Attmar Alo Official

Attmar Alo Official সদর দপ্তর : কুতুববাগ দরবার শরিফ, ৩৪ ইন্?

13/05/2020

আমল তোমার হবে সম্বল শেষ বিচারের দিনে
পাবে না কেউ মুক্তি সেদিন আমল বিনে।
স্মরণ করো নির্মল মনে
আল্লাহ-নবীর (স) নাম যতনে।

17/04/2020

আমরা মহান আল্লাহকে স্মরণ করি এবং বিপদে যেন ধৈর্যহারা না হই। ইনশাআল্লাহ্ অচিরেই এ মহামারি থেকে আল্লাহ আমাদের মুক্তি দিবেন।

31/01/2020

কুতুববাগ দরবার শরীফের দু'দিনের ওরছ ও বিশ্বজিকের ইজতেমা শেষ হল আখেরি মোনাজাতের মধ্যদিয়ে
লাখো মানুষের পদভারে কুতুববাগ দরবার শরীফের ঐতিহাসিক ওরছ
অনুষ্ঠান ছিল মুখরিত 2020। শুক্রবার জুমার নামাজের পর আখেরি মোনাজাতের বাংলাদেশ ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের পাঞ্জাব প্রদেশের হযরত মোজাদ্দেদ আলফেসানী (রহ) দরবার শরীফের প্রধান খলিফা ও পীর আওলাদে রাসুল হযরত সৈয়দ সাদিক রেজা।
জুমার আগে মূল্যবান নসিহত পেশ করেন কুতুববাগ দরবারের পীরকেবলা হযরত শাহসুফি কুতুববাগী। তিনি বলেন আত্মশুদ্ধি ও ধ্যান সাধনার মধ্যদিয়ে পরিপূর্ণ মানুষ হতে হয়, অশান্তির এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুফিবাদের পথে আমাদের চলতে হবে কেননা সুফি সাধকরা মানুষকে ভালবাসার শিক্ষা দেন, বিনয়, নম্রতা, ভদ্রতা শিক্ষা দেন। মানবসেবার শিক্ষাই সুফিবাদের শিক্ষা খাজাবাবা কুতুববাগী আরো বলেন, ইসলাম শুধু শরীয়তে নয়, শরীয়ত- তরিকত- হাকিকত ও মারেফত এই চারটি বিষয়ের সমন্বয় পরিপূর্ণ ইসলাম। আখেরি নবীর সত্য তরিকার মধ্যদিয়ে মুক্তি। আখেরি ম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর প্রতি যার যতটুকু ভালোবাসা তার ঈমানও ততটুকু। আউলিয়াদের আত্মার মহামিলনের এই পবিত্র ওরস শরীফ একটি প্রসিদ্ধ ঐতিহাসিক অনুষ্ঠান। তিনি আরো বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, মা বাবার খেদমত করা তরিকতের সাধনার পূর্ব শর্ত। নামাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা ও বাবা মার খেদমত এর মধ্যদিয়ে আল্লাহর রহমত পাওয়া যায়। শরীয়তের ছোটবড় হুকুম পালন করেই তরিকতের আমলকে সহজ করতে হয়।
কুতুববাগ দরবারের বিশাল প্রঙ্গনে লাখো মানুষের পদভারে মুখরিত এই ওরছ শুরু হয় গত 30 শে জানুয়ারি। কোরআন হাদিস ইজমা ও কায়াসের আলোকে অমূল্য বয়ান পেশ করেন দেশবিদেশের প্রখ্যাত আলেম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ।

04/10/2019

প্রকৃত মোমিন কখনো গীবত করে না, ধৈর্য ধারণ করে।

-খাজাবাবা কুতুববাগী

01/10/2019

খাজাবাবা কুতুববাগীর শিক্ষা:

আদব, বুদ্ধি, মহব্বত, সৎসাহস, বিশ্বাস ও ভক্তি।
এ ছয়টি বিষয় সূফী সাধকদের জন্য গুরুত্বপূর্ণ।

30/09/2019

রূপ কাঠের নৌকাখানি নাই ডোবার ভয়
পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়...!

https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.padakkhepnews.com%2Fdetails.php%3Fid%3D50434%26fbclid%3DIwAR12Hk_QTmR4yu...
22/09/2019

https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.padakkhepnews.com%2Fdetails.php%3Fid%3D50434%26fbclid%3DIwAR12Hk_QTmR4yuaNbz8kD7H3Q-9saTp8Esxw6gSh3DdfRMYVginSDAGsa8A&h=AT18StSmiPyaZSR4SD92SlhyrGSIInPNx9mlLb2ByRxTDq9UvietnDuBDeQLYWBXB1YyfVz3FwIxS6y9NXbQTzHrh9e-39MTRonYiTIz7ZkNeuo8VBjeu16zfIhQy_Z1

রাজধানীর ফার্মগেট কুতুববাগ দরবার শরীফের পীরকেবলাজনের পীর ও মুর্শিদ বিশ্ববরেণ্য মোফাসসিরে কোরআন শাহসূফী হযরত ম....

তোমরা মহান আল্লাহর নামে বেশি বেশি জিকির করো, রাসুল (সঃ) এর নামে দরূদ পাঠ করো এবং অলিআল্লাহদের কাছে মহাগ্রন্থ পবিত্র কোরআ...
21/06/2019

তোমরা মহান আল্লাহর নামে বেশি বেশি জিকির করো, রাসুল (সঃ) এর নামে দরূদ পাঠ করো এবং অলিআল্লাহদের কাছে মহাগ্রন্থ পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা ও দিক-নির্দেশনা গ্রহণ করো তবেই তুমি
কামেল-এ ইনসান হতে পারবে। তখন ইহকাল ও পরকাল নিয়ে কোনো সংশয় বা চিন্তাগ্রস্থ হবে না।

10/03/2019

মানুষ ছাড়া মানুষের কোনো মূল্য নেই। মানুষই একমাত্র সত্য যার বিবেক আছে

http://times71bd.com/archives/9756
18/01/2018

http://times71bd.com/archives/9756

শিরক ও বেদাত প্রসঙ্গে আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী টাইমস৭১বিডি অনলাইন ডেস্ক...

https://www.jagonews24.com/national/news/403256
18/01/2018

https://www.jagonews24.com/national/news/403256

রাজধানীর কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অনুষ্ঠিত হবে। এর আগে কুতুববাগ দরবার শরীফের �...

একজন কামেল পীর-মুর্শিদই পারেন মানুষের স্থান ও অবস্থান পরিবর্তন করে শুদ্ধতার শিখরে পৌছে দিতে।
08/01/2018

একজন কামেল পীর-মুর্শিদই পারেন মানুষের স্থান ও অবস্থান পরিবর্তন করে শুদ্ধতার শিখরে পৌছে দিতে।

প্রিয় আশেকান, জাকেরান ও ধর্শপ্রাণ ভাই-বোনেরা আসসালামু আলাইকুম।কুতুববাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ওরছ ও বিশ্বজাকের ...
29/10/2017

প্রিয় আশেকান, জাকেরান ও ধর্শপ্রাণ ভাই-বোনেরা
আসসালামু আলাইকুম।
কুতুববাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ওরছ ও বিশ্বজাকের ইজতেমা ২০১৮ অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি ২০১৮, রোজ বৃহস্পতি ও শুক্রবার । দলে দলে শামিল হওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিন । মুর্শিদ কেবলাজান ইতিমধ্যে ৬১ জন বিশিষ্ট ওরছ শরীফ পরিচালনা কমিটি ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ।

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Attmar Alo Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Attmar Alo Official:

Share