Rail Sheba রেল সেবা

Rail Sheba রেল সেবা ......

19/06/2024

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন

► #কলকাতা মেট্রো রেলের A to Z ◄

কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ করছেন । যারা ওই অতিরিক্ত খরছ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল । এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি । মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায় । আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে আমার এই পোস্ট টি আপনাদের জন্য নয় :)
অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন । এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে । আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জং এ এসে নামবেন ( দম দম জং এবং দম দম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না ) । এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন ।

কলকাতা মেট্রো রেলের রুট
=====================
দম দম > বেল গাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবিন্দ্র সনদ > নেতাজী ভবন > জতিন দাস পার্ক > কালীঘাট > রবিন্দ্র সরোবর > টলিগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস

ভাড়া ৫, ১০ , ১৫ , ২০ । আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত । চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লিখা আছে । আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন ।
এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
=====================================================
╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন
╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন
╚►হাওড়া ব্রিজঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন
╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন
╚►রাম মন্দিরঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►মার্বেল প্লেসঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন
╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন
╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন
╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো
╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বড় বাজারঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

আমরা অনেকেই নিউমার্কেট এরিয়ায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকি । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন । এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এরিয়া ।

নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না :) মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলো তে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না । সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ , অফিস ব্যাগ , শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন । ভালো থাকবেন ..... Happy Travelling

Collected


05/03/2024

উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ১০ মিনিটে, দ্বিতীয় ট্রেন ০৭ঃ২০ মিনিটে ছাড়বে (এই ট্রেনে শুধুমাত্র Rapid Pass বা MRT Pass ব্যবহারকারীরা উঠতে পারবেন)। এরপর তৃতীয় ট্রেন ছাড়বে ০৭ঃ৩০ মিনিটে। চতুর্থ ট্রেন ০৭ঃ৩৮ মিনিটে, পঞ্চম ট্রেন ০৭ঃ৪৬ মিনিটে, এভাবে প্রতি ০৮ মিনিটস পরপর উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেন আসবে সকাল ১১ঃ৪৮ মিনিট পর্যন্ত। ১১ঃ৪৯ মিনিট থেকে বিকাল ০৩ঃ১২ পর্যন্ত প্রতি ১২ মিনিট পরপর ট্রেন আসবে। এরপর ০৩ঃ১৩ মিনিট থেকে রাত ০৮ঃ০০ পর্যন্ত প্রতি ০৮ মিনিট পরপর উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমূখে ট্রেন চলবে।

মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ০৭ঃ৩০ মিনিটে, দ্বিতীয় ট্রেন ছাড়বে ০৭ঃ৪০ মিনিটসে, তৃতীয় ট্রেন ছাড়বে ০৭ঃ৫০ মিনিটসে, চতুর্থ ট্রেন ০৮ঃ০০ এ। এরপর সকাল ০৮ঃ০১ মিনিট থেকে দুপুর ১২ঃ০৮ মিনিট পর্যন্ত প্রতি ০৮ মিনিট পরপর ট্রেন চলবে। দুপুর ১২ঃ০৯ মিনিট থেকে বিকাল ০৩ঃ৫২ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিটস পরপর ট্রেন ছাড়বে। পুনঃরায় বিকাল ০৩ঃ৫৩ মিনিট থেকে রাত ০৮ঃ৪০ পর্যন্ত প্রতি ০৮ মিনিটস পরপর ট্রেন ছাড়বে মতিঝিল থেকে উত্তরার দিকে।

মতিঝিল থেকে রাত ০৮ঃ০০ মিনিট এর পর উত্তরার দিকে ছেড়ে আসা ট্রেনে শুধুমাত্র Rapid Pass / MRT Pass ব্যবহারকারীরা এবং উক্ত তারিখ রাত ০৭ঃ৫০ এর আগে সিঙ্গেল জার্নি টিকেট ক্রয়কারীরা ভ্রমণ করতে পারবেন। (সতর্কতাঃ সিঙ্গেল জার্নি টিকেট নিয়ে স্টেশনের বাহিরে যাওয়া দণ্ডনীয় অপরাধ।)

