12/12/2024
কত স্বপ্ন নিয়ে আকাশে উড়ছে বিমানটি , বিমানের দিকে তাকালে যেন হৃদয়ের গভীরে কোথাও একটা ঢেউ ওঠে। মনে হয়, আমি যেন সেই পাখি হয়ে যাই, উড়ে চলে যাই মায়ের কাছে, আমার প্রিয় মাতৃভূমিতে। প্রতিদিনের এই কর্মব্যস্ত প্রবাস জীবনে আকাশে ভেসে চলা প্রতিটি বিমানের আওয়াজ যেন আমাকে স্মরণ করিয়ে দেয়, কোথাও দূরে আমার জন্য অপেক্ষা করছে আমার আপনজনেরা।
প্রবাস জীবন মানে শুধু অর্থ উপার্জনের সংগ্রাম নয়, এটা এক ধরনের নিঃসঙ্গতাও। মা, ভাইবোন, গ্রাম, সেই শৈশবের দিনগুলো—সবকিছুই যেন মনে পড়ে প্রতিটা মুহূর্তে। আমার বাবা বহু বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, সেই শূন্যতা আর বাবার ছায়াহীন জীবনের কষ্ট এখনো মনের গভীরে রয়ে গেছে। বাবার ভালোবাসা, পরামর্শ, আর তার মমতার ছোঁয়া—এই সবকিছুর অভাব আমাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়ায়।
তবে আমার জীবনে আরেকটি অধ্যায় যুক্ত হয়ে আছে। আমার একটি ছোট্ট মেয়ে আছে, যাকে ছেড়ে প্রবাসে থাকা সত্যিই খুব কষ্টের। তার মিষ্টি হাসি আর নিষ্পাপ মুখখানি যেন সারাক্ষণ মনের ভেতর ভেসে ওঠে। স্ত্রীও আমার জীবনের একটি বড় অংশ। তার সঙ্গ, ভালোবাসা, এবং সান্ত্বনার অভাব প্রবাসে প্রতি মুহূর্তে অনুভব করি। তাদের থেকে দূরে থাকার কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। তবু মায়ের মমতা, ভাইবোনদের হাসি, গ্রামের মাটির গন্ধ আর মেয়ের নিষ্পাপ মুখ আমার বেঁচে থাকার প্রেরণা জোগায়।
মাঝে মাঝে মনে হয়, যদি পাখির ডানার মতো ডানা থাকত! এক মুহূর্তও দেরি না করে উড়ে চলে যেতাম। মায়ের বুকে মাথা রেখে সেই চেনা গল্পগুলো শুনতাম। মেয়েকে কোলে নিয়ে তার মিষ্টি কথা শুনতাম। স্ত্রীর পাশে বসে সেই প্রিয় মুহূর্তগুলো কাটাতাম। কিন্তু জীবনের দায়িত্ব আর বাস্তবতা আমাদের পথ রুদ্ধ করে রাখে। এই কষ্ট, এই প্রতীক্ষা নিয়েই কাটে দিন-রাত। তবু স্বপ্ন দেখি, একদিন সবকিছু ছেড়ে আবার ফিরে যাব সেই প্রিয় মাটিতে।
তুমি যত উন্নত দেশেই থাকো না কেন, যত উন্নত রাষ্ট্রেই বসবাস করো না কেন, মাতৃভূমির টান এতটাই গভীর, এতটাই শক্তিশালী যে এর অনুভূতি অন্যরকম। মাটির গন্ধ, মায়ের ভালোবাসা, মেয়ের হাসি, আর শেকড়ের এই টান এমনই এক শক্তি যা কখনো ভুলে থাকা যায় না। এটি যেন হৃদয়ের এক অদৃশ্য শেকল, যা সবসময় টেনে নিয়ে যায় নিজের শেকড়ে, নিজের মাটিতে।
আমার এই অনুভূতি কি আপনার হৃদয়েও কোনো সাড়া জাগায়? প্রবাস জীবন কি আপনাকেও এভাবেই কখনো টেনে ধরে? আসুন, মনের কথা শেয়ার করি। মায়ের টানে, পরিবারের টানে, মাটির টানে আমরা সবাই যেন এক।
#প্রবাসজীবন #মাতৃভূমি #মায়েরটান #পরিবারেরভালোবাসা #নস্টালজিয়া #বাংলারমাটি #দূরদেশেরকষ্ট