Rider Bhai

Rider Bhai Riding to Explore and Capturing to Share.

27/12/2024

শীতের ছুটির রাতে হাতিরঝিল থেকে গুলশান ২-এর দিকে একটি Peaceful রাইড। এক কাপ ভালো চায়ের সন্ধানে আলোকিত শহরের সৌন্দর্য আর উত্সবমুখর পরিবেশের মাঝে আমি আর আমার বন্ধুর ছোট এই রাইডের আনন্দ আপনার ভালো লাগবে। এই ASMR ভিডিওটিতে শীতের আমেজ, ঢাকার দামী এলাকার ভিউ আর অসেচতন মানুষের কার্যক্রম আপনার বিনোদন এর কারন হতে পারে।

রাইডের বিবরণ:
🚴 রুট: হাতিরঝিল থেকে গুলশান ২, জিপিআর।
☕ উদ্দেশ্য: শীতের রাতে এক কাপ ভালো চা।
✨ বিশেষ দিক: আকাশচুম্বী ভবন, উৎসবের আলো, এবং ট্রাফিক আইন নিয়ে মন খুলে আলোচনা।

ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের পেজে ফলো করতে ভুলবেন না!✌️

জীবন হলো জলের নৌকা! কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে। কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভ...
27/12/2024

জীবন হলো জলের নৌকা! কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে। কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে।
-

২০মিলিয়ন ঊর্ধ্ব কপি বিক্রি হওয়া এই বই পড়লে জানতে পারবেন কিভাবে এই কলিযুগে তথাকথিত সুখে না থেকেও, অকৃত্রিম শান্তিতে থাকা ...
26/12/2024

২০মিলিয়ন ঊর্ধ্ব কপি বিক্রি হওয়া এই বই পড়লে জানতে পারবেন কিভাবে এই কলিযুগে তথাকথিত সুখে না থেকেও, অকৃত্রিম শান্তিতে থাকা যায়।

সকল প্রচলিত সিস্টেম কিভাবে আমাদের দুঃখের দিকে ঠেলে দেয় আর মদ্ধ্যাঙ্গুলি দেখিয়ে কিভাবে সেই স্রোতের বিপরীতে আপনি যেতে পারেন আর শান্তি খুঁজে নিতে পারেন, তা জানতে চাইলে জগত বিখ্যাত এই বইটি আপনার জন্য।

পড়ে উপকৃত হলে আমাকে ধন্যবাদ দেবার প্রয়োজন নেই।
-

উন্নয়ন এবং শান্তি একে অন্যের বিপরীতে থাকে এই শহরে।শান্তি চাইলে উন্নতি নাই,উন্নতি চাইলে শান্তি নাই।সাধারন মানুষ যাবে কই? ...
26/12/2024

উন্নয়ন এবং শান্তি একে অন্যের বিপরীতে থাকে এই শহরে।
শান্তি চাইলে উন্নতি নাই,
উন্নতি চাইলে শান্তি নাই।
সাধারন মানুষ যাবে কই? কবর এর পথ ছাড়া আর কিছুই তো দেখি না।
-

আকাশের বিশালতার মাঝে আমি নিজেকে খুঁজে বেড়াই, কেন জানি আকাশ আমার কাছে বড্ড প্রিয়..!!
25/12/2024

আকাশের বিশালতার মাঝে আমি নিজেকে খুঁজে বেড়াই, কেন জানি আকাশ আমার কাছে বড্ড প্রিয়..!!

চিনি ছাড়া লাল চা আমার কাছে ক্যাকটাসের কাঁটার মতো লাগে। Sorry but not so Sorry.-
25/12/2024

চিনি ছাড়া লাল চা আমার কাছে ক্যাকটাসের কাঁটার মতো লাগে।
Sorry but not so Sorry.
-

শিশুদের ছোটবেলা থেকেই দয়ালু এবং মানবিক হিসাবে গড়ে তুলতে চান?প্রানীপ্রেম শেখান।জীব-জন্তুর সাথে খেলতে দিন, মিশতে দিন।সৃষ্ট...
24/12/2024

