Dot point

Dot point 'Dot Point.bd' is Digital Video Creator,Personal Blogger,Traveller

26/11/2024

এত ঘনঘন আন্দোলন যেন না হয় সেটার জন্য একটা আন্দোলন করা দরকার!

04/10/2024

৫/১০/২০২৪ইং
এই প্রথম ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ওয়াজ করবেন মিজানুর রহমান আজহারী!
আলহামদুলিল্লাহ ❤️

16/08/2024

অনির্দিষ্ট কালের জন্য
🇺🇸 USA এম্বাসি 🇺🇸
বন্ধ ঘোষণা করা হলো!

03/05/2024

আগে একটা সময় ছিলো আমার প্রচুর বন্ধু ছিলো বন্ধুদের সাথে দেখা হবে না ভেবে মন খারাপ হত কিন্তু এখন মনে হয় যত কম দেখা হয় ততো ভাল আগে ফ্রেন্ড সারকেল ছিলো এখন ওত বন্ধু নেই ফ্রেন্ড সারকেল টা ডটে পরিনত হয়েছে আগে আমি সব সময় সবার জন্য এবাইলএবেল থাকতাম কিন্তু এখন সবার জন্য না।আগে তোর বেপারে কিছু সুনলাম টেনসোনে পরে যেতাম এখন বললে হা ভাই যা শুনেছিস ঠিকি শুনেছিস পারলে নিজের থেকে কিছু এড করে দিস।আগে কেও ভুল বুঝলে ভুল ভাবলে কনভেনস করার চেষ্টা করতাম অনেক এক্সপ্লেন করতাম কিন্তু এখন আর করি না ওত এনার্জি নেই।যা ভাববে ভাব কোন অসুবিধা নেই। বন্ধুত্ব রাখলে রাখ না রাখলে কোন অসুবিধা নেই।আগে বন্ধুরা কোন প্লানে আমাকে ইনক্লুডেট না রাখলে আমাকে ছাড়া কোন প্লান বানালে আমার অনেক মন খারাপ হত।আর এখন আমি নিজেই এক্সকিউজ দেখিয়ে প্লান ক্যানসেল করে দেই।সবাই বলে তুই অনেক চেন্জ হয়েছিস। এখন আগের মত কিছু ভাল লাগে না সব কিছু ফেইক লাগে সবাইকে ফেইক লাগে আগের মত কোন কিছুতে আনন্দ পাই না।
#কালেকটেক

13/03/2024

১. কখনোই রাগান্বিত অবস্থায় কোন জটিল বিষয়ের উত্তর দেয়া উচিৎ না।

২. হ্যাপী মুডে থাকা অবস্থায় কারো সাথে কোন প্রমিজ করা উচিৎ না।
এবং
৩. খুব স্যাড অবস্থায় কোন ডিসিশন নেয়া উচিৎ না।...

কিন্তু দু:খজনক হলেও সত্য আমরা এই কাজগুলো হরহামেশাই করে ফেলি এবং আমাদের সাফার করতে হয়।

রমজানের কারনে একমাস ছুটিতে যাচ্ছেন ইবলিশ সাহেব। সেই সাথে নিজের দায়িত্ব বাংলাদেশের ব্যবসায়ী পার্টনারদের বুঝিয়ে দিয়ে যাচ্ছ...
11/03/2024

রমজানের কারনে একমাস ছুটিতে যাচ্ছেন ইবলিশ সাহেব। সেই সাথে নিজের দায়িত্ব বাংলাদেশের ব্যবসায়ী পার্টনারদের বুঝিয়ে দিয়ে যাচ্ছেন।

17/02/2024

যেদিন আপনি এটা বুঝে যাবেন অথবা এক্সপেরিয়েন্স করবেন যে, মৃত্যুর পর সেই মৃত মানুষটাকে জীবিত মানুষগুলা কতো জলদি ভুলে যায়, সেদিন থেকে এই যে মানুষকে ইমপ্রেস করার এতো প্রচেস্টা যা করে বেরান, এগুলা আর কোনটাই করবেন না বা করতে ইচ্ছা করবে না।

বাড়ির ভেতরে লাশ রেখে বাড়ির বাইরে হাসাহাসি করতে দেখেছি বহুবার। জানাজা শেষ করে বিরিয়ানী নিয়ে ঝগড়া করতে দেখেছি!! আর আমি, আপনি নিজের মনের শান্তি, ঘরের শান্তি, ঈমান সব নস্ট করে দিচ্ছি এই চিন্তা করে “মানুষ কি বলবে?”

06/07/2023

Address

Moghbazar, Modhubagh Dhaka
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dot point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dot point:

Videos

Share

Nearby media companies