Shakil akhondho

Shakil akhondho Education is the backbone of a nation

 #নতুন স্লিপ গাইডলাইন। ২০১৯ স্লিপ গাইড রহিতকরন করে নতুন স্লিপ গাইড প্রনয়ন করে নির্দেশনা প্রদান। #সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্...
23/11/2023

#নতুন স্লিপ গাইডলাইন। ২০১৯ স্লিপ গাইড রহিতকরন করে নতুন স্লিপ গাইড প্রনয়ন করে নির্দেশনা প্রদান।

#সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী থাকলে বরাদ্দ ৫০,০০০/=
#সর্বোচ্চ ৫১-৩০০ জন শিক্ষার্থী থাকলে বরাদ্দ ১,০০,০০০/=
#সর্বোচ্চ ৩০১-৬০০ জন শিক্ষার্থী থাকলে বরাদ্দ ১,৫০,০০০/=
#সর্বোচ্চ ৬০১-১০০০ জন শিক্ষার্থী থাকলে বরাদ্দ ২,০০,০০০/=
#সর্বোচ্চ ১০০০ এর উপরে জন শিক্ষার্থী থাকলে বরাদ্দ ২,৫০০০০।

২০২৩-২০২৪ অর্থবছরে ৪,১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের (মাইনর মেরামত) জন্য বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয়ে...
21/11/2023

২০২৩-২০২৪ অর্থবছরে ৪,১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের (মাইনর মেরামত) জন্য বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয়ের নামের তালিকা পিডিএফ লিংকে....২
https://drive.google.com/file/d/1Yt5UIkLNRRBxTy6HVtpllR1N82gmlhWi/view?usp=drivesdk

শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের জন্য   শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণের লক্ষ্যে অনলাইনে আবেদন ফরম পূ...
12/11/2023

শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণের লক্ষ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ প্রসঙ্গে। (১০/১১/২০২৩)
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

08/11/2023

১ম পর্বের(বরিশাল, সিলেট, রংপুর) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ০১ ডিসেম্বর'২৩ অনুষ্ঠিত হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ এর মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনাঃ-সংগৃহীত
03/11/2023

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ এর মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনাঃ-
সংগৃহীত

প্রতিটি ইউনিয়নে 01 (এক) টি করে মডেল বিদ্যালয় স্থাপন বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে পত্র জারি।
03/11/2023

প্রতিটি ইউনিয়নে 01 (এক) টি করে মডেল বিদ্যালয় স্থাপন বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে পত্র জারি।

24/10/2023

I have =আমার আছে
I have to= আমাকে করতে হবে
I have to go = আমাকে যেতে হবে
I have to learn=আমাকে শেখতে হবে
I have to work=আমাকে কাজ করতে হবে।
I have to drive=আমাকে চালাতে হবে
I have to exam=আমাকে পরীক্ষা দিতে হবে।
I have to decide = আমাকে সিদ্ধান্ত নিতে হবে।
I have to qualify =আমাকে যোগ‍্যতা অর্জন করতে হবে।
I have to care= আমার যত্ন নিতে হবে
I have to practice = আমাকে অনুশীলন করতে হবে।
I have to love = আমাকে ভালবাসতে হবে।
I have to buildup= আমাকে তৈরী করতে হবে।
I have to think = আমাকে চিন্তা করতে হবে
I have to save money = আমাকে টাকা বাঁচাতে হবে।

আলহামদুলিল্লাহ! কুষ্টিয়া জেলার মিরপুর ও ভেড়ামারা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিম্নবর্ণিত প্রাথমিক সহকারী শিক্ষকগণ...
23/10/2023

আলহামদুলিল্লাহ! কুষ্টিয়া জেলার মিরপুর ও ভেড়ামারা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিম্নবর্ণিত প্রাথমিক সহকারী শিক্ষকগণকে "প্রধান শিক্ষক" পদে পদোন্নতিপূর্বক নিয়োগ আদেশ জারি.

আয়কর রিটার্ন পূরণ করতে যেসকল তথ্য ও কাগজপত্র লাগে তার বিবরণ.
22/10/2023

আয়কর রিটার্ন পূরণ করতে যেসকল তথ্য ও কাগজপত্র লাগে তার বিবরণ.

