Mr. Prantik

Mr. Prantik Value the relationship more than making quota. কর্তৃপক্ষের সিদ্ধান্ত ই চুড়ান্ত :/

বাংলাদেশী কিছু স্টুডেন্ট লন্ডন থেকে লিভারপুল যাবে, এরা মনে করছে ফকিরাপুল থেকে গাবতলী যাচ্ছে! সবার সাথে গাট্টি-বোঝা। স্টে...
17/02/2024

বাংলাদেশী কিছু স্টুডেন্ট লন্ডন থেকে লিভারপুল যাবে, এরা মনে করছে ফকিরাপুল থেকে গাবতলী যাচ্ছে! সবার সাথে গাট্টি-বোঝা। স্টেশন মাস্টার আটকাইসে, একটাও ইংরেজি বলতে পারে না। স্বয়ং আমি গিয়ে কথা বলে ছাড়িয়ে নিয়ে আসলাম। আসার সময় কড়া ভাবে বলে আসছি- এসব খাসলত ছাড়ো - এটা ইউরোপ। বাংলাদেশ নাহ!

11/02/2024

"প্রমিস ডে" তে প্রমিস করছি,
আজই শেষ হা'ত মারা😬

সত্যজিৎ রায়  ‘কাঞ্চনজঙ্ঘা’ সিনেমার একটা দৃশ্যের জন্য একটি বিশেষ নামের পাখি খুঁজছিলেন। এক বৃদ্ধ এসে সত্যজিৎ রায়কে বললেন, ...
18/01/2024

সত্যজিৎ রায় ‘কাঞ্চনজঙ্ঘা’ সিনেমার একটা দৃশ্যের জন্য একটি বিশেষ নামের পাখি খুঁজছিলেন। এক বৃদ্ধ এসে সত্যজিৎ রায়কে বললেন, আপনি আসলে কোন পাখি খুঁজছেন?

সত্যজিৎ রায় বললেন, পাখির নাম হিমালয়ান বার্ড।

বৃদ্ধ বললেন, ওই নামের কোনো পাখি নেই।
সত্যজিৎ রায় বললেন, আছে।

বৃদ্ধ বললেন, আমি বলছি নেই এবং অবশ্যই নেই।

সত্যজিৎ রায় বৃদ্ধের দিকে তাকালেন। মুখে সাদা সাদা দাড়ি, গালটা ভাঙা, শরীরে দুই পয়সার শ্রী নেই। দেখলে মনে হয় পাগল!
সত্যজিৎ রায় বিরক্ত হয়ে সহকারীকে বললেন,
এই বুড়োকে সরিয়ে দাও।

সহকারী বুড়ো লোকটিকে শুধু সরিয়ে দিলেন না, গাড়িতে তুলে দিলেন। তারপর সত্যজিৎ রায়ের কাছে এসে বললেন, বুড়োটাকে সরিয়ে দিয়েছি।

এর কিছুক্ষণ পর সহকারী পরিচালক হন্তদন্ত হয়ে সত্যজিৎ রায়ের রুমে ঢুকে বললেন, ভারতবর্ষের খ্যাতিমান পক্ষীবিশারদ সালিম আলী আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি কোথায়?

সত্যজিৎ রায় বললেন, দেখতে কেমন?

বুড়ো, মুখে দাড়ি, গালটা ভাঙা।

সত্যজিৎ রায় লজ্জায় মাথাটা নিচু করে বললেন, তাঁকে তো পাগল মনে করে তাড়িয়ে দিয়েছি। কী লজ্জা!

ছোটবেলায় পিতামাতা হারিয়ে মামার আশ্রয়ে লালিত পালিত হতে থাকেন। মামা আমিরুদ্দিন ছিলেন নামকরা শিকারি। ছোটবেলায়ই মামার কাছ থেকে একটি এয়ারগান উপহার পান। সেটা দিয়ে নানা ধরনের পাখি শিকার করে বেড়াতেন। তো একদিন একটু চড়ুই শিকার করে সেটা হাতে নিয়ে দেখেন তার গলায় হলদে দাগ, যা অন্য চড়ুইয়ের মাঝে দেখেননি। দৌড়ে মামার কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন এই পাখিটা হালাল কি না? মামা নিজেও চিনতে পারেননি। তাকে পাঠিয়ে দেন বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সেক্রেটারি ওয়াল্টার স্যামুয়েল মিলার্ডের কাছে।

মিলার্ড তাকে পাখিটির আসল পরিচয় বলে দেন। মিলার্ড সালিম আলীকে তার সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের পাখির স্টাফ করা দেহ দেখান। সোসাইটির ভেতরে দেয়াল জুড়ে মাউন্ট করা জীবজন্তু, শোকেসে সাজানো প্রজাপতি ও পাখির ডিম। দেয়ালে টাঙানো চিতাবাঘ-বাঘের মাথার খুলি প্রথমবার এসব দেখে সলিমের ছোট্ট মনে একরাশ বিস্ময় তৈরি হয়! তৈরি হয় কৌতূহল। সেই কৌতূহলই সালিমের জীবন বদলে দিয়েছিল...

১৮৯৬ সালের ১২ নভেম্বর জন্মগ্রহণ করেন কিংবদন্তি এই পাখি বিশারদ।

তাঁকে জানাই অনেক অনেক শ্রদ্ধা....❤️🙏

© Prantik

13/10/2023

(󱢏) চাচাতো ভাই বোন চেনার উপায় 🐸

I have reached 11K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
08/10/2023

I have reached 11K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

16/07/2023
♥️
16/07/2023

♥️

16/07/2023

লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে মিলাদ, মিলাদে বিরিয়ানি, বিরিয়ানিতে আবার লোভ।(২)

08/07/2023

আমারে পাইয়া গেলে যে মানুষটা আর কাউরে পাওয়ার আশা করবোনা। সে মানুষটাই আমার হোক। 🖤🌸

07/07/2023

মেসিও ফিরলো, তামিমও ফিরলো, কিন্তু তুমি ফিরলে না🥲😓

07/07/2023

প্রতিশোধ অন্য ভাবেও নেওয়া যায়।কেউ যখন তোমাকে আঘাত করে রক্তাক্ত করবে; তুমি অপেক্ষা করবে কবে তার রক্তের প্রয়োজন হবে।

07/07/2023

যখন ‘মনে না পড়া’ অভ্যাস হয়ে যায় তখন হঠাৎ একদিন মনে পড়ে যাবার মানে , মানুষটাকে আপনি ভুলে গেছেন কিন্তু আপনি সেটা জানেন না।

07/07/2023

JUMMA MUBARAK ♥️

07/07/2023

১০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে জায়গা পেলো, অথচ আমি কারো মনে একটু জায়গা পেলাম না..🥺💔

06/07/2023

ভাগ্যিস দেখতে খারাপ, নাহলে যে কত মানুষের রাতের ঘুম কেড়ে নিতাম

06/07/2023

আমি আসলে মেয়েদেরকে ভয় পাই!

06/07/2023

- যারা স্টোরি সিন করে রিয়েক্ট দেয় না তাদের আমি ঘেন্নাআআআআ করি.!🙂

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Prantik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Our Story

This is not an information age. It's an age of networked intelligence.