
13/01/2025
Confession No: 13
From : অপরিচিতা
To : মুশফিকুর রহমান
আসলে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। কোনো দিন কাউকে নিয়ে লিখিও নি। যায় হোক আসল কথায় আসি, আপনাকে আমার অনেক দিন থেকেই ভালো লাগে, অনেকদিন দিন আপনার সাথে কথা হয়েছে কিন্তু বলা হয় নি কোনদিন । আপনি যখন আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতেন তখন আপনাকে দেখেছি অনেক বার। আপনি যে কত্তো কিউট কি করে বুঝায়। সবচেয়ে বেশি সুন্দর আপনার দাড়ি কয়টা। আপনার হাসি টা আরও সুন্দর।আপনাকে যখন ধিরে ধিরে আমি ভালোবাসতে লাগলাম, তখনি শুনলাম যে আপনি কারো সাথে রিলেশনে আছেন। সেদিন যে কত কষ্ট হয়েছিল আমার। তা আপনাকে বোঝাতে পারবো না। তারপর শুনলাম আপনাদের ব্রেকআপ হয়ে গেছে,এটা শোনার পর আমি এতো খুশি ছিলাম বলে বুঝাতে পারবোনা।
যাই হোক পরিশেষে এটুকুই বলতে চাই আমি আপনাকে খুব খুব খুব পছন্দ করি। যদি কখনো ইচ্ছা হয় আপনার আমার খোঁজ করিয়েন 🙂