Islamic Diary - ইসলামিক ডায়েরি

Islamic Diary - ইসলামিক ডায়েরি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Diary - ইসলামিক ডায়েরি, Digital creator, Dhamrai.

26/07/2023

ড. জাকির নায়েকের সাথে আবু ত্বহা মোহাম্মদ আদনান.. ❤️

03/06/2023

আগামীকাল থেকে বন্ধ থাকবে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।

14/05/2023

জোরে বাতাস প্রবাহিত হলে রাসুল (সঃ) যে দোয়া পড়তেন
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা, ওয়া আউযুবিকা মিন শাররিহা
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণটাই কামনা করি। এবং আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই। আবূ দাউদ ৪/৩২৬, নং ৫০৯৯; ইবন মাজাহ্ ২/১২২৮, নং ৩৭২৭
©️

যারা মোখা নিয়ে এখনো মজা নিচ্ছেন তাদের জন্য মোখার বর্তমান সাইজ ও বাংলাদেশ এর মানচিত্র! এটা দেখার পর এটলিস্ট আল্লাহ আপনাদে...
13/05/2023

যারা মোখা নিয়ে এখনো মজা নিচ্ছেন তাদের জন্য মোখার বর্তমান সাইজ ও বাংলাদেশ এর মানচিত্র! এটা দেখার পর এটলিস্ট আল্লাহ আপনাদের মনে একটু হলেও রহমত দান করবে বলে আশা করছি।

17/04/2023

🚫 একটি মা*রা*ত্মক ভুল!

'লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা
ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন'

অর্থঃ (হে আল্লাহ) আপনি ছাড়া কোনো মাবুদ নাই,আপনি সর্বপ্রকার ত্রুটি থেকে পবিত্র,নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত।

এ*খা*নে "ইন্নি কুংতু" এর জায়গায় অনেকেই "ইন্নি কুনতুম" পড়ে থাকেন। যার ভয়াবহ অর্থ দাঁড়ায়।

তখন অর্থ হয়ঃ
আপনি অর্থাৎ আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত (নাউজুবিল্লাহ)

17/04/2023

ইন্না লিল্লাহ রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আ*গু*ন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কিছুক্ষণ আগে চট্টগ্রাম ঢাকা সোনারবাংলা ৭৮৭ ট্রেন হাসানপুর স্টেশন দাঁড়িয়ে থাকা একটি মাল গাড়িকে প্রায় ৮০ কিমি বেগে পিছন থে...
16/04/2023

কিছুক্ষণ আগে চট্টগ্রাম ঢাকা সোনারবাংলা ৭৮৭ ট্রেন হাসানপুর স্টেশন দাঁড়িয়ে থাকা একটি মাল গাড়িকে প্রায় ৮০ কিমি বেগে পিছন থেকে ধাক্কা মেরে মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়েছে। ইঞ্জিন এবং পরের কয়েকটি বগী মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইঞ্জিন চলে গেছে জমিতে।

আল্লাহ রহম করুন।

ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

16/04/2023
ঢাকা নিউ মার্কেটে আগুন লেগেছে 😢আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।আল্লাহ সহায়......
15/04/2023

ঢাকা নিউ মার্কেটে আগুন লেগেছে 😢
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
আল্লাহ সহায়......

13/04/2023

আজকের আয়াত/হাদীস

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললো, আমার মায়ের আকস্মিক মৃত্যু হয়েছে, তিনি ওসিয়াত করে যেতে পারেননি। আমার মনে হয়, তিনি কথা বলতে পারলে অবশ্যই সাদকা করতেন। আমি যদি তার পক্ষ থেকে সাদকা করি, তবে কি তার সওয়াব হবে এবং আমারও? তিনি বলেনঃ হাঁ।

রেফারেন্সঃ
সুনানে ইবনে মাজাহ ২৭১৭

এ হাদীস থেকে বোঝা যায়, মৃতব্যক্তির পক্ষ থেকে দান-সাদাকা করা হলে মৃতব্যক্তি এবং সাদাকাকারী উভয়েই সওয়াবের ভাগীদার হবেন।

রাজধানীর নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে আগুন😢নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।আল্লাহ সবাইকে হেফাজত...
13/04/2023

রাজধানীর নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে আগুন😢
নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমীন।

12/04/2023

আয়েশা (রা.) নবী করিম (সা.) কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! যদি আমি লাইলাতুল কদর লাভ করি, তাহলে কি দোয়া করবো? নবী করিম (সা.) বলেন, বলবে,

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﺎ

হে আল্লাহ! তুমি ক্ষমাশীল। ক্ষমা পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো।

[তিরমিজিঃ ৩৫১৩]

09/04/2023

"আস্তাগফিরুল্লাহ"

