The Daily BD News

The Daily BD News " Welcome " This is the official page of Bangladeshi NEWS

Bangladesh, to the east of India on the Bay of Bengal, is a South Asian country marked by lush greenery and many waterways. Its Padma (Ganges), Meghna and Jamuna rivers create fertile plains, and travel by boat is common. On the southern coast, the Sundarbans, an enormous mangrove forest shared with Eastern India, is home to the royal Bengal tiger. Capital: Dhaka
Dialing code: +880
Population: 163 million (2016) World Bank
Currency: Bangladeshi taka
Official language: Bengali

"কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, সরকারি দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামল...
26/12/2024

"কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, সরকারি দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাসহ যাবতীয় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে এসবের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারদের এই সংগঠন।

আজ শনিবার সংগঠনের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামালের সই করা এই বিবৃতিতে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এই সার্ভিসের কর্মকর্তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা হয়েছে। উন্নয়নের মাইলফলক মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিজিটাল স্থাপনাসহ সেতু ভবন, রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র বাংলাদেশ টেলিভিশনসহ জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীরভাবে মর্মাহত। সংঘটিত এসব ঘটনায় যাঁদের প্রাণহানি হয়েছে, তাঁদের আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।"

© প্রথম আলো, ২৭ জুলাই ২০২৪

16/12/2024

celebration of victory

১৮ জুলাই ২০২৪যাত্রাবাড়ীর এক গলি থেকে ফজর নামাজ পড়ে ৩/৪ টা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য, ভোর হবার আগেই যা...
29/11/2024

১৮ জুলাই ২০২৪

যাত্রাবাড়ীর এক গলি থেকে ফজর নামাজ পড়ে ৩/৪ টা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য, ভোর হবার আগেই যাত্রাবাড়ী চিটাগং রোড হাইওয়ে দখলে নেয়া।

আর মাত্র ৫ টা বিল্ডিং পরে গলি শেষ, সামনে মেইন রোড। হঠাৎ গু-লির শব্দ, তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়ল। ছেলেটার নাম মারুফ। হতবিহ্বল বাকীরা বুঝতে পারছিল না কোথা থেকে গু-লি এসেছে, কে গুলি করেছে। এদিকে লুটিয়ে পড়া সঙ্গীর শরীর থেকে গলগল করে র-ক্ত বের হচ্ছে। তার দিকে ভালো ভাবে তাকাতেই ২য় গু-লির শব্দটা শোনা গেল। উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ল। এদের গায়ে গু-লি লাগে নি। এরা নিরাপত্তার জন্য শুয়েছে৷ আহত মারুফকে টেনে হিঁচড়ে গলির ভেতরে নিয়ে যাওয়া হলো। মারুফের কাঁধ ছুয়ে গু-লি বেরিয়ে গেছে। রাবার বুলেট না। এটা স্নাইপার বুলেট। এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্য হ-ত্যা করতে।

এদিকে যাত্রাবাড়ী বাসী গত ৩ দিন গুলির শব্দ শুনে অভ্যস্ত তবে এখন ভোর হওয়ায় শব্দের মাত্রাটা বেশি ছিল। এলাকার সবার ঘুম ভেঙে গেল। অনেকে বাসা থেকে নেমে গেল। বাইরে কী হচ্ছে জানার জন্য।

গু-লির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোনো বাড়িতে স্নাইপার আছে। গলি থেকে বের হলেই গু-লি করবে। কিন্তু কোন বিল্ডিং এ স্নাইপার সেটা জানে না কেউ। আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে। যদিও এটা যাত্রাবাড়ী। মেইন রোডে যাওয়ায় অনেকগুলো রাস্তা আছে। আশেপাশের গলি থেকেও সেইম তথ্য এলো। গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গু-লি করা হয়েছে।

এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে করেই হোক স্নাইপারের লোকেশন বের করতে হবে। এটা বের করার জন্য জানবাজ কিছু লোক দরকার যার গু-লি খাওয়ার সম্ভাবনা বেশি। কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে। পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গু-লি করছে। কে হবে সেই জানবাজ?

