Subrata Sarker

Subrata Sarker I am Freelancer.

বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিলো। ঈগলের বাসায় ছিলো তার চার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খ...
18/03/2024

বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিলো। ঈগলের বাসায় ছিলো তার চার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত।

একদিন ঈগল যখন বাসার বাইরে ছিলো তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠলো। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পরে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচের এক মুরগীর বাসার উঠোনে ।

মুরগী সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো। অন্যান্য ডিমের সাথে রাখলো। যত্ন করে তা দিতে থাক...লো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগীর বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো।

কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করতো। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগীকে বললো, ইস, যদি আমিও তাদের মত উড়ে বেড়াতে পারতাম। মুরগী হেসে উত্তর দিলো, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগী এবং মুরগী কখনো উড়ে না।

ঈগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখতো সেও তাদের মতই উড়ে বেড়াবে।

কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগী বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগীর এই কথাটিই ঈগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকী মুরগীদের মতই কাটিয়ে দিলো। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল।

আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মত উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরন করো। মুরগীর কথায় কান দিতে যেও না.



Girls power🤝💕🔸মেয়েরা সবই পারে। আমাদের সমাজ মেয়েদেরকে অনেক কিছু বলে যে মেয়ে কেনো বাইরে গিয়ে কাজ করবে,কেনো নিজে উদ্যোক্তা...
12/03/2024

Girls power🤝💕

🔸মেয়েরা সবই পারে। আমাদের সমাজ মেয়েদেরকে অনেক কিছু বলে যে মেয়ে কেনো বাইরে গিয়ে কাজ করবে,কেনো নিজে উদ্যোক্তা হবে, কেনো নিজের পায়ে দাঁড়াবে। মেয়েদের ঘরে থাকা উচিৎ আরো অনেক কিছু। 😞

🔸কিন্তু বতর্মান যুগে সব কিছুতে মেয়েরা এগিয়ে আছে। মেয়েরা নিজে উদ্যােক্তা হচ্ছে নিজের স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলছে। তেমনি ফ্রিল্যান্সিং মেয়েদের জন্য বেস্ট একটি প্লেটফ্রম। ✔️
কারণ ফ্রিল্যান্সিং কাজ আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে স্বাধীন ভাবে করতে পারি। 💻

এমন হাজার মেয়েরা ফ্রিল্যান্সিং করে নিজের স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলছে। নিজে উদ্যােক্তা হয়ে কাজ করছে। ✔️
তাই বসে না থেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ✅

#ধন্যবাদ

Important  notice 🔏📌 আজকে আপনাদের Freelancing  নিয়ে কিছু সতর্কবানী দিব:-📌1. অনেকে বলে Freelancing  শিখার জন্য  Admission...
12/03/2024

Important notice 🔏

📌 আজকে আপনাদের Freelancing নিয়ে কিছু সতর্কবানী দিব:-📌

1. অনেকে বলে Freelancing শিখার জন্য Admission নেওয়ার ৭ দিনের মধ্যে ইনকাম করানো হবে । আচ্ছা আপনি কিছু না শিখে কিভাবে income করবেন?

2. অনেকে আপনাকে Free তে Freelancing শিখাতে চাবে । ফ্রিল্যান্সিং অবশ্যই একজন Top rated ফ্রিল্যান্সারের কাছ থেকে শিখা উচিত । আচ্ছা একজন টপ রেটেড ফ্রিল্যান্সার আপনাকে যেই সময় আপনাকে ফ্রিতে শিখাবে , সেই সময়টুকু মার্কেটপ্লেসে দিলে তার ইনকাম হবে তাই না?

3. অনেকে 2000/3000 টাকায় আপনাকে ফ্রিল্যান্সিং শিখাতে চাবে , যেখানে বাংলাদেশের ভালো আইটি ফার্মে কোর্স ফি কমপক্ষে ৬-৭ হাজার টাকা । তারা আপনাকে ওই টাকায় ভিডিও দিবে , যা ইউটিউবে অনেক পাওয়া যায় এইসব বলবে।

4. অনেকে ফ্রিল্যান্সিং এর নামে বিভিন্ন পোস্টে লাইক করিয়ে আবার বলবে এক ক্লিকে ইনকাম । ফ্রিল্যান্সিং এত সহজ হলে বাংলাদেশে এত বেকার থাকত না....

ফ্রিল্যান্সিং শুরুর আগে উপরের বিষয়গুলো খেয়াল রাখবেন । আপনি যদি ফ্রিল্যান্সিং করতে বা শিখতে চান , তাহলে ভেবে চিন্তে কোর্স করতে ভর্তি হবেন।

21/02/2024

Address

Dhamrai
1345

Alerts

Be the first to know and let us send you an email when Subrata Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subrata Sarker:

Videos

Share