুক্রবার, মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ৩০ টায়।
বাসায় থাকুন, নিরাপদ এ থাকুন, বাসায় বসে নিজেই নিজের ক্যারিয়ার গড়ার লক্ষে কাজ করুন এবং ক্যারিয়ার গড়াতে ফ্রি সেমিনার সম্পর্কে
বিস্তারিত জানতে ইনবক্স করুন।
>>হটলাইনঃ +01518640711
ফ্রি সেমিনার দেখতে অবশ্যই নিচের লিংকে রেজিষ্টার করুন.....
https://forms.gle/h4ScesaicYV7JsEQ7

04/09/2021

ডিজিটাল মার্কেটিং কোর্স
সমাজের নিয়মে আটকে গেছেন আপনি.? 😔
সময় এসেছে সমাজ এবং জীবন পরিবর্তন করার 🔥

সমাজের এই গতানুগতিক নিয়মকে ভেঙে ২১ বছরের এক উদ্যমী তরুণ শাহরোজ ফারদি, নিজের প্রচেষ্টা এবং ধৈর্য্যের মাধ্যমে শুধুমাত্র ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে বদলে ফেলেছেন নিজের জীবন। বর্তমানে তরুণদের জন্য প্রতিষ্ঠা করেছেন ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশের ১ লক্ষের অধিক সাহসী ও সংগ্রামী তরুণ-তরুণী 💪


জীবনে নতুন কিছু করার পথে যারা অনুপ্রেরণা হারিয়ে ফেলেছেন 😫 তাদের জন্য এই ভিডিওটি নতুন দিক উন্মোচন করে দিতে পারে। ভিডিওটি নিজের জীবনে প্রয়োগ করুন এবং শেয়ার করে অন্যকে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ

যদি ফ্রিল্যান্সার হতে চান - আসুন একটু জেনে নেই কিভাবে হওয়া যায়......ফ্রিল্যান্সিং নামটা শুনে হয়তো অনেকেই চোখ কপালে তু...
02/09/2021

যদি ফ্রিল্যান্সার হতে চান - আসুন একটু জেনে নেই কিভাবে হওয়া যায়......
ফ্রিল্যান্সিং নামটা শুনে হয়তো অনেকেই চোখ কপালে তুলে ভাবছেন, এসব তো প্রোগ্রামার, কম্পিউটার এক্সপার্টের কাজ। এসব জেনে আমাদের কি লাভ? শুনে অবাক হবেন, ফ্রিল্যান্সিং ব্যাপারটার সাথে সেসবের তেমন সম্পর্কই নেই! হ্যাঁ, অনলাইন ফ্রিল্যান্সিং ব্যাপারটায় এক্সপার্ট হতে হলে কম্পিউটার না্মক যন্ত্রটির সাথে ভালোই খাতির থাকা লাগে, কিন্তু তার মানে এই নয় যে সিএসই থেকে ডিগ্রি থাকা লাগবে ফ্রিল্যান্সিং এর জন্যে। ঘরে বসেই অনলাইন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শেখা সম্ভব। ব্যাপারটা খোলাসা করে বলা যাক।
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং প্রথম শুরু হয়েছিলো ১৯৯৮ সালের দিকে। অনলাইনে একটা মার্কেটপ্লেস খোলা হয়েছিলো, সেখান থেকেই বলতে গেলে ফ্রিল্যান্সিংয়ের শুরু। ব্যাপারটা বেশ মজাদার। ধরাবাধা অফিস টাইম নেই, যখন ইচ্ছে কাজ করলেই হলো! এই কাজ হতে পারে বিভিন্ন রকম। ওয়েব ডিজাইনিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিষয়ভিত্তিক আর্টিকেল লেখা বা ডাটা এন্ট্রি হতে পারে ফ্রিল্যান্সিংয়ের বিষয়।
এখানে দুই পক্ষ থাকেন। ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার। ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে বিভিন্ন কাজ দিয়ে থাকেন, আর একটা নির্দিষ্ট সময়ের (যেটি ফ্রিল্যান্সারের ইচ্ছেমতো নির্ধারণ করা হয়) মধ্যে কাজ শেষ করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে হয়। ক্লায়েন্টের সাথে কাজ শুরুর আগেই চুক্তি করা হয় পারিশ্রমিক নিয়ে। কাজ হয়ে গেলে, ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়। ব্যস, হয়ে গেল একটি সফল ফ্রিল্যান্সিং!
ফ্রিল্যান্সিং শুরু করতে হলেঃ
প্রথমে আপনি যে বিষয়টি নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, সে বিষয়ে ছোটখাটো একজন বিশেষজ্ঞ হয়ে যেতে হবে আপনাকে। আপনি যদি কয়েকটি বিষয়ে দক্ষ হন, তাহলে ফ্রিল্যান্সার হিসেবে বেশি কাজ পাবেন। তাছাড়া বিভিন্ন কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, যতো অভিজ্ঞতা, কাজ পাবার সম্ভাবনা ততো বেশি।
মার্কেটপ্লেসঃ
এতক্ষণে অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে, ‘”সবই বুঝলাম, কিন্তু এই ক্লায়েন্ট-ফ্রিল্যান্সার লেনদেনের ব্যাপারটা হবে কোথায়?” এই ‘ব্যাপারটা’ হবে মার্কেটপ্লেসে। না, এটি কিন্তু কাঁচাবাজার কিংবা পাইকারি বাজার নয়। এটি সম্পুর্নই অনলাইন নির্ভর একটি মার্কেট যার মাধ্যমে ক্লায়েন্টরা খুঁজে পান ফ্রিল্যান্সারদের।

