17/01/2025
নিমিষেই পুড়ে ছাই জাহাঙ্গীরের ২৩ বছরের সাজানো ব্যবসা প্রতিষ্ঠান
The National Weekly Crime Patrol BD
জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি crimepatrolbd.com is an online newspaper.
(1)
Kotbari Bridge, Adullahpur, Uttara, Dhaka/
Dhaka
1230
Be the first to know and let us send you an email when Crimepatrolbd - ক্রাইম পেট্রোল বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Crimepatrolbd - ক্রাইম পেট্রোল বিডি:
কোভিড -১৯ এর সাধারণ লক্ষণগুলি হ'ল: - জ্বর - ক্লান্তি - শুকনো কাশি ইত্যাদি । -অনেকের আবার ব্যথা বেদনা, নাক বন্ধ, নাক দিয়ে পানি পরা , গলা ব্যথা বা ডায়রিয়া হতে পারে। এই লক্ষণগুলি শুরুতে কম থাকে এবং ধীরে ধীরে বাড়তে থাকে । আক্রান্ত অনেকের মধ্যে মধ্যে এই রোগ এর কোনও লক্ষণ দেখা যায়না এবং তাঁরা অসুস্থও বোধ করেন না। বেশিরভাগ লোক (প্রায় ৮০ %) বিশেষ চিকিৎসার প্রয়োজন ছাড়াই সুস্থ হয়ে উঠেন । কোভিড -১৯ হওয়া প্রত্যেক ৬ জনের মধ্যে ১ জন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের শ্বাস নিতে অসুবিধা হয়। বয়স্ক ব্যক্তি এবং যাঁদের উচ্চ রক্ত চাপ, হার্টের সমস্যা বা ডায়াবেটিসের মতো অসুস্থতা রয়েছে , তাঁদের জন্য ঝুঁকিটা বেশি এবং তাঁদের ভীষণভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে । তাই এসব মানুষের দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। সরকারি হেল্পলাইন ৩৩৩,১৬২৬৩, ১০৬৫৫ নম্বরে ফোন করে চিকিৎসা ও পরামর্শ নেয়া যাবে। জরুরি হেল্পলাইন: জাতীয় কল সেন্টার: ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন (ডিজিএইচএস): ১৬২৬৩, আইইডিসিআর: ১০৬৫৫, জাতীয় হেল্পলাইন: ১০৯, বিশেষজ্ঞ হেল্পলাইন: ০৯৬১১৬৭৭৭৭৭ বিস্তারিত জানতে এই লিংকে https://corona.gov.bd/call_center যান। করোনা মোকাবেলায় জীবাণুনাশক দ্রবণ (Antiseptice Solution) তৈরির নিয়ম - ব্লিচ ব্যবহার করেঃ ব্লিচ বাজারে ক্লোটেক (Chlotech) ক্লোরক্স, ক্লোরেক্স, ইত্যাদি নামে পাওয়া যায়। ব্লিচ ব্যবহার করে জীবাণুনাশক দ্রবণ তৈরির পদ্ধতি হলোঃ ক) অধিক মাত্রার সংক্রামক জীবাণুনাশক দ্রবণঃ (হাসপাতাল বর্জ্য বা আক্রান্ত মৃতদেহ) ১ লিটার পানি ও ৩-৪ চা চামচ পরিমাণ ব্লিচ দ্রবণ এ অনুপাতে প্রয়োজন মত দ্রবণ তৈরি করে নিন। খ) স্বল্প মাত্রার সংক্রামক জীবাণুনাশক দ্রবণঃ (সাধারণ গৃহস্থালি, পরিষ্কারের কাজে) ১ লিটার পানি ও ২ চা চামচ পরিমাণ ব্লিচ দ্রবণ এ অনুপাতে প্রয়োজন মত দ্রবণ তৈরি করে নিন। - ব্লিচ পাউডার ব্যবহার করেঃ ব্লিচ পাউডার বাজারে পাউডার বা গুড়া হিসেবে পাওয়া যায়। ব্লিচিং পাউডার দিয়া দু'ধরনের জীবাণুনাশক দ্রবণ তৈরি করা যায়। একটি বেশী ঘনত্বের- ১ঃ১০ ঘনত্বের যা দ্বারা অধিক সংক্রামক বর্জ্য, হাসপাতালের বর্জ্য, আক্রান্ত মৃতদেহ, ইত্যাদি জীবাণুমুক্ত করা হয়। আরেকটি ১ঃ১০০ ঘনত্বের দ্রবণ যা সাধারণ পরিষ্কারের কাজ যেমন আসবাবপত্র, যন্ত্রাংশ, ফ্লোর, গাড়ী ইত্যাদি জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। ক) ১ঃ১০ ঘনত্বের দ্রবণ তৈরিঃ ২ লিটার পানি ১ টেবিল চামচ পরিমাণ ব্লিচিং পাউডার অনুপাতে প্রয়োজন মত দ্রবণ তৈরি করে নিন খ) ১ঃ১০০ ঘনত্বের দ্রবণ তৈরিঃ ২০ লিটার পানি ১ টেবিল চামচ পরিমাণ ব্লিচিং পাউডার অনুপাতে প্রয়োজন মত দ্রবণ তৈরি করে নিন। বিঃদ্রঃ এ মিশ্রণটি দৈনন্দিন পরিচ্ছন্নতার কাজে ব্যবহারযোগ্য। পানযোগ্য নহে। রান্না বা সংশ্লিষ্ট কাজে অব্যবহারযোগ্য। শিশুদের হাতের নাগালের বাহিরে রাখুন।