Islamic Miror

Islamic Miror It is only an Islamic Page only

ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল।। গরুজবাইয়ের সময়ে EEG পরীক্ষা...
28/06/2023

ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল।। গরু
জবাইয়ের সময়ে EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়।

পরীক্ষায় দেখা যায়,
*জবাইয়ের প্রথম ৩সেকেন্ডে EEG গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যাথা পায় না।
*পরের ৩ সেকেন্ডের EEG রেকর্ডে দেখা যায়, গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে,শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা হয়।
*এই প্রথম ৬ সেকেন্ড পরে EEG গ্রাফে Zero level দেখাচ্ছিলো, তার মানে গরু কোনো ব্যাথা পাচ্ছিলো না।
*গরুর যে খিচুনি আমরা দেখি সেটা Spinal cord এর একটি Reflex Reaction, এটা মোটেও ব্যাথার জন্য হয় না।

(এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের
প্রফেসর শুলজ এবং ডক্টর হাজিম।)

সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আল-আমীন এমন ভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, যা অত্যন্ত নিখুঁত। যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাব্বুল আল-আমীনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবে।

©️

মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আপনি পৌঁছাতে বাধ্য। কোটি টাকা খরচ করে হলেও আপনি সেখানে পৌছাবে। যার মৃত্যু যেখানে নির্ধারিত...
25/06/2023

মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আপনি পৌঁছাতে বাধ্য। কোটি টাকা খরচ করে হলেও আপনি সেখানে পৌছাবে।
যার মৃত্যু যেখানে নির্ধারিত আছে, সেখানেই তাঁর মৃত্যু হবে। এবার নির্ধারিত ব্যক্তি মৃত্যুর স্থানে উপস্থিত থাকা কিংবা দূরে থাকুক। তাকে নির্ধারিত স্থানে পৌঁছানোর দায়িত্বও মহান আল্লাহর।
কোরআনুল কারিমের বর্ণনায় মৃত্যু থেকে পালিয়ে থাকার কোনো সুযোগ নেই। আর তা কেউ পারবে না বলেও ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। তিনি বলেন-তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও। বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে, এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর যদি তাদের কোনো অকল্যাণ হয়, তবে বলে, এটা হয়েছে তোমার পক্ষ থেকে। বলে দাও, এসবই আল্লাহর পক্ষ থেকে। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে, যারা কখনও কোনো কথা বুঝতে চেষ্টা করে না।’ (সুরা নিসা : আয়াত ৭৮)

মৃত্যু যে নির্ধারিত স্থানে সংঘটিত হবে তা প্রমাণিত সত্য।

কয়লার খনিতে কাজ করা একজন শ্রমিক। আপনি আমি যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাসফাস করছি তখনও সে কাজ করে যাচ্ছে। সে জানে ...
17/06/2023

কয়লার খনিতে কাজ করা একজন শ্রমিক। আপনি আমি যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাসফাস করছি তখনও সে কাজ করে যাচ্ছে। সে জানে বিকেল না হলে তার মজুরি মিলবেনা, পরিবারের সদস্যদের মুখে খাবারও উঠবেনা।

এসব ভাবলে নিজের জীবনকে অনেক বিলাসবহুল মনে হয়,আজকের যেই কাজটি অনেক কঠিন মনে হচ্ছে,তা অতি সহজতর লাগে।

এ জীবনে কোনো কাজই সহজ নয়, তেমনি কঠিন ও নয়, তাই যা আছে তা নিয়ে অভিযোগ করা নিছক বোকামি।

❤️
16/06/2023

❤️

😑
15/06/2023

😑

Halal is not easy to earn. May Allah help us to earn in Halal way. ❤️
15/06/2023

Halal is not easy to earn. May Allah help us to earn in Halal way. ❤️

ছবিটি দেখার পর কল্পনার জগতে হেরে যাবেন 🥺🥺 একটা শব্দে পুরো গল্পটা বলতে পারবেন ?
13/06/2023

ছবিটি দেখার পর
কল্পনার জগতে হেরে যাবেন 🥺🥺
একটা শব্দে পুরো গল্পটা বলতে পারবেন ?

• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful                                                                                 ...
13/06/2023

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful














































এখনো সময় আছে, রবকে ভয় করুন।কেউ লাইক দিবেন না।শেয়ার করুন। 😭😭😭
10/06/2023

এখনো সময় আছে, রবকে ভয় করুন।কেউ লাইক দিবেন না।শেয়ার করুন। 😭😭😭

A mother praying for her son outside the wall of a graveyard ⚰️ who died in an accident. A mother's love is endless. ❤️❤...
26/05/2023

A mother praying for her son outside the wall of a graveyard ⚰️ who died in an accident. A mother's love is endless. ❤️❤️❤️
Jumma mubarak

The jealousy of the man for his wife in ISLAM.
25/05/2023

The jealousy of the man for his wife in ISLAM.

 #মা😭   চিতাবাঘটি  একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে...
24/05/2023

#মা😭
চিতাবাঘটি একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা।

Life is not easy without Father 💔🥹
22/05/2023

Life is not easy without Father 💔🥹

إنا لله وإنا إليه راجعونজামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী হুযু...
17/05/2023

إنا لله وإنا إليه راجعون

জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী হুযুর ইন্তেকাল করেছেন ।
سقى الله ثراه وجعل الجنة مثواه

13/02/2023

তুর্কীর একটি চ্যানেল ৫ বছরের এক বাচ্চার সাথে কথা বলে যাকে ১১২ ঘন্টা পর ধ্বংস স্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি এত দীর্ঘ সময় অনাহারে থাকনি?

সে উত্তরে বলে একজন সাদা পোশাকের ব্যক্তি তার নিকট এসে তাকে খাবার ও পানি দিত অতপর চলে যেত।

আল্লাহ তা'আলা বলেনঃ

আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। (সূরা হুদ: ৬)

~আব্দুল করিম আল মাদানী

সুবহানাল্লাহ!

--- collected

একজন বোন ১৭ ঘন্টা তার ভাইয়ের মাথা রক্ষা করেছে, অতঃপর তারা হাসিমুখে উদ্ধার হতে পেরেছে!আলহামদুলিল্লাহ❤️ #সিরিয়া
07/02/2023

একজন বোন ১৭ ঘন্টা তার ভাইয়ের মাথা রক্ষা করেছে, অতঃপর তারা হাসিমুখে উদ্ধার হতে পেরেছে!
আলহামদুলিল্লাহ❤️

#সিরিয়া

দুটোর বয়স সেইম,তবে একটি স্ব-যত্নে একজনের কাছে ছিল।আর অপরটি খুব স্বাছন্দ্যেইঘ ঘুরে  বেরিয়েছে পুরো দুনিয়ায়।ফ্যাক্টঃ"পর্দার...
07/02/2023

দুটোর বয়স সেইম,
তবে একটি স্ব-যত্নে একজনের কাছে ছিল।আর অপরটি খুব স্বাছন্দ্যেইঘ ঘুরে বেরিয়েছে পুরো দুনিয়ায়।
ফ্যাক্টঃ"পর্দার মর্ম বুজতে,এই উদাহরনই যথেষ্ট"।

রায়বেন্ড মার্কাজের মুকিম হাজী আবদুল জাব্বার (রহঃ) আজ  নামাজরত অবস্থায় (দ্বিতীয় রাকতে) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয...
31/01/2023

রায়বেন্ড মার্কাজের মুকিম হাজী আবদুল জাব্বার (রহঃ) আজ নামাজরত অবস্থায় (দ্বিতীয় রাকতে) ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Address

Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Miror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share