MRT Pass ক্রয় ও রিচার্জ করা যাবে প্রত্যেক স্টেশন থেকে সকাল ০৭ঃ১৫ মিনিট থেকে রাত ০৭ঃ৫০ মিনিটস পর্যন্ত। ৭ঃ৫০ এর পর সকল স্টেশনেই টিকেট বিক্রয় অফিস, টিকেট ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যায়।।

বিশেষ ভাবে উল্লেখ থাকে যে, প্রত্যেক ট্রেন-ই প্রত্যেকটি স্টেশনে থামবে। বর্তমানে চালু থাকা স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর স্টেশন, উত্তরা সেন্টার স্টেশন, উত্তরা দক্ষিণ স্টেশন, পল্লবী স্টেশন, মিরপুর ১১ স্টেশন, মিরপুর ১০ স্টেশন, কাজীপাড়া স্টেশন, শেওড়াপাড়া স্টেশন, আগারগাঁও স্টেশন, বিজয় সরণি স্টেশন, ফার্মগেট স্টেশন, কারওয়ান বাজার স্টেশন, শাহবাগ স্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন, বাংলাদেশ সচিবালয় স্টেশন ও মতিঝিল স্টেশন। (এছাড়াও কাজ চলমান আছে কমলাপুর স্টেশনের, এই স্টেশনটি ২০২৫ সালে চালু হওয়ার কথা রয়েছে।)

সাপ্তাহিক বন্ধঃ শুক্রবার।

[শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিতে পারেন]

06/07/2023

👮‍♂️ বাংলাদেশ বিমান বাহিনী / সার্কুলেশন / বিমান সেনাঃ- ২০২৩ এন্ট্রি নং ঃ- ৫২ , খুব শিঘ্রই নিয়োগ বিজ্ঞাপ্তিটি প্রকাশিত হতে যাচ্ছে ।✈

🔰 জেনে নেই মহিলা বিমান সেনা ট্রেড সূমহ :
১। চিকিৎসা সহকারী
২। প্রভোস্ট, ও পিএফএন্ডডিআই

👉 যোগ্যতাঃ
বয়স : সকল ট্রেড ১৬-২১ বছর ২৭ মার্চ ২০২৪ সাল , বয়সের ক্ষেত্রে হলফ নামা গ্রহণ যোগ্য নয় ।
শুধু মাত্র চিকিৎসা সহকারী MATC & MATS সম্পূর্ণকারী দের ২৬ বছর ২৭ মার্চ ২০২৪ সাল বয়সের ক্ষেত্রে হলফ নামা গ্রহণ যোগ্য নয় ।
উচ্চতা : ন্যূনতম ৫ ফুট , প্রভোস্ট, ও পিএফএন্ডডিআই ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি
অবিবাহিত
বুকের মাপ : ন্যূনতম ২৮ ইঞ্চি - প্রসারণ ২ ইঞ্চি

👉 শিক্ষাগত যোগ্যতা : এস এস সি তে যে কোনো শাখায় ৩.৫০ শুধু মাত্র চিকিৎসা সহকারী জীববিজ্ঞান শাখায় ৩.৫০ সমমান ।

👉 পরীক্ষার বিষয়ঃ
১। চিকিৎসা সহকারী
আইকিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান এবং স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা।
২। প্রভোস্ট, ও পিএফএন্ডডিআইঃ

👉 শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। ✍

পরীক্ষা কেন্দ্র : তেজগাঁও পুরাতন বিমান বন্দর ঢাকা ১২১৫
যারা মহিলা বিমান সেনা হিসেবে নিজেকে যোগদান করতে চান দ্রুত প্রস্তুতি গ্রহণ করুন । ✍

🔰 জেনে নেই পুরুষ বিমান সেনা ট্রেড সূমহ 👮‍♂️
👉 আবেদন করার প্রক্রিয়াঃ-🔰👍✍✈👉
বিজ্ঞান, ব্যবসায়ী ও মানবিক অর্থাৎ সকল গ্রুপের ছাত্র -ছাত্রীরা আবেদন করতে পারবে। এসএসসি পাস, জিপিএ-৩.৫০, উচ্চতা -৫'৪" বয়সঃ- ১৬ থেকে ২১ শুধু মাত্র এমটি ও এফ পদের জন্য ২৪ বছর ।
। বুকের মাপঃ- ৩২"-৩৪", সাতার জানা আবশ্যক, অবিবাহিত, ।

