Md. Jahangir Alam

Md. Jahangir Alam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Jahangir Alam, Digital creator, Jibannagar, Dhaka.

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলই না স্কুল কি? আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা ক...
13/12/2024

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলই না স্কুল কি?

আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে। আন্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি।
৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”। স্টিভ জব শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে গির্জায় যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোন গাড়ি তাঁকে নিতেন না। মাইলের পর মেইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী (র) এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মুংগেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুল্কারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
সুতরাং কোন কিছুই আপনার উন্নতির পিছনে বাঁধা হতে পারে না। যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দিবেই। ইনশাআল্লাহ। ❤️

ছোট বেলা থেকেই সন্ধ্যা বেলায় মাগরিবের আজান যেমন শুনা যেতো পাশের বাড়িতে পুজোর ঘন্টা শুনে শুনেই বড় হয়েছি,আমার গ্রামে হিন্দ...
03/12/2024

ছোট বেলা থেকেই সন্ধ্যা বেলায় মাগরিবের আজান যেমন শুনা যেতো পাশের বাড়িতে পুজোর ঘন্টা শুনে শুনেই বড় হয়েছি,আমার গ্রামে হিন্দু মুসলিমের সহাবস্থান ছিল নজিরবিহীন,তখন এত শিক্ষা এত প্রযুক্তির প্রসার ছিলনা, কিন্তু ছিল পরমত সহিষ্ণুতা, আমাদের স্কুলের হিন্দু শিক্ষকদের অনেক সন্মান আর ভয় করতাম, ওনারা ছিলেন শিক্ষক ওনার ধর্ম কি? এসব আমাদের মনেও আসতো না, সহপাঠীদের সাথে ধর্মের কারনে কোন বিভেদ আমাদের ছিলনা, ঈদ কিংবা পুজোয় আমরা সবাই হাসি আনন্দেই দিন কাটাতাম, আসল কথা হলো সন্মান।
আসুন ধর্মীয় মতবিরোধ পরিহার করে সকল ধর্মের অনুসারীকে ভালোবাসতে শিখি, সন্মান করতে শিখি, অন্যের ধর্মেকে ছোট করে আমরা নিজের ধর্মকে কেন কলুষিত করবো?

28/11/2024

মানুষের কাছে প্রত্যাশা কমিয়ে ফেলুন। জীবন কিছুটা হলেও সহজ হয়ে যাবে।

অস্কার জয়ী এ আর রহমান বিখ্যাত সুরকার তার ২৯ বছরের সংসার জীবনের ইতি টানলেন,সফলতা কাকে বলে?? সে তো সফল তারপর ও সংসার জীবনে...
27/11/2024

অস্কার জয়ী এ আর রহমান বিখ্যাত সুরকার তার ২৯ বছরের সংসার জীবনের ইতি টানলেন,

সফলতা কাকে বলে?? সে তো সফল তারপর ও সংসার জীবনে অসুখী তার কারণ কি??

তার বউকে প্রশ্ন করা হলে সে উত্তরে বলেন আমাদের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে যা আর কমানো সম্ভব না।

স্বামী যখন তার অর্ধাঙ্গানীর সাথে প্রাণ খুলে কথা বলেনা আবার স্ত্রী ও যখন স্বামীর সাথে প্রাণ খুলে কথা বলতে পারে না সময়ের জন্য কিংবা যে দ্বিধা /বাধা কাজ করে এর কারণেই দুজনের মধ্যে যে দূরত্ব তৈরি হয় তা ধীরে ধীরে সংসার ভাঙ্গার কারণ হয়ে ওঠে।

26/11/2024
“নিজের জন্য যা সঠিক, তাই করো। অন্য কেউ যেন তোমার স্বপ্নকে ধ্বংস করতে না পারে।”এটার অর্থ হলো, জীবনের লক্ষ্য বা স্বপ্ন পূর...
22/11/2024

“নিজের জন্য যা সঠিক, তাই করো। অন্য কেউ যেন তোমার স্বপ্নকে ধ্বংস করতে না পারে।”

