T o x i c "

T o x i c " Never give up

10/12/2023

ভাড়াটিয়া মেয়ে রা বয়ফ্রেন্ড 🤧
এর পাওয়ার এ চলে 😪

02/12/2023

হালকা করে ভূমিকম্প হয়ে গেলো🥲🥹

06/07/2023

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে, অশান্তিতে ভুগছেন সাধারণ জনগণ 😢

29/06/2023

Uss naki?😎🔥

21/06/2023

cute💞👌

21/06/2023

কেউ না 🙂👍

21/06/2023

Most fvt Movie💞

18/06/2023

ধামরাই এর ঐতিহ্য ।

ঢাকার বাইরে কারো প্রশ্নের উত্তরে যখন বলি আমার বাসা ধামরাইতে, তখন অনেকেই বেশ বিচলিত হয়ে জানতে চায় ধামরাইটা কোথায়, কেউ প্র...
13/06/2023

ঢাকার বাইরে কারো প্রশ্নের উত্তরে যখন বলি আমার বাসা ধামরাইতে, তখন অনেকেই বেশ বিচলিত হয়ে জানতে চায় ধামরাইটা কোথায়, কেউ প্রশ্ন করে এটা ঢাকা জেলার মধ্যে কিনা আবার কেউ বা ভেবে বসে ধামরাই আর মানিকগঞ্জ একই জায়গায়! তাই আজ খানিকটা গল্প করবো প্রকৃতির আদলে ঘেরা সৌন্দর্য এবং ঐতিহ্য সমৃদ্ধ ধামরাই নিয়ে

ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার অদূরে গড়ে উঠেছে ধামরাই উপজেলা যেটি আয়তনের দিক থেকে ঢাকা জেলার পাঁচটি উপজেলার মধ্যে সবচেয়ে বড়।
১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ধামরাই উপজেলার উত্তরে কালিয়াকৈর ও মির্জাপুর উপজেলা, দক্ষিণে সিংগাইর, পূর্বে সাভার ও পশ্চিমে সাটুরিয়া উপজেলা।
তাই ঢাকা থেকে ধামরাই আসার পথে আপনার চোখে ধরা দিবে সবুজের সমারোহে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় স্মৃতিসৌধ এবং বংশী নদী। এছাড়াও ধামরাই থেকে খুব সহজেই আপনি ঘুরে আসতে পারবেন বালিয়াটি প্রাসাদ ও তেওতা জমিদার বাড়ি থেকে।

ধামরাই রথ,তামা-কাসা ও মৃৎশিল্পের জন্য বেশ বিখ্যাত। এমনকি এখানকার কিছু বাড়িঘরও বেশ পুরনো ঐতিহ্যবাহী যেগুলো দেখলে আপনি ফিরে যাবেন কয়েকশ বছর আগে। এখানে প্রতি বছর বেশ ঘটা করে রথযাত্রা উদযাপন করা হয় এবং একমাস ব্যাপী রথের মেলা অনুষ্ঠিত হয় যেখানে দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা এসে এ চমৎকার উৎসবটি উপভোগ করে।

৪০০ বছরের ঐতিহ্যবাহী বানর ধামরাইয়ের সবচেয়ে বড় আকর্ষণ! দল বেধে বানরের অবাধ বিচরণ আপনাকে বেশ আনন্দ দিবে। স্থানীয়রা এসব বানরের খাবারের যোগান দিয়ে থাকে এমনকি এই করোনাকালেও কিছু যুবক সংগঠন একটা নির্দিষ্ট অর্থের অংশ খরচ করেছে এ ঐতিহ্যবাহী বানরগুলোর খাবারের ব্যবস্থা করতে।

ধামরাইয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পাঁচ পীর মাজার,যশো মাধব মন্দির, জগন্নাথ দেব মন্দির, মহাশক্তি প্রেরণ কেন্দ্র। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে ধামরাই উপজেলায় যাদবপুর ইউনিয়নে সাইট্টা গ্রামে দেবীদাস বংশের পূর্বপুরুষ তাদের জমির উপর একটি বট গাছ এবং একটি পাকুড় গাছ রোপণ করেছিলেন। তৎকালীন সময়ে সনাতন বিশ্বাস অনুসারে বট গাছকে মহিলা এবং পাকুড় গাছকে পুরুষ ধরা হয়। আপনি জানলে অবাক হবেন, ইতিহাসের সাক্ষী হয়ে এখন দম্পতি গাছ জোড়া ঠাই দাড়িয়ে আছে এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে স্বচক্ষে এ নজরকাড়া দৃশ্য উপভোগ করতে।

আতিথিয়েতার দিক থেকেও এখানকার বাসিন্দা আপনাকে মুগ্ধ করবে, ধামরাইয়ের মতি পালের মিষ্টি কয়েক যুগ করে তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে তাই ধামরাই আসলে মিষ্টি মুখ করা আপনার জন্য বাঞ্চনীয়!
তবে চায়ের সাথে এখানকার তৈরী করা বাকরখানিও আপনার মুখে লেগে থাকবে!