👉 ট্রেড সমূহঃ-
🔰 টেকনিক্যাল
🔰 নন টেকনিক্যাল
🔰 খেলোয়াড়
🔰 জিসি
🔰 পিএফএন্ডডিআই
🔰 প্রভোস্ট
🔰 মিউজিক
🔰 আইটি এসিস্ট্যান্ট , মেডিকেল এসিস্ট্যান্ট

👉 পরীক্ষার ধাপ সমূহঃ-
🔰 লিখিত
🔰 মেডিকেল
🔰 ভাইভা
🔰 ব্লাড টেস্ট ও ইউরিন টেস্ট।

👉 লিখিত পরীক্ষায় বিষয় সমূহঃ-
আই-কিউঃ-১০০, ইংরেজিঃ-৫০,পদার্থঃ-২৫, গনিতঃ-২৫, জীব বিঃ-২৫ *জিকেঃ-৫০ ✍

👉 ওয়েব সাইটঃ-
www.joinbangladeshairfroce.mil.bd
অতিরিক্ত বিষয় জানতে নক করতে পারেন ।
অগ্রিম ধন্যবাদ
বাংলাদেশ বিমান বাহিনী

19/06/2023

ব্রেকিং নিউজ!! ৭৫৫/৭৫৬ মধুমতী ঢাকা আসছে!!!

প্রস্তাবিত টাইমিং ৭৫৬:-

রাজশাহী সকাল ৮.০০, ঈশ্বরদী ৯.১০, পাকশী ৯.২০, ভেড়ামারা ৯.৩৫, মীরপুর ৯.৪৫, পোড়াদহ ১০.২০, কুষ্টিয়া কোর্ট ১০.৩৫, কুমারখালি ১০.৫০, খোকশা ১১.০৫, পাংশা ১১.২০, কালুখালী ১১.৩০, রাজবাড়ী ১২.০০, আমিরাবাদ ১২.১৫, ফরিদপুর ১২.৩০, তালমা ১২.৪৫, ভাংগা ০১.১৫, পদ্মা স্টশন ১.৪০, মাওয়া ২.০০, ঢাকা দুপুর ২.৩০ টা।

এটি কুষ্টিয়া জেলার সর্বমোট ৬ টি স্টেশনে থামবে। আর কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনে থামবে। এখন কুষ্টিয়ার শহর থেকে ঢাকা শহরে যেতে মাত্র ৩ ঘন্টা ৫৫ মিনিট সময় লাগবে 🤯।

প্রস্তাবিত টাইমিং ৭৫৫:-
ঢাকা দুপুর ৪.০০ টা টু রাজশাহী রাত ১০.৩০!!!

বাংলাদেশ রেলওয়ের সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশ রেলপথ সরকারি মালিকানা ও সরকার কর্তৃক পরিচালিত দেশের একটি মুখ্য পরিবহন সংস্থা।...
10/06/2023

