Crush & Confession - BUBT

Crush & Confession - BUBT জানি একদিন আমরা নিঃশেষ হয়ে যাব। তারপর?

অসম্পূর্ণ জীবনের সম্পূর্ণ চিরাচরিত একটি শব্দ "চিরবিদায়"।
জন্মের পর থেকেই তার সে অসম্পূর্ণ জীবন ধারন করা; বয়সের ধাপে ধাপে সে সেই শব্দ "চিরবিদায়" এর জন্য অপেক্ষা করতে থাকে।
মৃত্যুর পরও একজন মানুষ তার জীবনের ক্যানভাসে আঁকা গল্পরুপি ছবি গুলোর জন্য মানুষের মনের কোনায় জায়গা করে নেয়।

20/12/2024

আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, এই পেজ এর কি কি চেঞ্জ করবেন? বা কিভাবে পরিচালনা করতে চান?

20/12/2024



Name :জানিনা।
Department :Most probably B.B.A
Intake:সেটাও জানিনা
section :আল্লাহ মালুম

Hello Dear, আশাকরছি আপনি অনেক ভালো আছেন। অনেকেই ক্রাশ &কনফেশন মজা করে দেয়, কিন্তু আমারটা খুবই ভয়াবহ রকমের সিরিয়াস।আমি আপনাকে দেখেছিলাম ১১ ডিসেম্বর সন্ধ্যা বেলায় ৭ নাম্বার রোডে নীল রঙের শাড়িতে বা নীল রঙের অন্য পোশাকে। মা শা আল্লাহ এত কিউট লাগছিল আপনাকে 🥺ওইদিনই ক্রাশ খেয়েছিলাম কিন্তু ভেবেছিলাম ওইটা আর ৫ টা স্বাভাবিক ক্রাশই ছিল।কিন্তু ১৩ ডিসেম্বর Arbovirus যখন মন্ত্রমুগ্ধকর গান পরিবেশনা করছিল তখন আপনি আমার পাশেই ছিলেন,বেশ কয়েকবার eye contact ও হয়েছিল বোধহয়।কিন্তু তখন আমার মনে হয়েছিল আপনি হয়তো অন্য কিছু দেখছেন,কারণ দীর্ঘদিন সিংগেল পড়ে থাকতে থাকতে নিজের চেহারার প্রতি কনফিডেন্সও চলে গেছে অনেক আগেই।তারপরো কেন জানি আপনাকে ভালো লাগার মাত্রা আরও বাড়লো।ভাবছিলাম কথা বলি কিন্তু সিনিয়র হয়ে গেছি আবার self respect এর জন্য হয়তো শেষ পর্যন্ত বলা হয়নি।কিন্তু আপনাকে দেখার পর আর কাউকেই ভালো লাগছেনা।মনে ধরছেনা।এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আপনার প্রতি।আমি আপনার ডিপার্টমেন্ট জানিনা,আপনার নামও জানিনা। সোজাবাংলায় কিছুই জানিনা আপনার ব্যাপারে। আপনি অধরা বইয়ের অপূর্ণ সিলেবাস হয়ে আছেন আমার কাছে।আমি চাই আপনাকে পড়তে -জানতে। তাই লাজ লজ্জা-আত্নসম্মানের মাথা খেয়ে আপনাকে নিয়ে জীবনের প্রথম ক্রাশ & কনফেশন দিতে চাচ্ছি বা দিলাম।এটাই প্রথম -এটাই শেষ যেন হয়। আপনাকে অসম্মান করা আমার উদ্দেশ্য না।আপনি সিংগেল থাকলে পেজে নক দিয়ে আমার আইডিটা নিতে পারেন। আইডি নিয়ে পোস্ট ডিলিট করতে পারেন।অথবা আপনাকে পেলে আমি নিজেই ডিলিট করে দিতে বলবো পেজ এডমিনদের🙂কিন্তু আপনি আগালে একটু বেশি ভালো হয়।মেয়েরাও আগাক একটু এইসব বিষয়ে।আর যদি মিংগেল থাকেন তাহলে আর এমুখো হবার দরকার নেই।আমি নিজেকে সামলে নেবো। আমি আপনাকে অধরা হিসেবে ধরে নেবো।ভালো থাকবেন, আর হাসিখুশি থাকবেন সবসময়।আপনার হাসিটাও অনেক সুন্দর।

