15/01/2024
কেন Udemy ?
যারা বর্তমান আইটি সেক্টরি নিজেদের ক্যারিয়ার গড়তে সেটা হতে চাকুরি তে অথবা ফ্রিল্যান্সিং জগতে তারা বিভিন্ন আইটি তে কোর্স করেন আবার অনেকেই অর্থ না থাকার কারণে এসব কোর্স ভর্তি হতে পারেন না এবং যারা ভর্তি হয়েছে তারা মন এর ফলে ফল পাওয়া যায় না। বর্তমানে প্রযুক্তির এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়ে ইনকামের পথ দেখিয়ে জীবন গড়া সহজ হয়ে গেছে । আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফার দেখিয়ে ভর্তি করে নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রচুর টাকা , যেমন কিছু অফার- অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান ছয় মাসে কাজ শিখে আর্ন করুন , ছয় ওয়েব ডিজাইন শিখে এত টাকা ইনকাম করুন মাসে , ফ্রিল্যান্সিং আয় করুন লাখ লাখ টাকা । কি বিশ্বাস হচ্ছে না কি বলছি এই সব ? হ্যাঁ সত্যিই এমন হয়ে থাকে শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে ভর্তি করে নেই কিন্তু তাদের জানায় বাস্তব টা বলে না ফ্রিল্যান্সিং জগতে ।
ঘটনা গুলো প্রায় আইটি তে কোন কিছু শিখার জন্য যায় তারা প্রায়ই এরকম ধোঁকা বাজির শিখার হয়ে থাকে কিন্তু আবার সব আইটি তে এমন ঘটে তাও না । বর্তমানে আইটি গুলো তে দেখা যায় কাজ ও ভালো মতো শিখায় না তাদের কথার সাথে তেমন মিল পাওয়া যায় না , হাতেগুণা কিছু ভালো আইটি ছাড়া । আইটি ইনস্টিটিউট গুলো বা অনলাইনের বাংলাদেশী বিভিন্ন মাধ্যম গুলো যারা বিভিন্ন কাজ শিখানোর অফার করে তারা সত্য কথা কম ই বলেন ।তাই সাবধান কোন আইটি ভর্তি হওয়ার আগে সেটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন আর মনে রাখবেন আইটি ইনস্টিটিউট গুলো সব কিছু শিখাবে না আর শিখার কোন শেষ নাই এজন্য নিজে নিজে শিখার ও চর্চা করা জরুরি ।