ইন্টার পড়ুয়া একটা ছেলে আগে যেতে রাজি হলো। সে একা একা আগে যাবে।

ছেলেটার নাম অনিক। সে বন্ধুর সাথে কোলাকুলি করল। এক বন্ধুর কানে কানে বলল "আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস।" বন্ধু দুস্টামি করে উত্তর দিল "আর তোর ক্রাশ?" অনিক উত্তর দিল "তাকে আমার কথা বলিস।'

হাসিমুখে অনিক গলির মুখের দিকে এগোলো। তার চোখে সতর্ক দৃষ্টি। আগে যেখানে মারুফ গু-লি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথে গু-লির শব্দ শোনা গেল। এদিকে অনিক আগে থেকেই একে বেঁকে চলছিল। গুলি তার গায়ে লাগে নাই। তবে গু-লিটা আশেপাশের কোথাও দিয়ে গেছে বোঝা গেছে। অনিক পেছন দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল। এবার আরেকটা গু-লি হলো। এটাও অনিকের গায়ে লাগে নাই। এদিকে অনিকের পেছন পেছন আরো ২ টা ছেলে এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল। পেছন থেকে শরীফ আর শাহাদাৎ ভাই মোটামুটি একটা ধারনা পেলেন কোন বিল্ডিং থেকে গু-লি করেছে। এদিকে অনিক ও ২ টা ছেলে গলির মাথায় পৌঁছে গেছে। তারা একটা বিল্ডিং এর ঠিক নিচে অবস্থান করছে। এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না। এদিকে শরীফ আর শাহাদাৎ আগের জায়গায় ফিরে গেল। সেখানে এখন মিনিমাম ১০০ জন আন্দোলনকারী। আরো অনেকেই জড়ো হচ্ছে।

সবাই ইতিমধ্যে জেনে গেছে গলির মুখে অদৃশ্য স্নাইপার অবস্থান করছে। কোন বিল্ডিং থেকে গুলি করা হয়েছে সেই ধারনাও পেয়ে গেছে। তারা এটা নিয়ে বলাবলি করল। এক পর্যায়ে তারা জানতে পারল ঐ বিল্ডিংটার মালিক এক আওয়ামীলীগ নেতা। তার মানে তাদের ধারণা সঠিক। আওয়ামীলীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামীলীগের স্নাইপার অস্ত্র তাক করে বসে আছে।
বিল্ডিং টা ৬ তলা। গু-লি করা হয়েছে ৩ থেকে ৬ তলার মধ্য থেকে যেকোনো একটা ফ্ল্যাট থেকে। গলির যে পয়েন্টে ভোরে মারুফ গু-লি খেয়েছে সেখান থেকে ৪/৫/৬ তলা ভালো করে দেখা যায়। তার মানে ৩ তলা থেকে গুলি করা হয় নি। আবার ছাদ থেকেও গু-লি করা হয় নি। এদিকে ২ টা করে মোট ৬ টা ফ্ল্যাট আছে। ৩ টা ফ্ল্যাট আগেই বাদ দেয়া হলো। কারণ এই ৩ টা ফ্ল্যাট থেকে মেইন রোডের দিকে গুলি করা যাবে, গলির ভেতরের দিকে নয়। ৪/৫ ও ৬ তলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো কিন্তু কাউকে দেখা গেলো না। ৫ তলার একজন মহিলা বারান্দায় এসে কী যেন দেখে রুমে ঢুকে গেলেন। তার মানে ৫ তলাতেও স্নাইপার নেই। অর্থাৎ ৪ ও ৬ তলার এদিকের ফ্ল্যাটের যেকোনো একটায় স্নাইপার আছে। এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে এই বিল্ডিং এর দখল নিবে। তারপর বিল্ডিং এ ঢুকে স্নাইপারকে বের করবে। কাজটা খুবই ভয়ানক কারণ আন্দোলনকারী কারো হাতে পিস্তল নাই। লাঠি ও ইটের টুকরাই একমাত্র ভরসা।

আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিং গুলোর দেয়ালের সাথে গা ঘেঁষে ঘেঁষে মেইন রোডের দিকে এগোলো। একজন একজন করে আগানোর কারণে উপর থেকে কেউ দেখার সুযোগ নেই। তাই গুলিও হলো না।

৫ মিনিটের মধ্যে আওয়ামিলীগ নেতার বাড়ির সামনে প্রায় শ খানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল।

এদিকে দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল। তাকে হুমকি ধামকি দিতেই সে গেইট খুলে দিল। সবাই এলাকার স্থানীয় পোলাপান। এদেরকে ক্ষেপিয়ে দারোয়ানের চাকরি করা যাবে না। গেইট খোলা পেয়েই হুড়মুড় করে ছাত্ররা বিল্ডিং এ ঢুকে পড়ল। একদল ৪ তলার টার্গেটেড ফ্ল্যাটের দরজায় আরেকদল ৬ তলার ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতে লাগল। ৪ তলার দরজা খুলল না কিন্তু ৬ তলার দরজা খুলে ফেলল। ভেতরে ভয়ার্ত বাসার লোকজনকে দেখে বুঝল এখানে কোন স্নাইপার থাকার কথা না। ৪ তলার দরজা কেউ খুলছে না। শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন দেখা দিয়ে বললেন "এই বাসাটা ফাঁকা।" ফাকা বাসার কথা শুনে পোলাপানদের উৎসাহ আরো বেড়ে গেল। এক পর্যায়ে তারা দরজা ভেংগে ফেলল। ভেতরে হুড়মুড় করে ঢুকেই তারা সেই কাঙ্ক্ষিত স্নাইপারের দেখা পেল। পুলিশের পোষাক পরা দুইজন লোক রাইফেল হাতে এই বাসায় অবস্থান করছে। এই বাসাটা আসলেই ফাঁকা। দুইজন পুলিশ প্রাণ ভিক্ষার উদ্দেশ্যে মাফ চাওয়ার ভঙ্গিতে হাত জোড় করে রাখল। উত্তেজিত জনতার এখন এসব দেখার সময় নেই। তারা পুলিশ দুইজনকে উত্তম মধ্যম লাগানো শুরু করল। একজন এক রুমে দুইটা রাইফেল খুজে পেল। রাইফেলের নল এখনো গরম। তার মানে এই রাইফেল থেকেই গুলি করা হয়েছে। পুলিশ দুইজনকে মা-রতে মা-রতে বিল্ডিং এর নিচে নামানো হলো। এদিকে শোরগোল টের পেয়ে বিল্ডিং এর মালিক পালিয়ে গেল। তাকে অবশ্য বিল্ডিং এ হামলাকারী আন্দোলনকারীরা চিনত না। চিনলে তার পালানোর সুযোগ হতো না।

আধা ঘণ্টা পরে যাত্রাবাড়ী ফ্লাইওভারে দুইটা উলঙ্গ লা-শ ঝুলে রইল। তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে। এদিকে সূর্য উঠে গেছে। রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাকবির ধ্বনি দিচ্ছিল। আশেপাশের মাদ্রাসা থেকে পঙপালের মত ছাত্র আসছিল। খুনি পুলিশের এই পরিণতি দেখে সমবেত জনতার উৎসাহ বেড়ে গেলো। আজকে যাত্রাবাড়ীর বেরিকেড ভাঙতেই হবে। এমনিতেই যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ব্রীজ ৩ দিন ধরে অচল৷ কয়েকশো গাড়ির চাকা পাংচার করে রাখা হয়েছে। চাইলেও এখান দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারবে না। ১৮ জুলাই ২০২৪ ছিল আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিন।

