31/03/2018
Tense (কাল)
ক্রিয়া সম্পুর্ন হওয়ার সময় কে Tense (কাল) বলে।
Tense সাধারন্ত তিন প্রকার যথা :
মতলব
1. Present Tense
2. Past Tense
3. Future Tense
বাংলা ক্রিয়ার শেষে যদি ‘মতলব’ শব্দের প্রথম তিন অক্ষর ‘ম,ত,ল’ থাকে তাহলে সেটা হবে Past Tense যথা – খেতাম, যাইতাম, করলাম, দেখলাম।
বাংলা ক্রিয়ার শেষে যদি ‘মতলব’ শব্দের শেষ অক্ষর ‘ব’ থাকে তাহলে সেটা হবে Future Tense যথা – যাব, যাবে, খাবে, দেখবে।
বাংলা ক্রিয়ার শেষে যদি ‘মতলব’ এর কন অক্ষর না থাকে তাহলে সেটা হবে Present Tense যথা – খাই,পড়ি,দেখি,খেলি।এ ছাড়া চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনা, উক্তি বা অভ্যাস বুঝালে সেটা হবে Present Tense যথা মানুষ মরনশিল। সে প্রতিদিন চা খায়।
প্রত্যেকটা Tense চার ভাগে ভাগ করা যায়।
1. Indefinite Tense
2. Continuous Tense
3. Perfect Tense
4. Perfect Continuous Tense
বাংলা ক্রিয়ার মাঝে যদি ‘তে’ থাকে তাহলে সেটা হবে Continuous Tense যথা – খাইতেছিলাম, খেলতেছিলাম, পড়তেছিলাম।
বাংলা ক্রিয়ার মাঝে যদি ‘য়া’ থাকে তাহলে সেটা হবে Perfect Tense যথা – খাইতেছিলাম, খেলতেছিলাম, পড়তেছিলাম, খাইতেথাকব
বাংলা ক্রিয়ার মাঝে যদি সময় এর উল্লেখ থাকে তাহলে সেটা হবে Perfect Tense যথা – খাইতেছিলাম, খেলতেছিলাম, পড়তেছিলাম।
গঠ্নপ্রনালি :
Indefinite
Sub+ Verb1/Present/Verb2/Past/(Shall,Will+Verb1)/Future+Object.
Present--He write a letter-Past-He wrote a letter-Future-He will write a letter.
Continuous
Sub+ (Am,Is,are)/Present /(was,were)/Past/ (shall be,will be)/Future+মুল verb+ing+Object.
Present--He is writing a letter-Past-He was writing a letter- Future-He will be writing a letter.
Perfect
Sub+ (have,has)/Present /had/Past/ (shall have,will have)/Future+মুল verb P.P+Object.
Present--He has writen a letter-Past-He had writen a letter-Future-He will have writen a letter.
Perfect Continuous
Sub+ (have,has)/Present /had/Past/ (shall have,will have+been)/Future+মুল verb +ing+Object.
Present Perfect Tense এর গঠন
Subject+have been /has been+ মুল verb +ing +for/since+সময়
Mohona has been reading in this school for 1 Years.
Present--He has been writing a letter-Past-He had been writing a letter-Future-He will have been wrinig a letter.
Past Perfect Tense এর গঠন আবার দুই ভাবে বিভক্ত।
(i)Subject+had+মুল verb p.p+ object
(ii)Subject+ verb2+object
যেমন-
1. We had reached the station before the train left.
2. We reached station after the train had left.
Completed by
Shahbuddin Ahmed
B.A & M.A in English
Vice Principal
Matrichhaya School and College