19/10/2023
সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি।
19/10/2023

সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি।

16/10/2023

Bangla to English,..

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত "সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩" এর প্রথম গ্রুপের (রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ) লি...
12/10/2023

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত "সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩" এর প্রথম গ্রুপের (রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ) লিখিত পরীক্ষার সময়সূচি।

11/10/2023

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বিভাগীয় পর্যায়ের ফলাফল।

২ বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষার জন্য নির্বাচিত বিদ্যালয়ের তালিকা,,,,
11/10/2023

২ বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষার জন্য নির্বাচিত বিদ্যালয়ের তালিকা,,,,

সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা।(সর্বশেষ)সংগ্রহে রাখতে পারেন, সময়কালে কাজে লাগবে।(১০/১০/২০২৩)♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦পিডিএফ লি...
10/10/2023

সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা।(সর্বশেষ)
সংগ্রহে রাখতে পারেন, সময়কালে কাজে লাগবে।(১০/১০/২০২৩)
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
পিডিএফ লিঙ্কঃ https://drive.google.com/file/d/11EUAM4V5mwwLAPsQHAMl_aeKQ1LTPjRl/view?usp=drivesdk

টাঙ্গাইল জেলার মির্জাপুর, সখিপুর, ধনবাড়ী ও বাসাইল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদ...
09/10/2023

টাঙ্গাইল জেলার মির্জাপুর, সখিপুর, ধনবাড়ী ও বাসাইল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির আদেশ।
০৯/১০/২০২৩।

অভিনন্দন টাইগার্স!
07/10/2023

অভিনন্দন টাইগার্স!

৫ অক্টোবর "বিশ্ব শিক্ষক দিবস-২৩" এর প্রতিপাদ্য-“কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা...
05/10/2023

৫ অক্টোবর "বিশ্ব শিক্ষক দিবস-২৩" এর প্রতিপাদ্য-

“কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা”

The teachers we need for the education
we want: The global imperative to reverse the teachers shortage.

সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা

নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রাক প্রাথমিক প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত।
05/10/2023

নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রাক প্রাথমিক প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত।

03/10/2023
 #উপবৃত্তি আপডেটবিদ্যলায় পর্যায়ের ইউজার ড্যাশবোর্ডে ট্রান্সফার করণ অপশন চালু হয়েছে।  #বিভিন্ন পর্যায়ের ইউজারগণের আইডির ড...
02/10/2023

#উপবৃত্তি আপডেট
বিদ্যলায় পর্যায়ের ইউজার ড্যাশবোর্ডে ট্রান্সফার করণ অপশন চালু হয়েছে।
#বিভিন্ন পর্যায়ের ইউজারগণের আইডির ড্যাশবোর্ডের যেসকল অপশন উন্মুক্ত রয়েছে তা সংযুক্ত ছবিতে দেখতে পারেন।

01/10/2023

দেশব্যাপি উপজেলা রিসোর্স সেন্টারগুলোতে (URC) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ একযোগে শুরু হয়েছে।

আসুন শিক্ষাক্রমের কতগুলো মৌলিক বিষয় জেনে নেই।

#শিক্ষাক্রমের_মূলনীতি:
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ, একীভূত ও অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, বহুমাত্রিক, যোগ্যতাভিত্তিক,সক্রিয় ও অভিজ্ঞতাভিত্তিক শিখন,প্রাসঙ্গিক ও নমনীয়,জীবন ও জীবিকা সংশ্লিষ্ট, অংশগ্রহণমূলক, শিক্ষার্থী কেন্দ্রিক ও আনন্দময়।

#রূপকল্প:
মুক্তিযুদ্ধের চেতনায় উউজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গটে তোলা।

#অভিলক্ষ্য:
সকল শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভবনা বিকাশে কার্যকর ও নমনীয় শিক্ষাক্রম।
শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর বিকাশ ও উৎকর্ষের সামাজিক কেন্দ্র।
প্রাতিষ্ঠানিক পরিবেশের বাহিরে ও বহুমাত্রিক শিখনের সুযোগ ও স্বীকৃতি।
সংবেদনশীল, জবাবদিহিমূলক একীভূত ও অংশগ্রহণ মূলক শিক্ষা ব্যবস্থা।
শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ে দায়িত্বশীল,স্ব-প্রণোদিত,দক্ষ ও পেশাদার জনশক্তি।

