Rumi sultana

Rumi sultana Digital Marketing,Data Entry, Graphics Design, SEO, video Editing, Professional page Create

Digital Marketing, Data Entry, Graphics Design, SEO, Professional page Create, Video Editing
আমার এই সার্ভিস গুলো দিয়ে থাকি।

Facebook Ads Campaign Service Provider 🌹👉 ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করুন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার দিয়ে।👉 ফেসবুক বুস্ট এবং ...
23/10/2023

Facebook Ads Campaign Service Provider 🌹
👉 ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করুন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার দিয়ে।

👉 ফেসবুক বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইন এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের দেশে অধিকংশ আইটি সেন্টার গুলো মূলত ফেসবুক বুস্ট সার্ভিস দিয়ে থাকে। আসলে এইটা একটা ভুল স্ট্রাটেজি। বড় বড় কোম্পানিগুলো এই অ্যাড ক্যাম্পেইন সার্ভিস নিয়ে সফল হচ্ছে তাই আমরা ছোট - বড় সবার জন্য বিভিন্ন প্যাকেজে এই সার্ভিস নিয়ে এসেছি আপনাদের জন্য । ফেসবুক নিয়ে অনেকে নিরাপত্তাহীনে ভুগেন আমার কাছে কাজ করালে আপনাদের আত্মবিশ্বাস ও বাড়বে ।

👉 ফেসবুক বুস্ট সার্ভিসটি ফেসবুক সব ধরেনর অডিয়েন্সকে টার্গেট করে দিয়েছে। এতে করে ফেসবুকের এই বেসিক সার্ভিসটি সকলেই ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে আপনি ফেসবুকের বেসিক কিছু ফিচার ব্যবহার করতে পারবেন।

👉 ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের এডভান্স লেভেল মার্কেটিং। ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য ফেসবুক আলাদা একটা সাইট পর্যন্ত বানিয়েছে। আপনারা business.facebook.com এ গেলে দেখতে পাবেন (শুধু মাত্র পিসি ভিউ )। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি অডিয়েন্স এর ডিটেলস সহ অডিয়েন্স narrow করে অথবা extent করে আরও নিখুঁত ভাবে টার্গেট করতে পারবেন। আসলে অ্যাড ক্যাম্পেইন এর আরো অনেক ফিচার রয়েছে যা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। যেমন বুস্ট এ শুধু নিউজফিড এ অ্যাড চলে । আর অ্যাড ক্যাম্পেইন এ ১৫+ জায়গায় এড প্লেসমেন্ট এ অ্যাড চলে । বিস্তারিত ইনবক্সে জেনে নিয়েন ।

👉 আমাদের সার্ভিস সমুহঃ
✅ বিজনেস পেজ সেটআপ।
✅ বিজনেস এর সাথে মিল রেখে লোগো তৈরি।
✅ পেইজ প্রমোট।
✅ ফেসবুক এড ডিজাইন।
✅ পোস্ট বুস্ট(Facebook Conversation Ads)
✅ আপনার পেইজ এর সাথে মিল রেখে ১০০% অডিয়েন্স৷ সেট আপ হবে তাই সেল বাড়বে।
✅ লোকেশান অনুযায়ী এড দেওয়ার সুবিধা।
✅ টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✅ বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✅ অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।
✅ বিজ্ঞাপন শেষে বিজ্ঞাপন রিপোর্ট দেখার সুবিধা।

✅ বিস্তারিত জানতে কল করুন অথবা মেসেজ করুন আমাদের ইনবক্সে।
Contact No: 01794558996 (হোয়াটস অ্যাাপ)

🤝 ধন্যবাদ। 🤝 See less
Comments

22/10/2023

I will set up optimize and design a professional Facebook business page creation

I will set up optimize and design professional facebook business page Creation.My Services:Digital Marketing, Data Entry...
21/10/2023

I will set up optimize and design professional facebook business page Creation.

My Services:

Digital Marketing, Data Entry, Graphics Design, SEO, Professional page Create, Design Nice Profile Photo, Design Attractive Cover Photo
Create FB Page or Group Page
Setup FB shop button
Add website address
Tab settings
Add about us
Setup template
Add services
Add maps according to your address
Inbox me.I will try my best.

13/10/2023

বিয়ের দিন আমার স্বামী আমাকে বলেছিলো-❝আমার মাকে তুমি শ্বাশুড়ি নয় নিজের মায়ের মতো দেখবা।❞🥰
আমি তো মহাখুশি😍
তাকে উত্তরে বললাম-"তাহলে তো ভালোই হয়।প্রতিদিন সকাল ১০টায় উঠবো।উঠেই চা দিবে মা।কাজটাজ আমার দ্বারা হবে না,মাকে বলবো -এটা করে দাও,ওটা করে দাও।মাকে সারাদিন আমার খামখেয়ালি বায়নায় ভরিয়ে রাখবো"
তখন সে কিছুটা অস্বস্তিবোধ নিয়ে বললো-❝তা কেন করবে?ভুলে যেও না সে সম্পর্কে তোমার শ্বাশুড়ি।❞
হেঁসে বললাম-❝এবার লাইনে আসলে। বুঝলে প্রিয়!! শ্বাশুড়ি কখনোই মা হয় না।একজন মা যা করে শ্বাশুড়ি তা কখনোই করতে পারবে না।আর আমরা মেয়েরা আমাদের মাকে যতটা প্যাঁরা দেই,তার ১০০ভাগের ১ভাগও যদি শ্বাশুড়িকে দেই তবে সেদিনই বাড়ি থেকে বের করে দিবে।তাই উনাকে মা ভাবতে বলো না, তবে শ্বাশুড়ি হিসেবে যতটা সম্মান উনার প্রাপ্য আমি সেটুকু করার সর্বোচ্চ চেষ্টা করবো।❞

শিক্ষা:শুধু মেয়েরা নয়,সন্তান হিসেবে কেউই তার মাকে সম্পূর্ণ সম্মান দেয় না।মায়ের সাথে কখনো কখনো ঝগড়া হয়,কখনো তর্ক হয়,কখনো রাগ দেখানো হয়,মুখে যা আসে তাই বলা যায়,সব ধরনের পাগলামি করা যায়।তবুও মায়েরা সব মেনে নেয়।❤️
আর শাশুড়ীদের সাথে অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়।যা খুশি বলা যায় না,তর্ক করা যায়না,রাগ দেখানো যায় না।প্রচুর সম্মান দিতে হয়,১পা ফেলতে ১০০বার ভাবতে হয়।তবুও ভয়ে ভয়ে থাকতে হয়,কখন কি ভুল হয়ে যায়💔

Address

Nimgachi, Bogra Highway
Dhunat
5850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumi sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share