শব্দটাকে বানিয়ে নিন জীবনের নিত্যসঙ্গী! হতাশ হবেন না!
শুধু সবর করেন! ব্যর্থতার কালো মেঘ সরিয়ে সফলতার সূর্য উদয় হবেই হবে

ইনশাআল্লাহ!🌸🤎

09/04/2023

👉 দৈনন্দিন ব্যবহারিক ২০ টি দোয়া,,,,,

১. কাজের শুরুতে___
🥀 " বিসমিল্লাহ্ " 🥀

২. ভবিষ্যতে কাজের ইচ্ছা প্রকাশে...
🥀 " ইনশাআল্লাহ " 🥀

৩. আল্লাহর মহত্ত্ব প্রকাশে...
🥀 " সুব্বহানাল্লাহ্ " 🥀

৪. ভালো উদ্যোগে খুশি হয়ে...
🥀 " মাশা-আল্লাহ্ " 🥀

৫. ধন্যবাদ জ্ঞাপনে...
🥀 " জাযাকাল্লাহ্ " 🥀

৬. ঘুম থেকে জেগে...
🥀 " লা-ইলাহা-ইল্লাল্লাহ্ " 🥀

৭. হাঁচি দেওয়ার পর...
🥀 " আলহামদুলিল্লাহ্ " 🥀

৮. হাঁচি দেওয়া শোনার পর...
🥀 " ইয়ার-হামুকাল্লাহ্ " 🥀

৯. জিজ্ঞেসার জবাবে...
🥀 " আলহামদুলিল্লাহ্ " 🥀

১০. পাপের অনুশোচনায়...
🥀 " আস্তাগফিরুল্লাহ্ " 🥀

১১. পরোপকার করার সময়...
🥀 " ফি-সাবিলিল্লাহ্ " 🥀

১২. কাউকে ভালোবাসলে...
🥀 " লি-হুবিল্লাহ্ " 🥀

১৩. বিদায়ের সময়...
🥀 " ফি-আমানিল্লাহ্ " 🥀

১৪. সমস্যা দেখা দিলে...
🥀 " তাওয়াক্বালতু আল্লাল্লাহ্ " 🥀

১৫. কষ্টকর ও যন্ত্রণার সময়...
🥀 " ইয়া আল্লাহ্ " 🥀

১৬. অপ্রতিকর কিছু ঘটনা ঘটলে বা দেখলে...
🥀 " নাউজুবিল্লাহ্ " 🥀

১৭. আনন্দদায়ক কিছু দেখলে...
🥀 " ফাতা-বারাকাল্লাহ্ " 🥀

১৮. প্রার্থনায় অংশগ্রহণ করতে...
🥀 " আমীন " 🥀

১৯. শপথ নেওয়ার সময়...
🥀 " ওয়াসল্লাহি-বিল্লাহ্ " 🥀

২০. মৃত্যুর সংবাদ শুনলে...
🥀" ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন
ও আল্লাহ্! সকলকে আমল করার তাওফিক দান করো!
আমীন!!! 🌸🥀🤲

#কালেক্টেড

27/03/2023

নিশ্চয়ই কোরআন এক উপদেশ। অতএব যার ইচ্ছা সে যেন তার প্রতিপালকের পথ অবলম্বন করতে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে।
সূরা ইনসান, আয়াত-২৯

17/03/2023

ইস্তেগফার : আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

জিকির : সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার

তওবা : আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি

দোয়া ইউনুস : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ

দুরুদ শরীফ : সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লা হাওয়া ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
লা হাওয়া ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

পড়ে শেষ হলো আলহামদুলিল্লাহ

14/03/2023

- ধীরে ধীরে রাসুল (সাঃ) এর অনেক হাদিস আমরা ভুলেই
যাচ্ছিঃ-
১/মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা। (সহীহ মুসলিম- ৮৯৮)
২/রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা। (বুখারী- ৫২১১)
৩/বৃষ্টি আসলে দোয়া করা। (সহীহ বুখারী- ১০৩২)
৪/স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা। (মুসলিম- ২০৬৪)
৫/কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে,আমি জানি
না। (বায়হাকী- ১৭৫৯৫)
৬/মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
(মুসলিম- ২৫৩১)
৭/খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
(মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭)
৮/ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
(বায়হাকি- ৪২৮)
৯/নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
(বুখারী- ৭৩১)
১০/বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই
রাকাআত সালাত আদায় করা। (মুসনাদে বাযযার- ৮৫৬৭)
১১/দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা।
বিশেষ করে শু জুতা (স্যান্ডেল না)। (আবু দাউদ- ৪১৩৫)
১২/যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।
(তিরমিযী- ২৪৭৮)
১৩/ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তাসবি পড়া।
অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।
(আরশিফু মুলতাকা- ৪৫৬৯)
১৪/দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা
শিখা। (মুসনাদে আহমাদ- ২১৬১৮)
১৫/বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে
জামায়াতে যাওয়া। (তাবরানী- ৬১৩৯)
১৬/মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।
(মুসনাদে আহমাদ- ২৭৫০৮)
১৭/রাতে অজু অবস্থায় ঘুমানো। (ফাতহুল বারি- ১১/১১০)
১৮/মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।(আবু দাউদ- ৪১৬০)
১৯/যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর
কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন; যেমনভাবে গাছ থেকে
পাতা ঝরে পড়ে। (বুখারি- ৫৬৮৪)
২০/রাসুল (সাঃ) বলেন আমি টেক(হেলান) লাগানো অবস্থায়
কোনো কিছু ভক্ষণ করি না। (বুখারি- ৫১৯০)
- আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে রাসুল (সাঃ) এর আদর্শ অনুসরন করার তৌফিক দান করুক। আমিন।💓💓💓💓

