Hadiul islam

Hadiul islam আসসালামু আলাইকুম
(11)

21/08/2024
নিজেকে উন্নত করার জন্য এতটাই ব্যস্ত থাকি যে অন্যের সমালোচনা করার সময় ও পাইনা।
15/05/2024

নিজেকে উন্নত করার জন্য এতটাই ব্যস্ত থাকি যে অন্যের সমালোচনা করার সময় ও পাইনা।

Allhamdulillah
14/05/2024

Allhamdulillah

Allhadulillah
22/03/2024

Allhadulillah

09/02/2024

"মনের মধ্যে কথা পুষে রাখতাম ... ভেতরে ভেতরে ঝড় বয়ে যাইতো, সমস্ত কিছু ওলট-পালট হয়ে যাইতো; অথচ মুখ ফুটে কাউরে কিছু বলতাম না !!

আমি ভাবতাম, সবাই আমারে বুঝে ফেলবে ... চোখের দিকে তাকালেই টের পাবে, কি পরিপাটি করে বিষাদ লুকায়ে রাখি ... আমি অপেক্ষা করতাম; অভিনয়টা ধরা পড়ে যাওয়ার অপেক্ষা ... ভাবতাম, একবার ধরা পড়ে গেলে, অপরাধ মেনে নিয়ে একটা ভরসার কাঁধে মুখ ঘষতে ঘষতে সমস্ত কষ্টদের উজাড় করে দিবো !!

তারপর টের পাইলাম, আমারে আসলে কেউ বুঝে নাই ... আমার ভেতরটা কেউ কখনো পড়তে যায় নাই ... আমার বুকের ভেতর নদী না সমুদ্র লুকানো - তাতে কারো কিচ্ছু যায় আসে না !!

পৃথিবীর উপর আমার ভীষণ অভিমান হয় ... কেমন একটা অযৌক্তিক ছেলেমানুষি অভিমান ... যে অভিমানের কোনো ভিত্তি নাই, যে অভিমান করার কোনো অধিকার আমার নাই ... তবুও ভীষণ অভিমান হয় !!

একদিন অভিমানটুকুও যত্ন করে লুকিয়ে ফেলবো, বাদবাকি সমস্ত অনুভূতির মতো !!"

19/01/2024

–শুকরিয়া ঐ রবের প্রতি,
যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার
সকাল দেখান"!🖤


🌸"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌸

16/01/2024

তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলদ্ধি করতে পারবে।

13/01/2024

ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সে ব্যক্তিই নির্বোধ, যে সর্বদাই নিজেকে বড় ভাবে।

-------------হযরত আলী (রাঃ)

10/01/2024

ঐ সকল নারী জাহান্নামী, যারা কাপড় পরেও উলঙ্গ থাকে।”

—বিশ্বনবী হযরত মোহাম্মদ(সঃ) ..!

09/01/2024

আজ হারিয়েছি, কাল খুঁজবো,, আজ পাইনি, কাল পাবো,, আজ হেরেছি, কাল জিতবো। আমি আবার ফিরে আসবো, ঠিক তোমার মনের মত।

04/01/2024

♥ পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো, তবে বোধ হয় পৃথিবীটা এতো সুন্দর হতো না।

Address

Mymensingh
Dhobaura

Alerts

Be the first to know and let us send you an email when Hadiul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Video Creators in Dhobaura

Show All