কে এই শফিক ?পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার উচ্ছিষ্টভোগী এসএমই ফাউন্ডেশনের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল...
12/11/2024

কে এই শফিক ?
পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার উচ্ছিষ্টভোগী এসএমই ফাউন্ডেশনের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল ইসলাম বর্তমান প্রশাসনে ঘাপটি মেরে থাকা কতিপয় আমলা ও ফাউন্ডেশনের কিছু অসাদু কর্মকর্তার সহযোগিতায় এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের চেয়ারম্যান পদ বাগিয়ে নেওয়ার জন্য জোর তদবির শুরু
করেছেন।

জনাব শফিকুল ইসলাম প্রশাসন ৮২ ব্যাচের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী হিসাবে পাঁচ বছর এফএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালকের পদ আঁকড়ে রাখার পর বর্তমানে প্রশাসনের ঘাপটি মেরে থাকা তার আওমী দালালদের মাধ্যমে প্রধান উপদেষ্টা দপ্তরে এসএমই ফাউন্ডেশন এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান হওয়ার জন্য ষড়যন্ত্র করছেন।

জানা যায় তিনি এখনোও প্রভাব খাটিয়ে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান এর পদে শিল্প উপদেষ্টার সুপারিশকৃত একাধিক প্রস্তাব ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে নাকচ করিয়েছেন। ক্ষমতার দাপট দেখিয়ে বলে যাচ্ছেন, 'তিনি অন্য কাউকে চেয়ারম্যান হতে দিবেন না'

অথচ বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ব্যবস্থাপনা পরিচালক তদানীন্ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর পুত্রবধূ মানতাসা আহমদকে এসএমই ফাউন্ডেশনের পরিচালক পদ বাগিয়ে দেন এবং পরস্পর যোগসাজসে মানতাশার প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকা অনুদান প্রদান করেন।

এছাড়া স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার আনুকূল্য প্রাপ্তির মাধ্যমে এসএমই ফাউন্ডেশনে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ১৬ বছরে ফ্যাসিবাদের নুন খেয়ে গুণ গেয়েছে আর ইসলামপন্থী আর জাতীয়তাবাদীদের নানাভাবে হয়রানি করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে অনেকের চাকরি খেয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে, প্রভাব খাটিয়ে নিজ এলাকায় কোটি কোটি টাকার লুটপাটের প্রকল্প নেয় । এরই ধারাবাহিকতায় বর্তমানে ভোল পাল্টে প্রশাসন ক্যাডারে তার ব্যাচমেট এবং অনুজদের সহযোগিতা নিয়ে এসএমই ফাউন্ডেশন এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান হবার জন্য জোর তদবির করে যাচ্ছেন।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক পদ হতে অব্যাহতির পরও প্রভাব খাটিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলমের গ্রামে উদ্যোক্তা উন্নয়নের নামে ফাউন্ডেশন এর কোটি কোটি টাকা ব্যয় করেন।

সম্পর্কে মামা এই শফিক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়ি কালুহাটিতে উদ্যোক্তা উন্নয়নের নামে অপ্রয়োজনীয় কোটি কোটি টাকার যন্ত্রাংশ বর্তমানে আওয়ামী লুটপাটকারীদের দ্বারা বিনষ্ট। বিগত ৫ বছর যাবৎ মামা-ভাগিনা মিলে ফাউন্ডেশনে দুর্নীতি আর স্বজনপ্রীতির আখড়া তৈরি করেন। ফাউন্ডেশন এর বাজেটএ যানবাহন, জনবল, লোকবল নিয়ে শাহরিয়ার এর নির্বাচনী প্রচার প্রোপাগান্ডা অব্যাহত রাখেন।

https://youtu.be/2NVTuFDw7uE
07/11/2024

https://youtu.be/2NVTuFDw7uE

৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুর জেলা শ্রমিকদলের র‍্যালী ও সমাবেশ। ৭ নভেম্ব....