সবশেষ, আমি কারোর জন্য কখনো গুছিয়ে এত কথা লিখিনি। আশাকরছি আপনি বুঝবেন।

17/12/2024



Name: জানি না 😒
Department :জানি না 😒
Intake : জানি না 😒

আজকের ভার্সিটির কনসার্টে এক মুহূর্তের জন্য পুরো জগৎ থমকে গিয়েছিল। এক নজরে দেখা, এক জীবনের স্মৃতি। প্রথম দেখাতেই তোমার প্রতি যে অনুভূতিটা জন্মেছিল, তা ব্যাখ্যা করা সত্যিই কঠিন। তোমার মিষ্টি হাসি, গভীর চাহনি, আর তোমার উপস্থিতি যেন পুরো সময়টাকে থমকে দিয়েছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল, এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তোমার প্রতি এই আকর্ষণ, এই মুগ্ধতা যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অদ্ভুত শক্তি।

14/12/2024



নাম: জানিনা
ডিপার্টমেন্ট: জানিনা
ইনটেক: ৬৩
সেকশন : জানিনা

প্রিয়,
তোমাকে প্রথম দেখেছিলাম আজ থেকে ২২ দিন আগে লাইব্রেরীতে। সেদিন তোমাকে নিয়ে পোস্ট করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। সেদিনের পর থেকে তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। অবশেষে আমার দীর্ঘ ২২ দিন পর অপেক্ষার অবসান ঘটলো। তোমাকে দ্বিতীয়বার দেখলাম গতকাল তোমারই নিজস্ব ডিপার্টমেন্ট BBA এর প্রোগ্রামে । শাড়ি এবং সাথে লাল চাদর ছিলো তোমার পরনে ।
অনেক চেষ্টা করেছিলাম তোমার সাথে কথা বলার কিন্তু সম্ভব হয়নি । তুমি নিজেই বুঝতে পারছো যে আমি তোমাকে লক্ষ্য করছিলাম। তোমার নাম না জানায় তোমাকে খুঁজে বের করা কষ্টকর হয়ে গেছে। জানিনা তোমাকে খুঁজে পাবো কি না। হয়তো তোমার সাথে দেখা হবে । কিন্তু জানিনা গতকালের মতো সেদিনও কিছু বলতে পারবো কি না।
প্রথমবারের দেখায় তোমাকে ভালো লাগার পর কাল আবারো দেখায় নিজের মধ্যে এক অন্যরকম অনুভুতি হচ্ছিল। চাইলেই ছবি তুলতে পারতাম কিন্তু অনুমতি ছাড়া ছবি উঠানোর পক্ষে আমি নই।
যাই হোক যদি কখনো দেখা হয় তাহলে সেদিন হয়তো কথা বলতে পারবো ...
ভালো থেকো প্রিয়.....

13/12/2024



Name: Mayabi ( for me don’t know your real name)
Intake: Dont know
Department: Dont know

The only thing i know about you what you are so pretty and obviously super cute. And this is the first time happens in my life that i have fallen in love with someone by looking at her eyes. I think this is love at first sight for me. If you’re taken then I won’t bother you anymore if you’re not then we can have a cup of tea or coffee someday . ( BTW iam not good looking person at all if you need good looking guy then you can skip me for sure 🌚)
From: আরে কন্সার্টেই ছিলাম ,😁

