সেই চিরচেনা বলিষ্ঠ কন্ঠ।আল্লামা মামুনুল হক দাঃ বাঃ
নয়া যমানার ইতিহাসের নাম!মানুষের ভালোবাসা থেকে
তাকে আলাদা করা যায়নি। আর যাবেও না ইন্শা-আঃ।
উত্তর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্দ্যেগে আয়োজিত ৯ম তাফসীরুল ক্বোরআন মাহফিল আগামী ১২ ফেব্রুয়ারী রাত ১১ ঘটিকায় তাফসীর পেশ করবেন
👉মুফতি রিজওয়ান রফিকী সাহেব, ঢাকা👈
স্থানঃ উত্তর রায়গড় জামে মসজিদ সংলগ্ন মাঠ।
ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসা❤️
উত্তর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্দ্যোগে আয়োজিত ৯ম তাফসীরুল ক্বোরআন মাহফিল আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ ইংরেজি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আমাকে শীর্ষ সন্ত্রাসী করে একেক দিন একেকটা নাটক সাজানো হয়েছে।
আল্লামা মামুনুল হক হাফিঃ
সংগীত কিংবদন্তি মুহিব খাঁন এর নতুন প্রতিবাদি সংগীত। বদরের বুকে ৩১৩ এর উত্থান যদি হয়
সংগীত কিংবদন্তি মুহিব খাঁন এর নতুন প্রতিবাদি সংগীত। বদরের বুকে ৩১৩ এর উত্থান যদি হয়,বাংলায় তবে হবে হবে হবে ১১৬ এর জয়....... নিশ্চয় নিশ্চয়....। Muhib Khan
, মুফতী রশিদুর রহমান ফারুক সাহেব, সাহেবজাদায়ে বরুনী
মুফতী রশিদুর রহমান ফারুক সাহেব, সাহেবজাদায়ে বরুনী।
#যার_মোনাজাতে_কাদে_সবাই
তুমি মেসওয়াক করার ফজিলত ও জানো,খাবার শেষে মিষ্টিমুখ করা হাদিস টাও মানো, শুধু হোক কথাটা উচ্চস্ব
তুমি মেসওয়াক করার ফজিলত ও জানো,খাবার শেষে মিষ্টিমুখ করা হাদিস টাও মানো, শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না.
সকল আলেম ওলামাদের মুক্তি চাই।
বাবা আমার একটা পা উইড়া গেছে😭 আমি আর বাঁচবোনা আমাকে কালেমা পড়াই দেন😭 #ঢাকাদক্ষিন_ইসলামি_মিডিয়া
বাবা আমার একটা পা উইড়া গেছে😭
আমি আর বাঁচবোনা আমাকে কালেমা পড়াই দেন😭
বাবার কাছে অগ্নিদগ্ধ সন্তানের শেষ মিনতি সীতাকুণ্ড ডিপো কন্টেইনার থেকে😭🤲🤲
কেয়ামতের দিন কত কঠিন! কেয়ামতের দিন মা বলবে " আমি তোমাকে জন্মই দেইনি। এর থেকে কঠিন আর কি হতে পারে
কেয়ামতের দিন কত কঠিন!!!
কেয়ামতের দিন মা বলবে "
আমি তোমাকে জন্মই দেইনি। 😭🌍
এর থেকে কঠিন আর কি হতে পারে?
🎙️ Maulana Tariq Jameel
মুফতি মুশতাকুন্নবী ক্বাসেমী দাঃবাঃ
আজ এই লাইলাতুন নিসফি মিন শাবান এর রজনীতে যাদের চোখে পানি আসেনা দোয়াটা একটু নিরিবিলি পরিবেশে ইয়ারফোন লাগিয়ে দিল দিয়ে শেষ অবধি শুনিয়েন।
জীবনের মোড় পরিবর্তন হবে ইনশাআল্লাহ
দোয়া করছেন হাকিমুন নফস---
#মুশতাকুন্নবী_কাসেমী_দাঃবাঃ
সিলেটি ভাষায় চমৎকার আলোচনা আলোচকঃ হযরত মাওলানা মুফতি মুশাহিদ ক্বাসেমী দাঃবাঃ
সিলেটি ভাষায় চমৎকার আলোচনা
আলোচকঃ হযরত মাওলানা মুফতি মুশাহিদ ক্বাসেমী দাঃবাঃ
বিষয়ঃ জিনা বে-বিচার ও অশ্লীলতার বরবরতা।
মুফতি আব্দুল বাতেন ক্বাসেমী সাহেবের কণ্ঠে "তারানায়ে দেওবন্দ"
মুফতি আব্দুল বাতেন ক্বাসেমী সাহেবের কণ্ঠে
"তারানায়ে দেওবন্দ"
ঢাকাদক্ষিন ইসলামি মিডিয়া