Crush & Confession - BUBT

Crush & Confession - BUBT জানি একদিন আমরা নিঃশেষ হয়ে যাব। তারপর?

অসম্পূর্ণ জীবনের সম্পূর্ণ চিরাচরিত একটি শব্দ "চিরবিদায়"।
জন্মের পর থেকেই তার সে অসম্পূর্ণ জীবন ধারন করা; বয়সের ধাপে ধাপে সে সেই শব্দ "চিরবিদায়" এর জন্য অপেক্ষা করতে থাকে।
মৃত্যুর পরও একজন মানুষ তার জীবনের ক্যানভাসে আঁকা গল্পরুপি ছবি গুলোর জন্য মানুষের মনের কোনায় জায়গা করে নেয়।

14/01/2025



নাম : Zahaan Ria
ডিপার্টমেন্ট : খুব সম্ভবত Law and Justice
(অনার্স শেষের দিকে)
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস (BUTEX ) থেকে একজন বলছি ,

কখনও এভাবে কাউকে খুঁজি নি / কাউকে কিছু বলার জন্য আসলে এভাবে খুঁজি নি। ফ্রেন্ডরিকুয়েস্ট দিবো দিবো করে যেদিন সকালে ফিক্স করলাম আজকে কেউ আটকাতে পারবে না সেদিন দেখি আইডিই নেই। একি যন্ত্রনা। (যাইহোক একদিন পরই ফিরে এসেছেন আপনি আমাদের মাঝখানে ,বন্ধুদের চা ট্রিট দিয়ে নিজেকে অভিনন্দন জানালাম )। সেই বন্ধুদের তীব্র ধাক্কাধাক্কি তে সাহস সঞ্চয় করার পর মেসেজ দিতে গিয়ে দেখলাম এখন আবার আপনার মেসেজ রিকুয়েষ্ট অফ। ভাগ্য!!! আসলে কেন এমন হয় জানি না ,ভালো থাকুন আপনি।দেখি ভালো লাগে। থাকুক ভালো লাগা। পোষ্টটা দিলাম আপনাকে জানানোর জন্য যে এমনও হয়!! চেনা হবে না, জানা হবে না ,কেউ কাউকে দেখবেও না এমন মানুষও কখনও কখনও জীবন নিয়ে প্রচুর ক্লান্ত কোনো মানুষের হেপিনেস হতে পারে।

03/01/2025

শ্বাস নেওয়ার জন্য কম্বলের ভেতর থেকে মাথা বের করে দেখি আম্মাজান আমার দিকেই তাকিয়ে আছে।
সেই থেকেই নাকে কম শুনতেছি 🙂🙂🙂

31/12/2024



Name:Saima Ahmed
Department:Economics
Intake:43,
Section:2
একটা জিনিস কি - পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? নাহ্ জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি।

আাশারাখি তুমি আমাকে খুজে পাবা.
কারণ আমাদের কথা হয়।
কিন্তু বলার সাহস হচ্ছে কারণ আমি বলার পর যদি আমাদের বন্ধুত নষ্ট হয়ে যায় বা তুমি যদি কথা না বলো আমার সাথে এজন্যই এভাবে বলা।
ইতি
তোমার পরিচিত একজন মানুষ

