কার্বনকপি

কার্বনকপি The different types of entertainment media. purpose of entertainment this কার্বনকপ?

অর্থনৈতিক ও খাদ্যের প্রস্তুতি :১। নিজের খাদ্য নিজেই উৎপাদন করুন। যেমন : ধান, গম, আলু, শাক-সবজি ইত্যাদি। কৃষিকাজের মাধ্যম...
14/12/2024

অর্থনৈতিক ও খাদ্যের প্রস্তুতি :
১। নিজের খাদ্য নিজেই উৎপাদন করুন। যেমন : ধান, গম, আলু, শাক-সবজি ইত্যাদি। কৃষিকাজের মাধ্যমে চাষাবাদ করুন।
২। বাড়ির আঙিনায় পুকুর কেটে সেখানে মাছ চাষ করুন।
৩। সবচেয়ে গুরুত্বপূর্ণ গবাদিপশু পালন করুন। যেমন : গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। হাদিসে আলাদাভাবে এর নির্দেশনা রয়েছে।
৪। চাপকল বা টিউবওয়েল মাটির অনেক গভিরে স্থাপন করুন। সাধারনত যতটুকু নীচ থেকে পানি উঠে তার চাইতে ৫০-১০০ ফুট নীচে। এছাড়াও নদী, পুকুর, ঝর্নার পানি বিশুদ্ধ করে ব্যবহার করার পদ্ধতি জেনে নিন। চাপকলের যাবতীয় প্রয়োজনীয় এক্সেসরিজ সংগ্রহ করে রাখুন।
৫। পর্যাপ্ত শুকনো খাবার সংগ্রহে রাখুন। যেমন চিড়া, মুড়ি, সীম বা কুমড়ার বিচি, বাদাম, ছোলা, কিসমিস ইত্যাদি ।
৬। আপনার ব্যাংক একাউন্ট, ডিপোজিট বা এ জাতীয় খাতে যত টাকা আছে তা এক মুহূর্তও নিরাপদ নয়। দ্রুত তুলে ফেলুন। তা দিয়ে স্বর্ন ক্রয় করুন বা গবাদী পশুতে ক্রয় করুন। মনে রাখবেন, বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হলে ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারবেন না।
৭। বাসস্থানের আশেপাশে পর্যাপ্ত ফলগাছ রোপন করুন।
৮। বাচ্চাদেরকে এখন থেকেই চিপস, চকোলেট, আইসক্রীম জাতীয় খাবার থেকে বিরত রাখার অভ্যাস করুন।
৯। শুকনো লাকড়ির ব্যবস্থা করে রাখুন।

06/12/2024

বাংলাদেশে কোন সংখ্যালঘু নাই, আমরা সবাই বাংলাদেশী।
লাউড এন্ড ক্লিয়ার

এই লোকটা দালাল সাংবাদিক নাইমুল ইসলাম খ্যাঁন কে ফেল করবে দালালীতে।
22/11/2024

এই লোকটা দালাল সাংবাদিক নাইমুল ইসলাম খ্যাঁন কে ফেল করবে দালালীতে।

ভুলে যাওয়া রোগে ভোগা বড্ড স্মৃতিশক্তিহীন জাতি আমরা! দুটি জ্বালাময়ী বক্তব্য আর কয়েকটি ফেসবুক স্ট্যাটাস এখন জনপ্রিয়তা এবং নৈতিকতার মানদণ্ড হয়ে দাড়িয়েছে!

আমার মতে এদের হাতে ট্র্যাফিক এর দায়িত্ব দেয়া উচিৎ এতে তাদের কর্মসংস্থান হবে সাথে কাজটাও ভাল ভাবে হবে। সবাইর মতামত জানতে ...
12/11/2024

আমার মতে এদের হাতে ট্র্যাফিক এর দায়িত্ব দেয়া উচিৎ এতে তাদের কর্মসংস্থান হবে সাথে কাজটাও ভাল ভাবে হবে। সবাইর মতামত জানতে চাই?