এটার অর্থ হলো, জীবনের লক্ষ্য বা স্বপ্ন পূরণের পথে অনেক বাধা আসবে—অনেকেই তোমাকে ভিন্নভাবে ভাবাতে চাইবে বা তোমার স্বপ্নকে ছোটো করে দেখাবে। তবে, তুমি যদি জানো তোমার স্বপ্ন আর লক্ষ্যগুলো কি, তাহলে অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের পথে অটল থাকতে হবে।

নিজের মঙ্গল ও উন্নতির জন্য যা ভালো, সেটাই করো এবং স্বপ্ন পূরণের পথে দৃঢ় থেকে এগিয়ে যাও।

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখ...
22/11/2024

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে - আইনস্টাইন তো অবাক!!!

উনি তখন বললেন "বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না,তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো।

এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন। এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন।

সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন "স্যার,ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন,
আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?

আসল আইনস্টাইন দেখলেন বিপদ,এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিল।।
এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে।

বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।
এই জন্যে কথায় আছে,
----- সৎ সঙ্গে স্বর্গ বাস,অসৎ সঙ্গে সর্বনাশ ------

সংগৃহীত

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। প...
14/11/2024

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা।

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।
এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিদৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।
কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়িরিটি।

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গ*রুর গাড়ি কোথায় গ*রুর হালকোথায...
25/10/2024

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গ*রুর গাড়ি কোথায় গ*রুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস সেই কলসীর জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!

শকু*নরা সব কোথায় গেল কোথায় গেল কা*ক
কোথায় গেল শি*য়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার বাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।

কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।

কোথায় গেল গ*রুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হাত রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কু*লুর ব*লদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মকতব ও আর নাই।

#হারানো_দিনের_স্মৃতি

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
11/10/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।
জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

02/10/2024

নগ্ন হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। তারপর শুধু একটা কাফনের কাপড়ের জন্য এতো দুর ভ্রমণ করলেন
---মির্জা গালিব।

প্রসঙ্গ : জাতীয় মাসজিদবাইতুল মুকাররমের আজকের ঘটনার পর হাদিসটি পড়ে দেখুন মিলে গেল কিনা? عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، ...
20/09/2024

প্রসঙ্গ : জাতীয় মাসজিদ

বাইতুল মুকাররমের আজকের ঘটনার পর হাদিসটি পড়ে দেখুন মিলে গেল কিনা?

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى مِنَ الْإِسْلَامِ إِلَّا اسْمُهُ، وَلَا يَبْقَى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ، مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَهِيَ خَرَابٌ مِنَ الْهُدَى، عُلَمَاؤُهُمْ شَرُّ مَنْ تَحْتَ أَدِيمِ السَّمَاءِ مَنْ عِنْدَهُمْ تَخْرُجُ الْفِتْنَةُ وَفِيهِمْ تَعُودُ

‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

শীঘ্রই মানুষের ওপর এমন এক যুগ আসবে, যখন
শুধু নাম ব্যতীত ইসলামের কিছুই অবশিষ্ট থাকবে না।

সেদিন কুরআনের শুধুমাত্র অক্ষরটুকুই অবশিষ্ট থাকবে।

তাদের মাসজিদগুলো তো বাহ্যিকভাবে চাকচিক্যময় (আবাদ) হতে থাকবে, কিন্তু (ভেতরথেকে) হবে হিদায়াতশূন্য।

তাদের আলিমগণ হবেন আকাশের নীচে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি!

তাদের নিকট হতেই দ্বীনের ফিতনাহ্-ফাসাদ সৃষ্টি হবে। অতঃপর এ ফিতনা তাদের দিকেই ফিরে আসবে।

রেফারেন্স :
শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-১৭৬৩

- copied

12/09/2024

কাটার ব্যাথা কিছু সময়ের জন্য থাকে, আর কথার ব্যাথা সারাজীবনের জন্য থাকে

Address

Jibannagar
Dhaka
7230

Telephone

+8801716253075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Jahangir Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Jahangir Alam:

Share