Farid Ahmad01

Farid Ahmad01 মানুষ আল্লাহ রাব্বুল আলামীন এর হুকুম মেনে চলুক এবং প্রত্যেকের ঈমান ও আমল ঠিক হয়ে যাক আমার প্রত্যাশা।

30/05/2024

سورة الفيل وسورة قريش

30/05/2024

তিলাওয়াত করুন মাত্র দুটি আয়াত,
আর বিপদ মুক্ত থাকুন সারারাত।

26/05/2024

সুসংবাদ দাও ঈমানদারদেরকে।

20/05/2024

কার হবু বউকে বিয়ের আগে দেখা হারাম কিন্তু বিয়ের পরে দেখা হালাল কে ঐ ব্যক্তি? ইসলামী কুইজ।

18/05/2024

সুস্থ থাকুন আমল করুন।

14/05/2024

সুরা ফাত্হ। প্রতিদিন জোহর নামাযের পর আমলের জন্য।

12/05/2024

With Mizanur Rahman Azhari – I just got recognized as one of their top fans! 🎉

27/10/2023

#অনেকের ই প্রশ্ন হামাস কেন হামলা করলো?
তার জবাবে শায়েখ বলছেন ইজরাইল হলো দখলদার বাহিনী, তারা চায় মুসলমানদের কে জিম্মি করে রাখতে।আর মুসলমান কখনো নিজের ভূমিতে জিম্মি হয়ে থাকতে পারে না।

07/10/2023

অন্যায়ের প্রায়শ্চিত্ত কিছুটা হলেও দুনিয়ায় উপভোগ করতে হয়।

03/09/2023
23/08/2023

एक दिन सभी को ऊपरवाले को जवाब देना होगा.

23/08/2023

# #দুঃসাহসী একটি আইন । চমৎকার লাগলো তাদের কে ধন্যবাদ যারা এই আইন করেছে।

13/08/2023

यदि प्रेम करना है तो अल्लाह से प्रेम करो।

12/08/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

চলে গেলেন প্রিয় দেশ ছেড়ে। জীবিকার তাগিদে। আল্লাহ তাআলা সকলকে উত্তম জীবিকার ফায়সালা করে দিক। আমীন।
07/08/2023

চলে গেলেন প্রিয় দেশ ছেড়ে। জীবিকার তাগিদে। আল্লাহ তাআলা সকলকে উত্তম জীবিকার ফায়সালা করে দিক। আমীন।

28/07/2023
21/06/2023

🌸 একজন প্রবীণ বৃদ্ধ ব্যক্তি বাসে উঠে বসল।
পরের স্টপেজে একজন শক্ত সামর্থবান যুবক উঠে এসে বৃদ্ধের পাশে বেশকিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল।

যুবকটি যখন দেখল যে বৃদ্ধ চুপ করে রয়েছেন, তখন সে বৃদ্ধকে জিজ্ঞাসা করল যে সে যখন ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসল তখন তিনি কেন অভিযোগ করলেন না।

প্রবীণ বৃদ্ধ লোকটি হাসি দিয়ে জবাব দিলেন: '' এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই,

🌺কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুব ছোট,

🌺কারণ আমি পরের স্টপেজে নেমে যাচ্ছি। "

এই উত্তরটি ***সোনার অক্ষরে লেখার দাবিদার: ****

🌺এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই 🌺,

🌺কারণ আমাদের একসাথে যাত্রা খুব ছোট"।

আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই স্বল্প যে রেশারেশি, অনর্থক যুক্তি, হিংসা, অন্যকে ক্ষমা না করা, অসন্তুষ্টি এবং অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবার মনোভাবটা দ্রুত শেষ হয়ে যাওয়া 'সময় এবং শক্তির' একটি হাস্যকর অপচয়।

😭কেউ কি আপনার হৃদয় ভেঙেছে?
শান্ত থাকুন,

🌺কারণ ট্রিপটি খুব ছোট।

😭কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে,
ভয় দেখিয়েছে, ঠকিয়েছে বা অপমান করেছে?
ধৈর্যধারণ করুন। ক্ষমা করে দিন।

🌺কারণ ট্রিপটি খুব ছোট"।

😭কেউ আপনাকে বিনা কারণে অপমান করেছে?
"শান্ত থাকুন,
এড়িয়ে যান,

🌺কারণ ট্রিপটি খুব ছোট"।

😭😭কোন সাক্ষাতে বা কোন কলামে আপনার বন্ধু
আপনি যা পছন্দ করেন না এমন কোন মন্তব্য করেছিলেন?
"শান্ত থাকুন, তাকে উপেক্ষা করুন, ক্ষমা করে দিন,

🌺কারণ ট্রিপটি খুব ছোট"।

কেউ আপনার জন্য যে সমস্যাই নিয়ে আসুক না কেন, মনে রাখবেন যে,

🌺একসাথে আমাদের যাত্রা খুব ছোট।

এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ জানে না। এটি কখন থামবে তা কেউ জানে না।

🌺আমাদের একসাথে ভ্রমণ খুব ছোট।

🌺 আসুন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করি,

🌺কারণ ট্রিপ টি খুবই ছোট্ট কিন্তু কাজ অনেক।

এই স্বল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করতে চেষ্টা করি।

❤️❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা 💝💝

ফরিদ আহমাদ।

08/06/2023

বানর 🐒 থেকে মানুষ নাকি মানুষ থেকে বানর 🐒?