আমার নানু ঠিক এমন করতো😥😥নানুর থেকে কত বয়স্ক মানুষ দেখি আল্লাহ এত তাড়াতাড়ি আমার নানা নানুকে নিয়ে গেলো😭আল্লাহ আমার নানা না...
19/10/2024

আমার নানু ঠিক এমন করতো😥😥নানুর থেকে কত বয়স্ক মানুষ দেখি আল্লাহ এত তাড়াতাড়ি আমার নানা নানুকে নিয়ে গেলো😭আল্লাহ আমার নানা নানু সহ পৃথিবীর সকল নানা নানুকে জান্নাত নসিব করুন🤲

এক কাউয়া গেছে আরেক কাউয়ার আমদানি 🤓
18/09/2024

এক কাউয়া গেছে আরেক কাউয়ার আমদানি 🤓

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ স...
01/09/2024

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো সকল যাত্রীদের জন্য প্রযোজ্য। আপনি জানলে হয়তো কোনো না কোনো সময় আপনার অথবা আপনার আত্মীয় স্বজনদের কাজে লাগতে পারে।

১. বিভিন্ন পয়েন্টে টেলিফোন রাখা আছে। আপনি চাইলে যেকোনো নম্বরে কথা বলতে পারবেন। এজন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না।

২. সার্বক্ষণিক ফ্রি ওয়াই ফাই সুবিধা।

৩. যাত্রীদের সার্ভিস দেয়ার জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা। আপনার কোনো কিছু জানার থাকলে হেল্প ডেস্কের যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে সঠিক পরামর্শ দিবে।

৪. লাগেজ ভাঙলে কমপ্লেইনের ব্যবস্থা আছে। দ্রুত সময়ের মধ্যে আপনার সমস্যা সমাধান করা হবে।

৫. লাগেজ চুরির ঘটনা এখন নাই বললেই চলে। তবে কোনো লাগেজ হারিয়ে গেলে/খুঁজে না পেলে Lost and Found নামক একটা অফিস আছে ওখানে কমপ্লেইন করলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হয়ে থেকে।

৬. দেশের সব সিম অপারেটরদের কাস্টমার সার্ভিস সুবিধা (২৪ ঘণ্টা)। আপনি চাইলে সিম কিনতে/রিপ্লেস করতে পারবেন।

৭. কারেন্সি চেঞ্জ করার জন্য দেশের প্রায় সব ব্যাংকের বুথ ২৪ ঘণ্টা খোলা থাকে। অতিরিক্ত টাকা ছাড়াই বর্তমান বাজার মূল্যে কারেন্সি চেঞ্জ করতে পারবেন।

এরপরও আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আপনার আশে পাশে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করলে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।

ভারত ফারাক্কা বাঁধ তৈরি করেছিলো ১৫৭ কোটি রুপি দিয়ে।আমাদের ১ কোটি ২৫ লাখ প্রবাসীরা প্রত্যেকে ১ হাজার টাকা করে অনুদান দিলে...
22/08/2024

ভারত ফারাক্কা বাঁধ তৈরি করেছিলো ১৫৭ কোটি রুপি দিয়ে।
আমাদের ১ কোটি ২৫ লাখ প্রবাসীরা প্রত্যেকে ১ হাজার টাকা করে অনুদান দিলেই, ১২৫০ কোটি টাকায় এর চাইতে অনেক উন্নতমানের বাঁধ নির্মাণ সম্ভব।

দালাল বিকাশ বাবাদের টাকা না দিয়ে সেনা, নৌ বাহিনীর কাছে দিন। এতে জনগণ পুরো টাকাই পাবে। বাংলাদেশ নৌবাহিনী সকাল থেকে খাবার ...
22/08/2024

দালাল বিকাশ বাবাদের টাকা না দিয়ে সেনা, নৌ বাহিনীর কাছে দিন। এতে জনগণ পুরো টাকাই পাবে। বাংলাদেশ নৌবাহিনী সকাল থেকে খাবার বিতরন করছে কুমিল্লা ও ফেনীর বন্যাদুর্গতদের মাঝে।❤

সেনাবাহিনী ক্যাম্পের সঙ্গে যোগাযোগের নম্বর
চট্টগ্রাম বিভাগ:

নোয়াখালী: ০১৭৬৯-৩৩১৫১৯, ০১৭৬৯-৩৩১৫২০
চাঁদপুর: ০১৮১৫-৪৪০৫৪৩, ০১৫৬৮-৭৩৪৯৭৬
ফেনী: ০১৭৬৯-৩৩৫৪৬১, ০১৭৬৯-৩৩৫৪৩৪
লক্ষ্মীপুর: ০১৭২১-৮২১০৯৬, ০১৭০৮৭৬২১১০
কুমিল্লা: ০১৩৩৪-৬১৬১৫৯, ০১৩৩৪-৬১৬১৬০
ব্রাহ্মণবাড়ীয়া: ০১৭৬৯-৩২২৪৯১, ০১৭৬৯-৩৩২৬০৯