শিশুদের ছোটবেলা থেকেই দয়ালু এবং মানবিক হিসাবে গড়ে তুলতে চান?
প্রানীপ্রেম শেখান।
জীব-জন্তুর সাথে খেলতে দিন, মিশতে দিন।

সৃষ্টির সেরা জীব মানুষ তখনই যখন সে অন্য প্রানের প্রতি দয়া, মায়া, ভালোবাসা দেখায়। এই শিক্ষা শিশুরা ছোটবেলা থেকেই পাবে যদি সে প্রানীর সান্নিধ্য পায়। হোক তা বিড়াল, কুকুর, পাখি কিংবা গরু।

আমার ৪+ এবং ১+ ভাগ্নী ২জন মধু'কে অনেক ভালোবাসে। বাসায় এলেই মধু হয়ে যায় তাদের খেলার সাথী, আনন্দের অন্যতম মাধ্যম। 🤍

আস্থার পাস্তা বানাতে মানুষ দিন-দিন এক্সপার্ট থেকে লেজেন্ড হয়ে উঠছে।-
24/12/2024

আস্থার পাস্তা বানাতে মানুষ দিন-দিন এক্সপার্ট থেকে লেজেন্ড হয়ে উঠছে।
-

অদ্ভুত এক রহস্য!!!লিওনার্দো ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরি মেয়ের ছবি বলা হয়। কিন্তু মোনালিসার ছবিতে...
24/12/2024

অদ্ভুত এক রহস্য!!!
লিওনার্দো ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরি মেয়ের ছবি বলা হয়। কিন্তু মোনালিসার ছবিতে টর্চলাইট দিয়ে খুজেও সৌন্দর্য খুজে পাওয়াটা কঠিন!

কিন্তু মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয়। সৌন্দর্যটা এই ছবির রহস্যে! রং তুলিতে এই ছবি আকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যের…

১৫০৩ সালে ভিঞ্চি মোনালিসা আকা শুরু করেন।
১৫১৫ সালে মোনালিসা আকার সময় তিনি রহস্যজনক ভাবে মৃত্যবরণ করেন।১২ বছর সময় নিয়ে আকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান!

অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি
সেটিতে আরো কিছু আঁকার বাকি ছিল...

ভিঞ্চি মোনালিসাকে কোন কাগজ বা কাপড়ে নয়,
এঁকেছিলেন পাতলা কাঠের উপর।অবাক করার বিষয় হলো মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন এঙ্গেল থেকে দেখা হয় তবে মোনালিসা তার হাসি পরিবর্তন করে!

এ যেন এক রহস্যময়ী মোনালিসা!
১৭৭৪ সালে সর্বপ্রথম প্যারিসের লুভর মিউজিয়ামে মোনালিসার ছবিটির দেখা মিলে।কিন্তু ছবিটা মিউজিয়ামে কিভাবে এল কিংবা কে আনল এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানতোনা! কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে দেখিনি!

রহস্যময়ভাবে লুভর মিউজিয়ামে পৌছানো এই ছবি ১৯১১ সালে চুরি হয়ে যায়! রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনই চাকড়ি
ছেড়ে পালিয়ে যায়।পরে সে বলেছিল সে চোরকে দেখেছে। সেই চোর আর কেউ নয়।প্রায় ৩৫০ বছর আগে মারা যাওয়া ভিঞ্চি!!

১০ বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামে পাওয়া যায়।লুভর মিউজিয়াম কতৃপক্ষ ছবিটি সংরক্ষনের জন্য প্রায় ৫০ কোটি টাকা খরচ করে একটি নিরাপদ
কক্ষ তৈরী করে। হয়ত ভাবছেন একটা ছবির জন্য এতো টাকা খরচ!! এই ছবির বর্তমান মূল্যের তুলনায় ৫০ কোটি টাকা কিছুই নয়। মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য ৭৯০ মিলিয়ন ডলার।টাকায় পরিমানটা ৫৩৮০ কোটি টাকা!!

