RadioBadhon.com

RadioBadhon.com https://m.facebook.com/groups/1633436460298502
আমাদের রাইটার গ্রুপ জয়েন করুন আর লেখা জমা দিন We broadcast all kinds of Bangla song. We are 24/7 radio station.

Radio Badhon is a online bangla radio station which slogan is "হৃদয়ে সূরের বাঁধন" (Hridoye Surer Badhon). Sometimes we also broadcast famous Hindi, English, Tamil and Urdu song. Radio Badhon is streaming live from studio in Feni, Bangladesh. We commited to give the real interest of music. We also broadcast many regular and special program. You can give request for play your favourite songs by our

song request form. We will try our best to play your favourite songs as soon as possible. Please, stay with us and listen your favourite song. Our Page: https://www.facebook.com/radiobadhonofficial

Our Group: https://www.facebook.com/groups/radio.badhon

Our Youtube channel: https://www.youtube.com/channel/UCN1dHTFyJxZAIxFu61A-upw/

Our Twitter: https://twitter.com/officialbadhon

Our Google+ : https://plus.google.com/b/100704418560986277026

Our Radio Station: http://www.radiobadhon.com


Address:
Didar Mansion, 6th floor, 194/2A, Shahid Shahidullah Kaisar Rood, Feni, Bangladesh, 3900 ::::::: Near Johiria Masjid

হেফাজতে ইসলামের অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর।
27/11/2024

হেফাজতে ইসলামের অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর।

দেশে থেকে দেশের বিরুদ্ধে  ষড়যন্ত্র  করলে সে ইসকন না মুসলিম না কে এগুলা দেখার সময় নেই, সে দেশদ্রোহী।তার বিরুদ্ধে প্রমান প...
26/11/2024

দেশে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সে ইসকন না মুসলিম না কে এগুলা দেখার সময় নেই, সে দেশদ্রোহী।তার বিরুদ্ধে প্রমান পেয়েছে বলেই ডিবি তাকে ধরেছে।এখন গিয়ে আদালতে প্রমান করেন সে নির্দোষ।তাকে ধরার সাথে সাথেই পশ্চিম বাংলার বিজেপির সুভেন্দু কান্নাকাটি শুরু করে দিয়েছে এটা থেকেই বুঝা যায় এই দেশে তার এজেন্ডা কি ছিল

01/09/2024

অন্তর্বতী সরকারকে কিছু কিছু কাজ খুব দ্রুততার সাথে করে ফেলতে হবে, যেগুলি রাজনৈতিক সরকার (সেটা যে দলেরই হউক) করতে গেলে নানান রকম চাপের কারনে করতে পারেনা! কিছু চাপ টেকনিকেলি রাজনৈতিক সরকার উপেক্ষা করতে পারেনা! সেই চাপ নতুন করে অন্তর্বতী সরকারের উপর আসার পরিবেশ তৈরী হবার আগেই করে ফেলতে হবে!

অভ্যান্তরীন সংস্কার চলমান রেখেই এসব করা সম্ভব!

১. গতবছর ১৬ লাখ বাংলাদেশী ভারত ভ্রমন করছে, যার বেশীরভাগ চিকিৎসার জন্য, যাকে বলে মেডিকেল টুরিজম! আর স্বাস্থ পরীক্ষা বা মেডিকেল চেকআপের নামে (আসলে মেডিকেল পলিটিকস) সিঙ্গাপুর-মালোয়েশিয়া-থাইল্যান্ড-লন্ডন-আমেরিকা কতজন গেছে সেটা তো বাদই দিলাম!
এটা বন্ধ করতে বাংলাদেশ অন্তত দশটা বিশ্বমানের হসপিটাল প্রতিষ্ঠার কাজ দ্রুত শুরু করতে হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও নামকরা চিকিৎসকরা প্যাকটিস করবে! সেখানে ভারতীয় থাকলেও সমস্যা নাই!
শুনছি এর আগে তূরস্ক-সৌদি-কাতার করতে চেয়েছিলো কিন্তু ভারতের চাপের কারনে করতে পারেনি!
যেভাবে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির কারনে অসংখ ছাত্রদের ভারতে পড়াশুনা করতে যাবার প্রবনতা বন্ধ হইছে! এক্ষেত্রেও তাই হবে!

