23/10/2023
Facebook Ads Campaign Service Provider 🌹
👉 ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করুন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার দিয়ে।
👉 ফেসবুক বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইন এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের দেশে অধিকংশ আইটি সেন্টার গুলো মূলত ফেসবুক বুস্ট সার্ভিস দিয়ে থাকে। আসলে এইটা একটা ভুল স্ট্রাটেজি। বড় বড় কোম্পানিগুলো এই অ্যাড ক্যাম্পেইন সার্ভিস নিয়ে সফল হচ্ছে তাই আমরা ছোট - বড় সবার জন্য বিভিন্ন প্যাকেজে এই সার্ভিস নিয়ে এসেছি আপনাদের জন্য । ফেসবুক নিয়ে অনেকে নিরাপত্তাহীনে ভুগেন আমার কাছে কাজ করালে আপনাদের আত্মবিশ্বাস ও বাড়বে ।
👉 ফেসবুক বুস্ট সার্ভিসটি ফেসবুক সব ধরেনর অডিয়েন্সকে টার্গেট করে দিয়েছে। এতে করে ফেসবুকের এই বেসিক সার্ভিসটি সকলেই ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে আপনি ফেসবুকের বেসিক কিছু ফিচার ব্যবহার করতে পারবেন।
👉 ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের এডভান্স লেভেল মার্কেটিং। ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য ফেসবুক আলাদা একটা সাইট পর্যন্ত বানিয়েছে। আপনারা business.facebook.com এ গেলে দেখতে পাবেন (শুধু মাত্র পিসি ভিউ )। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি অডিয়েন্স এর ডিটেলস সহ অডিয়েন্স narrow করে অথবা extent করে আরও নিখুঁত ভাবে টার্গেট করতে পারবেন। আসলে অ্যাড ক্যাম্পেইন এর আরো অনেক ফিচার রয়েছে যা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। যেমন বুস্ট এ শুধু নিউজফিড এ অ্যাড চলে । আর অ্যাড ক্যাম্পেইন এ ১৫+ জায়গায় এড প্লেসমেন্ট এ অ্যাড চলে । বিস্তারিত ইনবক্সে জেনে নিয়েন ।
👉 আমাদের সার্ভিস সমুহঃ
✅ বিজনেস পেজ সেটআপ।
✅ বিজনেস এর সাথে মিল রেখে লোগো তৈরি।
✅ পেইজ প্রমোট।
✅ ফেসবুক এড ডিজাইন।
✅ পোস্ট বুস্ট(Facebook Conversation Ads)
✅ আপনার পেইজ এর সাথে মিল রেখে ১০০% অডিয়েন্স৷ সেট আপ হবে তাই সেল বাড়বে।
✅ লোকেশান অনুযায়ী এড দেওয়ার সুবিধা।
✅ টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✅ বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✅ অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।
✅ বিজ্ঞাপন শেষে বিজ্ঞাপন রিপোর্ট দেখার সুবিধা।
✅ বিস্তারিত জানতে কল করুন অথবা মেসেজ করুন আমাদের ইনবক্সে।
Contact No: 01794558996 (হোয়াটস অ্যাাপ)
🤝 ধন্যবাদ। 🤝 See less
Comments