14/09/2024

সাকিবের নামে মামলা হওয়ার পর দেখলাম ক্রিকেটারদের চেতনা এক্কেরে খ্রাই গেসিল অথচ দেশের ১ম শ্রেণীর ক্রিকেটের একজন আম্পায়ারকে কোপায়া মাইরা ফেললো কিন্তু কোন ক্রিকেটারকে দেখলাম না এক্টু শোকও জানাইতে... !
©

03/09/2024

কিছুক্ষণ আগে ফাঁস হওয়া গোপন গ্রুপচ্যাটে দেখা যাচ্ছে অভিনয় শিল্পীদের মধ্যে অরুণা বিশ্বাস ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছিলেন। কিন্তু ওই লিস্টে কে কে ছিলেন?

ওয়েল, অভিনয় শিল্পীদের ফাঁস হওয়া চ্যাটের ১৬০ টা স্ক্রিনশট আমার কাছে এসেছে, সাথে এসেছে পুরো তালিকা। এদের মধ্যে আছেন যথাক্রমে- সোহানা সাবা, অরুণা বিশ্বাস, রফিক(রজনীগন্ধা), এমপি ফেরদৌস, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, সুইটি, রওনক হাসান, মাসুদ পথিক, এমপি আরাফাত, আশনা হাবীব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, জমশেদ শামীম, উর্মিলা, মামুনুর রশিদ, খান জেহাদ, এবার্ট খান, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, আশরাফ কবীর, দীপান্বিতা মার্টিন, এমপি হাসান মাহমুদ, সাইমন সাদিক, জুয়েল মাহমুদ, জায়েদ খান, হারুনুর রশিদ, ঝুনা চৌধুরী, লিমন আহমেদ, লিয়াকত আলী লাকি, সৈয়দ আওলাদ, সাইদ খান, সাখাওয়াত মুন, স্মরণ সাহা, সায়েম সামাদ, শাকিল(দেশনাটক), শহীদ আলমগীর, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, সঙ্গীতা মেখাল, সৈয়দা শাহানুর, মোঃ শাহাদাত হোসেন, গুলজার, নাহিদ, মিলন, প্রণীল, এসএ হক অলীক, রুনি, রুবেল শঙ্কর, রাজিবুল ইসলাম রাজিব...।

সবচেয়ে বড়ো রসিকতাটা সম্ভবত করেছেন আশনা হাবীব ভাবনা। ইনি ছাত্র আন্দোলনের আবু সাঈদকে নিয়ে ছবি এঁকে নাকী কান্নার অভিনয় করে এই গ্রুপে দিব্যি বসে ছিলেন!

শিল্পী মানেই বিবেকবোধ ঠিক থাকবে, এই ধারণা থেকে বের হয়ে আসার ক্ষেত্রে- এদেরকে ধন্যবাদ। শিল্পের নামে মানুষ হত্যা, সাধারণ ছাত্রদেরকে সন্ত্রাসী ট্যাগ দেয়ার ক্ষেত্রে কোন কোন শিল্পীরা ভূমিকা রেখেছে সেটা আমাদের জানা থাকলো। যে ছাত্ররা পা হারিয়েছে, বুকে আর মাথায় গুলি খেয়েছে- তারাও জেনে রাখুক সব শিল্পীরই বিবেক বোধ নাই, এবং সব বিবেক বোধ ওয়ালা মানুষ শিল্পী হওয়ার আগে- মানুষ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এমন শিল্পীরা ছিল। ফলে আমরা অবাক হচ্ছি না। শুধু আফসোস করে বলতে ইচ্ছা করে-

হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান!

প্রিয় বাংলাদেশ, শিল্পী নামের এই সকল কলঙ্কদের চিনে নিতে তুমি প্রস্তুত তো?