#জাতীয় শিক্ষাক্রম রূপরেখা: প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি।

#শিক্ষাক্রম:
শিক্ষাক্রমের ইংরেজি পরিভাষা হলো কারিকুলাম (curriculum)। Curriculum শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ‘currere’ থেকে। ল্যাটিন শব্দ ‘currere’ অর্থ ‘পাঠ্যসূচি’ বা ‘course of study’। কেউ কেউ মনে করেন এটি ল্যাটিন শব্দ ‘currer’ থেকে এসেছে, যার অর্থ ‘ঘোড় দৌড়ের মাঠ’।

শিক্ষা কার্যক্রম পরিচালনার সুবিন্যস্ত পরিকল্পনাকে বলা হয় শিক্ষাক্রম। যা কোন সংস্থা বা সরকার কর্তৃক গৃহীত। কোনো একটি শিক্ষা কার্যক্রম কী উদ্দেশ্যে পরিচালিত হবে, কী বিষয়বস্তুর মাধ্যমে উদ্দেশ্য অর্জিত হবে; কখন, কীভাবে, কার সহায়তায় এবং কী উপকরণের সাহায্যে তা বাস্তবায়িত হবে, শিক্ষার্থীর শিখন অগ্রগতি কীভাবে মূল্যায়ন করা হবে এসবের যাবতীয় পরিকল্পনার রূপরেখাকে শিক্ষাক্রম বলে।

#শিক্ষক্রমের স্তর বিন্যাস:
১। প্রাক প্রাথমিক (Preparation) প্রস্তুতি
২। প্রাথমিক (Foundation) ভিত্তি
৩। মাধ্যমিক (Socialization) সামাজিকীকরণ
৪। উচ্চ মাধ্যমিক (Towards Specialization) বিশেষায়ণের জন্য প্রস্তুতি
৫। উচ্চ শিক্ষা (Specialization) বিশেষায়ণ।

শিক্ষাক্রমে মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ১০ টি। শিখন ক্ষেত্র ১০টি। প্রাথমিকস্তরের বিষয় ৮ টি।

#শিখন ক্ষেত্র:
১। ভাষা ও যোগাযোগ
২। গণিত ও যুক্তি
৩। বিজ্ঞান ও প্রযুক্তি
৪। ডিজিটাল প্রযুক্তি
৫। পরিবেশ ও জলবায়ু
৬। সমাজ ও বিশ্বনাগরিকত্ব
৭। জীবন ও জীবিকা
৮। মূল্যবোধ ও নৈতিকতা
৯। শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা
১০। শিল্প ও সংস্কৃতি

প্রাথমিকস্তরের বিষয় ৮ টি
১। বাংলা
২। ইংরেজি
৩। গণিত
৪। সামাজিক বিজ্ঞান
৫। বিজ্ঞান
৬। ধর্ম ও নৈতিক শিক্ষা
৭। শারিরীক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা
৮। শিল্পকলা

#গ্রেডেশন আবশ্যকীয়: শিখনক্রম: আবশ্যকীয় শিখনক্রম হচ্ছে যেটা শেণি বা স্তর অনুযায়ী অবশ্যই পালনীয়। যাতে বিষয় ভিত্তিক প্রান্তিক যোগ্যতা ও শেণি ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা নির্ধারণ করা থাকে। শিক্ষার্থীর বয়স ও সামর্থ্য অনুযায়ী আবশ্যকীয় শিখনক্রম নির্ধারিত হয়। যেমন প্রথম শ্রেণিতে ১ থেকে ৫০ পর্যন্ত শেখানো আবশ্যিক, দ্বিতীয় শ্রেণিতে ৫১-১০০ পর্যন্ত শেখানো।

#বিস্তৃত শিক্ষাক্রম:
বিস্তৃত শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা, শ্রেণিভত্তিক অর্জন উপযোগী যোগ্যতা, শিখনফল,বিষয়বস্তু, শিখন শেখানো কৌশল, পদ্ধতি, পরিকল্পিত কাজ,মূল্যায়ন নির্দেশনার পদ্ধতি ও টুলস সব দেওয়া থাকে। অর্থাৎ বিস্তৃত শিক্ষাক্রম হলো যোগ্যতা নির্ধারণ থেকে যোগ্যতা অর্জন করানো পর্যন্ত সকল কার্যক্রমের বিস্তারিত বর্ণনা।

