Dhamoirhat crush and Confession

Dhamoirhat crush and Confession পেজে আপনি পোস্ট করতে পারবেন আপনার ইচ্ছা হইলেই।

Confession No: 13From : অপরিচিতাTo : মুশফিকুর রহমান আসলে কিভাবে শুরু করব বুঝতে পারছি না।  কোনো দিন কাউকে নিয়ে লিখিও নি। ...
13/01/2025

Confession No: 13
From : অপরিচিতা
To : মুশফিকুর রহমান
আসলে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। কোনো দিন কাউকে নিয়ে লিখিও নি। যায় হোক আসল কথায় আসি, আপনাকে আমার অনেক দিন থেকেই ভালো লাগে, অনেকদিন দিন আপনার সাথে কথা হয়েছে কিন্তু বলা হয় নি কোনদিন । আপনি যখন আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতেন তখন আপনাকে দেখেছি অনেক বার। আপনি যে কত্তো কিউট কি করে বুঝায়। সবচেয়ে বেশি সুন্দর আপনার দাড়ি কয়টা। আপনার হাসি টা আরও সুন্দর।আপনাকে যখন ধিরে ধিরে আমি ভালোবাসতে লাগলাম, তখনি শুনলাম যে আপনি কারো সাথে রিলেশনে আছেন। সেদিন যে কত কষ্ট হয়েছিল আমার। তা আপনাকে বোঝাতে পারবো না। তারপর শুনলাম আপনাদের ব্রেকআপ হয়ে গেছে,এটা শোনার পর আমি এতো খুশি ছিলাম বলে বুঝাতে পারবোনা।
যাই হোক পরিশেষে এটুকুই বলতে চাই আমি আপনাকে খুব খুব খুব পছন্দ করি। যদি কখনো ইচ্ছা হয় আপনার আমার খোঁজ করিয়েন 🙂

13/01/2025

Confession no. - 12 deleted.

Confession No. - 11From: পছন্দ হলে  admin এর থেকে জানে নিও To : Jan Nat  তোমাক নিয়ে বলার কিছু নাই দেখে ভালো মনে হইছিল কি...
30/11/2024

Confession No. - 11
From: পছন্দ হলে admin এর থেকে জানে নিও
To : Jan Nat
তোমাক নিয়ে বলার কিছু নাই দেখে ভালো মনে হইছিল কিন্তু তোমাক মেসেজ দিয়ে যা করছিলে জগদল রাজবাড়ীত তোমাক দেখে ছবি তুলছিলাম তুমি মনে হয় বুঝতে পারছিলা তারপর মুখটা কেমন করে চলে গেলে। আগে তো নিমতলি-র ওই দিকে দেখা যেত,, এখন আগের মতো দেখা যায় না। বাসা থেকে বের হও না নাকি?৷ Fb তে তো ব্লক করে রাখছো। তোমাকে অনেক ভালো লাগে কিন্তু তুমি একটু ঝগড়া করো সবার সাথে 🫢 যাই হোক এতো গুছিয়ে বলতে পারবনা। আই লাভ ইউ🥹😬
ভয় লাগে যদি তোমার কোনো bf জানে আমাক কি যে করবে। তুমি কি আমাক তোমার ঝগড়ার partnar বানাবে?

Confession No.- 10From: SomeoneTo: Sazid Billah🙂আপনি এবং আপনার কয়েকটা বন্ধু মিলে  প্রায় প্রাইভেটে না গিয়ে একটা নির্দি...
26/02/2024

Confession No.- 10

From: Someone
To: Sazid Billah🙂

আপনি এবং আপনার কয়েকটা বন্ধু মিলে প্রায় প্রাইভেটে না গিয়ে একটা নির্দিষ্ট চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা ঘাড়ে ব্যাগ নিয়ে বসে থাকতেন। আমি বাসা থেকে আপনাকে খুব ভালোভাবে দেখতে পেতাম।পরে যখন আপনি আর চায়ের দোকানে আসেন না, তখন আপনাকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করে। আপনার হাসি এবং চোখের চাহনি এত সুন্দর যার জন্য আমি আমার হৃদয় আপনাকে দিয়ে দিয়েছি। আপনি আমার হৃদয় পুরোটা কেড়ে নিয়েছেন। আপনার কথা মনে হলেই আমি অনুভব করি এই যে, আপনার ভালোবাসার কারাগারে আমি এক স্বাধীন আসামি।

16/02/2024

Confession No- 09 deleted.