09/12/2024



Name: জানি না
Department : English
Intake:60
1'st semester
Section 1 maybe

দিনটি ছিল ২৪ নভেম্বর, সেদিন ছিল ভার্সিটির একটি প্রোগ্রাম। দূর থেকে দেখলাম হোয়াইট ব্লাউজ এবং নীল শাড়ি পড়া এক পরীকে। একটা মেয়ের সাথে বসে পিক তুলছিল আর গল্প করছিল। আর আমি সেটা বিল্ডিং-২ এর করিডোরে দাঁড়িয়ে দেখছিলাম। আমি তাকে পাগলের মত খুজে বেড়াচ্ছি। তার কোন বান্ধবি এই কনফেশন টা দেখে থাকলে তার আইডি টা মেনশন করবেন। আমি সেটার জন্য ট্রিট দিবো।

09/12/2024

বুঝতেই পারিনি এইভাবে ফাইনালে ব্যামবো খাবো🐸🐸

06/12/2024



মেয়ে: অজানা
ডিপার্টমেন্ট: ইংলিশ
সেমিস্টার: ১ ( প্রথম)

২ ডিসেম্বর ২০২৪, আনুমানিক রাত ৯ টা সারা পিৎজায় এক অসম্ভব সুন্দরী নিলপরী দেখেছিলাম। যার সৌন্দর্য তার সাথে কথা বলতে বাধ্য করেছিল। তারপর থেকে আজ পর্যন্ত তাকে সারা পিৎজায় খুজে বেড়াই। এমনকি গতকাল রিক্সাতে তার এলাকায় যেতে দেখি কিন্তু কথা বলার কোন সুযোগ ছিল না। তার নাম টা জানা হয়নি, তার সাথে যোগাযোগের ও কোন ওয়ে নেই। প্লিজ নিলপরীর সাথে যোগাযোগের একরাস ইচ্ছে পূরণ করে দিও।

ইতি
নিলপরীকে দেখে ক্রাশ খাওয়া ছেলেটি

05/12/2024



নাম:সাফরিন
ডিপার্টমেন্ট:সিভিল
ইন্টেক-২
সেকশন-১

"তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা"
এতো সুন্দর কেনো তুমি? কি সুন্দর চাহনি!কি সুন্দর হাসি! কি সুন্দর চোখ দুটো!❤
যদি তোমার উপরে সম্পূর্ণ অধিকার নিয়ে বলি তুমি আমার? তুমি কি এটা মেনে নিবে?🥹
শাড়িতে তোমায় কি সুন্দর লাগে🤍
সব রঙের শাড়ি তে তোমাকে পরীর মত সুন্দর লাগে✨
যতবার তোমাকে শাড়িতে দেখি ততবারই দূর থেকে মুগ্ধতার দৃষ্টিতে চেয়ে থাকি🌸
আমাকে আগলে রাখার অধিকার কি আমি তোমার কাছে চাইতে পারি?
তোমাকে সামনাসামনি বলার সাহস নেই তাই মনে জমে থাকা অনেক কথা একটু সারমর্ম করে বলছি😄
হয়তোবা তোমাকে সামনা সামনি মনের কথাগুলো জানান দেয়ার আমার আশা অপূর্ণ থেকে যাবে🙂
তোমাকে নিয়ে ডিপার্টমেন্টে মানুষের মুখে অনেক প্রশংসা শুনেছি! অনেক পরিশ্রমী একটা মেয়ে তুমি আমি নিজের চোখে দেখেছি!
আনমনে মনের কানাগলিতে তোমাকে নিয়ে তৈরি হয় অজস্র অনুভূতি!
তোমার হাসিটা আমার কাছে মারাত্মক লাগে❤
সবসময় এভাবে হাসি খুশি থেকো...
সবশেষে বলতে চাই,
তুমি কি আমার গল্পের রাণী হবে?👰🏻‍♀
ইতি,
💌
(সিভিল ইভিনিং)