30/12/2024

সিনিয়র ভাইয়ার হেল্প ছাড়াই ফাইনাল শেষ হতে যাচ্ছে 😀😀

29/12/2024



Priyo_Crush
নাম: বাণী
ডিপার্টমেন্ট : CSE
সেশন: জানি না

প্রিয় এন্টিবায়োটিক ,

বেশ কিছু দিন আগে দেখেছিলাম তোমায় মন্দিরে, তুমি চলে যাওয়ার সময় তোমার চুলের স্পসে আমার জীবনের এক সুন্দর স্নিগ্ধতা চলে এসেছে । বাতাসে সেদিন প্রথম বারের মতো প্রেমের ঘ্রাণ অনুভব করেছিলাম তোমার চুলের মাধ্যমে। তারপর আমার কল্পনায় আমি একটু একটু করে একেছি তোমায়। মানুষের মন একবার কোন কিছুতে আটকে গেলে সেখান থেকে আর ফিরে আসা যায় না।
আমার ধেয শক্তি কম আমি এত কাছে পেয়েও তোমাকে কিছু বলতে পারছি না। দুই দিন ধরে তুমি আমায় সময়ও কম দিচ্ছো। আমি বহুবার চেষ্টা করেছি তবুও বার বার তোমাতেই আটকে গেছি। আমি কোন কবি নই, নইকো সাহিত্যিক তবুও তোমায় নিয়ে আমার এমন কবিতা লিখতে বসা প্রেমে পড়লে যে লেখার ভাষা হারিয়ে যায় তা বুঝলাম তোমাকে দেখে। কখনো কিছু বলার সাহস হয়নি কারন না পাওয়ার দীর্ঘশ্বাসকে দমিয়ে আমি প্রতিনিয়ত তোমাতেই মুগ্ধ হয়েছি, প্রতিনিয়ত তোমাকেই ভালোবেসেছি। তোমাকে পাওয়ার সৌভাগ্য যদি আমার না হয় তবে আমার সৌভাগ্য যেন তোমার হয়। একটা কথা মনে রেখো ভালো যে কাউকে লাগতে পারে কিন্তু ভালো সবাইকে ভালোবাসা যায় না। ভালোবাসতে হলে মনের গভীর থেকে অনুভব করতে হয় মন থেকে চাইতে হয়। জানিনা এই মুখোশ পরা দুনিয়ায় আমার ভালোবাসা পূর্ণতা পাবে কিনা

প্রিয় এন্টিবায়োটিক ,

কখনো Prem করি নাই এখন একজন ব্যাংকার হয়ে বুঝি পড়াশুনার পাশাপাশি একজন থাকা উচিত ছিল / কাউকে ভালো লাগে নাই আজ পযন্ত আমি তোমাকে দেখে কথা শুনে থমকে গিয়েছে. আমি সত্যি আর পারছি না

আমি যা লিখতে পারি না তার সমান তোমার ভালবাসার অপেক্ষায় রইলাম। জীবনের শ্রেষ্ঠ সময়টা আমারা লেখাপড়া করে কাটিয়ে দিই। কিন্তু আমার মনে হয় তা নিতান্তই বোকামি এ সুন্দর সময়টা তোমার প্রেমে কাটিয়ে দেই তুমিই আমার মোনালিসা, বনলতা, রাজকুমারী যাতে আমি মুগ্ধ লক্ষ কোটি শতবার।

ইতি
তোমার চ্যাট লিষ্টে থাকা ছেলেটা

28/12/2024

পেজ থেকে কনফেশন পোস্ট করে নিজের আইডি তে যেয়ে ওই কনফেশনে হাহা দেওয়ার যে ব্যাপারটা 😋😋😋

 Name: Hasib Department : Economics Intake :42আসসালামু আলাইকুম ভাইয়া৷ আমি আপনার  ফেসবুক ফ্রেন্ড। আপনাকে আমি ফেসবুকেই প্র...
27/12/2024



Name: Hasib
Department : Economics
Intake :42

আসসালামু আলাইকুম ভাইয়া৷ আমি আপনার ফেসবুক ফ্রেন্ড। আপনাকে আমি ফেসবুকেই প্রথম দেখেছি দেখেই ভালো লাগছে। তারপর আমি কিছু জানি না। আপনার মায়ায় পরে গেছি। জানি না আপনার gf আছে কি না। কিন্তু আপনাকে আমার বেশ ভালো লাগছে। campus এ দেখছিলাম কেপ পরে থাকেন আমার খুব মনে ধরেছে আপনাকে। আর আমি প্রথম বার কাউ কে confoo দিলাম। মনের কথা সরাসরি না বলে confession দিলাম।

ইতি
আপনার চেনা কিন্তু অজানা কেউ

 Name : জানি না Department : BBAIntake :জানি নাআসসালামু আলাইকুম নীল পাঞ্জাবিওয়ালা 🤭ভালো আছেন?  আপনাকে প্রথম দেখি BBA ঐক...
27/12/2024