Confession no- 08From : আমি To: তুমি সৌরভ আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন প্রথম তোমাকে দেখলাম জবইবিলে সেদিনই তোমাকে আমি ...
22/10/2023

Confession no- 08

From : আমি
To: তুমি
সৌরভ আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন প্রথম তোমাকে দেখলাম জবইবিলে সেদিনই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার এই জীবনের কোনো মুল্য নেই। কিন্তু তুমি কোনো মেয়ের সাথে কোথাও বলো না, আমি তোমার সাথে অনেক বার কথা বলার চেষ্টা করেছি কিন্তু তুমি, না শুনেও না শোনার ভান করে চলে গেলে। কেন তুমি এমন করো সৌরভ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার প্রেমে পড়ে যাও প্লিজ

Confession no. 07To: Smk KulsumFrom:নামটা না বলাই থাক তোমার ফেসবুক আইডিতে তোমার ছবি দেখে crush খাইছি।প্রথম দেখায় আমি তোম...
19/08/2023

Confession no. 07

To: Smk Kulsum
From:নামটা না বলাই থাক

তোমার ফেসবুক আইডিতে তোমার ছবি দেখে crush খাইছি।প্রথম দেখায় আমি তোমাকে অনেক ভালোবাসে ফেলেছি।হয়তো তুমি আমাকে ভালো করে চিনো না।তবে তোমার বিষয়ে আমি অনেক খোজ খবর নিয়েছি।তুমি নাকি অনেক সাহসি আর ভালো।।তোমাকে খুব ভালো লাগে।আমার এই খন্ড বিখন্ড জীবনে তোমাকে ভালো লেগে যাবে কখনো ভাবিনি।তুমি ভাবতে পারো এতো মেয়ে থাকতে তোমাকেই ভালো লাগে কেন?হ্যাঁ তুমি প্রশ্নটা করতেই পারো।আর উত্তরটা একটু ভিন্ন।তুমি সবার মতোই সাধারন মেয়ে কিন্তু একটু অন্যরকম ভাবেই আমার চোখে ভালো লাগার ছোয়া দিয়ে গেছ।কল্পনা আর বাস্তবতার মিশ্রনে গড়া আমার এক অনন্য ভুবন তুমি।কল্পনায় সবটা সময় তোমার সাথেই থাকতে চাই,সুযোগ পেলে বাস্তবতায়ও থাকতে চাই।
আর কোন এক বৃষ্টি ভেজা দিনে হিমুর বেশে এক গুচ্ছ কদম ফুল তোমার দিকে বাড়িয়ে দিয়ে বলতে চাই,
অনেক ভালো লাগে তোমায়💗

24/07/2023

Confession no. - 06 deleted.

Confession no: 05From : একটু খুজে দেখো পেয়ে যাবেTo      : Abdul Ahad Rahadএত এত কথা আছে তোমাকে নিয়ে বলার যে একবারে বলে শ...
31/05/2023

Confession no: 05

From : একটু খুজে দেখো পেয়ে যাবে
To : Abdul Ahad Rahad

এত এত কথা আছে তোমাকে নিয়ে বলার যে একবারে বলে শেষ করা যাবে না। কিন্তু কথাগুলো এমন পাবলিকলি বলতে হবে এটাও ভাবি নি।
প্রথম যেদিন দেখেছিলাম অবাক চোখ এ তাকিয়ে ছিলাম,, তুমি দেখতে পাও নি সেইদিন আমার মুগ্ধ নিষ্পলক চোখ... 😌
এরপর শুধু তোমাকে দেখে মুগ্ধ হওয়ার জন্যই কলেজে যেতাম.. ☺️
এরপর যখন তোমার কথা শুনি,, মন্ত্রমুগ্ধ হয়ে ভাবি কেউ একজন কে কথার মাঝে এত সুন্দর করে আবদ্ধ করে কিভাবে???
তোমার সাথে কিছু কথা বলার সৌভাগ্য হয়েছিল আমার। তোমার বলা শব্দের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম,, তুমি কথা খুব ভালো বলো।
ফেসবুকে তোমার লেখা পড়েছিলাম,,অসম্ভব সুন্দর লিখ তুমি।
আসর জমিয়ে রাখতে তোমার জুটি নেই। সবাইকে বিনোদন দিয়ে খুশি রাখতে আমি দেখেছি ,, বন্ধুদেরকে একত্রিত করে রাখতেউ আমি দেখেছি
মানুষকে ভালবাসতে তোমাকে খুব কাছ থেকে দেখেছি আমি,, কাছের মানুষ দের জন্য তুমি তাদের অগোচরেই অনেক কিছু করো।
মনে হয় তুমি আমাকে দেখেছিলে সেইদিন রাস্তায় ,, তাই না???
তোমার সেই দেখা ভুলতে পারব না আমি😇🤭
অনেকদিন তোমাকে কথা গুলো বলব ভেবেছি, পারি নাই বলতে সুযোগ থাকার পরেও,,যখন তোমার নামে কনফেশন এসেছে দেখলাম আমার মনে হল এইবার তো বলেই দেওয়া উচিত।

তোমাকে আরো কাছে থেকে দেখার সৌভাগ্য হবে কিনা জানি না,,, কিন্তু এই আশাতেই থাকবো যে তোমার কাছে আসার সুযোগ দেবে আমাকে।

