Inspiration Of Saif সাইফ এর অনুপ্রেরণা।

  • Home
  • Dhamrai
  • Inspiration Of Saif সাইফ এর অনুপ্রেরণা।

Inspiration Of Saif  সাইফ এর অনুপ্রেরণা। It is about Inspiration Of Saiful Bin Abdul Mozid Alhamdulillah
(27)

16/09/2024

যারা বলছেন ঈদে মিলাদুন্নবী বিদ'আত না !
তাদের জন্য ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে রয়েছে কুইজ প্রতিযোগিতা!
বিস্তারিত কমেন্টে..

07/09/2024

মন্দির ভাঙ্গার পক্ষে নাই কিন্তু
শিরিকের আড্ডা খানা মাজার ভাঙ্গার পক্ষে আছি।

03/09/2024

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি।

আলহামদুলিল্লাহ 🥰

26/08/2024

এদের মতো অশিক্ষিত জাতি যে দেশে আছে সে দেশে আর বাইরের শত্রুর প্রয়োজন হয় না🤬

পুরো রিক্সা সিস্টেমটাই বন্ধ করে দেওয়া উচিত,
কারন এরা সবসময় যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে,অতিরিক্ত ভাড়া আদায় করে,জ্যামের সৃস্টিও এরাই করে☠️

26/08/2024

শাহবাগে হিন্দু রুপে,
সচিবালয়ে আনসার রুপে,
রাতের বেলায় ডাকাত রুপে,
এরা কারা?

25/08/2024

অল্প বিদ্যা যে ভয়ংকর, আনসার বাহিনী তার পরিচয়!
জাতির এ ক্লান্তি কালে এরা কিসের আন্দোলন!
এতো বছর কোথায় ছিলো এরা?

25/08/2024

আনসাররা ছাত্রদের মারতেছে সচিবালয়ে!

ঢাকা বাসী সবাই সচিবালয়ে আসুন,ছাত্রদের বাঁচান।

গোপালগঞ্জে সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা হয়েছে।
22/08/2024

গোপালগঞ্জে সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা হয়েছে।

22/08/2024
ছোটখাটো দুর্নীতি ধরার ক্ষেত্রে দুদক স্বাধীন। সরকার না চাইলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান বা মামলা করে না সংস্থাটি।
18/08/2024

ছোটখাটো দুর্নীতি ধরার ক্ষেত্রে দুদক স্বাধীন। সরকার না চাইলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান বা মামলা করে না সংস্থাটি।

বিস্তারিত কমেন্টে...

18/08/2024

পরবর্তী ষড়যন্ত্র- ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি।
মোটামুটি ভাবে সফল হতে শুরু করেছে।
অবশ্যই ছাত্র জনতাকে আরও সচেতন হতে হবে।

ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্তান হারা মা-বাবা ওসি  মোহাম্মদ সিরাজুল ইসলাম পিপিএমের কঠোর  বিচার ও দৃষ্...
11/08/2024

ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্তান হারা মা-বাবা ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম পিপিএমের কঠোর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

তার হঠকারিতায় অকালে প্রাণ হারিয়েছেন বাস লোকের স্ত্রী সাজেদা আক্তার ও কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। হারিয়েছেন মানসিক ভারসাম্্য ও শারীরিক সক্ষমতা।

ভুক্তভোগী পরিবার মাথা গরম ওসি সিরাজুল ইসলাম সিরাজের কঠোর বিচার অদৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

11/08/2024

গোপালগঞ্জ বাসি নাকি আজ মিছিলে স্লোগান দিচ্ছে।

"আমার ভাইয়ের পাঁচালাল,মনে থাকবে চিরকাল"।

আমার এতো বিপদ, বিপদের যে দোয়া পড়মু হেইডার নাম ও ইউনুস🫢🫢
10/08/2024

আমার এতো বিপদ, বিপদের যে দোয়া পড়মু হেইডার নাম ও ইউনুস🫢🫢

অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা।
09/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা।

দুবাই প্রবাসীদের মুক্তি চায় !
09/08/2024

দুবাই প্রবাসীদের মুক্তি চায় !

Address

Dhamrai
1800

Alerts

Be the first to know and let us send you an email when Inspiration Of Saif সাইফ এর অনুপ্রেরণা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inspiration Of Saif সাইফ এর অনুপ্রেরণা।:

Videos

Share