10/12/2025
ইয়া আল্লাহ্ রহম করো!
১৪ ঘন্টার বেশী হয়ে গিয়েছে। প্রায় ৩০ ফুট গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার সম্ভব হয়নি।
কিছুক্ষণ পরপর এই নিউজের আপডেট জানার চেষ্টা করছি। দুপুর থেকে রাত হয়ে গেলো....কিন্তু এখনও উদ্ধার হলো না।
২০১৪ সালে জিহাদের কথা মনে পড়ে গেলো।
টানা ২৪ ঘন্টা জিহাদকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা। টিভির সামনে থেকে চোখ সরাচ্ছিলাম না। জিহাদকে জন্য প্রার্থনায় পুরো দেশ। কিন্তু সবাইকে কাঁদিয়ে উদ্ধার হয়েছিলো শিশু জিহাদের লাশ।
এখনও শাহজাহানপুরের ঐ রাস্তা দিয়ে যাওয়ার পথে জিহাদের কথা মনে পড়ে যায়।
আজকে দুপুরে শিশু সাজিদ জমিতে মা বাবার সাথেই ছিলো। এমন সময় সে মায়ের কোল থেকে নামে ট্রলি দেখার জন্য। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। শুধু 'আম্মু আম্মু' কান্নার শব্দ ভেসে আসছিলো।
পরবর্তীতে ওর বাবা মা বুঝতে পারে সে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছে। নিজেরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। ততক্ষণে শিশুটি আরও গভীরে চলে যায়। কান্নার আওয়াজও বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসও উদ্ধারের জন্য হাজির হয়। তাঁরা ভেন্টিলেশনের ব্যবস্থা করে এবং শিশুটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
জানিনা কী সংবাদ অপেক্ষা করছে। বাইরের দেশে এরকম পরিস্থিতিতে এর চেয়েও গভীর থেকে অনেক শিশুকে জীবিত উদ্ধারের সফলতার গল্প রয়েছে। আমাদের দেশে আমার জানা মতে নেই। আজ অন্তত সফল হোক।
আমার ছেলেটার বয়সও দুই বছর। তাকে চোখের আড়াল হতে দেই না। সব সময় ভয়ে থাকি। সে কষ্ট পেলে আমিও কষ্ট পাই।
সেইম বয়সের শিশু সাজিদ। এতটুকু শিশু কতটা ভয় পেয়েছে। ছটফট করেছে। কল্পনা করতেও পারছি না।
আল্লাহ্ শিশুটিকে হেফাজত করুন। বাবা মায়ের কোলে জীবিত ফিরিয়ে দিন। আমিন।