পরিশেষে বলবো, শহরের যান্ত্রিকতার ভীড়ে কখনো যদি হাপিয়ে উঠেন, যদি ইচ্ছে করে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে কিছু ভালো সময় কাটাতে তাহলে ধামরাইয়ের আতিথেয়তা গ্রহণের নিমন্ত্রণ রইলো! আশা করি, এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ এবং বংশী নদীর শীতলতা আপনার ভালো লাগবে।
(Collected ) Arif Hossain Rezvi আমাদের ধামরাই!

Eita ki kew jno 🥲
04/05/2023

Eita ki kew jno 🥲

Alhamdulillah 🤲 Ex er blackmail thika baicha gechi 🥲🙆
04/05/2023

Alhamdulillah 🤲
Ex er blackmail thika baicha gechi 🥲🙆

29/04/2023

😅💔

Call me local Bro 🤧
20/04/2023

Call me local Bro 🤧

20/04/2023

"পৃথিবীর সবচেয়ে কঠিন ধাক্কা হলো, একদিন সবার মাঝে নিজেকে 'অ্যাভারেজ' হিসেবে আবিষ্কার করা ... জীবনের উপন্যাসে টপারদের এলিট গল্পতেও আমি নেই, ব্যাকবেঞ্চারদের রূপকথাতেও আমি নেই ... নোটিশ বোর্ডে উঁকি দিয়ে রেজাল্ট খোঁজার সময় 'থ্রি ইডিয়টস' এর দৃশ্যটা চোখে ভাসে আর নিজেকে কেমন যেন অস্তিত্বহীন মনে হতে থাকে !!

অথচ চেষ্টার কমতিও বা ছিলো কই ... কষ্ট কে-ই বা কম করে ... আমি চোখের সামনে দেখতাম, একবার বইটা উল্টে-পাল্টে দেখেই পাশের বন্ধুটা সব মনে রাখতে পারতো ... প্রেজেন্টেশনের সময় একটিবারের জন্যও ওদের কথা আটকে যেতো না ... ইন্টারভিউতে কি চমৎকার বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে ফেলতো ওরা ... কেউ অসাধারণ ডিবেটার, কেউ দুরন্ত ক্রিকেটার, কেউ জিনিয়াস লেভেলের আর্টিস্ট, কেউ অলরাউন্ডার ... আমারে দিয়ে কিছুই হইলো না ... গালভরা ইংরেজিতে মিথ্যে সান্ত্বনা দিয়ে বললাম, Jack of all trades, Master of none !!

খুব যত্ন করে লুকায়ে রাখতাম অনুভূতিটা, তবু এত কিছুর মাঝে নিজেরে প্রতিনিয়ত বেমানান মনে হতোই ... ঝুম বৃষ্টির সময়টাতে আকাশের কোণে চুপচাপ বসে থাকা এক টুকরো ধূসর পরদেশী মেঘের মতো ... যে আর দশটা মেঘের মতোই বৃষ্টি হতে চেয়েছিলো, কিন্তু দশজনের মিছিলে সে সবসময়ই ছিলো এগারো নম্বর !!

সবাই বলে, চেষ্টায় সব হয় ... বিশ্বকাপে আন্ডারডগ টিমটাও জিতে যায়, স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয়ে যায়, জুকারবার্গের ড্রপ আউটের মোটিভেশনাল স্টোরি ভেসে বেড়ায় বাতাসে ... সে বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিয়েও অসাধারণ কেউ হতে না পারলে আরো বেশি সাফোকেটিং লাগে !!

অ্যাভারেজ মানুষটা একদম যে নিঃশেষ হয়ে যায় - তাও কিন্তু না ... সে শূন্যও নয়, একশোও নয় ... সে এমন এক সংখ্যা, যার জন্য কেউ উচ্ছ্বসিত হয় না ... যারে পৃথিবী প্রতিনিয়ত একশো হওয়ার স্বপ্ন দেখায়, কিন্তু মিডিওক্রিটির ভার কাঁধে নিয়ে সে আর ছুটতে পারে না !!

মাঝে মাঝে মনে হয়, একদম শূন্য হয়ে বাতিলের খাতায় চলে গেলে হয়তো জীবন নিয়ে কোনো রকম উচ্চাশা থাকতো না ... কিন্তু পাহাড়ের চূড়া আর মাটির ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে কখনো উপরে আর কখনো নিচের দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকে জীবন কিংবা ভাগ্য বদলে যাওয়ার মিরাকেল আশা করতে থাকাই কারো কারো নিয়তি !!

জীবনের সাথে যুদ্ধ করে হয়তো আরেকটু ভালো থাকা যায়, কিন্তু নিয়তির সাথে কখনো যুদ্ধ হয় না !!"

লেখা: মুশফিকুর রহমান আশিক।

🫶💖
19/04/2023

🫶💖

Address

Demran

Website

Alerts

Be the first to know and let us send you an email when T o x i c " posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T o x i c ":

Videos

Share

Category