২. বাংলাদেশের ফ্রিল্যান্সারদের ব্যাপকভাবে প্রমোট করতে হবে! আর এর জন্য সবচেয়ে জরুরী হলো বাংলাদেশে পেপাল নিয়ে যেতে হবে, যেটা ভারতীয় কিছু কর্মকর্তার জন্য বাংলাদেশে আসছেনা! আর এজন্য বাংলাদেশের ফ্রিল্যান্সার বেশী সুবিধা করতে পাচ্ছেনা! সরকরীভাবে উদ্যোগ নিতে হবে, পেপাল যদি না দিতে চায় কেনো দিচ্ছেনা সেটা সবার কাছে এক্সপোজ করে দিতে হবে! নাহলে তাদের কার্পেটে জানাতে হবে! আর যদি ইনফ্রাস্ট্রাকচারের কোন ইস্যু থাকে সেটা দ্রুত সমাধান করতে হবে!

৩. নদী এবং পানির হিস্যাটা দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে!

কিন্তু আন্তর্বতী সরকারের ঝিমানো ভাব দেখে মনে হচ্ছেনা তারা বিশেষ কিছু করে যেতে পারবে দেশের জন্য!(c)

এর চেয়ে যোগ্য জবাব আর হয়না! হিন্দু বোনেরা যেভাবে জবাব দিয়েছেন, স্যালুট 🫡❤️
23/08/2024

এর চেয়ে যোগ্য জবাব আর হয়না! হিন্দু বোনেরা যেভাবে জবাব দিয়েছেন, স্যালুট 🫡❤️

28/10/2023

বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো Odi খেলে আর বাংলাদেশ টেস্ট খেলে

https://newsbreakapp.onelink.me/2115408369?pid=mp_1742381&msource=mp_1742381&docid=0oYC1yn7&af_dp=newsbreak%3A%2F%2Fopen...
17/09/2023

https://newsbreakapp.onelink.me/2115408369?pid=mp_1742381&msource=mp_1742381&docid=0oYC1yn7&af_dp=newsbreak%3A%2F%2Fopendoc%3Fdocid%3D0oYC1yn7&af_web_dp=https%3A%2F%2Fwww.newsbreak.com%2Faf-landing%3Fdocid%3D0oYC1yn7

Hijama is surely an historic health-related practice that consists of the removal of harmful blood from the body by tiny incisions built within the pores and skin. This apply has long been applied for centuries by various cultures worldwide to treat a range of medical issues.

19/07/2023
দেশের অবস্থা ভালো না 😭😭😭
16/07/2023

দেশের অবস্থা ভালো না 😭😭😭

True
22/05/2023

True

ছবির ছেলেটার নাম মানিক। বুয়েটে ভর্তি হয়েছিলো আমাদের সাথে। ২৩ বছর আগের রমজানে মাসে তাঁকে দেখা গিয়েছে বুয়েট মাঠে, রোজা থেক...
20/04/2023

ছবির ছেলেটার নাম মানিক। বুয়েটে ভর্তি হয়েছিলো আমাদের সাথে। ২৩ বছর আগের রমজানে মাসে তাঁকে দেখা গিয়েছে বুয়েট মাঠে, রোজা থেকেও ফুটবল নিয়ে দৌড়ে বেড়াচ্ছে।

লাইফের একটা আইরনি হচ্ছে, অনেকেই মনে করে, এইচ এস সি পাশ করে ভালো কোথাও ভর্তি হলেই লাইফ সেট হয়ে গেলো। কিন্তু জীবন যে কতবার কত ভাবে রং বদলায়! বুয়েটে ভর্তি হয়ে আমার এই বন্ধুটি যেনো তাঁর পড়াশুনার সব আগ্রহ হারিয়ে ফেলেছিলো।

বুয়েটে ন্যাভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (NAME) ডিপার্টমেন্ট এ ভর্তি হলেও সমুদ্র নয়, আকাশ ছিলো তাঁর ধ্যানজ্ঞান। সারাদিন ফুটবল খেলা, আর আকাশে কাগজের প্লেন উড়ানো ছিলো তাঁর টাইম পাস। পড়াশোনার প্রতি কোন আগ্রহ তাঁর ছিলো না, মনে হতো বুয়েটে সে এসেছে শুধুই ঘুরে বেড়াতে।

আমরা বহু আগে পাশ করে বের হলেও, সে তাঁর ডিগ্রি কমপ্লিট করতে পারেনি দীর্ঘদিন। তবে সে কিন্তু তাঁর প্যাশন নিয়েই ছিলো!

