Vromon 360

Vromon 360 Vromon360.com

Vromon, which translates to "travel" in multiple languages, encapsulates the very essence of its mission – to empower travelers with the means to discover the world in ways beyond imagination. Founded by a group of passionate globetrotters, the company was born out of the desire to share the joy of travel, curating journeys that resonate with every individual's unique aspirations.

বিস্তারিত ভিডিও কমেন্টে........
18/12/2025

বিস্তারিত ভিডিও কমেন্টে........

17/12/2025

We got over 1,500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Alauddin, Supto Œ., Amrin Sultana Esha, A.B. Siddiq
17/12/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Alauddin, Supto Œ., Amrin Sultana Esha, A.B. Siddiq

এই স্বাধীনতা এমনি এমনি আসেনি।  ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের জাতির জন্য পাকিস্তানী হানাদা...
15/12/2025

এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের জাতির জন্য পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার,আলবদর,আলশামস দেড় হাত থেকে ছিনিয়ে এনেছি এই স্বাধীনতা।এই বিজয় হাজার বছরের শ্রেষ্ঠ বিজয়।












#1971





ভালোবাসা কি বড় সারপ্রাইজে বাঁচে?না।ভালোবাসা বাঁচে প্রতিদিনের মনোযোগে।মনোবিজ্ঞানের গবেষণা বলছে—সম্পর্ক টিকিয়ে রাখতে দরক...
15/12/2025

ভালোবাসা কি বড় সারপ্রাইজে বাঁচে?
না।
ভালোবাসা বাঁচে প্রতিদিনের মনোযোগে।

মনোবিজ্ঞানের গবেষণা বলছে—সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার জাঁকজমকপূর্ণ উপহার নয়, দরকার নিয়মিত, গভীর সংযোগ। প্রতিদিনের অল্প কিছু মুহূর্ত, যখন আপনি সত্যিই মন দিয়ে পাশে থাকেন, তখনই মানুষটা নিজেকে দেখা, শোনা আর মূল্যবান মনে করে।

এই ৪৭ মিনিট কোনো মাল্টিটাস্কিংয়ের সময় না।
এটা “পাশে আছি কিন্তু ফোনে ব্যস্ত” থাকার নাম নয়।
গবেষণা প্রমাণ করে—এই সময়টুকু যদি হয় পূর্ণ মনোযোগে, তাহলে বিশ্বাস তৈরি হয়, আবেগ গভীর হয়, আর সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।

একসাথে একবেলা খাওয়া।
কয়েক মিনিট হাঁটা।
ফোন ছাড়া চোখে চোখ রেখে কথা বলা।
এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে সম্পর্ককে দেয় নিরাপত্তা, আর নীরব অবহেলার দেয়াল ভেঙে দেয়।

বিশেষজ্ঞরা বলেন—সময় বেশি না, মানসম্মত সময়ই আসল।
অল্প সময় হলেও যদি তা হয় ইচ্ছাকৃত ও আন্তরিক, তাহলে স্ট্রেস কমে, যোগাযোগ ভালো হয়, আর ভালোবাসা আরও কাছাকাছি আসে।

আজকের এই ডিজিটাল দুনিয়ায়, যেখানে সবাই স্ক্রিনে বন্দি—সেখানে মনোযোগ দিয়ে পাশে থাকাই হয়ে উঠেছে সুস্থ সম্পর্কের সবচেয়ে বড় চিহ্ন।
কারণ সম্পর্ক বাঁচে না তীব্রতায়—
বাঁচে নিয়মিত যত্নে।

জার্মানির বেনসহাইম শহরে দমকল বাহিনী একেবারেই অদ্ভুত একটি কল পায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পান, একটি খুব মোটা ইঁদুর নর্...
14/12/2025

জার্মানির বেনসহাইম শহরে দমকল বাহিনী একেবারেই অদ্ভুত একটি কল পায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পান, একটি খুব মোটা ইঁদুর নর্দমার লোহার জালে আটকে গেছে। ছোট একটি ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে ইঁদুরটি এতটাই আটকে যায় যে আর নড়াচড়া করতে পারছিল না।