শুরু করব কিন্তু কোনো গাইডলাইন পাচ্ছি না। কিভাবে শুরু করা যায়?এই ব্যাপারে বিস্তারিত জানতে জয়েন করুন আমাদের ফ্রি অনলাইন ক্...
02/09/2021

শুরু করব কিন্তু কোনো গাইডলাইন পাচ্ছি না। কিভাবে শুরু করা যায়?
এই ব্যাপারে বিস্তারিত জানতে জয়েন করুন আমাদের ফ্রি অনলাইন ক্লাসে।
ফ্রি ক্লাস রাত ৯.০০ টায়।
এই ক্লাস টি কাদের জন্য ?
যারা অনলাইনে স্কিল ডেভলপমেন্ট করার চিন্তা করছেন ।
যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন।

যারা ডিজিটাল মার্কেটিং করে ভালো ফলাফল পাচ্ছেন না।
ইউটিউবে অনেক ভিডিও থাকা সত্ত্বেও আমরাডিজিটাল মার্কেটিং এ সাফল্য অর্জন করতে পারছিনা। কিভাবে অগ্রসর হলে আপনি ডিজিটাল মার্কেটিং এ সফল হতে পারবেন তা নিয়ে আমরা আয়োজন করেছে ডিজিটাল মার্কেটিং এর ফ্রি অনলাইন লাইভ ক্লাস এর ব্যবস্থা।

কোথায় কোথায় আমাদের ভুল হয় এবং তার সমাধান।
সফল হতে গেলে কি কি দরকার পড়বে।
আমাদের ফ্রি লাইভ ক্লাস এ জয়েন করার জন্য আজকেই এপ্লাই করুন।

01/09/2021

Digital Marketing শেখা
নতুনভাবে ডিজিটাল মার্কেটিং শেখার অভিজ্ঞতা শুনুন

30/08/2021

সফল ফ্রিল্যান্সার হতে যে ৫ টি গুণ থাকা আবশ্যক 👇

সফল ফ্রিল্যান্সার হতে যে ৫ টি গুণ থাকা আবশ্যক 👇

ফ্রিল্যান্সিং কি হতে পারে মেয়েদের জন্য সফল পেশা?🤔🤔👇আশা করি সবাই ভালো আছো।আমাদের সমাজে পুরুষদের মতো মেয়েরা এত স্বাধীন না।...
29/08/2021