এরমধ্যেই ড্রোন নির্মাতা হিসাবে সে নাম করেছে। এয়ারফোর্স এর সাথে সিমুলেশন নিয়ে কাজ করেছে। দেশে একটা এরোস্পেস কোম্পানীও চালায়।

কিন্তু কোন সার্টিফিকেট ছিলো না। বুয়েটে ভর্তি হয়েও ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তাঁর নেয়া হয়নি ১৬/১৭ বছর।

কোন এক স্যার তাঁকে একদিন বলেছিলেন - 'তুমি একটা মুদির দোকান দেও, এছাড়া তোমার কোন উপায় নেই'!!! অতঃপর ডিপার্টমেন্ট এর ১২/১৩ বছরের ছোট ভাইদের সাথে তাঁর গ্রাজুয়েশান শেষ হয়।

কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং কেবল শুরু ...

এখন সে চান্স পেয়েছে নাসার এক রিসার্চ প্রজেক্টে কাজ করার! নাসা আগামী ২০৫০ সালের মধ্যে জিরো এমিশনের কমার্শিয়াল এয়ারক্রাফট বানাতে চায়, এই জন্যে কার্বনলেস ইলেক্ট্রিক এভিয়েশন প্রজেক্টে ৮ মিলিয়ন ডলারের বাজেট অনুমোদন দিয়েছে।

টেনাসী টেক ইউনিভার্সিটির ইঞ্জনিয়ারিং ডিপার্টমেন্টের প্রকৌশলীরা এই রিসার্চ প্রজেক্ট টি করছে। সেখানেই ডাক পেয়েছে আমার এই নিভৃতচারী, বিনয়ী, পাগলাটে ক্লাসমেট বন্ধুটি। তাঁকে আগামী স্প্রিং সেমিষ্টারে পিএইচডি অফার করা হয়েছে নাসার এই প্রজেক্টে।

নিজের প্যাশনের প্রতি একাগ্রতা আর ক্রেজিনেসের পুরস্কার সে পেয়েছে। এত বড় সুসংবাদ পেয়েও সে প্রায় কাউকেই জানায়নি, চেপে রেখেছিলো এই খবর।

জীবনে সাক্সেসের পিছনে না ছুটে এক্সেলেন্সে ধ্যান দিয়ে বাজিমাত করার গল্প শুধু 'থ্রী ইডিয়টস' মুভি তেই ঘটে না, বাস্তব জীবনেও ঘটে!

©️

ভারতে ভূল চিকিৎসায় চিরতরে পঙ্গু হলেন তসলিমা নাসরিন।
21/01/2023

ভারতে ভূল চিকিৎসায় চিরতরে পঙ্গু হলেন তসলিমা নাসরিন।

"সমস্ত বাবাদেরকে উৎসর্গ করা লিখাটি শেয়ার করলাম"১। মা ৯  মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাব...
19/01/2023

"সমস্ত বাবাদেরকে উৎসর্গ করা লিখাটি শেয়ার করলাম"

১। মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাও আংটি নেই! তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো। বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি।

সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন 😭😭😭!!!সমস্ত বাবাদেরকে উৎসর্গ করা লিখাটি শেয়ার করলাম। সালাম জানাই পৃথিবীর সকল বাবা দেরকে!!!

বাসর রাতে,,😇😇বর নতুন বউকে জিঙ্গেস করলো"-বিয়ের আগে কি কেও তোমার জীবনে ছিলো??🙂 আমাকে বলতে পারো ,এটা আজকালকার সাধারণ বিষয়...
10/01/2023

বাসর রাতে,,😇😇

বর নতুন বউকে জিঙ্গেস করলো"-
বিয়ের আগে কি কেও তোমার জীবনে ছিলো??🙂

আমাকে বলতে পারো ,এটা আজকালকার সাধারণ বিষয় থাকতেই পারে...বলো...🥰🥰🥰

বউ ভাবলো 🤔,
জামাই তার সহজ সরল তাই বলেই দেই...🙃🙃

বউ বিছানা থেকে নেমে আলমারি থেকে একটা বাক্স বের করে জামাইকে দিলো... 😊😊।

বাক্সের ভিতরে একটা ৫০ টাকার নোট আর ৭ টা চাল...🙄🙄
জামাই বল্লো এগুলা কি...?? 🤨🤨

বউঃ আমার যখনি কোন ছেলেকে পছন্দ হইতো বা প্রেমে পড়তাম আমি একটা করে চাল এই বাক্সে রাখতাম...😊😊😇😇

