12/10/2024
How to Assure Quality Education?
মানসন্মত শিক্ষা কিভাবে নিশ্চিত করা যায়?
বাতিঘর (Light house) সমুদ্রে চলাচলকারী জাহাজকে সঠিক পথ দেখায় যেনো অতল সমুদ্রে পথ হারিয়ে না ফেলে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠান হলো সমাজের বাতিঘর (Light house of the society) যেনো সমাজ সভ্য-সমাজের গতিপথ না হারায়। শিক্ষা প্রতিষ্ঠানসমুহ আমাদের নবাগত / বাড়ন্ত প্রজন্মকে যথাযথ শিক্ষা দান করে এবং সুন্দর ভবিষ্যৎ বিনির্মানের জন্য তাদেরকে সুসভ্য-সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলে।
সমুদ্রে চলাচলকারী জাহাজের নাবিক যদি দক্ষ-অভিজ্ঞ না হয়, দিক নির্নয়ে ভুল করে, তখন জাহাজ যেমন গন্তব্য পৌছার বদলে অতল সমুদ্রে ঘুরপাক খেতে থাকে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানসমুহ যদি সুশিক্ষা দিতে ব্যর্থ হয়, যদি প্রদত্ত বা চলমান শিক্ষার মান নিশ্চিত করা না যায়, তাহলে শিক্ষা গ্রহণকারী প্রজন্ম যেমন সুসভ্য-সুশিক্ষিত হতে পারবে না, তেমনি তারা বিশ্ব সভায় নিজেকে বা নিজের দেশকেও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না। এখন বিলিয়ন ডলার প্রশ্ন হলো শিক্ষার মান কিভাবে নিশ্চিত করা যায়??
ড. মো. শাহ এমরান
অতিরিক্ত পরিচালক
ইন্সটিটিউশনাল কোয়ালিটিলি এসুরেন্স সেল
(Institutional Quality Assurance Cell (IQAC))
ও
অধ্যাপক, ফার্মাসিউটিক্যাল কেমেস্ট্রি বিভাগ, ফার্মেসী অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়।