13/03/2023

৩০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। ৩৬ এ মৃত্যু। ইসলামের বয়স মাত্র ৬।

এই ৬বছরের ব্যবধানে এমন জীবন গঠন করেছিলেন যে –

– তাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।
– আসমানের সকল দুয়ার খুলে দেওয়া হয়েছিল।
– তাঁর রূহ আসমানে পৌঁছার পর আসমানীরা আনন্দে মেতেছিলেন।
– তাঁর জানাযায় অংশগ্রহণের জন্য ৭০ হাজার ফেরেশতা যমীনে অবতরণ করেছিলেন।

তিনি ছিলেন – সাহাবী সা'দ ইবনে মুআ'য (রাঃ)!
(দেখুন, বুখারী, ৩৮০৩, মুসলিম ২৪৬৬ ইবনে হিব্বান, ৭০৩৩, ফাজায়িলুস সাহাবা, ১৪৯১ মুসান্নাফে ইবনে আবী শায়বা)

13/03/2023

১২ মাসের মধ্যে শ্রেষ্ঠ ও

উত্তম মাস হলো পবিত্র রমজান মাস!

আলহামদুলিল্লাহ।🌸🥀

13/03/2023

"প্রিয় রাসূল (ﷺ) বলেছেন,
কষ্ট হওয়া সত্ত্বেও যে বারবার কোরআন পাঠ করে, সে দ্বিগুন সওয়াব পাবে।

[সহীহ বুখারী-৪৯৩৭]

13/03/2023

নারীকে পশ্চিমারা বলে House-wife! বাংলায় বলা হয় গৃহিনী! আর ইসলাম বলে ‘রাব্বাতুল বাইত’ অর্থ ‘ঘরের রানী’ ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে!!🌸

13/03/2023

💕️সূরা মূলক এর শক্তি:

মনে করুন,আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ।আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু, তাঁরা আসছে না কেন! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি ৷

একটু পরেই -কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?

তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।' [ অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'।🤍

(তিরমিজি - ২৮৯০ এর সহীহ অংশ থেকে।),,🌺

13/03/2023

চারদিকে রমজানের সুগন্ধ। এটা সাধারন কোনো অনুভূতি না। একটা সুন্দর অনুভূতি। রমজান, সেহরী, তাহাজ্জুদ, ইফতার এবং ঈদুল ফিতর। একটা বছর পর এমন অনুভূতি পেতে সৌভাগ্য লাগে। আলহামদুলিল্লাহ!'🖤🌸

13/03/2023

আল্লাহর বান্দাদের জন্য সবচেয়ে বড় স্বান্তনা এটাই,পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, তা বান্দার অনুকূলেই। আলহামদুলিল্লাহ।

لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَاۚ

অর্থঃ আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না।

12/03/2023

- দীর্ঘ একটি বছর পর,আবারো মাহে রমজানের সুগন্ধ পাচ্ছি.!🖤🌸

- আলহামদুলিল্লাহ.!🥀

12/03/2023

স্বামী-স্ত্রী ভুলেও যেভাবে ঘুমাবেন না!!!

বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিওটি।

দ্বীন প্রচারের উদ্দেশ্যে লাইক,ফলো এবং শেয়ার করে সবাইকে দেখার ও শোনার সুযোগ করে দিন।



11/03/2023

- গরীবরা ধনীদের পাঁচশত বছর আগে জান্নাতে প্রবেশ করবে।🥰
~[হযরত মুহাম্মদ সাঃ]

11/03/2023

🍁সূরা মুলক। Surah Mulk.

Inner peace💜🍂

10/03/2023

🛑🛑কেয়ামতের বড় আলামত!!!
শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী। তাহলে কি জেগে উঠবে স্বর্ণের পাহাড়??
বেড়িয়ে এল গোপন সুড়ঙ্গ।
এ ইঙ্গিত আগেই দিয়েছিলেন মহানবী (সাঃ)।

Address

Dhamrai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Diary - ইসলামিক ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhamrai

Show All