ফ্রিল্যান্সিং কি হতে পারে মেয়েদের জন্য সফল পেশা?🤔🤔👇
আশা করি সবাই ভালো আছো।আমাদের সমাজে পুরুষদের মতো মেয়েরা এত স্বাধীন না।ছেলেরা যেইসব কাজ করতে পারে মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু কাজে বাধা রয়েছে।আগে মেয়েদের শিক্ষার অধিকারও ছিলো না।কিন্তু তথ্যও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে মেয়েদের শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে।যদিও এখন সবাই বলে ছেলেও মেয়ে সবার সমান অধিকার।কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখা যায় ছেলেরা যেই চাকরিগুলো করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে।মেয়েদের পরিবার কোনসময় তা দিবে না।তাই আজকে মেয়েদের এমন একটা পেশার কথা বলবো,যেই টা মেয়েরা ঘরে বসে করতে পারে এবং এটা একেবারে স্বাধীন পেশা।আপনারা এতক্ষণে পোষ্টের শিরোনাম দেখে বুঝে গিয়েছেন আমি ফ্রিল্যান্সিং এর কথা বলছি।আজকে ফ্রিল্যান্সিং পেশাটা নিয়ে আমি মেয়েদের উদ্দেশ্য কিছু কথা বলবো।
ফ্রিল্যান্সিং শব্দটার অর্থ যেমন মুক্ত পেশা, আসলে এটার কাজও মুক্ত।মানে আপনি যখন ইচ্ছে কাজ করতে পারবেন যখন ইচ্ছে করবেন না।আর এটার সবথেকে ভালো দিক হলো আপনি যেখানেই থাকেন না কেন সেইখানেই করতে পারবেন।একটা ল্যপটপ বা ড্যক্সটপ তার সাথে ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি ঘরে বসেই বিশ্বের যেকোনো দেশের কাজ করতে পারেন।এবং বাংলাদেশে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে চাকরির পিছনে ঘুরে বেরায়।চাকরির বাজার যেহেতু সিমিত তাই চাকরির পিছনে না ছোটে নিজে কোনো একটা বিষয়ে কাজ শিখে স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করতে পারেন।এবং বাংলাদেশের চাকরি গুলো থেকে ফ্রিল্যান্সিং করে আপনি একটু বেশি টাকায় ইনকাম করতে পারেন।আর এটা যেকোনো বয়সে যেকোনো পেশার মানুষই করতে পারেন।মেয়েরাও এখন বাসায় বসে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করছে যা আমরা ইউটিউব বা ফেসবুকে ঘাটাঘাটি করলেই দেখতে পারবো।
আর সবথেকে বড় উদাহরণ হচ্ছে এই করোনা পরিস্থিতিতে যখন সবার ইনাকাম বন্ধ হয়ে গেছে তখন ফ্রিলান্সারদের ইনকাম আরও বেরে গিয়েছে।
তাই আমার মনে হয় মেয়েদের জন্য সবথেকে স্বাধীন পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং।🔥🥰❤️💯

29/08/2021

মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং বিষয় নিয়ে বিশেষ আলোচনা।

28/08/2021

ফ্রিল্যান্সিং করে মাসে আয় সুমনের ৫ লক্ষ টাকা ! ইতিহাস না দেখলেই মিস.....

26/08/2021

স্মার্টফোন দিয়ে ফ্রিল্যান্সিংয়ের শুরু হলেও
আজ ১ লক্ষ তরুণ-তরুণীদের প্রশিক্ষক
বর্তমানে ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয় একটি পেশা। ফ্রিল্যান্সিং শুরু করে আজ দেশের অনেক তরুণ তরুণী সাবলম্বী হয়েছেন।

অনলাইনে ইনকাম ২০২১, ঘরে বসে আয় করার সহজ উপায়!আজকাল ফেসবুকে ঢুকলেই  অনেকেই প্রশ্ন করে কিভাবে অনালাইন  আয় করা যায়? কিভাবে ...
23/08/2021

অনলাইনে ইনকাম ২০২১, ঘরে বসে আয় করার সহজ উপায়!
আজকাল ফেসবুকে ঢুকলেই অনেকেই প্রশ্ন করে কিভাবে অনালাইন আয় করা যায়? কিভাবে ঘরে বসে সহজে টাকা আয় করা যায়? কিভাবে সহজে অনলাইনে কাজ পাওয়া যায়? কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসে আয় করা যায়?

আবার অনেকেই বলে ভাই আমি কিভাবে ফ্রিলান্সিং শুরু করবো ? আমি তো নতুন আমি ফ্রিলান্সিং এর কোন কাজটি আগে শিখবো। কোন কাজের চাহিদা বেশী? কোথায় থেকে কাজ শিখবো ? ফ্রিলান্সিং বা আউটসোর্সিং কি ?

