16/04/2023
নং-৪৫,০৩,০০০০,০০২,০১,০০২.২২. ১৭৮
তারিখঃ ১৬/০৪/২০২৩ খ্রি:
বিষয়ঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিফ নার্সিং, ব্যাচেলর অব সায়েন ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও
ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নিওয়াইফারি ফোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের সংযুক্তি প্রদান।
সুত্র: স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং সেনা শাখার ১৯/০২/২০২৩ খ্রি. তারিখের ১০০ নং স্মারক।
উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন
পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে শিক্ষারী ভর্তির লক্ষ্যে ২৪ ডিসেম্বর ২০২২
খ্রি: তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় কলেজওয়ারি নির্বাচিত প্রার্থীগণ-কে কোর্সে অধ্যয়নের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ হতে সূত্রস্থ পত্রমূলে অনুমতি
প্রদান করা হয় কেপি সংযুক্ত)। নির্বাচিত প্রার্থীগণ-কে কলেজওয়ারি ১৭/০৫/২০২৩ হি. তারিখ হতে ১৯/০৫/২০১৫ খ্রি. পর্যন্ত ০২ বছরের সংযুক্তি
আদেশ নির্দেশক্রমে প্রদান করা হলো।
श
নিম্নবর্ণিত শর্ত অনুসরণ করে নির্বাচিত প্রার্থীগণ স্থানীয় কর্তৃপক্ষের নিকট হতে ছাড়পত্র গ্রহণ পূর্বক আগামী ০৭/০৫/২০২৩ খ্রি. তারিখ
হয়ে ১৬/০৫/ ২০২৩ খ্রি: তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন।
01
".
5,
ঝ,
পণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
(निका भाषा)
মহাখালী, ঢাকা
www.dgnm.gov.bd
G.
81
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস শুরু হবে।
সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল নার্সিং সুপারভাইজার/ সিনিয়র স্টাফ নার্স/ স্টাফ নার্স/ নার্সগণ ভর্তি জন্য নির্বাচিত
হয়েছেন তারা ০১ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতার সনদ ভর্তিকালীন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর জমা দিবেন।
নির্বাচিত প্রার্থীগণ মিথ্যা ও ভুল তথ্য প্রদানের মাধ্যমে ভর্তি হলে উক্ত ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক
ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত নির্বাচিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত সরকারি/ বেসরকারি নার্সিং শিক্ষা
প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবেন।
ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্স কেবলমাত্র নারী মিডওয়াইফদের জন্য সংরক্ষিত থাকবে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে প্রার্থীর প্রাপ্ত রেজিস্ট্রেশন হালনাগাদ থাকতে হবে।
যদি কোন শিক্ষার্থী কর্তৃপক্ষের বিনানুমতিতে একাধারে তিন মাসের অধিক সময় কোর্সে অনুপস্থিত থাকেন তাহলে তার কঠি
স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
ভর্তির তারিখ হতে দুই মাসের মধ্যে সংযুক্তি আদেশ বাতিল করত: মূল কর্মস্থলে ফেরৎ যাওয়ার আবেদন করতে পারবেন। এর পরে
কোর্স আগের আর সুযোগ থাকবেনা।
সরকারি নার্সিং কলেজেসমূহে পোস্ট বেসিক কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীগণ ২৫/০৫/২০২৩ খ্রি. তারিখের মেধা স্ব স্ব কলেজের অধ্যক্ষ এর
মাধ্যমে মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। আসন শূন্য থাকা সাপেক্ষে মেধাক্রমানুযায়ী মাইগ্রেশন সম্পন্ন করা হবে।
ছাত্রদের নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবাসন সংকুলান না হলে ছাত্রীদেরকেও নিজ দায়িত্বে
আবাসনের ব্যবস্থা করতে হবে।
কোর্সে অধ্যয়নকালীন সংশ্লিষ্ট নার্সিং কলেজ, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ও মিডওয়াইফারি