14/01/2025
নাম : Zahaan Ria
ডিপার্টমেন্ট : খুব সম্ভবত Law and Justice
(অনার্স শেষের দিকে)
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস (BUTEX ) থেকে একজন বলছি ,
কখনও এভাবে কাউকে খুঁজি নি / কাউকে কিছু বলার জন্য আসলে এভাবে খুঁজি নি। ফ্রেন্ডরিকুয়েস্ট দিবো দিবো করে যেদিন সকালে ফিক্স করলাম আজকে কেউ আটকাতে পারবে না সেদিন দেখি আইডিই নেই। একি যন্ত্রনা। (যাইহোক একদিন পরই ফিরে এসেছেন আপনি আমাদের মাঝখানে ,বন্ধুদের চা ট্রিট দিয়ে নিজেকে অভিনন্দন জানালাম )। সেই বন্ধুদের তীব্র ধাক্কাধাক্কি তে সাহস সঞ্চয় করার পর মেসেজ দিতে গিয়ে দেখলাম এখন আবার আপনার মেসেজ রিকুয়েষ্ট অফ। ভাগ্য!!! আসলে কেন এমন হয় জানি না ,ভালো থাকুন আপনি।দেখি ভালো লাগে। থাকুক ভালো লাগা। পোষ্টটা দিলাম আপনাকে জানানোর জন্য যে এমনও হয়!! চেনা হবে না, জানা হবে না ,কেউ কাউকে দেখবেও না এমন মানুষও কখনও কখনও জীবন নিয়ে প্রচুর ক্লান্ত কোনো মানুষের হেপিনেস হতে পারে।