03/12/2024



To: nusrat hafsa
Department: ba in English
Intake: 60
From: manus

আমি তোমাকে ফার্স্ট দেখি বিল্ডিং ৪ ক্যান্টিনে। ওই প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে যাই। কিন্তু তোমাকে চিনি না জানি না কোথায় তোমাকে আবার খুঁজে পাবো সেটা ভাবতে ভাবতেই তুমি চলে গেলে। তারপর তোমাকে ফ্ল্যাশমুব এ দেখি শাড়িতে। তারপর তোমার প্রতি আমি ফিদা হয়ে যায়। তোমাকে আমার মনের কথা কিভাবে বলব জানিনা, কিন্তু একদিন সাহস করে বলেই ফেলবো।😳

30/11/2024



Sagorika binte mofajjal
Department: EEE
Intake : Jani na

Dear Sagorika,
কেমন আছো ? আমাকে তুমি চিনবে না । পিঠা উৎসবে ইইই- র স্টলে দেখেছিলাম - সাদা স্কার্ফ-এ মোড়ানো এক টুকরো চাদ। যেন পুষ্প পত্র দ্বারা আব্রিত প্রস্ফুটিত গোলাপ কলি। অনুনেয় কন্ঠস্বর আর জানালা দিয়ে ঢোকা ভোরের আদুরে রোদের মতো এক চিলতে হাসি। O

তোমার চোখগুলো অসম্ভব সুন্দর । সবসময় চশমার আবরণে ওদের ঢেকে না রাখলেও পারো !!!
তোমার প্রিয় রং কি গোলাপি ? আমার পছন্দ ছিল না, কিন্তু গোলাপি শাড়িতে তোমাকে দেখার পর মনে হয়েছে তুমি না পরলে এই রঙের সাথে বড্ড অন্যায় হয়ে যেত । তোমার চোখের নির্লিপ্ততা দেখেই বলতে পারি তুমি যান্ত্রিক নও - কবিতা, রং তুলি, বৃষ্টি , ফুল এগুলোর সাথেও সখ্যতা আছে ।
তোমার প্রিয় ফুল কি শিউলি ? আমার অনেক অনেক অনেক প্রিয় শিউলি । J

আমি অনেক অগোছালো....কিন্তু বিষন্ন বিকেলগুলোতে তোমার জন্য এক কাপ কফি বানাতে পারবো , তুমি চাইলে কবিতাও শোনাতে পারি। বিনিময়ে শুধু হাতটুকু ধরতে দিও । তুমি যখন সাদা ক্যানভাসে তুলির আঁচর কাটো বারবার সামনে চলে আসা চুল আমি সরিয়ে দেব । তুমি শুধু জ্বলজ্বলে ওই নয়ন পানে মুগ্ধ আমায় চোখ রাখতে দিও । C

জানি না তুমি কোথাও কমিটেড কিনা । এটাও জানি না এই লেখা তোমার চোখে পড়বে কি না ! না পড়লেও ক্ষতি নেই। আমি শাহরুখ খান নই যে ডায়রির পাতায় লেখা না বলা কথাগুলো কবিতার মতো বলে যাব, আর তুমি ছলছলে চোখে দৌড়ে এসে জড়িয়ে ধরবে । আমি দু হাত প্রসারিত করে গানও গাইতে পারি না । শুধু পারি ভালবাসতে । J

ইতি,
তোমাকে একবার দেখে নিজের মনে কত শত গল্প সাজিয়ে বসা অনেক দুরের কেউ। S
( নিজের নাম সাংকেতিক ভাষায় দিয়েছি , একটু বুদ্ধি খাটালে বের করতে পারবা )

28/11/2024



To- Asha
department: Cse
Intake: janina
From- তুমি কনফেশন দেখেই বুঝে ফেলবা কে আমি(bubt থেকে কেউ না)

তোমার সাথেতো আমার পরিচয় অনেক বছরের, তুমি আন্দাজ করতে পারবেনা আমি কত পছন্দ করি তোমাকে এই গত কয়েক বছরে বেশ কিছুদিন আগেই তোমাকে দেখি কত্ত যে মধুর ছিল সময়টা বলে বুঝাতে পারবোনা, তোমার চোখেই যেনো হাবুডুবু খাচ্ছি! 🤍
অনেক কিছু লিখতে চাইছিলাম লিখলাম না,