#মূল্যায়ন পদ্ধতি:
১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত ১০০% ধারাবাহিক মূল্যায়ন। ৪র্থ ও ৫ম শ্রেণি ৬০% ধারাবাহিক মূল্যায়ন। ৪০% সামষ্টিক মূল্যায়ন।

#ধারাবাহিক মূল্যায়ন:
বিভিন্ন পদ্ধতি ও কৌশলের মাধ্যমে শিখন শেখানো কার্যক্রমের শুরুতে,কার্যক্রম চলাকালীন এবং শেষে শিক্ষার্থীকে মূল্যায়নের প্রক্রিয়াই হলো ধারাবাহিক মূল্যায়ন। এ পদ্ধতিতে শিক্ষার্থীর জ্ঞান,দক্ষতা, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা হয়।

#ধারাবাহিক মূল্যায়নের উদ্দেশ্য:
১। শিক্ষার্থীকে তার শিখনে সহায়তা করা।
২। শিখন অগ্রগতি নিয়মিতভাবে পরিবীক্ষণ করে শিক্ষার্থীর শিখন ঘাটতি বা উন্নয়নের ক্ষেত্র নিরুপণ করা এবং তার প্রতিকার করা।
৩। শিক্ষার্থীর শিখন ঘাটতির ক্ষেত্রগুলো কর্যকর ফলাবর্তন, পুন:মূল্যায়ন এবং নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পূরণ করা।

#ধারাবাহিক মূল্যায়নের প্রক্রিয়া বা ধাপ:
১। পরিকল্পনা প্রণয়ন।
২। মূল্যায়ন কৌশল ও টুলস নির্বাচন।
৩। মূল্যায়ন পরিচালনা ও তথ্য সংরক্ষণ।
৪। সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও কার্যকর ফলাবর্তন প্রদান।

#ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন কৌশল ও টুলস:
১। মৌখিক প্রশ্নোত্তর
২। লিখিত প্রশ্নোত্তর
৩। পর্যবেক্ষণ ( একক কাজ,জোড়ায় কাজ,দলগত কাজ,ইত্যাদি)
৪। সাক্ষাৎকার।
৫। স্ব-মূল্যায়ন।
৬। সতীর্থ/ সহপাঠী কর্তৃক মূল্যায়ন।

#ধারাবাহিক মূল্যায়নের প্র‍য়োগক্ষেত্র বা Domains:
১। জ্ঞান (Knowledge)
২। দক্ষতা (Skill)
৩। দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ (Attitude and Values)

#উপক্ষেত্র:
জ্ঞানের উপক্ষেত্র জানা,অনুধাবন, ও প্রয়োগ
দক্ষতার উপক্ষেত্র সমূহ: সৃজনশীলতা, সুক্ষ্মচিন্তন, যোগাযোগ ও সহযোগিতা।
মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির উপক্ষেত্র সমূহ: সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা,আগ্রহ ও কৌতুহল।

#ফলাবর্তন: একজন দূর্বল বা অপরাগ শিক্ষার্থীর শিখন ঘাটতি পূরণের জন্য শিক্ষক শিখন চলাকালীন বা শ্রেণি পাঠদানকালের বাহিরে যে দিকনির্দেশনা দিয়ে থাকেন তাই শিক্ষার্থীর জন্য ফলাবর্তন। ফলাবর্তন সব সময়ই পজিটিভ বা ইতিবাচক হয়ে থাকে। ফলাবর্তনের জন্য মানদণ্ড গুলোকে KSA দিয়ে প্রকাশ করতে হবে।

#ফলাবর্তন কীভাবে দিবেন:
১। শিক্ষক নিজে ফলাবর্তন দিতে পারেন।
২। শিক্ষক পারগ সহপাঠীদের মাধ্যমে দূর্বল সহপাঠীকে ফলাবর্তন দিতে পারেন।

#ফলাবর্তনের সময়:
১। পাঠ চলাকালীন অনুশীলন কালে।
২। পাঠ শেষে মূল্যায়নের সময়।
৩। পরবর্তী পাঠের শুরুতে পূর্বজ্ঞান যাচাই কালে।