একটি স্থানীয় প্রাণী উদ্ধারকারী সংগঠন বিষয়টি দমকল বাহিনীকে জানায়। এরপর পুরো একটি ফায়ার ক্রু ঘটনাস্থলে আসে এবং ভারী লোহার ঢাকনাটি তুলে কষ্টে থাকা ইঁদুরটিকে মুক্ত করে।

ভাগ্যক্রমে, ইঁদুরটি কোনোভাবেই আহত হয়নি। মুক্তি পাওয়ার পরই সে দ্রুত আবার নর্দমার ভেতরে ঢুকে পড়ে। দমকল কর্মীরা জানান, এটি ছিল চলতি বছরের তাদের সবচেয়ে অপ্রত্যাশিত উদ্ধার অভিযানের একটি।

এই মজার আর হৃদয়ছোঁয়া ঘটনাটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।
আসলে, সবচেয়ে গোলগাল ছোট প্রাণীরাও উদ্ধার পাওয়ার অধিকার রাখে। 🐭❤️












জার্মানির এক ছোট্ট আশ্চর্য প্রাণীর গল্প—নাম তার পুমুকেল (Pumuckel)। 🐴সে কোনো সাধারণ ঘোড়া নয়…সে বিশ্বের সবচেয়ে ছোট জীবিত ...
14/12/2025

জার্মানির এক ছোট্ট আশ্চর্য প্রাণীর গল্প—নাম তার পুমুকেল (Pumuckel)। 🐴

সে কোনো সাধারণ ঘোড়া নয়…
সে বিশ্বের সবচেয়ে ছোট জীবিত ঘোড়া।

মাত্র ৫২.৬ সেন্টিমিটার (২১.১ ইঞ্চি) উচ্চতা নিয়ে পুমুকেল জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস–এর পাতায়। আকারে সে এতটাই ছোট যে আগের রেকর্ডধারীকেও ছাড়িয়ে গেছে—একটি খেলনার মতো, অথচ একেবারে বাস্তব!

পুমুকেল আসলে একটি শেটল্যান্ড পোনি, জন্মগতভাবে তার রয়েছে ডোয়ারফিজম (খর্বাকৃতি সমস্যা)। কিন্তু এই সীমাবদ্ধতাই তাকে থামাতে পারেনি।
বরং তার মিষ্টি স্বভাব আর কোমল আচরণ তাকে বানিয়েছে সবার প্রিয়।

সে নিয়মিত যায়
🏥 নার্সিং হোমে,
🏫 স্কুলে,
যেখানে তার ছোট্ট উপস্থিতিই বয়স্কদের মুখে হাসি ফোটায়, শিশুদের মনে আনন্দ ছড়িয়ে দেয়।

পুমুকেল প্রমাণ করে—
আকার ছোট হতে পারে, কিন্তু হৃদয় আর প্রভাব হতে পারে বিশাল। 💙

12/12/2025

😂🤣😆 মেনশন করুন আপনার চুইংগাম লাভার ফ্রেন্ড দের। | Gum wall




যে রহস্য বিজ্ঞান এখনো ভেদ করতে পারেনি। পৃথিবীর একমাত্র সুপার ন্যাচারাল ক্ষমতার অধিকারী নারী
10/12/2025

যে রহস্য বিজ্ঞান এখনো ভেদ করতে পারেনি। পৃথিবীর একমাত্র সুপার ন্যাচারাল
ক্ষমতার অধিকারী নারী









আমাদের কি ধরণের প্রস্তুতি দরকার বলে আপনি মনে করেন? ইন্ডিয়ার নতুন প্রকাশিত ভূমিকম্প ম্যাপে  বাংলাদেশ ও এর আসে পাশের অঞ্চল...
09/12/2025

আমাদের কি ধরণের প্রস্তুতি দরকার বলে আপনি মনে করেন?
ইন্ডিয়ার নতুন প্রকাশিত ভূমিকম্প ম্যাপে বাংলাদেশ ও এর আসে পাশের অঞ্চল গুলো চরম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে

ইংলিশ বলা একটি টিয়া পাখি হারিয়ে যায়........................................................................................
08/12/2025

ইংলিশ বলা একটি টিয়া পাখি হারিয়ে যায়.........................................................................................................৪ বছর পর ফেরত আসে স্প্যানিশ শিখে

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Vromon 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vromon 360:

Share

Category