তো সবার কথা বিবেচনা করে আজকে আমি ফ্রিলান্সিং বা অনলাইন থেকে আয় করার উপর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেবার চেষ্টা করবো

শুরুতেই বলে নিচ্ছি আজকের আর্টিকেলটা কিন্তু অনেক বড় হবে । কাজেই খুব সময় নিয়ে ধৈর্য্যসহকারে পড়তে হবে। আর আমি ১০০% গ্যারান্টি দিতে পারি আপনি যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তবে ফ্রিলান্সিং নিয়ে আপনার আর কোন প্রশ্ন থাকবে না। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার এখন কি করা উচিত, কিভাবে সামনে আগানো উচিত।
১। যারা পড়ালেখা বা চাকরির পাশাপাশি অনলাইন থেকে সত্যিই ইনকাম করতে চায়

২। যারা অনেক ধৈর্য্যশীল

৩। যারা কঠর পরিশ্রমী

এই লেখাটি কাদের জন্য নয়?

যারা মনে করে দু’চার দিন অনলাইনে একটু সময় দিয়েই হাজার হাজার ডলার ইনকাম করা যায়
যারা পরিশ্রম না করে শুধু ডলার ইনকামের ধান্দা করেন।
যারা কোন কাজে অধৈর্য্য হয়ে যায়
যারা আগে থেকেই সফলতার সাথে ফ্রিলান্সিং করতেছেন। ( কারন এই লেখাটি একদম বিগিনারদের কথা মাথায় রেখে লেখা হয়েছে )
যাহোক ভুমিকাতে আর সময় নষ্ট করবো না এখন চলুন আমরা আমাদের মুল পয়েন্টে চলে যাই ।

ফ্রিলান্সিং কি ?
এক কথায় উত্তর দিতে গেলে ফ্রিলান্সিং মানে মুক্ত পেশা । প্রচলিত চাকুরীর বাইরে নিজের ইচ্ছামাফিক কাজ করার স্বাধীনতা হচ্ছে ফ্রিল্যান্সিং। যদিও আমাদের দেশে এখনও ফ্রিলান্সিং বিষয়টি নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ প্রফেশনাল ক্যারিয়ার। ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বিশাল মার্কেট। ইন্টারনেটের কল্যানে এখন আপনি খুব সহজেই ঘরে বসে একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।



ফ্রিলান্সিং কি হালাল পেশা ?
মুসলমান হিসেবে এই প্রশ্নটা অনেকেই আমাকে করে থাকেন । আসলে যাদের ফ্রিলান্সিং সমন্ধে ধারনা নেই তারা এরকম প্রশ্ন করবে এটাই স্বাভাবিক । এই প্রশ্নের উত্তর পেতে এই আর্টিকেলটি পড়তে পারেন অনলাইনে ইনকাম হালাল নাকি হারাম?



কিভাবে আপনি ঘরে বসে আয় করবেনঃ


অনলাইনে ইনকাম ২০২১ । ২০২১ সালে আপনি কিভাবে ঘরে বসে আয় করবেন ? এই প্রশ্নটির উত্তর দেবার আগে আমি আপনাকে আর একটি প্রশ্নের সম্মুখিন করি তাহলো, আপনি কি কি কাজ পারেন ? । আসলে ভাই টাকা ইনকাম করতে সবাই চায় কিন্তু সবাই কি টাকা আয় করতে পারে ?

পড়ালেখা তো অনেক ছাত্রই করে সবাই কি পাশ করে ? অনেকেই তো চাকরির জন্য চেষ্টা তদবির করে । কিন্তু সবাই কি চাকুরি পায় ? কেন পায় না ? চাকুরি না পাওয়ার প্রধান কারন দুইটি বলে আমি মনে করি। তার এক নাম্বার কারন হলো, প্রয়োজনীয় দক্ষতা / অভিজ্ঞতার অভাব । দেখা যাচ্ছে চাকুরি দাতা যে কাজের জন্য লোক খুজঁছেন , সে কাজে অভিজ্ঞ লোক পাচ্ছেনা । দুই নাম্বার কারন হলো চাকুরির জন্য সঠিকভাবে ধৈর্য্যসহকারে চেষ্টা না করা ।

