Al-amingk23

Al-amingk23 Stay connected with us.
(2)

28/12/2023
কমেন্ট করে উত্তর দিন
28/12/2023

কমেন্ট করে উত্তর দিন

28/12/2023
২৬ ডিসেম্বর,২০২৩সিদ্ধেশ্বরী,ঢাকা।
26/12/2023

২৬ ডিসেম্বর,২০২৩
সিদ্ধেশ্বরী,ঢাকা।

25/12/2023

✅১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত__
ক. র‍্যাডক্লিফ কমিশন
খ. সাইমন কমিশন
গ. লরেন্স কমিশন
ঘ. ম্যাকডোনাল্ড কমিশন

এক নজরে দেখে নিন
25/12/2023

এক নজরে দেখে নিন

24/12/2023

✓১৯৬৭:

পাকিস্তান সেনাবাহিনীতে তিনি 'পাপা টাইগার'/'চাচা ওসমানী' নামে পরিচিত ছিলেন। তিনি তাঁর সাহসিকতা ও সামরিক দক্ষতা দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টেকে (ইবিআর) সকলের কাছে 'বেঙ্গল টাইগারস', হিসাবে পরিচিত করে তোলেন। তাঁর উদ্যোগে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙ্গালী অফিসাররা নিজেদের মধ্যে বাংলায় যোগাযোগ ব্যবস্থা চালু করেন। এছাড়া, বাংলা রেজিমেন্টের সৈন্যদের উজ্জিবীত করতে তিনি বাংলা গান চালু করা সহ (যেমন: চল, চল্, চল্... ও গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ... ইত্যাদি) ব্রতচারী নৃত্যের প্রচলন করেন। ১৯৬৭ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

জীবনালেখ্য
জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী

24/12/2023

✓বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়-

(ক) ১৯৭৯ সালে
(খ) ১৯৭২ সালে
(গ) ১৯৭৪ সালে
(ঘ) ১৯৭৫ সালে

কমেন্ট করে উত্তর দিন:
24/12/2023

কমেন্ট করে উত্তর দিন:

সদর উপজেলা মডেল মসজিদ, নরসিংদী২৪ ডিসেম্বর,২০২৩
24/12/2023

সদর উপজেলা মডেল মসজিদ, নরসিংদী
২৪ ডিসেম্বর,২০২৩

২৪ ডিসেম্বর,২০২৩
24/12/2023

২৪ ডিসেম্বর,২০২৩

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর২২ ডিসেম্বর ২০২৩
22/12/2023

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
২২ ডিসেম্বর ২০২৩

22/12/2023

জ্যোতির্ময় গুহ ঠাকুরতা রোমান দার্শনিক সিসেরোর উদ্ধৃতি দিয়ে প্রায়ই বলতেন– ‘সালুস পপুলি সু প্রিমা এস্তলেকস’। অর্থাৎ মানুষের মঙ্গলই হচ্ছে সর্ব প্রধান আইন।

21/12/2023

✓BSTI এর পূর্ণরূপ কী?

A)Bangladesh Salt Testing Institute.

B)Bangladesh Strategic Training Institute.

C)Bangladesh Standard and Testing Institute.

D)Bangladesh Society for Telecommunication and Information.

20/12/2023

ব্রেকিং💥
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের এবার ৩ মার্কস কাটা হবে।

20/12/2023

জাতিসংঘ ও বাংলাদেশ

♦ বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
= ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে [১৩৬ তম দেশ হিসেবে, ২৯ তম অধিবেশনে]।
♦ জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত?
= ০.০১ শতাংশ।
♦ শেখ মুজিবর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেয় কবে?
= ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
♦ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে
অংশগ্রহণ করে কবে?
= ১৯৮৮ সালে [ইরাক-ইরান মিশনে]।
♦ জাতিসংঘের মোট কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেন?
= ৫ জন [১. কুর্ট ওয়াল্ড হেইম (১৯৭৩), ২. পেরেজ দ্য কুয়েলার (১৯৮৯), ৩. কফি আনান (২০০১), ৪. বান কি মুন (২০০৮, ২০১১), এন্তিনিও গুতেরেস (২০১৮)]।
♦ বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদ (স্বস্তি পরিষদ) এর অস্থায়ী সদস্যপদ লাভ করে?
= ২ বার [ ১. ১৯৭৯-১৯৮০ সালে, ২. ২০০০-২০০১ সালে]।

♦ জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
= হুমায়ূন রশীদ চৌধুরী [৪১তম অধিবেশন, ১৯৮৬ সালে]।
♦ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি কে?
= আনোয়ারুল করিম চৌধুরী [২০০১ সালে]।
♦ জাতিসংঘে বাংলাদেশের ১ম স্থায়ী প্রতিনিধি কে?
= ড. এ. কে. এম আব্দুল মোমেন।
♦ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন কোন বাংলাদেশী?
= আমিরা হক।
♦ বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে?
= মাসুদ বিন মোমেন

♦১৯৭১ সালে বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা সংঘঠিত হয়, তৎকালিন জাতিসংঘ মহাসচিব উথান্ট এই গণহত্যাকে নিন্দা করে একে ‘মানব ইতিহাসের কলঙ্কিত অধ্যায়’ বলে অভিহিত করেছিলেন।
♦ ১৯৭১ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রথম জাতিসংঘে বাংলাদেশের মানুষের বক্তব্য বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে প্রত্যক্ষভাবে উপস্থাপিত হয়।

♦ ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রথম জাতিসংঘ মহাসচিব হিসেবে কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে আসেন।
♦ ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায়। কিন্তু নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের কারণে পর পর দু’বার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়।
♦ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
♦ যোগদানের এক সপ্তাহ পর ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।
♦ জাতিসংঘে সদস্যপদ লাভের এক বছরের মধ্যে ১৯৭৫ সালে বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
♦ ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এবং ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দু’বার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এর সদস্য হিসেবে কাজ করে।

♦ জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হুমায়ুন রশিদ চৌধূরী ১৯৮৬-৮৭ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
♦ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ ২ বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।
♦ বাংলাদেশ ২০০০ সালের মার্চ মাসে এবং ২০০১ সালের জুন মাসে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে।
♦ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ১৯৮৫ সালে দায়িত্ব পালন করেন।
♦ এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়ে ১৯৮৩-২০০০ মেয়াদে এবং ২০০৬-২০০৮ মেয়াদে কাজ করে।

♦ ১৯৮৮ সালে ইরাক-ইরান শান্তি মিশনে যোগদানের মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনীর ১৫ জন সদস্য জাতিসংঘের পতাকাতলে একত্রিত হয়।
♦ ১৯৯০-৯১ সালে প্রথম আরব উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বাহিনীতে বাংলাদেশের ২১৯৩ জন সেনা সদস্য অংশগ্রহণ করে। সেটিই ছিল জাতিসংঘের বাইরে কোনো একক দেশের নেতৃত্বে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।
♦ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেয়া সৈন্যদের প্রশিক্ষণে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট ট্রেইনিং’ (বিপসট) প্রতিষ্ঠা করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী শান্তি মিশনে যোগ দেয় ১৯৯৩ সালে।
♦ বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সালে জাতিসংঘ পরিবারের সদস্য হয় নামিবিয়া মিশনের মাধ্যমে।

20/12/2023

Chinese nouns for time
• 明天 (míngtiān): Tomorrow
• 昨天 (zuótiān): Yesterday
• 今天 (jīntiān): Today
• 現在 (xiànzài): Now
• 晚上 (wǎnshàng): Evening
• 早晨 (zǎochén): Morning

ঝালকাঠি জেলা: প্রথম ধাপ
20/12/2023

ঝালকাঠি জেলা: প্রথম ধাপ

18/12/2023

পত্রিকার পাতা থেকে: ১৮ ডিসেম্বর ২০২৩
°°°°°°=°=====°°°°°°======°°°°°===°°°

✓অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
উত্তরঃ বাংলাদেশ (প্রতিপক্ষ- সংযুক্ত আরব আমিরাত)

✓২০২৩ সালের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা পেয়েছে কোন দেশ?
উত্তরঃ বাংলাদেশ

✓দেশের কোন বিভাগে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বাস করে?
উত্তরঃ বরিশাল (সবচেয়ে কম খুলনা বিভাগে)

✓'অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট-২০২৩' এর টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন কে?
উত্তরঃ আশিকুর রহমান শিবলি (বাংলাদেশ)

✓সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি ঝরিয়েছে?
উত্তরঃ পাকিস্তান

✓বাংলাদেশে 'সুপ্রিম কোর্ট দিবস' কবে পালিত হয়?
উত্তরঃ ১৮ ডিসেম্বর

✓'আন্তর্জাতিক অভিবাসী দিবস' কত তারিখে পালিত হয়?
উত্তরঃ ১৮ ডিসেম্বর

✓BBS-এর জরিপ অনুযায়ী বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত?
উত্তরঃ ১৮.৭০ শতাংশ

কথা কি সত্যি???
18/12/2023

কথা কি সত্যি???

Address

41/6, Khondokar Goli, Siddeswari, Ramna
Dhaka
1217

Telephone

+8801759393874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-amingk23 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-amingk23:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All