মোনালিসা কে? প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি।২০০৫ সালে খুজে পাওয়া এক চিঠিতে অনেকে মোনালিসার পরিচয় খুজে পেয়েছেন বলে দাবি করেন।

১৫০৩ সালে লেখা এই চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকন্ড তার স্ত্রী লিসা জিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিঞ্চিকে অনুরোধ করেন। আর ওই সময় ভিঞ্চি মোনালিসার ছবি আঁকা শুরু করেন।

২০০৪ সালে বিজ্ঞানী পাস্কেল পাটে মোনালিসার ছবিকে আলাদা ভাগে ভাগ করে হাইডেফিনেশন ক্যামেরায় ছবি তোলেন। পাস্কেল আবিষ্কার করেন যে ভিঞ্চি যে রং ব্যাবহার করেছিলেন তার স্তর ৪০ মাইক্রোমিটার। অর্থাৎ একটি চিকন চুলের থেকেও পাতলা! পাস্কেল আরো আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরো ৩টি চিত্র আছে। তাদের একটি সাথে লিসা জিয়াকন্ডের মুখের মিল খুজে পাওয়া যায়।সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিসার ছবিটিই আঁকছিলেন। কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়ে দিয়েছে!

সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায়।মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে। কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে গভীরভাবে কোন কিছু চিন্তা করছে। মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসিখুশি মনে হয়। কিন্তু তার ঠোটের দিকে তাকালেই সে হাসি গায়েব!

সান্দারলেন্ড ভার্সিটির ছাত্ররা মোনালিসার ছবির বামপাশ থেকে আল্ট্রা ভায়োলেট পদ্ধতি ব্যাবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করে। বার্তাটি ছিল " লারিস্পোস্তা তোভাকি"। যার অর্থ "উত্তরটা এখানেই আছে।"

যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার এই ছবি দেখে জন্ম নেয়া হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই ছবি দিয়ে ভিঞ্চি কি বোঝাতে চেয়েছিলেন?"

প্যারানোরমাল ম্যাগাজিনের একদল তরুন ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছে। অবশেষে তারা যা জানিয়েছে সেটাও চমকে দেয়ার মত!

ভিঞ্চি মোনালিসার ছবির বামপাশে গোপন বার্তা
দিয়েছিলেন "উত্তর টা এখানেই আছে"।

সে বাম পাশকে আয়নার কাছে আনলে একটা ছবি
তৈরী হয়। অবাক করার বিষয় এই তৈরী হওয়া ছবির জীবটিকে ভিঞ্চি ১৫০০ সালের দিকে দেখেছিলেন!

ছবিটা একটা এলিয়েনের!!!

ভিনগ্রহের এলিয়েন...!!!

(সংগৃহীত)

সব পুরুষই কাঁদে।কেউ পথে-ঘাটে, কেউ ঘরের কোনে, কেউবা গহীন অরণ্যে।আর আমাদের মত পুরুষ কাঁদে হেলমেট এর ভেতরে।৭০ কি.মি প্রতি ঘ...
23/12/2024

সব পুরুষই কাঁদে।
কেউ পথে-ঘাটে, কেউ ঘরের কোনে, কেউবা গহীন অরণ্যে।

আর আমাদের মত পুরুষ কাঁদে হেলমেট এর ভেতরে।
৭০ কি.মি প্রতি ঘন্টার বাতাস এর শব্দের সাথে মিলিয়ে যায় আমাদের চিৎকার, সেই বাতাস শুকিয়ে ফেলে আমাদের ভেজা চোখ।

সব পুরুষই কাঁদে।
কেউ ছেরা লুং গিতে, কেউ কলেজ ইউনিফর্মে কেউবা স্যুট-বুট পরে।
-

ছায়া যতই বড় হোক না কেন আলোর সাথে তার তুলনা হয় না। আলো আছে বলেই ছায়া দেখা যায় নইলে ছায়া'র নিজস্ব কোন অস্তিত্ব নেই।-      ...
22/12/2024

ছায়া যতই বড় হোক না কেন আলোর সাথে তার তুলনা হয় না। আলো আছে বলেই ছায়া দেখা যায় নইলে ছায়া'র নিজস্ব কোন অস্তিত্ব নেই।
-

বিজয়ের মাসে কনসার্ট করতে আসলেন পাকিস্তানি গায়ক গাইলেন হিন্দি সিনেমার গান আর এতে নাচলেন বাংলাদেশীরা।What a Irony!আবার শুন...
22/12/2024

বিজয়ের মাসে কনসার্ট করতে আসলেন পাকিস্তানি গায়ক গাইলেন হিন্দি সিনেমার গান আর এতে নাচলেন বাংলাদেশীরা।
What a Irony!