বাংলাদেশ রেলওয়ের সংক্ষিপ্ত ইতিহাস


বাংলাদেশ রেলপথ সরকারি মালিকানা ও সরকার কর্তৃক পরিচালিত দেশের একটি মুখ্য পরিবহন সংস্থা। মোট ২৫০৮৩ জন নিয়মিত কর্মচারীসহ বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫.৫৩ কি:মি: রুট রয়েছে। যেহেতু দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে সংযোজন করার জন্য রেলপথ একটি গুরুত্বপূর্ণ স্থল পরিবহন ব্যবস্থা, তাই রেলপথের সার্বিক উন্নতি দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জুন ২, ১৯৮২ পর্যন্ত একজন চেয়ারম্যান ও চারজন মেম্বারসহ রেলওয়ে বোর্ডের নিকট রেলপথের ব্যবস্থাপনা ও উন্নয়ন ন্যস্ত ছিল। তারপর প্রশাসনিক ও কার্যপরিচালনার সুবিধার্থে রেলওয়ে বোর্ডের বিলুপ্তি ৩ জুন ১৯৮২ সালে কার্যকর হয় এবং রেলওয়ে বোর্ডের কার্যক্রম যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে ডিভিশনের নিকট ন্যস্ত হয় এবং উক্ত বিভাগের সচিব বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে। একই উদ্দেশ্যে দুই মহাব্যবস্থাপকের প্রশাসনিক নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়েকে পূর্ব ও পশ্চিম দুই অঞ্চলে ভাগ করা হয়। দুই অঞ্চলের দুইজন মহাব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নিকট দায়বদ্ধ হয়। পরবর্তীতে ১২ আগস্ট ১৯৯৫ সালে রেলপথের দৈনন্দিন কার্যক্রম মন্ত্রণালয় থেকে আলাদা হয়ে রেলওয়ে প্রফেশনালদের নিয়ে মহাপরিচালকের হাতে ন্যস্ত হয়। নীতি নির্ধারণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান করে ৯ সদস্য বিশিষ্ট Bangladesh Railway Authority (BRA) গঠিত হয়। অতিরিক্ত মহাপরিচালক ও যুগ্ম মহাপরিচালকগণ সমস্ত প্রশাসনিক ও নীতি নির্ধারণের কাজ সম্পন্ন করেন।

দুই জোনের মহাব্যবস্থাপকগণকে সহায়তা করেন বিভিন্ন বিশেষায়িত দপ্তর, যারা কার্য পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার জন্য দায়িত্বশীল থাকেন। প্রত্যেক জোন আবার দুইটি প্রধান কার্য পরিচালনা বিভাগে বিভক্ত। এই বিভাগগুলো বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (DRM) এর অধীনে পরিচালিত হয় এবং সংস্থাপন, পরিবহন, বাণিজ্যিক, আর্খিক, যান্ত্রিক, ওয়ে এন্ড ওয়ার্কস, সংকেত ও টেলিযোগাযোগ, বৈদ্যুতিক, চিকিৎসা, নিরাপত্তা বাহিনীর মত বিভিন্ন বিশেষায়িত দপ্তরের বিভাগীয় কর্মকর্তারা তাকে সহায়তা করে থাকেন। এছাড়াও দুইজন বিভাগীয় তত্ত্বাবধায়ক (Divisional Superintendent) এর অধীনে পূর্বাঞ্চলের পাহাড়তলী ও পশ্চিমাঞ্চলের সৈয়দপুর কারখানা (Workshop) আছে। অধিকন্তু ব্রড গেজ ও মিটার গেজ লোকোমোটিভের জেনারেল ওভারহলিং এর জন্য পার্বতীপুর চীফ এক্সিকিউটিভের নিয়ন্ত্রণে একটি লোকোমোটিভ কারখানা আছে।

বাংলাদেশ রেলওয়েতে রেক্টরের অধীনে ‘রেলওয়ে ট্রেনিং একাডেমী (RTA)’, প্রধান পরিকল্পনা কর্মকর্তার অধীনে ‘পরিকল্পনা কোষ’ (Planning Cell), প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের অধীনে ‘সরঞ্জাম শাখা’ (Stores Department), দুই জোনের হিসাব ও অর্থনৈতিক ব্যবস্থাপনা কার্যক্রমের সমন্বয় ও পরামর্শের জন্য অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এর অধীনে ‘হিসাব বিভাগ’(Accounts Department) আছে।

ট্রেন পরিচালনার সাথে সম্পর্কিত বাংলাদেশ রেলপথের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং রেলপথে পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার প্রথমে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পৃথক রেলপথ বিভাগ ও পরে রেলপথ মন্ত্রণালয় গঠন করে।

10/06/2023

বাংলাদেশে রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে, ১৮৬২ সালে। ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথমদিকে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে।

বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ চলছে।ভিজিট করুনঃ
16/05/2023

বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ চলছে।
ভিজিট করুনঃ

Join Bangladesh Navy

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rail Sheba রেল সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share