06/04/2023

১৫ ই র*ম*জা*ন কি ঘটতে যাচ্ছে!

বর্ননা কি নির্ভরযোগ্য?
এই বর্ননার নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই।

কোনো এক জুমাবার হবে ১৫ রমজানে। সেদিন আকাশে বিকট আওয়াজ হবে। হাদিসটি হলো—দায়লামি বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কোনো এক রমজানে আওয়াজ আসবে’। সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে?’ নবীজি (স.) বললেন, ‘না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় ৭০ হাজার মানুষ বেহুশ হয়ে যাবে আর ৭০ হাজার বধির হয়ে যাবে।’

এ জাতীয় আরো কিছু বর্ননা রয়েছে,,,,,

(১)
قال العقيلي رحمه الله :
ليس لهذا الحديث أصل من حديث ثقة ، ولا من وجه يثبت
ইমাম উকাইলি বলেন, এই বর্ননার নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই।
" الضعفاء الكبير " (3/52)

(২)
ইবনুল জাওযী এটাকে জাল বর্ননা বলেছেন।
هذا حديث موضوع على رسول الله صلى الله عليه وسلم
" الموضوعات " (3/191)

(৩)
وقال الذهبي : قلت : ذا موضوع
ইমাম যাহাবী এটাকে জাল বলেছেন।

(৪)
وقال الدارقطني : منكر الحديث
ইমাম দারাকুতনী এটাকে মুনকার হাদীস বলেছেন,

(৫)
قال الشيخ الألباني رحمه الله - : موضو ع
আলবানী রহিমাহুল্লাহ এ জাতীয় বর্ননা কে জাল বলেছেন,
" السلسلة الضعيفة " (رقم/6178، 6179)

আল্লাহ ভালো জানেন।
والله أعلم بمراده

অবাক হচ্ছেন? আপনি কি আতংকিত?নো টেনশন। ইনশাআল্লাহ।
06/04/2023

অবাক হচ্ছেন? আপনি কি আতংকিত?
নো টেনশন। ইনশাআল্লাহ।

হাফেজ সালেহ আহমেদ তাকরিম এর বিশ্ব চমক। নং ১।
05/04/2023

হাফেজ সালেহ আহমেদ তাকরিম এর বিশ্ব চমক। নং ১।

13/03/2023

ফ*জ*র, জো*হ*র, আ*স*র, মা*গ*রি*ব, এ*শা।

এগারো মাস এই সালাত গুলোর নাম যথাক্রমে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা।

রমজানেও এই নামাজ সমুহের নাম অপরিবর্তিত থাকে,
অতএব বারো মাস এই নামাজ সমুহের নাম একই থাকে। মাসের কারণে নামের পরিবর্তন হয়না।

আসল কথায় আসা যাক,
বুখারীর ১১৪৭নং হাদীস অনুযায়ী এগারো মাস ৮ রাকাত সালাতের নাম হয় তাহাজ্জুদ, রমজানেও এই আট রাকাতের নাম তাহাজ্জুদ।

ইমাম বুখারী এই হাদীস টি তাহাজ্জুদ অধ্যায়ে এনেছেন।

এবার বুখারীর ১১৪৭নং হাদীস টি অধ্যায়ন করুন।

আবূ সালামাহ্‌ ইব্‌নু আবদুর রাহমান (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি ‘আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, রমযান মাসে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাত কেমন ছিল?

তিনি বললেন, আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রমযান মাসে এবং অন্যান্য মাসে (রাতে) এগার রাক’আতের অধিক সালাত আদায় করতেন না।

তিনি চার রাক’আত সালাত আদায় করতেন। তুমি সেই সালাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না।

তারপর চার রাক’আত সালাত আদায় করতেন, এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না।

অতঃপর তিনি তিন রাক’আত (বিত্‌র) সালাত আদায় করতেন।

আয়িশা (রাঃ) বলেন, (একদা) আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনি কি বিত্‌রের পূর্বে ঘুমিয়ে থাকেন? তিনি ইরশাদ করলেনঃ আমার চোখ দু’টি ঘুমায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না।
সহিহ বুখারী, হাদিস নং ১১৪৭

03/03/2023

মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।

03/03/2023

মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।
সকলেই দোয়া করবেন।

Address

64, Nawabganj, Lalbagh
Dhala
1211

Telephone

+8801813734848

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farid Ahmad01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farid Ahmad01:

Videos

Share

Nearby media companies