22/08/2021

ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যা আজকাল তরুণ-তরুণি থেকে শুরু করে সব বয়সের মানুষের পছন্দের।এটি একটি চ্যালেঞ্জিং পেশা। পরিচয়পত্র ব্যবহার করে ফ্রিল্যান্সাররা ব্যাংক ঋণ পাবেন

19/08/2021

✴️অনলাইনে ইনকাম করার অন্যতম মাধ্যম হলো 📳ফ্রিল্যান্সিং✴️
🌐ফ্রিল্যান্সিং কি?
🌐কোন বিষয়ে দক্ষ হলে ফ্রিল্যান্সিং করা যায়?
🌐ফ্রিল্যান্সিং এ কিভাবে আয় করা যায়?
✳️ফ্রিল্যান্সিং সম্পর্কে যা জানা দরকার, যা শিখা দরকার
এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যা নতুনদের জন্য বিশেষ উপকারী হবে।
👍আপনাদের যেকোনো প্রকার Freelanching Guideline,সমস্যা বা সাপোর্টের জন্য ফ্রি ক্লাসে জয়েন করুণ। যোগাযোগ- 01518640711

16/08/2021

যারা ঘরে বসর ফ্রিলান্সিং করতে চান তাদের জন্য সুবর্ন সুযোগ,,
মার্চ ২০২০,,করোনার কারনে স্কুল কলেজ ভার্সিটি সবকিছু বন্ধ।আজ প্রায় দেড় বছর সময় আমাদের থেকে বিদায় নিল। কিন্তু কখনো কি ভেবেছেন? এই সময়টুকু আপনি কি করেছেন? কোন কাজে ব্যায় করেছেন? সম্পূর্ন সময়টা আমাদের ঘরে বসে কাটাতে হয়েছে।আমাদের সবার কাছে এই দেড় বছর সময়টা মূল্যহীন মনে হয়। কিন্তু,,,
আপনি কি জানেন? এই দেড় বছর সময়টা আপনার জীবনের সেরা সুন্দর একটি সময় হতে পারতো? আপনি চেষ্টা করলে এই দেড় বছরে আপনার লাইফ টাকে সেটেল করতে পারতেন?,,,
তাই বেশি দেরি না করে চলুন, আজ থেকেই শুরু করি ফ্রিলান্সিং।
ঘরে বসে সময় নষ্ট করে কি লাভ? সময়টাকে সঠিক কাজে লাগান,,অবশ্যই অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে,,,

15/08/2021

মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং |

আপনার নির্দিষ্ট কোন কাজে দক্ষতা আছে? ওয়েব ডেভেলপমেন্ট অথবা প্রোগ্রামিং কিংবা আপনি কি গ্রাফিক্স ডিজাইনার অথবা এনিমেশন নির্মাতা? নাকি এক্সপার্ট কনেন্ট রাইটার? অথবা অনলাইন কনসালটেলন্সি অথবা মার্কেটিংয়ে অভিজ্ঞতা আছে? আপনি যাই হোন না কেন, ইন্টারনেটে রয়েছে আপনার জন্য বিশাল এক কাজের বাজার। কেবল উপরের কোন কাজেই দক্ষ হতে হবে এমন নয়। বরং ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিভাগে হাজারো কাজ অপেক্ষা করছে আপনার জন্য।

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বর্তমান সময়ে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখন বেশ আলোচিত একটি বিষয়। বিশেষ করে তরুণ যুব সমাজের কাছে, যারা পড়াশোনার পাশাপাশি নিজেরাই নিজেদের কর্মসংস্থানের পথ গড়ে তুলতে চায়। ফ্রিল্যান্সিং এমনি একটি পেশা যেখানে যে কেউ তার মেধা দিয়ে শূন্য থেকে বেশ বড় সফলতা বয়ে আনতে পারে।

বাংলাদেশের একদল ছেলেমেয়ে এখন প্রতিদিনই প্রায় এককোটি টাকা আয় করে ইন্টারনেটে ফ্রিল্যন্সিং ও আউটসোর্সিং এর মাধ্যমে। কিন্তু এদের মধ্যে ৯৬ শতাংশই ছেলে এবং বাকি মাত্র ৪ শতাংশ মেয়ে। এই হলো রেজিস্টার্ড ফ্রিল্যান্সারদের। কিন্তু সত্যিকার অর্থে যারা কাজ করছেন, তাদের সংখ্যা ধরলে এই হার ১ শতাংশেরও কম।