জামাইঃ ওহ তারমানে তুমি ৭ জনের প্রেমে পড়ছিলা...???😒😒😒

আর এই ৫০ টাকা কিসের..🤨🤔

বউঃ ১ সপ্তাহ আগে ১ কেজি চাল বিক্রি করে এই ৫০ টাকা পাইছি।
আর বাকি আছে এই ৭ টা চাল এগুলা বিক্রি করতে পারি নি....😁😁😁

এখন 👉

জামাই হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নার্স কে বলতাছে -
নার্স ১ কেজি চাউলে কয়টা চাল থাকে....😕🐸😕

🙂🙂👉😕😕

 #বাচ্চারা রুটিন ফলো করো😁😁😁
06/01/2023

#বাচ্চারা রুটিন ফলো করো😁😁😁

বাবার সাথে প্রায় ঘন্টা খানেক ধরে ব্যাংকে বসে আছি। বিরক্ত হচ্ছি খুব। যত না নিজের উপর, তার চেয়ে বেশি বাবার উপর। অনেকটা রাগ...
04/01/2023

বাবার সাথে প্রায় ঘন্টা খানেক ধরে ব্যাংকে বসে আছি। বিরক্ত হচ্ছি খুব। যত না নিজের উপর, তার চেয়ে বেশি বাবার উপর। অনেকটা রাগ করেই বললাম- "বাবা, কতবার বলেছি,অনলাইন ব্যাঙ্কিংটা শিখো। "

বাবা :- এটা শিখলে কি হবে?

ঘরে বসেই তুমি এই সামান্য কাজটা করতে পারতে। শুধু ব্যাংকিং না। শপিংটাও তুমি অন- লাইনে করতে পারো। ঘরে বসে ডেলিভারি পেতে পারো। খুবই সহজ। কিন্তু এই সহজ জিনিসটাই করবে না।

বাবা :- করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না- তাই না?

হ্যাঁ, বাবা তাই। এখানে এসে ঘন্টা খানেক অনর্থক বসে থাকতে হতো না।

এরপর বাবা যা বললেন- তাতে আমি নির্বাক হয়ে গেলাম।

বাবা বললেন:- এতো সময় বাঁচিয়ে তোমরা কি করো। ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো। কবে শেষদিন তুমি তোমার ফুফুর সাথে কথা বলেছো? দশ হাত দূরে প্রতিবেশী বৃদ্ধ রহিম চাচার খবর নিয়েছো? অথচ, আপন জনের সাথে দেখা করতে দশ মাইল পথ হেঁটেছি। সময় বাঁচানোর চিন্তা করিনি। মানুষ যদি মানুষের পাশেই না যায়- তবে এতো সময় বাঁচিয়ে কি হবে বলো।

বাবার কথা পাশ থেকে মানুষেরা শুনছেন। আমি চুপচাপ বসে আছি।

বাবা বললেন:- ব্যাংকে প্রবেশের পর থেকে চারজন বন্ধুর সাথে কুশল বিনিময় করেছি। তুমি জানো, আমি ঘরে একা। তাই ঘর থেকে বের হয়ে আসাটাই আমার আনন্দ। এইসব মানুষের সাহচর্যটাই আমার সঙ্গ। আমার তো এখন সময়ের কমতি নেই। মানুষের সাহচর্যেরই কমতি আছে। ডিভাইস,হোম-ডেলিভারি, এনে দেবে...... মানুষের সাহচর্য তো আমায় এনে দেবে না।

মনে পড়ে, দু বছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। যে দোকান থেকে আমি দৈনন্দিন কেনাকাটা করি, তিনিই আমাকে দেখতে গিয়েছিলেন। আমার পাশে বসে থেকে মাথায় হাত রেখেছিলেন। চোখ অশ্রুসিক্ত হয়েছিলো। তোমার ডিভাইস বড়জোড় একটা যান্ত্রিক ইমেইল পাঠাবে, কিন্তু আমার পাশে বসে থেকে চোখের অশ্রুতো মুছে দেবে না। চোখের অশ্রু মুছে দেয়ার মতো কোনো ডিভাইস কি তৈরি হয়েছে?

সকালে হাঁটতে গিয়ে তোমার মা পড়ে গিয়েছিলেন। কে তাকে ঘরে পৌঁছে দিয়েছিলো? অনলাইন মানুষের একাউন্ট চেনে, সে তো মানুষ চেনে না! মানুষের ঠিকানা চেনে, রাস্তায় পড়ে থাকা মানুষের ঘরতো চেনে না!