আবার শুনছিলাম উনি নাকি ফ্রী-তে গাইবেন মানবিক কনসার্টে, এখন দেখি এক ছবিতে ২ সিনেমার মত এক শো'র টাকা দিয়া ২ শো ব্যালেন্স করে দিলেন।
What a Joke!
-
আমি ভদ্রলোক ভদ্রতা বজায় রাখি, আর কিছু বললে লোকে অভদ্র বলবে। আমরা সত্যিই কিউট জাতি।

এই কলা গাছে যেমন কলা নাই, পেছনেও তেমন কোন ভিজিবিলিটি নাই কারন আজকে ঢাকা ঢেকে গেছে কুয়াশার চাদরে। অদ্ভুত সুন্দর সকাল। ক্য...
22/12/2024

এই কলা গাছে যেমন কলা নাই, পেছনেও তেমন কোন ভিজিবিলিটি নাই কারন আজকে ঢাকা ঢেকে গেছে কুয়াশার চাদরে। অদ্ভুত সুন্দর সকাল। ক্যামেরা ব্যর্থ এই সৌন্দর্য ধারন করতে। দুঃখিত।

শুভ সকাল।
সময়: সকাল ৭টা।

এক হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি।অবাক হলেও এটা সত্যি!!‼️‼️বর্তমানে বিভিন্ন দেশের মার্...
21/12/2024

এক হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি।

অবাক হলেও এটা সত্যি!!‼️‼️

বর্তমানে বিভিন্ন দেশের মার্কেট ভ্যালু হিসেব করে থাকে transfermarkt । তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট ৩.০৫ মিলিয়ন। অন্যদিকে হামজার একারই মার্কেট ভ্যালু ৪.৫০ মিলিয়ন ডলার। অর্থাৎ ১.৪৫ মিলিয়ন বেশি।

এদিকে জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন ৭.৫৫ মিলিয়ন। যা দক্ষিণ এশিয়ার মধ্য সব থেকে সবচেয়ে বেশি। ভারতে মার্কেট ভ্যালু ৫.৮৬ মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলংকা মালদ্বীপ পাকিস্তান।

আর পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে ১৯ নম্বরে বাংলাদেশ। এতে পিছনে ফেলেছে উত্তর কোরিয়ার মত দেশকে। মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান। তাদের মার্কেট ভ্যালু ২৮৭ মিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া ১৫৯.১৫ মিলিয়ন।

এটা নিয়ে একজন বাংলাদেশী ফুটবল ভক্ত গর্ব করতেই পারেন। 🇧🇩🇧🇩🇧🇩

(সংগৃহীত)

জীবন প্যারা দিলে, পথে আনন্দ খুঁজি। -
21/12/2024

জীবন প্যারা দিলে, পথে আনন্দ খুঁজি।
-

কারও পৌষ মাস, কারও সর্বনাশ।-
20/12/2024

কারও পৌষ মাস, কারও সর্বনাশ।
-

তাল তমালের বনেতে,আগুন লাগে মনেতে।-
20/12/2024

তাল তমালের বনেতে,
আগুন লাগে মনেতে।
-

জামাল ভুঁইয়া, তারেক কাজী আর এখন হামজা চৌধুরী।ভিনদেশে জন্ম নেয়া বাংলাদেশী ফুটবলার প্রানের টানে, ফিরে আসছে দেশের হয়ে খেলতে...
20/12/2024

জামাল ভুঁইয়া, তারেক কাজী আর এখন হামজা চৌধুরী।
ভিনদেশে জন্ম নেয়া বাংলাদেশী ফুটবলার প্রানের টানে, ফিরে আসছে দেশের হয়ে খেলতে, ভাবতেই ভালো লাগে। আশা করি ছেলেদের ফুটবলে সুদিন আনতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা অনবদ্য ভূমিকা রাখবে। ধন্যবাদ

Welcome Back to Bangladesh 🇧🇩

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rider Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rider Bhai:

Share