বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দিন
Join Bangladesh Army as an Officer
টি আর ডি তে আজকে ISSB বুলেট ব্যাচের স্পেশাল ভাইভা ও সাইকোলজিক্যাল পেপার'স পর্যালোচনা করেছেন **প্রাক্তন অফিসার ক্যাডেট শাহ আশিস নিপুন**।
** ৪ফেব্রুয়ারি(final preparation) ও ৯ ফেব্রূয়ারি ISSB ক্যান্ডিডেটদের জন্য "" বুলেট ক্লাস "" শুরু হচ্ছে আগামি রবিবার(২৯ জানুয়ারি-৩ ফেব্রূয়ারি)
**বুলেট ক্লাস সিডিউল দেখে নাও,শুধুমাত্র আমাদের এখানেই প্রতিটা ISSB BOARD এর জন্য আলাদা বুলেট ব্যাচ করা হয় এবং প্রতিটা বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত করানো হয়।
**** ৯ টার ব্যাচের ভর্তি আপাতত closed.( ৪ তারিখে পর ৯ টার ব্যাচে ভর্তি হওয়া যাবে,প্রি- বুকিং চলছে)
**** ১১ টার বুলেট ব্যাচে অল্প সংখ্যক সিট রয়েছে।
**** JOIN THE WINNING TEAM**
কর্তৃপক্ষ
TACTICAL ROAD TO DEFENCE
17 Indira Road (3rd floor),
Farmgate, Dhaka-1215. [beside Tejgaon College]
phone: 01957456926
বিঃদ্রঃ
**** সকাল ৯টা ও ১০ টার আইএসএসবি এর ব্যাচ পরিপূর্ণ হয়ে যাওয়ায় ব্যাচটি তে নতুনভাবে ভর্তি নেয়া আপাতত স্থগিত করা হলো। আগামী ৪ ফেব্রুয়ারি তারিখ থেকে পুনরায় ভর্তি নেয়া হবে। এ ছাড়াও সকাল ১১ টা, দুপুর ২.৩০ ও বিকাল ৫.৩০ এর ব্যাচে ভর্তি চলছে।
*** বিমান বাহিনীর শর্ট কোর্স ও লং কোর্সের প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য নতুন ব্যাচ চালু করা হয়েছে। বিস্তারিত জানতে TRD অফিসে এসে যোগাযোগ করুন।
বাংলাদেশ সেনাবাহিনী এর ৭৮তম দীর্ঘমেয়াদী কোর্স এর লিখিত পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত না হয়ে ০৯ ডিসেম্বর ২০১৬ তারিখ যথাসময়ে অনুষ্ঠিত হবে। (সূত্রঃ joinbangladesharmy.army. mil.bd)
♣♣ লিখিত পরীক্ষার ব্যাচে এখন ৩৩% ছাড়ে ভরতি চলছে। ৪৫০০টাকার বদলে ৩০০০টাকা। (নতুন ব্যাচ) ♣♣
অনেক প্রার্থীই রয়েছো যারা এখনো পর্যাপ্ত প্রিপারেশন নাও নি। তাদের জন্য ট্যাকটিকাল রোড টু ডিফেন্স(টি আর ডি) বিশেষ কোর্স এর আয়োজন করেছে। নতুন ব্যাচে ক্লাস শুরু হবে ১৮ই নভেম্বর, ২০১৬ থেকে।
♠ ৩ সপ্তাহের কোর্স। সকল বিষয় কমপ্লিট করানো হবে।
♠ কোর্স কম্পলিট হওয়ার সাথে সাথেই মডেল টেস্ট নেওয়া শুরু হবে।
♠ ক্লাস নিবেন প্রাক্তন অফিসার ক্যাডেট আহসান আল রিফাত, রফিকুল হক এবং শাহ আশিসস নিপুণ।
♠ ১০০% প্রিপারেশনের নিশ্চয়তা।
♠ বিস্তারিত কথা বলতে ফোন দিন - 01957-456926 অথবা অফিসে আসুন।
ঠিকানা:
১৭ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা - ১২১৬. (তেজগাঁও কলেজের পাশে, গ্লোবাল আইটি বিল্ডিং এর ৪র্থ তলা।)
অফিস সময়: ০৯:০০-০৩:০০.(রবিবার ছাড়া)।
সিলেবাস:
বাংলা, ইংরেজী, সাধারণ জ্ঞান ও গনিত।
ISSB থেকে গ্রিনকার্ড নিয়ে আসার পর নিজের অভিজ্ঞতা বর্ণনা করার মুহূর্তে Tawsif Hussain...
BOARD: 2031
1-4 september 2016
চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির
TRD তেই সাহসীরা, তৈরি হয় বীর!!!
#special_class_for_ISSB
TRD তে সকাল ৯ টার ব্যাচে চলছে PPDT ও গ্রুপ ডিসকাশন...
Special ISSB batch is going on...
ক্লাস নিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন অফিসার ক্যাডেট শাহ আশিস (৭৩ বিএমএ লং কোর্স) এবং আজকের মর্ডারেটর হিসেবে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন অফিসার ক্যাডেট আহসান আল রিফাত (৭১ বিএমএ লং কোর্স)
পরবর্তী আরও একটা গ্রুপের কার্যক্রম শুরু হবে সকাল ১১ টায়
#Admin_TRD
#TACTICAL_ROAD_TO_DEFENCE
#ROAD_TO_SUCCESS
#to_issb_candidates
Every individual has something in himself... only proper investigation through the help of that something, one can achieve everything
AHSAN AL RIFAT,
FORMER OFFICER CADET (71BMA L/C)
Instructor for ISSB, BNCC
#founder_and_chairperson
#Tactical_Road_to_Defence
#to_issb_candidates
Every individual has something in himself... only proper investigation through the help of that something, one can achieve everything
AHSAN AL RIFAT,
FORMER OFFICER CADET (71BMA L/C)
Instructor for ISSB, BNCC
#founder_and_chairperson
#Tactical_Road_to_Defence
নোটিসঃ
আগামী ২৯ জুলাই ২০১৬, শুক্রবার TRD তে যথারীতি সকাল ৯.০০ টা ও সকাল ১১.০০ টার ব্যাচের ক্লাস হবে। ক্লাস নেবেন প্রাক্তন বিএমএ ক্যাডেট আহসান ও রফিকুল হক স্যার।
বিঃদ্রঃ কোচিং বিল্ডিং মালিক পক্ষের সভাপতি মারা যাওয়ায়, শনিবার, ৩০ জুলাই ২০১৬ তারিখে TRD এর সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ধন্যবাদ
#authority