#জরুরী



অরিজিনাল পোষ্টদাতার নাম হারিয়ে ফেলেছি। ইনবক্সে বললে এড করে নিব

শিল্প মন্ত্রণালয়ের অধীনে SME Foundation এর  চেয়ারম্যানপদে বিআইডিএস  এর বর্তমান পলিসি  ডিরেক্টর মঞ্জুর হোসেনের নাম  প্রস্...
03/09/2024

শিল্প মন্ত্রণালয়ের অধীনে SME Foundation এর চেয়ারম্যানপদে বিআইডিএস এর বর্তমান পলিসি ডিরেক্টর মঞ্জুর হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে l এই মঞ্জুর হোসেন যিনি গত ১৫ বছরে আওমীলীগ সরকারের একজন সুবিধাভোগী দালাল অর্থনীতিবিদ হিসাবে পরিচিত। যা তাঁর নিজস্ব ফেইসবুক দেখা যায় ( কমেন্টেসে তার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে)।
আওয়ামীলীগ সরকারের স্মার্ট বাংলাদেশ ও ২০৪১ সালের রূপকল্পের অন্যতম কারিগর। এছাড়া, আওয়ামীলীগ এর গত নির্বাচনের মেনুফেস্টো তিনিই তৈরি করে এবং তা বাস্তবায়নের জন্যে নানাভাবে কাজ করে গেছেন। পত্র পত্রিকা টিভি টকশো তার বহু প্রমান রয়েছে। এখনো সে আগের পদে বহাল রয়েছে !
উল্লেখ্য, তার গবেষনার মান নিয়ে প্রশ্ন রয়েছে। রয়েছে চর্যবৃত্তির অভিযোগ। বিআইডিএস এর সরকারি পদ ব্যবহার করে ফাউন্ডেশনের গবেষণার নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। ইতোপূর্বে এসএমএই ফাউন্ডেশন তাঁর একটি গবেষণা রিপোর্ট চর্যবৃত্তির অভিযোগে প্রত্যাখ্যান করে। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার সহায়তায় এখন ফাউন্ডেশনের চেয়ারম্যান পদের জন্যে চেষ্টা করছে ।

30/08/2024

শেখ হাসিনার আত্মীয়রা কে কিভাবে বাংলাদেশটাকে
লুটেপুটে খেয়েছে তাদের পরিচয় বৃত্তান্ত-

শেখ হাসিনা ওয়াজেদ হচ্ছেন শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী। তার বড় ফুফুর ছেলে ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে নূর এ আলম চৌধুরী লিটন হচ্ছেন জাতীয় সংসদের চীফ হুইপ। লিটনের ছোট ভাই হচ্ছে মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই হচ্ছেন আবুল হাসনাত আবদুল্লাহ যিনি সাবেক চীফ হুইপ এবং বর্তমান বরিশাল-১ এর সংসদ সদস্য। তার ছেলে সাদিক আবদুল্লাহ বরিশালের সদ্য সাবেক মেয়র ছিলেন। আরেক ছেলে আসিফ আবদুল্লাহ যুবলীগের যুগ্ম সম্পাদক। আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই সেরনিয়াবাত খায়ের আবদুল্লাহ বরিশালের বর্তমান মেয়র। আবুল হাসনাত আবদুল্লাহর ছোটবোনের দেবর হচ্ছেন বিশিষ্ট মাছ ব্যবসায়ী আওয়ামী লীগের ১ নাম্বার যুগ্ম সম্পাদক মাহমুব আলম হানিফ। তারমানে হানিফ হচ্ছেন শেখ হাসিনার তালতো ভাই।

শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম
শেখ সেলিম হচ্ছেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছোট ভাই। শেখ মনির ছোট ছেলে ঢাকা দঃ এর মেয়র শেখ ফজলে নুর তাপস এবং বড় ছেলে শেখ পরশ যুবলীগের প্রেসিডেন্ট। শেখ মনির ছোট বোনের স্বামী আমাদের চট্টগ্রামের ওমর ফারুক চৌধুরী, তিনি আবার যুবলীগের সভাপতি ছিলেন টানা (৭)সাত বছর।
শেখ সেলিমের এক ছেলে শেখ ফজলে ফাহিম আবার এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ছিলেন। আরেক ছেলে শেখ নাঈম যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। সেই ছেলেই হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির মেম্বার ইকবাল হাসান মাহমুদ টুকুর মেয়ের জামাই। শেখ সেলিমের আরেক বোনের জামাই হচ্ছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব নাজিউর রহমান মঞ্জু। নাজিউর মঞ্জুর ছেলে আন্দালিব রহমান পার্থ হচ্ছেন বিজেপির প্রেসিডেন্ট ও ছোট ছেলে শান্ত হচ্ছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য!
আন্দালিব রহমান পার্থ আবার বিয়ে করেছেন হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়েকে। সে হিসেবে শেখ হাসিনার ভাতিজী জামাই আবার ফুফাতো বোনের বড় ছেলে হচ্ছেন কথিত বিপ্লবী আন্দালিব রহমান পার্থ 😊

শেখ মুজিবের ছোট ভাই শেখ আবু নাসেরের বড় ছেলে হচ্ছেন শেখ হেলাল যিনি বাগেরহাটে-১ এর দীর্ঘদিনের এমপি। শেখ হেলালের ছোট ভাই শেখ জুয়েল আবার খুলনা-২ এর সংসদ সদস্য। শেখ হেলালের ছেলে শেখ তন্ময় তথা পার্থের শালাবাবু হচ্ছেন বাগেরহাট-২ এমপি
শেখ হাসিনার আরেক চাচাতো ভাই শেখ সোহেল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক।

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাবেক শ্বশুর হচ্ছেন সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তার বাপ নুরা রাজাকার কিন্তু শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই ছিলেন। খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম ফরিদপুর সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন। যার বিরুদ্ধে খোদ আওয়ামী লীগই ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তুলে। বেয়াই মোশাররফের মেয়ের জামাই তথা সায়মা ওয়াজেদ পুতুলের ননদের জামাই ডাঃ হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ ২ থেকে টানা দুইবারের আওয়ামী লীগের সংসদ সদস্য

শেখ হাসিনার প্রয়াত স্বামী ওয়াজেদ মিয়ার বড় বোনের নাতনি হচ্ছেন মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ!

আবার এইদিকে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ছেলে আনোয়ার হোসেন মঞ্জুও শেখ হাসিনার বেয়াই। কারণ শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে নিক্সন চৌধুরী বিয়ে করেছেন আনোয়ার হোসেন মঞ্জুর মেয়েকে। জেপি (মঞ্জু)র সেক্রেটারি ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলামও শেখ হাসিনা ওয়াজেদ এর ফুফাতো ভাই এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী আমির হোসেন আমু শেখ হাসিনার ফুফা। এদিকে শেখ হাসিনার আরেক ফুফা হচ্ছেন এক্স এফবিসিসিআইয়ের সভাপতি ও বর্তমান স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন টুঙ্গিপাড়া।

শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার খালা শাশুড়ী হচ্ছেন আইভি রহমান। আইভি রহমানের স্বামী ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তাদের ছেলে নাজমুল হাসান পাপন হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টানা এক যুগের প্রেসিডেন্ট। শেখ রেহানার স্বামীর ছোট ভাই হচ্ছেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবঃ মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, আরসিডিএস, পিএসসি। সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজও শেখ হাসিনার চাচাতো ফুফা ছিলেন আর
বাংলাদেশ সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল এবং বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান চিফ অব জেনারেল স্টাফ(সিজিএস) ওয়াকার-উজ-জামান হচ্ছেন সাবেক আর্মি চীফ লে জেনারেল মোস্তাফিজের মেয়ের জামাই।

এভাবেই যুগে যুগে বাংলাদেশ ১৮ কোটি মানুষের পোঁদে বাঁশ দিয়ে গেছে শেখ হাসিনা এবং তার আত্মীয়রা!

