তথ্যবিন্দু ইনসাইট

তথ্যবিন্দু ইনসাইট TotthoBindu Insight,
Infography
BioGraphy
Technology
Tutorials Daily Update Page, News
https://www.facebook.com/pg/samosamoyek

01/01/2025

ধানমন্ডি রবীন্দ্র সরোবরে কিছু রিমিক্স গান, ভালো লাগে এই টাইপের আনন্দ।

বাবা আর মেয়ের এই দূরত্বের নাম ক্ষুধা!পোস্ট - সংগৃহীত
01/01/2025

বাবা আর মেয়ের এই দূরত্বের নাম ক্ষুধা!


পোস্ট - সংগৃহীত

ইন্ডিপেন্ডেন্ট টিভির পুলে প্রশ্ন ছিলো এশিয়ার সবচেয়ে বড় মরুভূমির নাম কি?3 লাখ ৭৭ হাজার মানুষের ৮৩% বলেছে সাহারা মরুভূমি! ...
31/12/2024

ইন্ডিপেন্ডেন্ট টিভির পুলে প্রশ্ন ছিলো
এশিয়ার সবচেয়ে বড় মরুভূমির নাম কি?
3 লাখ ৭৭ হাজার মানুষের ৮৩% বলেছে সাহারা মরুভূমি! অথচ সাহারা মরুভূমি আফ্রিকাতে। উত্তর হবে গোবি মরুভূমি।
আসলে সবসময় সংখ্যায় অধিক হলেই যে সত্য বলছে এটা ঠিক না। এটা তারই উদাহরণ!

দয়া করে আতসবাজি/ বাজি সহ নানান কিছু উপরে ছুড়ে পাখি মারবেন না।এতে করে নতুন বছর আপনার ভাল শুরু হওয়ার বদলে খারাপ কিছু ঘটতে ...
31/12/2024

দয়া করে আতসবাজি/ বাজি সহ নানান কিছু উপরে ছুড়ে পাখি মারবেন না।
এতে করে নতুন বছর আপনার ভাল শুরু হওয়ার বদলে খারাপ কিছু ঘটতে পারে।
বিধাতা কিন্তু পাখির মিনতী শুনতে পায়।
হাতে ধরে বলি ভাই এই গুলা কইরেন না।
পাখির হয়ে ক্ষমা চাচ্ছি। পাখির প্রাণ ভিক্ষা দিন।

#বাংলাদেশ #আতজবাজি
#পাখি

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 হৃদয় আহমেদ স্বজল, ইনজামুল হক, Prosenjit...
31/12/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 হৃদয় আহমেদ স্বজল, ইনজামুল হক, Prosenjit Ghosh, Mohd Shamim, NK Nirob, Ruhul Amin Barbhuiya, Hafiz Mashud Ch

নারকেল গাছ থেকে রস সংগ্রহ করার চেষ্টা। সফল হবে তো? আর এই রস দিয়ে কি বানানো হবে?
27/12/2024

নারকেল গাছ থেকে রস সংগ্রহ করার চেষ্টা। সফল হবে তো?
আর এই রস দিয়ে কি বানানো হবে?

আমেরিকার 🇺🇸🇺🇸 স্টুডেন্ট ভিসা (F-1 ভিসা) পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করা সম্ভব এবং এটি তুলনামূলকভাবে সহজ।...
27/12/2024

আমেরিকার 🇺🇸🇺🇸 স্টুডেন্ট ভিসা (F-1 ভিসা) পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করা সম্ভব এবং এটি তুলনামূলকভাবে সহজ। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি তুলে ধরা হলো:

১. একটি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া-
• বিশ্ববিদ্যালয় বা কলেজ নির্বাচন করুন: আমেরিকার যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ নির্বাচন করুন।
• ভর্তির আবেদন করুন: প্রতিষ্ঠানের নির্ধারিত ফি প্রদান করে তাদের আবেদন ফর্ম পূরণ করুন।
• I-20 ফরম প্রাপ্তি: ভর্তির পর প্রতিষ্ঠান থেকে একটি I-20 ফরম (Certificate of Eligibility) পাবেন, যা ভিসা আবেদনের জন্য প্রয়োজন।

২. SEVIS ফি পরিশোধ করুন-
• SEVIS (Student and Exchange Visitor Information System) ফি হলো $350 (2024 সালের তথ্য অনুযায়ী)।
• ফি প্রদান করার জন্য FMJFEE.com ওয়েবসাইটে যান এবং I-20 ফরমের তথ্য ব্যবহার করে ফি জমা দিন।
• জমার প্রমাণপত্র সংরক্ষণ করুন।