25/11/2024



From : অজানা এক আগন্তুক
To:
Dept:

তোমাকে প্রথম দেখি ভিড়ের মধ্যে নাচের সময় আমার সামনে । কালো হিজাব পরিধান করেছিলে সাথে চশমা । দেখেই চোখ আটকে গেল💓। কিন্তু তোমাকে দেখে অনেক moody মনে হলেও তুমি অনেক বেশি মিশুক এবং ভালো মনের মেয়ে মনে হল। মনের কথা বলে দিতে হয় তাই আর না বলে পারলাম না। আবার ক্যাম্পাসে কখনো দেখা হয় কিনা যদিও হয় সামনে বলার সাহস নেই। আশা করি দেখা হবে ( তবে onesided)❤️‍🩹।
আর বেশি কিছু না বলি.....

ওহে কী করিলে বলো পাইব তোমারে🥺,

রাখিব আঁখিতে আঁখিতে-😍
ওহে কী করিলে বলো পাইব তোমারে,
রাখিব আঁখিতে আঁখিতে-
ওহে এত প্রেম আমি কোথা পাব না,
এত প্রেম আমি কোথা পাব না,
তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে-
দয়া না করিলে কে পারে-
তুমি আপনি না এলে
কে পারে হৃদয়ে রাখিতে।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না। ❤️

কিছু আশা অপূর্ণই ভালো💔।

19/11/2024



Name: sakib নামেই ডাকে সবাই।
From: একদিন একসাথে বসে ছিলাম অনেক কথা হয়েছিল মাঝে মাঝে চোখাচোখি হয় মুচকি হাসি দেন! (চিনেছেন জানি)🥰
Department: CSE
Intake: 45

Heyy mister Black 🖤 বেশিরভাগ সময়ই আপনাকে কালো পরতে দেখি কালো কি আপনার পছন্দের কালার? যদিও কালো আপনাকে বেশ মানায়!
ম্যামের ক্লাসে আপনার মুচকি মুচকি হাসি আমাকে আলাদা করে আপনার প্রতি নজর দিতে বাধ্য করেছে!
"কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি
তোমাকেই আজ বেঁধে নিয়েছি
আমারও হৃদয় ও মাঝে"
"ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়"

05/11/2024



Name : Mehadi Hasan Antor
department : Economic
intake : জানি না😥

আসসালামু আলাইকুম,
আপনাকে দেখার পর মাথায় একটা গান ঘুরছিল, গানটা আজ না হয় থাক। আপনাকে যতবার দেখি মনে অদ্ভুত শিহরণ বয়ে যায়। আপনাকে আমার দুচোখ ভার্সিটিতে খোঁজে। আপনি কই থাকেন বলেন তো। এখন থেকে প্রতিদিন ক্লাস করবেন। আপনি যদি singel হন তো চলে না একদিন চা খাই 🤭। ওই দিনই না হয় গানটা শুনিয়ে দেব 😌। আপনাকে প্রথম দেখায় love at first sight হয়ে গেছে। গার্লফ্রেন্ড থাকলেও প্রবলেম নেই, ব্রেকআপ করিয়ে দিব 😁😁😁😁।

