![যারা নিয়মিত মেট্রো দিয়ে চলাচল করেন, তারা অনেকেই হয়তো MRT Buddy অ্যাপটির কথা জানেন না। এটি একটি Unofficial অ্যাপ, যা ক...](https://img3.medioq.com/098/160/1333227820981607.jpg)
30/11/2024
যারা নিয়মিত মেট্রো দিয়ে চলাচল করেন, তারা অনেকেই হয়তো MRT Buddy অ্যাপটির কথা জানেন না। এটি একটি Unofficial অ্যাপ, যা কিছু বাংলাদেশি তরুণের উদ্যোগে তৈরি হয়েছে।
এই অ্যাপটি ব্যবহার করে আপনি সহজেই NFC Scan করে ব্যালেন্স চেক করতে পারবেন এবং কোথায় কত টাকা খরচ হয়েছে তাও দেখতে পারবেন।
তবে, এখনো অফিসিয়ালি এই অ্যাপটি সম্পূর্ণ ফিচার পায়নি, তাই ব্যালেন্স যোগ করার অপশনটি আপাতত নেই। কিন্তু আশা করা যায়, শীঘ্রই এই ফিচারটিও যুক্ত হবে।
তাই, যারা নিয়মিত যাতায়াত করেন এবং ব্যালেন্স চেক নিয়ে ঝামেলায় পড়েন, তারা PlayStore বা AppStore থেকে অ্যাপটি ডাউনলোড করে স্ক্যান করে সহজেই ব্যবহার করতে পারবেন।
আপনারা যদি এই অ্যাপটি নিয়ে ইতিবাচক মতামত দেন, তবে অ্যাপটির নির্মাতারা এটিকে আরো উন্নত করার জন্য অনুপ্রাণিত হবে।🫰