কিন্ত বিশ্বের অন্যান্য দেশে এই হার অনেক বেশি। কারণ ঘরে বসে নিজের সময় অনুসারে কাজ করার স্বাধীনতা আসলে মেয়েদের জন্য এক বড় দুনিয়ার উন্মোচনকারী সুযোগ। যদি তাই হবে, তাহলে বাংলাদেশের মেয়েরা কেন এই জগতে আসছে না? কেন অপার সম্ভাবনার এই ইন্টারনেট দুনিয়ায় মেয়েদের এত কম উপস্থিতী? আর কেনই বা ফ্রিল্যান্সিংএ মেয়েদের এত অনীহা? ইন্টারনেটে মেয়েদের এই পিছিয়ে থাকার কিছু লক্ষণীয় কারণ হচ্ছে:

১. মেয়েরা এই ব্যাপারে কম জানে

উন্নত দেশের তুলনায় আমাদের দেশে মেয়েদের শিক্ষার সুযোগ অনেক কম। সামাজিক ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে মেয়েরা পড়াশোনা বেশিদূর চালিয়ে যাওয়ার সুযোগ পায় না। যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের ক্ষেত্রেই নারীরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, সেখানে তারা প্রযুক্তি জ্ঞান সম্পর্কেঅজ্ঞাত থাকবে এটাই স্বাভাবিক।
অথচ আমাদের দেশের মেয়েরা অনেক মেধাবী। একটু সুযোগ পেলেই তারা পারিবারিক, সামাজিক এমনকি রাষ্ট্রীয় খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। কিন্তু যথেষ্ট প্রযুক্তি জ্ঞানের অভাবে আমাদের দেশের মেয়েরা ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব কম জানে। যার ফলে প্রচণ্ড সম্ভাবনাময় এই খাতে তাদের উপস্থিতী তুলনামূলক কম। যা মোটেই কাম্য নয়।

২. তাদের আত্মবিশ্বাস অনেক কম

“আমি কি পারবো?” বা “লোকে কি বলবে?” একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগে এসেও এই চিন্তুগুলো অধিকাংশ মেয়েদের মধ্যে রয়ে গেছে। ফলে যেকোন কাজ শুরুর পূর্বে এই নেতিবাচক ধারণাগুলো তাদের সফল হতে দেয় না। বর্তমানে অনেক মেয়ে সফল ফ্রিল্যান্সার আছে। আমাদের এই উপমহাদেশে বিশেষ করে ভারত ও পাকিস্তানে প্রচুর পরিমাণে মেয়ে ফ্রিল্যান্সার রয়েছে, যার দীর্ঘদিন ধরে সফলতার সাথে ফ্রিল্যান্সিং করছে।

তাই সবার আগে আত্মবিশ্বাস আনাটা জরুরী অন্য সবাই পারলে আপনিও পারবেন। তারা যেভাবে পারিবারিক অন্যান্য কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং এ বেশ ভালো সফলতা অর্জন করছে, ঠিক একই কাজ আপনার দ্বারাও সম্ভব।

৩. কীভাবে শুরু করবে তা জানে না

অনেক মেয়েদেরই ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা আছে অথবা অনেক মেয়েরাই কিছু কিছু কাজ জানে। কিন্তু তারা অনলাইনে এই কাজগুলো কীভাবে শুরু করবে তা জানে না। এটা একটি অন্যতম প্রধান সমস্যা।

আমাদের দেশে কিছু শিক্ষকরা শিক্ষার্থীদের শেখানোর চেয়ে নিজেদের জাহির করতে বেশি পছন্দ করে এবং করেও থাকে। এর ফলে শিক্ষার্থীদের কাছে তাদের জ্ঞানটা ঠিকই জাহির হয়, পক্ষান্তর শিক্ষার্থীদের শেখা হয় না কিছুই। ভালো মেন্টর বা শিক্ষকের অভাবে অনেক মেয়েরা আগ্রহ থাকা সত্বেও এই পেশায় আসতে পারছে না।

Address

Thana: Dimla' District: Nilphamari
Dimla
5350

Alerts

Be the first to know and let us send you an email when Deburam Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deburam Roy:

Share