ইন্স্যুরেন্স নিউজ বিডি আর্থিকখাতের অন্যতম শাখা বীমাশিল্প নিয়ে কাজ করে যাচ্ছে। বীমাশিল্পের সর্বশেষ খবর ও বাজারের তথ্য তুলে ধরে বাজার উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ইন্স্যুরেন্স নিউজ বিডি আঞ্চলিক, বৈশ্বিক বীমা এবং পুনর্বীমা বাজার সংশ্লিষ্ট তথ্যের সমৃদ্ধ ও নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত গবেষণা, বিশ্লেষণ, তথ্য ও তত্ত্বের সমৃদ্ধ উৎস হিসেবে বীমাশিল্পে
র কেন্দ্রে এর অবস্থান।
বাজার সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করার পাশাপাশি সম্পদের ঝুঁকি ব্যবস্থাপনা, জীবন ও স্বাস্থ্য, বীমাখাত সংশ্লিষ্ট বিধিবিধান, বীমাসেবার হালচালসহ সংশ্লিষ্ট সংবাদ তুলে ধরা দায়িত্ব হিসেবে নিয়েছে ইন্স্যুরেন্সনিউজবিডি। এর মাধ্যমে দারিদ্র বিমোচন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করার উপযুক্ত জ্ঞান ও প্রযুক্তিসমৃদ্ধ বীমাশিল্প গঠন এবং প্রশিক্ষিত বীমা কর্মীসম্পদ তৈরীতে সহায়তা করা পত্রিকাটির উদ্দেশ্য। বীমাখাতকে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে এগিয়ে আনা ইন্স্যুরেন্সনিউজবিডির প্রচেষ্টা।
ইন্স্যুরেন্সনিউজবিডি বীমাখাতের সময়োপযোগী এবং সময়ের সাথে পরিবর্তীত ব্যবসায়িক তথ্য যোগান দিয়ে পাঠকদের দ্রুতবর্ধনশীল, প্রতিযোগিতামূলক এবং জটিল বাজারের জন্য তৈরী হতে সহায়তা করে। এর ফলে পাঠক বীমাখাতের দেশীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক অবস্থান সম্পর্কে সর্বশেষ ধারণা পায়।
ইন্স্যুরেন্সনিউজবিডি বীমাশিল্পের পরিপূর্ণ তথ্য তুলে ধরে এ খাতের অন্যতম প্রধান তথ্যের যোগানদার হিসেবে নিজের অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে।