GoWild

GoWild This page is for those who love to travel. Those who are interested in learning about new places.

15/01/2025

দ্রাসে পাহাড়ি বাড়ি।

10/01/2025

-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মটরসাইকেল নিয়ে প্রায় ১৮,০০০ ফিট উপরে - লেহ- তুরতুক গ্রাম

সকাল সাতটা, বাইরে তখন টেম্পারেচার  -3, আমরা লেপ, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছি। জানালা দিয়ে হালকা মিষ্টি রোদ গায়ে এসে লাগ...
06/01/2025

সকাল সাতটা, বাইরে তখন টেম্পারেচার -3, আমরা লেপ, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছি। জানালা দিয়ে হালকা মিষ্টি রোদ গায়ে এসে লাগছে। শীতের সকালে সবচাইতে মজার জিনিস হচ্ছে, ঘুম ভেঙে যাবে, কিন্তু আলসেমি করে সকাল শুয়ে থাকা😊
জীবন আসলেই দারুন সুন্দর।
দ্রাস, কার্গিল।

31/12/2024
সমুদ্রে যাওয়ার আগে নদী দিয়ে ঘুরছি।নদীর নাম পদ্মা☺️
26/12/2024

সমুদ্রে যাওয়ার আগে নদী দিয়ে ঘুরছি।
নদীর নাম পদ্মা☺️

অনেকদিন হয় বাংলাদেশের পাহাড়ে হাঁটা হয় না, খুব তাড়াতড়ি হবে বলেও মন হচ্ছে না। রুমা, রোয়াংছরি, থানচি সব বন্ধ, কোথায় যাবো!গত...
24/12/2024

অনেকদিন হয় বাংলাদেশের পাহাড়ে হাঁটা হয় না, খুব তাড়াতড়ি হবে বলেও মন হচ্ছে না। রুমা, রোয়াংছরি, থানচি সব বন্ধ, কোথায় যাবো!
গত দুই বছর ইন্ডিয়া ঘুরেছি, এখনতো ভিসাও বন্ধ।
ভাবছি এবছর নেপাল ঘুরবো। এভারেস্ট ব্যজ ক্যম্প সাথে তিনটা পাস। ২০/২৫ দিন পাহাড়ে থেকে আসবো।
তবে সত্যি বলতে বাংলাদেশের পাহাড়, পাহাড়ি মানুষের কাছ থেকে যে মায়া, ভালোবাসা এবং আতিথিয়তা পাই, তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাই না।
ছবিটা এবছর আলিকদম থেকে তোলা।

সোয়াচ অফ নো গ্রাউন্ড স্থানীয়রা জায়গাটিকে বলে " নাই বাম"। নৌকা ঠিক করার জন্য আমি বেশ কয়েকজন মাঝির সাথে কথা বলছিলাম। ত...
23/12/2024

সোয়াচ অফ নো গ্রাউন্ড
স্থানীয়রা জায়গাটিকে বলে " নাই বাম"। নৌকা ঠিক করার জন্য আমি বেশ কয়েকজন মাঝির সাথে কথা বলছিলাম। তাদেরকে জিজ্ঞেস করলাম, জায়গাটার নাম, নাই বাম কেন!
মাঝির ভাষ্য, জায়গাটা এতটাই গভীর দড়ি ফেলতে ফেলতে দড়ি শেষ হয়ে যায় কিন্তু জায়গার গভীরতা পরিমাপ করা যায় না, তাই নাম 'নাই বাম' মানে যার কোন তল নাই।
মাঝের ভাষ্য, নাই বামের পানি এতটাই নীল, সাগরের অন্য কোথাও এত নীল পানি সে দেখেনি।
মাঝির কথা শুনে আমার যাওয়ার ইচ্ছা আরও বেশ কয়েক গুনে বেড়ে গেছে। আমরা গত তিন বছর ধরে চেষ্টা করছি এই নাই বামে যাওয়ার জন্য। কোন না কোন কারণে যাওয়া হয়ে ওঠেনি। এবার প্রবলভাবে ইচ্ছা এই নাইবামে যাওয়ার।
সেজন্য ফেসবুকে পোস্ট দিয়েছি আপনাদের কয়েকজনকে সাথে নিয়েই এখানটায় একটা অ্যাডভেঞ্চারাস অভিযানে যাব।
উইকিপিডিয়া এবং বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে দেখলাম এই জায়গায় আট ধরনের তিমি, ডলফিন সহ নানান প্রজাতির মাছ আছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এই অভিযানে গিয়ে যদি তিমি মাছ দেখতে পারা যায় সেটা ভাগ্যের ব্যাপার হবে।
এবার অভিযানটা সম্পর্কে কিছু কথা বলে নেয়া যাক -
*** আমরা মাছ ধরার ট্রলারে করে সমুদ্রে যাবো। চেষ্টা থাকবে বড়সড় ট্রলারে নেয়ার।
*** অভিযানটা এক্সপেন্সিভ, আমাদের জনপ্রতি বাজেট ১৬,৫০০ টাকা। ( জন প্রতি এত টাকা কেন লাগবে! সেটার একটু কৈফিয়ত আপনাদের দেই - এই সম্পূর্ণ অভিযান কমপ্লিট করতে নৌকায় ডিজেল লাগবে ১২০০ লিটার, ছয় দিন পাঁচ রাতে নৌকায় ৬ জন স্টাফ এর জন্য খরচ হবে ৬০ হাজার টাকা, নৌকা ভাড়া ২৫ হাজার টাকা, এর বাইরেও ১৬/17 জন মানুষের খাবারের জন্য টাকা লাগবে, ঢাকা থেকে পিরোজপুর আসা যাওয়ার নৌকা লঞ্চ ভাড়া তো আছেই )
*** এটা একটা অবাণিজ্যিক অভিযান।
*** যেকোনো অভিযানের মত এই অভিযানটাও ব্যর্থ হওয়া সম্ভাবনা আছে।
আমি আজকে থেকে দুই তিন বছর আগে বান্দরবানে অনেক অভিযানে যেতাম। সে অভিযানে যাওয়ার আগেও নানান পরিকল্পনা, নানান হিসাব এবং অনেক পড়াশুনা করতে হতো। এরপরে নানান ধরনের অভিযানে গিয়েছি কিন্তু সে এক্সাইটমেন্ট কাজ করেনি। কোন এক অজানা কারণে আজ বহুদিন পরে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড নিয়ে খুব বেশি এক্সাইটেড আমি।
আপনাদের মনের গভীরে যদি আরো কোন প্রশ্ন থেকে থাকে করতে পারেন ☺️