Name : জানি না
Department : BBA
Intake :জানি না

আসসালামু আলাইকুম নীল পাঞ্জাবিওয়ালা 🤭
ভালো আছেন? আপনাকে প্রথম দেখি BBA ঐক্যধারাতে। আমি আর আমার ফ্রেন্ড গল্প করছিলাম, হুট করে দেখে আপনি কই থেকে যেন আসলে । বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন। ওই যে আপনাকে দেখলাম । আমি যতক্ষণ ছিলাম শুধু আপনাকেই দেখেছি। প্রথম দেখায় আপনি কে বেশ ভালো লেগে গেছে । তারপর থেকে আপনাকে শুধু খুঁজছি ☹️। শেষমেষ কোন উপায় না পেয়ে এই পদ্ধতি অবলম্বন করলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত 😅।

 নাম: জানিনাডিপার্টমেন্ট: জানিনাইন্টেক: জানিনাসেকশন: জানিনাকিচ্ছু জানি না আপনার সম্পর্কে।তবে শুধু এইটুকু জানি, আপনাকে দে...
26/12/2024



নাম: জানিনা
ডিপার্টমেন্ট: জানিনা
ইন্টেক: জানিনা
সেকশন: জানিনা

কিচ্ছু জানি না আপনার সম্পর্কে।
তবে শুধু এইটুকু জানি, আপনাকে দেখে চোখ ফিরাতে পারিনি আমি।
বিধাতার কি অপরূপ সৃষ্টি 🖤🥀
ভেবেছিলাম এই কনক্রিটের শহরে থেকে আমার ভিতরটা ও হয়তো শক্ত হয়ে গেছে, কারো মায়ায় এখন আর আটকে যাই না। এতদিনের আমার এই বিশ্বাসকে এক নিমিষেই ধংস করে দিলো আপনার ওই চোখের মায়া।
কি অপরূপ আপনার চাহনি। আর হাসি? সে যে এত স্নিগ্ধ হতে পারে , আগে জানা ছিলো না আমার। এমন তো হবার কথা ছিলো না, মায়া হীন মনে মায়ার ঢেউ খেলার কথা ছিলো না, পলক ফেলতে ভুলে যাওয়ার কথা ছিলো না। এমন কেন হলো বলতে পারছিনা। হয়তো কখনো আপনার সামনে এসে এই কথাগুলো বলা হবে না।হয়তো আপনি কখনো জানতেও পারবেন না কে আমি, এক নিমিষেই যে মায়ায় বেঁধেছেন আমায়, সেই মায়া নিয়েই না হয় থাকি।🖤🥀

ইতি
অপরিচিত আগন্তুক।

24/12/2024



Name: Md. Akash
Departement: Economics
Intake: 46
Section: janina

তোমাকে অনেক দিন ধরেই follow করছি কিন্তু কখনও বলতে পারিনি but আজকে তোমাকে দেখে ক্রাশ খেয়েছি। হয়তো তুমি আমার ছোটো হবা but ভালোবাসি তোমাকে।🫶🏻
তোমার attitude আমার খুব ভালো লেগেছে।🥹
অনেক কষ্ট করে তোমার এই ছবিটা collect করেছি তোমার instagram থেকে। আসে পাশে একটু তাকিয়েই দেখিও আমাকে খুঁজে পাবা।💞

23/12/2024



To : Sadnan Islam Shovon
Department : BBA
Intake : জানিনা
Section : জানিনা

প্রিয় ভালোবাসা,
তোমার সাথে প্রথম দেখা হয় ইবনেসিনার সামনে। হয়তো কারো জন্য ওয়েট করতেছিলে অর সামথিং লাইক দ্যাট। তুমি হয়তো তখন হাসতেছিলে। এন্ড আহ্ ইউর স্মাইল...হুইচ ইজ দ্যা মোস্ট বিউটিফুল থিং ইন দা ওয়ার্ল্ড...সেই থেকে তোমাকে ভালো লাগে। প্রথম দেখাতে ভালোবাসিনি আমি। তবে ধীরে ধীরে জাগলো এ অনুভূতি। হ্যাঁ, তোমাকে এখন অসম্ভব ভালোবাসি। জানিনা তোমাকে এত কেন ভালো লাগে। আর জানতেও চাই না। ধরে নাও অকারনেই ভালবাসি। জানিনা আমার এই ভালোবাসার বার্তা তোমার কাছে পৌঁছাবে কিনা?
"আমি যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকি তাহলে একদিন তুমি আমারই হবে।"
আর কিছু বলবোনা, যদি আমার খোঁজ নিতে চাও হালকা একটু খুইজো পেয়ে যাবা।
অলয়েজ বি হ্যাপি!