23/08/2024

আজ উনাকে উত্তেজিত হতে দেখা যাচ্ছে না !
বলতে হবে উনার নাম কি?

13/08/2024

কতটা নৃশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সাথে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে!

11/08/2024

১. আমার নাম বিদ্যুৎ কুমার রায়। আমি ২২ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। আমি একজন হিন্দু। আমি পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে শিক্ষকতা পেশায় আছি। আমার বাড়ি ভাঙ্গুড়া, পাবনা। আজ সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনায় এসে পাবনার কয়েকজনের সাথে কথা বলি। উদ্যেশ্য একটাই। ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্দির ভাংচুর বা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়টি সম্পর্কে খোজখবর নেওয়া। ঈশ্বরদী, ভাঙ্গুড়া এবং পাবনা এই তিনটা স্থানের কোথায়ও কোন মন্দির ভাংচুর হয় নাই বা কোন হিন্দু সম্প্রদায়ের উপর হামলাও হয়নি।

২. এটা আমি নিশ্চিত করে বলতে পারি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে উদ্ভুত পরিস্থিতিতে অন্য কোন জায়গায় হয়ত কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে যা সাম্রদায়িক সম্প্রতি বিনস্টের কোন কারণ হতে পারে না। আমি আমার বোনের বাড়ি গৌড়িপুর নাটোরে গিয়েছিলাম তাদের খোজখবর নিতে। যেদিন খোজখবর নিতে যাই সেদিন দেখলাম একদল ছাত্র আমার বোনের বাড়িতে এসে বললেন আপনাদের কোন রকম কোন সমস্যা হলে আমাদের জানাবেন। ছাত্ররা তাদের মোবাইল নাম্বার দিয়ে গেলেন এবং বললেন আমরা সব কিছু পাহারা দিব এবং আপনাদের পাশে সব সময় আছি।

৩. আমার আরেক বোনের বাড়ি পিংনা জামালপুর। আমি ফোনে তাদের খোজখবর নিলাম। আমার বোন বলল কয়েকজন মানুষ এসে সাহস দিয়ে গেছে এবং তারা আমাদের পাশে আছে একটাও বলে গেছে। আমার বোনের বাড়ি পিংনা, সরিষাবাড়ি, জামালপুর। সেখানেও কোনরুপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

৪. বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুবাদে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। তারা রেগুলার আমার খোজ খবর নিচ্ছে। যেমন ঢাকার আওয়াল ভাই, টিপু ভাই, তারাক্কি ভাই, রোকসানা ম্যাডাম, সালাম, রেজাউল ভাইসহ আরো অনেকে। এরা সবাই শিক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তা।

৫. এডওয়ার্ড কলেজের বাবুল ভাই, পিংনা জামালপুর এর হারুন ভাই, পিংনার হামিদ ভাই, জামাল ভাই, ঢাকার জয়নাল ভাই, মোহাম্মদ আলী স্যার, কুমিল্লার ছাত্র জাহিদ, রংপুরের ছাত্র ডাক্তার খালিদ। এরুপ লিখলে অনেক নাম হয়ে যাবে। তারা রেগুলার আমার এবং আমার এলাকার খোজ খবর নিচ্ছেন। সবার কাছে অনুরোধ এটা সাম্রদায়িক সম্প্রতি বিনস্টকারি কোন ঘটনা না। তাই আপনারা প্লিজ আতংকিত হবেন না। সবাই ভালো থাকবেন।

10/08/2024

নয়া পল্টন থেকে সরাসরি ———

08/08/2024

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান

07/08/2024

নয়াপল্টন থেকে সরাসরি———
বুধবার, ৭ আগস্ট ২০২৪,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সমাবেশ।

06/08/2024
06/08/2024

গুলশান থেকে সরাসরি ——

মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির মিটিং শেষে গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

05/08/2024

দেখুন — সোমবার, আগস্ট ৫, ২০২৪, বিএনপি'র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when The Daily BD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily BD News:

Videos

Share