জানুয়ারির ৯ তারিখ, বঙ্গোপসাগরের সোয়াচ অফ নো গ্রাউন্ডে একটা অভিযানে যেতে চাচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু বলিনি...
22/12/2024

জানুয়ারির ৯ তারিখ, বঙ্গোপসাগরের সোয়াচ অফ নো গ্রাউন্ডে একটা অভিযানে যেতে চাচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু বলিনি কোন ট্যুরে যাচ্ছি, বলেছি একটা অভিযানে যাচ্ছি।
বিশাল বড় মাছ ধরার ট্রলারে বঙ্গোপসাগরে চার থেকে পাচ দিন ঘোরাঘুরি করবো। অনেকেই আমাদের সাথে বিভিন্ন ধরনের ট্রিপে যেতে চান, এ টিপটা একান্তই আমাদের ব্যক্তিগত তার পরেও যদি কেউ যেতে আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বি.দ্র. এটা কোন বাণিজ্যিক ট্যুর নয়।

বঙ্গোপসাগর থেকে থেকে চাঁদ উঠা দেখছি 😍
19/12/2024

বঙ্গোপসাগর থেকে থেকে চাঁদ উঠা দেখছি 😍

19/12/2024

আগামীকাল মোটরসাইকেল নিয়ে যশোর যাবো। যশোরে কোন গ্রামে গেলে খেজুরের রস খেতে পারবো এবং ভালো ভিউ পাবো?

Wrapped in the silence of the mountain forest, I stood on a rock as the first rays of the sun pierced through the mornin...
12/12/2024

Wrapped in the silence of the mountain forest, I stood on a rock as the first rays of the sun pierced through the morning fog.

With the trekking pole in hand and the warmth of the sunlight touching my face, it felt like the universe whispered its quiet blessings. The light breaking through the mist was more than just a sight—it was a feeling, a reminder of how beautiful beginnings can be.


10/12/2024

অনিন্দ সুন্দর হিমাচল কাশ্মীর সীমান্ত।

Lost between the pages of a novel, under the warm glow of golden light, while the Royal Enfield rests in the backdrop—a ...
08/12/2024

Lost between the pages of a novel, under the warm glow of golden light, while the Royal Enfield rests in the backdrop—a perfect moment of stillness and stories.
Sometimes, the best journeys happen in the quiet corners, where words take you places and dreams ride alongside.

Bathed in the golden glow of the sun, surrounded by Kashmir’s endless green embrace, it feels like d world has paused fo...
07/12/2024

Bathed in the golden glow of the sun, surrounded by Kashmir’s endless green embrace, it feels like d world has paused for a moment of pure magic.

The valleys whisper stories of timeless beauty, and the hills echo with dreams of love and adventure. Here’s to the moments when nature paints the perfect picture and reminds us how beautiful life can be.

Address

C#6, Building 01, Jaynagar Officers Complex
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when GoWild posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share