04/11/2024



Name : Sabrina Rashid Mitul
Program : MBA
Intake : 59

প্রিয় সপ্নের রাজকুমারী ,

প্রতিটা মানুষের একটা সপ্নের জগত থাকে ,যেখানে একটা সপ্নের রাজকুমারী থাকে। যারেই আমরা ভেবে রাখি আমাদের ভবিষ্যত বউ এই টাইপের হবে। আমারো সেই ক্লাস ৬-৭ থেকে একটা সপ্নের জগত ছিলো যে জায়গায় আমার একটা সপ্নের মেয়ে ছিল , যাকে নিয়ে আমার সংসার ছিলো সপ্নের মাঝে। যাকে কোনো সময় দেখি নি শুধু কল্পনা করে এসেছি , তাকে খুজে এসেছি সারা জীবন। অবশেষে সেই সপ্নের মেয়েটার খোঁজ পেলাম ২০১৯ সালের বিইউবিটির পহেলা বৈশাখের মেলায়। প্রথম তাকে দেখেই আমি জাস্ট ভেবেছি এই মেয়েটাই আমার সেই সপ্নের রাজকুমারী , যাকে আমি এতো দিন মনে ধারণ করে এসেছি। এত সুন্দর চোখ , হাসি , ব্যক্তিত্ব, ইনোসেন্ট আর মায়াবী লুকস , এটাইতো আমার সেই সপ্নের মেয়ে। তো পিছু নিলাম ,আমি তার পিছে পিছে পুরোটা সময় ছিলাম বাট কথা বলার সাহস ছিল না। তাকে যত বার দেখছিলাম তত পাগল হচ্ছিলাম , এক সময় আমার বন্ধুদের বল্লাম দোস্ত পছন্দ হইসে একটা মেয়েকে।তারপর ওদের সবাইকে দেখালাম , সবাই বল্লো
আমার নাকি চয়েজ ভাল 😌, নাম্বার চা যেয়ে। আমি সাহস পেলাম না। পরে একটা সময় হারায় ফেল্লাম তাকে , অনেক খোজাখুজি করলাম পুরো বিইউবিটি তন্নতন্ন তন্নতন্ন করে বাট পেলাম না তাকে আর। ভেঙ্গে গেলো আমার মন। আমার বন্ধুরাও খুজলো তাকে বাট পেলো না ,পরে তারা বিরক্ত হয়ে যে যার বাসায় চলে যায়। আর আমি সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে ফিরি।
এর পর প্রতি দিন বিইউবিটিটে তাকে খুজে ফিরেছি বাট আর পেলাম না। এরপর কোভিড-১৯ শুরু হলো , ক্লাস অনলাইনে হয়ে গেলো , আমি ভাবলাম সব শেষ আর দেখা হবে না সেই সপ্নের রাজকুমারীর সাথে। বাট মনে মনে একটা আশা ছিলো হয়তো একদিন না একদিন তার সাথে আমার দেখা হবে।
এইভাবে আমার বিইউবিটি লাইফ শেষ হয়ে গেলো , বিইউবিটি লাইফ শেষ হওয়ার ২ বছর পর ভর্তি হলাম এমবিএ তে সে বিইউবিটি তেই। এমবিএ ১ম ক্লাসে ঢুকেই দেখি ১ম বেঞ্চে সেই সপ্নের মেয়েটা যাকে আমি সেই লাস্ট ২০১৯ সালে দেখেছি , খুঁজে এসেছি এত বছর ,সে বেঞ্চে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আমি জাস্ট দেখেই আমার বুক ধরফর শুরু করে দিলো। খুশিতে আমি আত্নহারা হয়ে গেলাম, পুরোটা ক্লাস আমি তার দিকে
চেয়ে রইলাম , স্যারের পড়া কিছুই মাথায় ঢুকলো না। আমি শুধুই তার দিকে তাকায় তার মায়ায় আটকে রইলাম, কথা বলার সাহস আমার নেই , তবুও কথা বলার তীব্র ইচ্ছা আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছিলো। প্রতিটা ক্লাস আমি তার দিকে চেয়ে রইতাম , দেখতাম তাকে বাট সে কোনো সময় তাকায় নাই আমার দিকে। একদিন অপেক্ষা করতে না পেরে অনেক সাহস নিয়ে, দুয়া কালাম পরে বসলাম তার পাশে যেয়ে। আমার বুক ধুপ ধুপ করছে , নিজেকে শান্তনা দিচ্ছি মনে মনে যেভাবেই হোক কথা বলতে হবে। অনেক সাহস নিয়ে এসাইনমেন্টের ব্যাপারে কথা বল্লাম। যখন কথা বলছিলাম আমি আমার মধ্যে ছিলাম না, মনে হচ্ছিলো আমি সপ্ন দেখছি। বিশ্বাস হচ্ছিলো না যে আমি আমার সপ্নের সেই রাজকুমারীর সাথে কথা বলতে পেরেছি।