একজন চা-ওয়ালার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না
21/08/2024

একজন চা-ওয়ালার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না

বন্যা এসে পড়েছে প্রিয় তোমরা কি এখনো গর্তে লুকায় থাকবে 😂
21/08/2024

বন্যা এসে পড়েছে প্রিয় তোমরা কি এখনো গর্তে লুকায় থাকবে 😂

21/08/2024

তারেক রহমানকে নিয়ে ১৩ বছর কুৎসিত প্রচারণা চালিয়েছে সময় টিভি। এখন সময় টিভির আইনজীবী বিএনপির মাহবুব উদ্দীন খোকন। সবেই টাকার খেলা!

ড: মো: ইউনুস আলাদিনের চেরাগ নিয়ে বসছে।কার কি দাবি আছে তাই নিয়ে রাস্তায় নেমে পরেন।তিনি আপনাদের ৩টা ইচ্ছা পূরণ করবে। এরকম ...
19/08/2024

ড: মো: ইউনুস আলাদিনের চেরাগ নিয়ে বসছে।
কার কি দাবি আছে তাই নিয়ে রাস্তায় নেমে পরেন।
তিনি আপনাদের ৩টা ইচ্ছা পূরণ করবে। এরকম ভাবা টা ঠিক না।
দাবি নিয়ে যেভাবে রাস্তায় নামছেন আর পোস্ট করছেন
মনে হয় তিনি বিরাট ধন ভান্ডার নিয়ে বসে আছে।
হয়তো সবার দাবি যৌক্তিক কিন্তু আপনাদের সময় দিতে হবে। ধৈর্য ধরতে হবে, আল্লাহপাকের কাছে দোয়াও করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ দান করুন।

বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ  করা উচিত কারণ এখন পর্যন্ত আহতদের জন্য সে কিছুই করতে পারে নাই
16/08/2024

বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত কারণ এখন পর্যন্ত আহতদের জন্য সে কিছুই করতে পারে নাই

আমি ভাবি সেই শহীদদের কথা যারা আবু সাইদ কিংবা মুগ্ধদের মতো মিডিয়া হাইপ পায় নাই। যাদের কেউ চিনেনা নামও জানেনা।তাদের পরিবার...
15/08/2024

আমি ভাবি সেই শহীদদের কথা যারা আবু সাইদ কিংবা মুগ্ধদের মতো মিডিয়া হাইপ পায় নাই। যাদের কেউ চিনেনা নামও জানেনা।তাদের পরিবারও জানেনা তারা কই? আথচ নিরবে নিভৃতে দেশের জন্য জীবন দিয়ে শুয়ে আছে কোন এক গণকবরে।

দাড়ি কেটে চুল কালার করেও পালাতে পারলোনা, ধরাটা মনে হয় আনিসুলের জন্য খাইছে!🤣দড়ি দিয়ে হাত বাধা দেখে প্রথমে ভাবছিলাম ছিচকে...
13/08/2024

দাড়ি কেটে চুল কালার করেও পালাতে পারলোনা, ধরাটা মনে হয় আনিসুলের জন্য খাইছে!🤣

দড়ি দিয়ে হাত বাধা দেখে প্রথমে ভাবছিলাম ছিচকে চোর পরে দেখি দেশ চোর 😅

বেনজীর একাই গোপালগন্জে ৬২১ বিঘা হিন্দু সম্পত্তি দখল করেছেন। নতুন কমিশন গঠন করে বেহাত হওয়া সকল হিন্দু সম্পত্তি ফিরিয়ে দিত...
13/08/2024

বেনজীর একাই গোপালগন্জে ৬২১ বিঘা হিন্দু সম্পত্তি দখল করেছেন। নতুন কমিশন গঠন করে বেহাত হওয়া সকল হিন্দু সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। ৮৭ শতাংশ হিন্দু সম্পত্তি দখলে আওয়ামীলিগ। আওয়াজ উঠা!

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when কার্বনকপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share