13/11/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি খাইরুল আমিন মাহমুদি সাহেবের আব্বা লাফনাউট মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী হুজুর আমাদের মাজে আর নেই । আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জানাযার নামাজ আজ বাদ আছর লাফনাউট মাদ্রাসায় অনুষ্টিত হবে।