বেশি কিছু বলবো না আর , শুধু বলতে চাই :

দেখা না দেখার চোখের বাইরের সেই তুমি, যাকে আবিস্কার করেছি কল্পনার ক্যানভাসে, তার কাছেই করি প্রাণের বন্দনা! কী এক অদ্ভুত প্রার্থনা আমার! তবু তুমি আমার প্রাণের ঈশ্বর! তোমার জন্যেই পাড়ি দিতে পারি সাত সমুদ্র, তেরো নদী, তেপান্তরের অথৈ পাথার!

তুমি এমনই আশ্চর্য এক কষ্টিপাথর, তোমার সান্নিধ্যে এলেই জেগে ওঠে না ঘুমানো শহর, পীড়িত রাত, দুঃখবতী মেঘ, ঘুমায় অনাহারী শিশু পরম মমতায় মায়ের কোলে! কেবল তোমার উপস্থিতিই ম্লান করে দিতে পারে সব হারানোর গ্লানি, হাসিমুখে গলায় পরে পরাজয়ের মালা। আনন্দ তুমি বাঁচাও বঞ্চিতেরে, বেদনার মর্মমূল স্পর্শ করে। তোমাকে লিখতে গেলে আমায় প্রগলভতায় পেয়ে বসে।জমিয়ে রাখা সব কথা আজ বলব..
তোমাকে সব বলব বলেই তো,
এতোটা পথ নিঃশব্দে একাকী হেঁটে আসা,
তোমার কাছে পৌঁছব বলেই তো,
বিরুদ্ধ স্রোতে তরী নিয়ে ভাসা।
তোমাকে দেবো বলেই আগলে রেখেছি,
আগুনঝরা ছাব্বিশটি ফাগুন।
জীবনের অগণন পথ একাকী হেঁটে হেঁটে আজ সত্যিই জিরোবার ঠাই চাই। যদি জানতাম, পথের শেষে শ্রান্তি ঘুচাতে তুমি আছো, ক্লান্তির ঘাম শুকোবে নিমেষে। জাগবো আবার, দিনগুলিকে রাতের কাছে নিয়ে যেতে! তারপর, কেবল অপেক্ষা! আলো ঝলমলে উৎসবের মতো সুদীর্ঘ এক আনন্দঘন মুহূর্তের। সেই অপেক্ষার যন্ত্রণাও মধুময়! এক অজানা শিহরণে, অপার মুগ্ধতায় থাকি মোহাবিষ্ট হয়ে। অজানা সেই আনন্দধামে একদিন পৌঁছব বলে।
তুমিও থেকো প্রতীক্ষায়, পথের শেষে যদি পথ মিলে যায় কখনও! জীবনের ওপারে যদি মৃত্যু থাকে, সে তো সীমাহীনের সীমানা! তোমার জন্য আমার অভিযাত্রার পরিধি না হয় সেই সীমানাই ছুঁয়ে গেলো! ক্ষতি কী তাতে? বলো তাতে কার ক্ষতি!

ইতি ,
ফুটা কপালওয়ালা একটি অভাগা ছেলে।

31/10/2024

বিবিএ এর রূপের আগুনে যেভাবে পুড়তেছিলাম, তাতে মনে হচ্ছিল ছাই হয়ে যাব। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি, সরি প্রিয় আমার পরিবার তোমাকে মেনে নিবে না 🙂

30/10/2024

আমি এতো কিছু বুঝিনা।

বিবিএ জিতলে তুমি আমার, সিএসই জিতলে আমি তোমার।🤗

Address

Road No:7, Bangladesh University Of Business & Technology
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession - BUBT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category