PC Nagorik Porishod- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • PC Nagorik Porishod- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

PC Nagorik Porishod- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ Woking for establishing constitutional human rights

Cancel all discriminal tribal Quatas, starts hill tracts Quatas....
from 1997 CHT Bangali are deprived from all facilities by District Council & Regional Council by giving special priority to Chakma tribal without Bangali people .

02/01/2025

ব্রেকিংনিউজ -রাঙ্গামাটির লংগদু কাট্রোলী এলাকায় ইউপিডিএফ প্রসীত ও সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধে এক ইউপিডিএফ সদস্য নিহত সামরিক পোশাক, মোবাইল ফোন, অস্ত্র গোলাবারুদ উদ্ধার!!

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানা হত্যা: প্রকৃত ঘটনা।খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক...
02/10/2024

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানা হত্যা: প্রকৃত ঘটনা।

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল হাসান মুহাম্মদ সোহেল রানা। ২০২১ সালে তার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ির উপজাতীয় আঞ্চলিক সংগঠনগুলো সোহেল রানার বিচার দাবি করে।

ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে প্রতিটা ধর্ষিতা ছাত্রীর পিতা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে ২০২১ সালের ৩ মার্চ তারিখে সোহেল রানা ঢাকায় গ্রেফতার হন। এরপর তিনি কারাগারে ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধার তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্রছাত্রীরা। বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। ওই ছাত্রী আদালতে এসে সাক্ষ্য দেয় তিনি কোন ধর্ষণের শিকার হননি। পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে মর্মে সাক্ষ্য দিলে সোহেল রানা খালাস পান এবং চাকরিতে যোগদান করেন। সোহেল রানা চাকরিতে যোগদানের পর থেকে পাহাড়ি ছাত্ররা তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রত্যাহার দাবি করে আসছিল। আজ ওই শিক্ষক বিদ্যালয় এলে ত্রিপুরার এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ এনে শিক্ষককে হত্যা করা হয়।

শিক্ষক সোহেল রানার পারিবারিক সূত্রে জানা যায়, পাহাড়িদের প্রতিবাদের মুখে ওই শিক্ষক আজ বিদ্যালয় রিলিজ অর্ডার নিতে এসেছিলেন। কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হলো না।

এবার বলুন রহস্যটা কোথায়?
ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাপে এক অসহায় বাবা সোহেল রানের বিরুদ্ধে মামলা করেন। অথচ যাকে ধর্ষিতা বলা হচ্ছে তিনি নিজেই আদালতে সাক্ষ্য প্রদান করেন তিনি ধর্ষিতা নন। অভিযুক্ত ব্যক্তি নির্দোষ।

কারাগার থেকে মুক্ত হয়ে যথাযথ প্রক্রিয়ায় সোহেল রানা চাকরিতে বহাল হন। কিন্তু, তাতে বাধা দিচ্ছিল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে অন্যত্র বদলি করা হয়। আজ তিনি রিলিজ অর্ডার নিতে বিদ্যালয়ে যান। সেখানে আজই ছাত্রী ধর্ষণ কতটুকু যৌক্তিক? পূর্বেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু তিনি আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হয়েছেন।

বুঝতে পারছেন ঘটনাটা সুপরিকল্পিত।
চুরির অপবাদে মামুনকে হত্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও স্বার্থ হাসলে ব্যর্থ সন্ত্রাসী গোষ্ঠী। আজ ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক হত্যা। মোটকথা তারা সুপরিকল্পিতভাবে পাহাড়কে অশান্ত রাখতে চাইছে। নচেৎ, এভাবে বিভিন্ন অপবাদ এনে বাঙ্গালী হত্যার কোন অর্থ নাই।

চোর, ধর্ষক, খুনি- অপরাধী যাই হোক প্রত্যেক অপরাধের বিচারের জন্য দেশের সুনির্দিষ্ট আইন রয়েছে। কিন্তু হঠাৎ করে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ায় দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ রয়েছে। এই ষড়যন্ত্রকে যদি রাষ্ট্র অবহেলা করে তবে পাহাড়ের সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

01/10/2024

কতটা ভয়ংকর উপজাতীয়রা,খাগড়াছড়ি সদর, টেকনিক্যাল কলেজের শিক্ষককে এভাবে পিটিয়ে হত্যা করে উগ্র সাম্প্রদায়িক উপজাতী সন্ত্রাসীরা!

22/09/2024

খুব দ্রুত পাহাড়ে অবৈধ অ*স্ত্রধারীদের গ্রে*ফতার এবং অবৈধ অ*স্ত্র উদ্ধার জরুরী। ঘটনাটি আসাম, মিজোরাম বা মনিপুর নয়। পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাশের গ্রাম রাঙ্গামাটির রাজস্থলি উপজেলার বাঙ্গালহালিয়া।

©সংগৃহীত।

খাগড়াছড়ি জেলা  #সাধারণ_সম্পাদক  পদে সবচেয়ে যোগ্য, সৎ, ও ১৮ বছর ধরে সংগঠনে গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দেওয়া  েতা Md Robiul ...
18/04/2024

খাগড়াছড়ি জেলা #সাধারণ_সম্পাদক পদে সবচেয়ে যোগ্য, সৎ, ও ১৮ বছর ধরে সংগঠনে গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দেওয়া েতা Md Robiul Hossan রবিউলের জন্য ভোটারের ভোট ও সকলের দোয়া চাই! @আপনার বিবেকের সবচেয়ে সুচিন্তিত বিশ্লেষণের মাধ্যমে ভোট প্রদানের অনুরোধ রইলো!

09/02/2024

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when PC Nagorik Porishod- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PC Nagorik Porishod- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ:

Videos

Share