ডাইরি-১ প্রতিটি পাঠ শেষে মূল্যায়ন নির্দেশক অনুয়াযী শিখনফলের ভিত্তিতে।

(সংগৃহীত)

শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ (৪র্থ ব্যাচ)
27/09/2023

শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ (৪র্থ ব্যাচ)

শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ব্যাচ-2প্রশিক্ষণটি (৩) দিন ব্যাপী হবে। ধামইরহাট উপজেলায় মোট ১৭ ব্যাচ হবে।
22/09/2023

শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ব্যাচ-2
প্রশিক্ষণটি (৩) দিন ব্যাপী হবে। ধামইরহাট উপজেলায় মোট ১৭ ব্যাচ হবে।

শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ব্যাচ-১প্রশিক্ষণটি (৩) দিন ব্যাপী হবে। ধামইরহাট উপজেলায় মোট ১৭ ব্যাচ হবে।
19/09/2023

শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ব্যাচ-১
প্রশিক্ষণটি (৩) দিন ব্যাপী হবে। ধামইরহাট উপজেলায় মোট ১৭ ব্যাচ হবে।

উপবৃত্তির নতুন আপডেটঃ১৭/০৯/২০২৩ থেকে ২১/০৯/২০২৩ পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের জন্য শ্রেণি হালনাগাদ,যাচ...
17/09/2023

উপবৃত্তির নতুন আপডেটঃ
১৭/০৯/২০২৩ থেকে ২১/০৯/২০২৩ পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের জন্য শ্রেণি হালনাগাদ,যাচাই-বাছাই ও অনুমোদন অপশন উন্মুক্ত করা হয়েছে।

পাঠপুস্তকের চাহিদা ২০২৪২০২৪ সালের পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়া শুরু হয়েছে। সকল সরকারি /বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,কিন্...
17/09/2023

পাঠপুস্তকের চাহিদা ২০২৪

২০২৪ সালের পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়া শুরু হয়েছে।
সকল সরকারি /বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,কিন্ডারগার্টেন স্কুল, ইবতেদায়ী মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখা, এনজিও পরিচালিত স্কুলের ২০২৪ সালের শিক্ষার্থীদের বই এর চাহিদা PEMIS সফটওয়্যারে জমা শুরু হয়েছে। চাহিদা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৩।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩।
16/09/2023

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩।

 #উপবৃত্তি সংক্রান্ত জরুরী  আপডেট : #আগামী ইং ১৩/০৯/২০২৩ এবং ১৪/০৯/২০২৩ তারিখ  ২(দুই)দিন চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জন্...
13/09/2023

#উপবৃত্তি সংক্রান্ত জরুরী আপডেট :

#আগামী ইং ১৩/০৯/২০২৩ এবং ১৪/০৯/২০২৩ তারিখ ২(দুই)দিন চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জন্য।

#আগামী ১৫/০৯/২০২৩ এবং ১৬/০৯/২০২৩ তারিখ ২ (দুই) দিন খুলনা ও বরিশাল বিভাগের জন্য।

#আগামী ১৭/৯/২০২৩ এবং ১৮/০৯/২০২৩ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জন্য।

#আগামী ১৯/০৯/২০২৩ এবং ২০/০৯/২০২৩ তারিখ রাজশাহী ও রংপুর বিভাগের জন্য।

#সকাল ০৮:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত নতুন ডাটা এন্ট্রি, শ্রেণি হালনাগাদ, ট্রান্সফার অপশন, মোবাইল নম্বর সংশোধন, ডাটা সংশোধন (AUEOকর্তৃক) কার্যক্রম চালু থাকবে। হালনাগাদকৃত ডাটা অবশ্যই রিপোর্ট অপশন থেকে শ্রেণি হালনাগাদ রিপোর্ট ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক অথবা সহকারি শিক্ষক আবশ্যিকভাবে যাচাই করবেন এবং প্রিন্টেড কপি বিদ্যালয়ে সংরক্ষণ করবেন।

সুত্র: জনাব জিয়াউল কবীর সুমন
শিক্ষা অফিসার, উপবৃত্তি বিভাগ, ডিপিই

পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে।
12/09/2023

পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে।

Address

Dhamoirhat Naogaon
Dhamoirhat

Alerts

Be the first to know and let us send you an email when Shakil akhondho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakil akhondho:

Videos

Share



You may also like