20/12/2024

আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, এই পেজ এর কি কি চেঞ্জ করবেন? বা কিভাবে পরিচালনা করতে চান?

20/12/2024



Name :জানিনা।
Department :Most probably B.B.A
Intake:সেটাও জানিনা
section :আল্লাহ মালুম

Hello Dear, আশাকরছি আপনি অনেক ভালো আছেন। অনেকেই ক্রাশ &কনফেশন মজা করে দেয়, কিন্তু আমারটা খুবই ভয়াবহ রকমের সিরিয়াস।আমি আপনাকে দেখেছিলাম ১১ ডিসেম্বর সন্ধ্যা বেলায় ৭ নাম্বার রোডে নীল রঙের শাড়িতে বা নীল রঙের অন্য পোশাকে। মা শা আল্লাহ এত কিউট লাগছিল আপনাকে 🥺ওইদিনই ক্রাশ খেয়েছিলাম কিন্তু ভেবেছিলাম ওইটা আর ৫ টা স্বাভাবিক ক্রাশই ছিল।কিন্তু ১৩ ডিসেম্বর Arbovirus যখন মন্ত্রমুগ্ধকর গান পরিবেশনা করছিল তখন আপনি আমার পাশেই ছিলেন,বেশ কয়েকবার eye contact ও হয়েছিল বোধহয়।কিন্তু তখন আমার মনে হয়েছিল আপনি হয়তো অন্য কিছু দেখছেন,কারণ দীর্ঘদিন সিংগেল পড়ে থাকতে থাকতে নিজের চেহারার প্রতি কনফিডেন্সও চলে গেছে অনেক আগেই।তারপরো কেন জানি আপনাকে ভালো লাগার মাত্রা আরও বাড়লো।ভাবছিলাম কথা বলি কিন্তু সিনিয়র হয়ে গেছি আবার self respect এর জন্য হয়তো শেষ পর্যন্ত বলা হয়নি।কিন্তু আপনাকে দেখার পর আর কাউকেই ভালো লাগছেনা।মনে ধরছেনা।এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আপনার প্রতি।আমি আপনার ডিপার্টমেন্ট জানিনা,আপনার নামও জানিনা। সোজাবাংলায় কিছুই জানিনা আপনার ব্যাপারে। আপনি অধরা বইয়ের অপূর্ণ সিলেবাস হয়ে আছেন আমার কাছে।আমি চাই আপনাকে পড়তে -জানতে। তাই লাজ লজ্জা-আত্নসম্মানের মাথা খেয়ে আপনাকে নিয়ে জীবনের প্রথম ক্রাশ & কনফেশন দিতে চাচ্ছি বা দিলাম।এটাই প্রথম -এটাই শেষ যেন হয়। আপনাকে অসম্মান করা আমার উদ্দেশ্য না।আপনি সিংগেল থাকলে পেজে নক দিয়ে আমার আইডিটা নিতে পারেন। আইডি নিয়ে পোস্ট ডিলিট করতে পারেন।অথবা আপনাকে পেলে আমি নিজেই ডিলিট করে দিতে বলবো পেজ এডমিনদের🙂কিন্তু আপনি আগালে একটু বেশি ভালো হয়।মেয়েরাও আগাক একটু এইসব বিষয়ে।আর যদি মিংগেল থাকেন তাহলে আর এমুখো হবার দরকার নেই।আমি নিজেকে সামলে নেবো। আমি আপনাকে অধরা হিসেবে ধরে নেবো।ভালো থাকবেন, আর হাসিখুশি থাকবেন সবসময়।আপনার হাসিটাও অনেক সুন্দর।