৩. DS-160 ফর্ম পূরণ করুন-
• DS-160 ফর্ম: এটি ভিসা আবেদন ফর্ম, যা অনলাইনে পূরণ করতে হয়।
• ফর্মটি পূরণ করার জন্য Consular Electronic Application Center (CEAC) ওয়েবসাইটে যান।
• প্রয়োজনীয় তথ্য: আপনার পাসপোর্ট, ছবি, I-20 ফরমের তথ্য, এবং পূর্ববর্তী শিক্ষাগত ডকুমেন্টস।
• সাবমিট করার পর DS-160 ফর্মের কনফার্মেশন পেজটি প্রিন্ট করুন।

৪. ভিসা ফি জমা দিন-
• F-1 ভিসার জন্য আবেদন ফি $185।
• ফি জমা করার পর রসিদটি সংরক্ষণ করুন।

৫. ভিসা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিন
• ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য U.S. Travel Docs ওয়েবসাইটে যান।
• DS-160 কনফার্মেশন নম্বর এবং ফি জমার রসিদ ব্যবহার করে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিন।

৬. ইন্টারভিউ প্রস্তুতি নিন ।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
• পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে)
• I-20 ফরম
• SEVIS ফি রসিদ
• DS-160 কনফার্মেশন পেজ
• ভিসা ফি জমার রসিদ
• পূর্ববর্তী শিক্ষাগত ডকুমেন্টস
• ফিন্যান্সিয়াল ডকুমেন্টস (ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সরের চিঠি ইত্যাদি)
• স্টাডি প্ল্যান এবং ভর্তির কারণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা।

৭. ভিসা ইন্টারভিউ দিন
• ইন্টারভিউয়ের সময় আত্মবিশ্বাসী থাকুন।
• আপনার স্টাডি প্ল্যান এবং ফিন্যান্সিয়াল সাপোর্ট সম্পর্কে পরিষ্কারভাবে বলুন।
• ইন্টারভিউ শেষে আপনার আবেদন অনুমোদিত হলে তারা পাসপোর্টটি রেখে দেবে এবং কিছু দিনের মধ্যে ভিসা সীলমোহর সহ পাসপোর্ট ফেরত দেবে।

মনে রাখুন:

• কোনো মাধ্যমের প্রয়োজন নেই।
• সমস্ত কাজ অনলাইনে এবং স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়।
• সমস্ত তথ্য সঠিক এবং সত্যতা বজায় রেখে পূরণ করুন।
• আমেরিকান দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন
সংগৃহীত।

বাংলাদেশের রেজিমেন্টাল  ফোর্সের মধ্যে ফায়ার সার্ভিস সকল বিতর্কের উর্ধ্বে থেকে নিরবে নিভৃতে জনগণের জানমালের নিরাপত্তায় কা...
27/12/2024

বাংলাদেশের রেজিমেন্টাল ফোর্সের মধ্যে ফায়ার সার্ভিস সকল বিতর্কের উর্ধ্বে থেকে নিরবে নিভৃতে জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। এ বাহিনীর একজন সাহসী সদস্য ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন। তার অকাল মৃত্যুতে অনেকের মতো আমিও শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা ও তার শোকাভিভূত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।

আমাদের আশেপাশে এমন গায়ে ঘা-ওয়ালা কুকুর প্রায়ই দেখা যায়৷ মাত্র ১০ টাকার একটি ঔষধের অভাবে অবলা প্রাণীগুলো একসময় ধুঁকে ধুঁক...
25/12/2024

আমাদের আশেপাশে এমন গায়ে ঘা-ওয়ালা কুকুর প্রায়ই দেখা যায়৷ মাত্র ১০ টাকার একটি ঔষধের অভাবে অবলা প্রাণীগুলো একসময় ধুঁকে ধুঁকে মারা যায়। কাউকে বলার ক্ষমতাও তার নেই।
'NEOMEC' কিংবা ('Ivermectin' গ্রুপের) যে কোন একটি ঔষধ ফার্মেসি থেকে কিনে মিষ্টি কিংবা রুটি অথবা যে কোন খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিন। দেখবেন কয়েক দিনেই সুস্থ হয়ে যাবে।
(ঔষধের গায়েই সব তথ্য পাবেন) (একটি সিগারেটের পেছনে দশ টাকা না নষ্ট করে চলুন একটি প্রাণীকে সুস্থ করে তুলি, এবং এতেই আনন্দ আরো বেশি)

#ছবি ও পোস্ট #সংগৃহীত

24/12/2024

গরীবেরা ভালো আছে, আপনি আছেন কেমন তারা?

13/12/2024

ধন্যবাদ Robi এত সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য।
রবি সীম ব্যবজার শুরু করবো নতুন করে

video courtesy By Robi

13/12/2024
13/12/2024

আকাশের ঠিকানায় চিঠি লিখ

13/12/2024

ঘি এর পেটে মায়ের জন্ম

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when তথ্যবিন্দু ইনসাইট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তথ্যবিন্দু ইনসাইট:

Videos

Share