এই যে মানুষ আমার শয্যা পাশে ছিলো, তোমার মাকে ঘরে পৌঁছে দিলো, কারণ - দৈনন্দিন নানা প্রয়োজনে একজন আরেকজনকে চিনেছি।

সবকিছু অনলাইন হয়ে গেলে মানুষ "হিউম্যান টাচটা" কোথায় পাবে বলো? আর পায় না বলেই পাশের ঘরে মানুষ মরে গিয়ে লাশ হয়ে থাকে, দূর্গন্ধ না আসা পর্যন্ত কেউ কারো খবরও আর রাখেনা। বড় বড় এ্যাপার্টম্যান্টগুলো আমাদের এ্যাপার্টই করে দিয়েছে। পুরো পাড়ায় একটা টেলিভিশনে কোনো অনুষ্ঠান একসাথে দেখে সবার আনন্দ, আমরা একসাথে জড়ো করতাম। এখন আমরা রুমে রুমে নানা ডিভাইস জড়ো করেছি। আনন্দ আর জড়ো করতে পারিনা।

এই যে ব্যাংকের ক্যাশিয়ার দেখছো। তুমি ওনাকে ক্যাশিয়ার হিসাবেই দেখছো। সেলস ম্যানকে সেলসম্যান হিসাবেই দেখছো। কিন্তু আমি সুখ দুঃখের অনুভূতির একজন মানুষকেই দেখছি। তার চোখ দেখছি। মুখের ভাষা দেখছি। হৃদয়ের কান্না দেখছি। ঘরে ফেরার আকুতি দেখছি । এই যে মানুষ মানুষকে দেখা, এটা একটা বন্ধন তৈরি করে। অনলাইন শুধু সার্ভিস দিতে পারে, এই বন্ধন দিতে পারে না। পণ্য দিতে পারে, পূণ্য দিতে পারে না। এই যে মানুষের সাথে হাসিমুখে কথা বলা, কুশলাদি জিগ্যেস করা। এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই, পূণ্যের সম্পর্কও আছে।

বাবা, তাহলে টেকনোলজি কি খারাপ?

বাবা বললেন:- টেকনোলজি খারাপ না। অনেক কিছু সহজ করেছে নিঃসন্দেহে সত্য। ভিডিও কলের মাধ্যমে লাখে লাখে ছেলেমেয়েরা পড়ছে, শিখছে, এটা তো টেকনোলজিরই উপহার। তবে, টেকনোলজির নেশাটাই খারাপ। স্ক্রিন এ্যাডিকশান ড্রাগ এ্যাডিকশানের চেয়ে কোনো অংশে কম না। দেখতে হবে, ডিভাইস যেন আমাদের মানবিক সত্ত্বার মৃত্যু না ঘটায়। আমরা যেন টেকনোলজির দাসে পরিণত না হই। মানুষ ডিভাইস ব্যবহার করবে। মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে। কিন্ত ভয়ঙ্কর সত্য হলো, এখন আমরা মানুষকে ব্যবহার করি, আর ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করি। মানুষ ঘুম থেকে ওঠে আপন সন্তানের মুখ দেখার আগে স্ক্রিন দেখে, সায়েন্টিফিক রিসার্চ ইন্সটিউট এটাকে ভয়ঙ্কর মানসিক অসুখ বলে ঘোষনা করেছে।

কিছুদিন আগে আশা ভোঁসলে একটা ছবি পোস্ট করে ক্যাপশান লিখেছেন- "আমার চারপাশে মানুষ বসে আছে। কিন্তু কথা বলার মানুষ নেই। কারণ সবার হাতে ডিভাইস।"

বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন:- জানিনা ভুল বলছি কিনা, তবে আমার মনে হয়, তোমরা পণ্যের লোগো যতো চেনো, স্বজনের চেহারা তত চেনো না। তাই, যত পারো মানুষের সাথে সম্পর্ক তৈরি করো, ডিভাইসের সাথে না। টেকনোলজি জীবন না। স্পেন্ড টাইম উইথ পিপল, নট উইথ ভিডাইস।

বাবাকে 'কাকু' বলে কে একজন ডাক দিলো । বাবা কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছেন। এই প্রথম আমি বুঝতে পারলাম। বাবা ক্যাশিয়ারের দিকে যাচ্ছেন না। একজন মানুষ মানুষের কাছেই যাচ্ছেন। বাবাকে আমি অনলাইন শেখাতে চেয়েছিলাম, বাবা আমাকে লাইফলাইন শিখিয়ে দিয়ে গেলেন।


___রিপন চৌধুরী

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when RadioBadhon.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share