সবশেষ, আমি কারোর জন্য কখনো গুছিয়ে এত কথা লিখিনি। আশাকরছি আপনি বুঝবেন।

17/12/2024



Name: জানি না 😒
Department :জানি না 😒
Intake : জানি না 😒

আজকের ভার্সিটির কনসার্টে এক মুহূর্তের জন্য পুরো জগৎ থমকে গিয়েছিল। এক নজরে দেখা, এক জীবনের স্মৃতি। প্রথম দেখাতেই তোমার প্রতি যে অনুভূতিটা জন্মেছিল, তা ব্যাখ্যা করা সত্যিই কঠিন। তোমার মিষ্টি হাসি, গভীর চাহনি, আর তোমার উপস্থিতি যেন পুরো সময়টাকে থমকে দিয়েছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল, এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তোমার প্রতি এই আকর্ষণ, এই মুগ্ধতা যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অদ্ভুত শক্তি।

14/12/2024



নাম: জানিনা
ডিপার্টমেন্ট: জানিনা
ইনটেক: ৬৩
সেকশন : জানিনা

প্রিয়,
তোমাকে প্রথম দেখেছিলাম আজ থেকে ২২ দিন আগে লাইব্রেরীতে। সেদিন তোমাকে নিয়ে পোস্ট করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। সেদিনের পর থেকে তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। অবশেষে আমার দীর্ঘ ২২ দিন পর অপেক্ষার অবসান ঘটলো। তোমাকে দ্বিতীয়বার দেখলাম গতকাল তোমারই নিজস্ব ডিপার্টমেন্ট BBA এর প্রোগ্রামে । শাড়ি এবং সাথে লাল চাদর ছিলো তোমার পরনে ।
অনেক চেষ্টা করেছিলাম তোমার সাথে কথা বলার কিন্তু সম্ভব হয়নি । তুমি নিজেই বুঝতে পারছো যে আমি তোমাকে লক্ষ্য করছিলাম। তোমার নাম না জানায় তোমাকে খুঁজে বের করা কষ্টকর হয়ে গেছে। জানিনা তোমাকে খুঁজে পাবো কি না। হয়তো তোমার সাথে দেখা হবে । কিন্তু জানিনা গতকালের মতো সেদিনও কিছু বলতে পারবো কি না।
প্রথমবারের দেখায় তোমাকে ভালো লাগার পর কাল আবারো দেখায় নিজের মধ্যে এক অন্যরকম অনুভুতি হচ্ছিল। চাইলেই ছবি তুলতে পারতাম কিন্তু অনুমতি ছাড়া ছবি উঠানোর পক্ষে আমি নই।
যাই হোক যদি কখনো দেখা হয় তাহলে সেদিন হয়তো কথা বলতে পারবো ...
ভালো থেকো প্রিয়.....

13/12/2024



Name: Mayabi ( for me don’t know your real name)
Intake: Dont know
Department: Dont know

The only thing i know about you what you are so pretty and obviously super cute. And this is the first time happens in my life that i have fallen in love with someone by looking at her eyes. I think this is love at first sight for me. If you’re taken then I won’t bother you anymore if you’re not then we can have a cup of tea or coffee someday . ( BTW iam not good looking person at all if you need good looking guy then you can skip me for sure 🌚)
From: আরে কন্সার্টেই ছিলাম ,😁

09/12/2024



Name: জানি না
Department : English
Intake:60
1'st semester
Section 1 maybe

দিনটি ছিল ২৪ নভেম্বর, সেদিন ছিল ভার্সিটির একটি প্রোগ্রাম। দূর থেকে দেখলাম হোয়াইট ব্লাউজ এবং নীল শাড়ি পড়া এক পরীকে। একটা মেয়ের সাথে বসে পিক তুলছিল আর গল্প করছিল। আর আমি সেটা বিল্ডিং-২ এর করিডোরে দাঁড়িয়ে দেখছিলাম। আমি তাকে পাগলের মত খুজে বেড়াচ্ছি। তার কোন বান্ধবি এই কনফেশন টা দেখে থাকলে তার আইডি টা মেনশন করবেন। আমি সেটার জন্য ট্রিট দিবো।

09/12/2024

বুঝতেই পারিনি এইভাবে ফাইনালে ব্যামবো খাবো🐸🐸

Address

Road No:7, Bangladesh University Of Business & Technology
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession - BUBT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category