15/01/2025
সাহিত্যে অতিপ্রাকৃত মানে কল্পকাহিনীকে বুঝানো হয়ে থাকে। তবে এই শাখার মধ্যে লোমহর্ষক কল্পকাহিনী, ভ্যাম্পায়ার, ড্রাকুলা কল্পকাহিনী, ভৌতিক কল্পকাহিনী ও বৈজ্ঞানিক কল্পকাহিনী অন্তর্ভুক্ত। অতিপ্রাকৃত মানে যে শুধু ভৌতিক গল্প ব্যাপারটা আসলে তা নয়।
"বিড়াল কন্যা" অতিপ্রাকৃত রহস্য উপন্যাস। বাস্তবতার নিরিখে অতিপ্রাকৃত রহস্য বিবেচনা করা যায় না। মূলত দেবী ফ্রেইজার কল্পকাহিনীর উপর নির্ভর করে এই উপন্যাসের প্লট সাজিয়েছি।
তাই বিড়াল কন্যা কোনো ভৌতিক উপন্যাস নয়। এটি মূলত একটি কল্পকাহিনী। মনস্তাত্ত্বিক কল্পকাহিনীর উপর নির্ভর করে এই উপন্যাসে রহস্যের সমাধান করা হয়েছে।
তবে প্রকাশিতব্য "অভিশপ্ত মুনাকবার" একটি নির্ভেজাল ভৌতিক বই। ভূত, জ্বীন, আত্মা নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য এই বইটি একটি সারপ্রাইজ।