Confession No. - 04From : নাম না জানা কেউSSC Batch : 2024To : CM Asaduzzaman SSC Batch: 2016প্রিয়, আশা করি আপনাকে প্রিয...
04/05/2023

Confession No. - 04

From : নাম না জানা কেউ
SSC Batch : 2024

To : CM Asaduzzaman
SSC Batch: 2016

প্রিয়,
আশা করি আপনাকে প্রিয় বলায় আপনি রাগ করবেন না। কারণ আমার কাছে আপনি অতি প্রিয় একজন মানুষ। আমি কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারিনা। তাই স্পষ্ট ভাষায় বলতে চাই আমার আপনাকে আসলেই খুব ভাল্লাগে,অন্তিক মাহমুদের মতো বলতে ইচ্ছে করে,
'তোমায় ক্যান জানি আমার অনেক ভাল্লাগে
তোমায় বলো দেখি আমি কেন খুঁজে পাই নি আগে,
আমার তুমি থাকলে আর কি লাগে
তোমায় দেখলে মনে কতো হাসি কতো গান জাগে।'
যাই হোক,আপনাকে ফেসবুকে দেখেই আপনার প্রতি ভালোলাগা জন্মেছিল। নিউজফিডে আসা আপনার প্রতিটি ছবিই আমার হৃৎস্পন্দন খানিকটা বাড়িয়ে দেয়, এখন আপনার আইডি প্রতিনিয়ত চেক করা আমার অভ্যেস হয়ে গেছে। আমি বরাবরই লাজুক স্বভাবের। নিজেকে প্রকাশ করার মতো সৎ সাহস আমার নেই। তাই আমি হয়তো আপনাকে এই কথাগুলো কখনো সরাসরি বলতে পারবোনা। তবে আমি চাই আপনার জানা থাকুক যে কেউ আপনাকে মন থেকে শ্রদ্ধা করে এবং আসলেই খুব পছন্দ করে।

ইতি,
আপনার ফ্রেড লিস্টের কেউ

23/12/2022

Confession no. - 03 deleted for immaturity.

23/12/2022

Confession no. - 02 deleted for some reasons.

Confession no : 01From:  অচেনা জুনিয়র একজনTo:  মাসুম রেজাকেমন আছেন এটা আগে বলেন। আপনাকে অনেক দেখেছি । কিন্তু আপনার সাথে ...
30/09/2022

Confession no : 01

From: অচেনা জুনিয়র একজন
To: মাসুম রেজা

কেমন আছেন এটা আগে বলেন। আপনাকে অনেক দেখেছি । কিন্তু আপনার সাথে কখন ও কথা বলার সাহস পাইনি । একদিন অনেক কষ্ট করে আপনার নাম শুনতে পেয়েছি । সেটা তো অনেক আগের কথা। আাপনি স্কুল থেকে যাওয়ার পরে আপনাকে খুব একটা দেখতে পাই না। অনেক দিন ঝুলে থাকার পর আপনার ফসবুক ফ্রেন্ডলিস্টে একটু জায়গা পেয়েছি। আপনার ছবি ও স্টোরি প্রতিনিয়ত দেখি। ফেনে সেভ ও করি। ও হ্যা আপনি যে ভিডিও গুলো বানান ওগুলো দেখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর হয় সবই।☺️ আপনি অনেক সুন্দর, এটা কি জানেন?? আপনার হাসি দেখলে ঐ হাসিতে হারিয়ে যাই। যাই হোক আমি যে আপনাকে পছন্দ করি এটা বলতে চেয়েছিলাম কিন্তু আপনার পেছনে আরো অনেকেই পাগল । তাই বলা হয় নি আর হয়ত কোনদিন হনবেও না।

॥ভালো থাকবেন প্রিয়॥

13/08/2022


ধামইরহাটে এই প্রথম ❣️ crush and confession❣️ পেজ। এখানে আপনি আপনার 👍পছন্দের কাওকে বা আপনার না বলা বলা ❣️ভালোবাসার কাওকে উদ্দেশ্য করে সুন্দর ও সাবলীল ভাষায় confession বা কিছু কথা লিখতে পারেন।
(বি.দ্র. এমন কিছু বলবেন না বা লিখবেন না যাতে কেউ কষ্ট পায়)
আপনার পরিচয় এবং confession আপনি আমাদেরকে মেইল বা মেসেজ করতে পারেন। আমরা প্রকাশ করব ইনসা আল্লাহ।

mail: [email protected]

confession type:
FROM: (আপনার নাম বা সাংকেতিক নাম)
TO: ( যাকে লিকছেন তার নাম বা সাংকেতিক নাম)

confession...........(বাংলায়)

পেজটি সবার কাছে পৌঁছে দিতে বেশি করে shere এবং invite করুন।

04/08/2022
04/08/2022

Address

Dhamoirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhamoirhat crush and Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhamoirhat crush and Confession:

Videos

Share