Bhija Biral

Bhija Biral Bhija Biral is a community page where we work for the country, share memes, make fun.

But also become engaged in critical situations for safety as well as fight for human rights

অন্য বেডির জামাইর জন্য  ভিডিও বানায়া  কান্দে 😑
17/01/2025

অন্য বেডির জামাইর জন্য ভিডিও বানায়া কান্দে 😑

17/01/2025

বাংলাদেশের ভালো পরিমাণে অস্ত্র আসার তথ্য ভিন্ন জায়গায় পাওয়া গেলেও এই নিয়ে দেশীয় মিডিয়া গুলোর কোন নিউজ দেখা যাচ্ছে না।

সবাই সর্বোচ্চ শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্য ছড়িয়ে দিবেন।

মুজোরাম পুলিশ ভারত হয়ে বাংলাদেশে অস্ত্রপাচার করার সময় CNF এর ১ জন নেতা, ২ জন মায়ানমারের এবং ১ জন বাংলাদেশি চকমা জাতির লোকসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে।

তাদের কাছ থেকে ছয়টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০ রাউন্ড গোলাবারুদ এবং ১৩টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

মিয়ানমার সীমান্ত সংলগ্ন উত্তর-পূর্ব ভারত হয়ে অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র পাচার করছিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সিএনএফ।

মিজোরাম পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন- জব্দ এসব অস্ত্র এবং গোলাবারুদ সিএনএফ হস্তান্তর করছিল পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’কে (ইউপিডিএফ-পি)।

দেশের জাতীয় নিরাপত্তার বিষয় এখন খুব নাজুক এই পরিস্থিতি এমন তথ্য বাংলাদেশের মিডিয়ায় কভারেজ না দেখে বড় ধরনের সন্দেহ প্রকাশ করছি।
- Abdullah al jaber

জয় বাংলা
16/01/2025

জয় বাংলা

টিউলিপ সিদ্দিককে 'দুর্নীতিগ্রস্ত' বলে মন্তব্য করে টুইট করেছেন ইলন মাস্ক। 😂
16/01/2025

টিউলিপ সিদ্দিককে 'দুর্নীতিগ্রস্ত' বলে মন্তব্য করে টুইট করেছেন ইলন মাস্ক। 😂

16/01/2025

যে যার ওবস্থান থেকে
পালাও !
বাঘ খাঁচ থেকে বের হয়ে
গেছে ।

বাঘ বাইরে
16/01/2025

বাঘ বাইরে

শেখ পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন - Asif mahmud
16/01/2025

শেখ পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

- Asif mahmud

16/01/2025

বাংলার বাঘ

রাস্তায় কোনো জ্যাম বা ঝামেলা হচ্ছে?হইলে কোন কোন এরিয়াতে?
16/01/2025

রাস্তায় কোনো জ্যাম বা ঝামেলা হচ্ছে?হইলে কোন কোন এরিয়াতে?

Mission Success 🏁২১ বছরের একটা মেয়ে বিয়ে করছে ৮২ বছরের একজন বৃদ্ধকে। কেন বিয়ে করছে, এইটা বুঝতে হলে আমাকে আপনাকে সাইন্টিস...
15/01/2025

Mission Success 🏁
২১ বছরের একটা মেয়ে বিয়ে করছে ৮২ বছরের একজন বৃদ্ধকে। কেন বিয়ে করছে, এইটা বুঝতে হলে আমাকে আপনাকে সাইন্টিস্ট হতে হবে না।

স্বামীর শেষ সময়েও নিজের ঠোঁটের লিপস্টিক লাগানো কমে না। মাথায়ও কাপড় নাই, যে কারণে মেয়েটা এই বৃদ্ধলোককে বিয়ে করছে ওর সাজসজ্জা দেখে মোটামুটি বলতে পারেন মেয়েটা আজ সফল।

বাঙালী মায়েরা নিজের স্বামীর চলে যাওয়ার শোকে ৩/৪ দিন অব্দি মুখে ভাত নিতে পারে না। সারাদিন সারারাত শুধু স্বামীর জন্য কাঁদতে থাকে। স্বামীর সামান্য অসুস্থতায় নিজের মুখে ভাত নিতেও ভুলে যায়, আর স্বামীর শেষকৃত্যের সময় সারারাত স্বামীর কানের পাশে বসে দোয়া, দুরুদ আর কোরআন পার্ট করতে থাকে।

আমাদের মায়েরা হয়তো এতোটা শিক্ষিত না, সেকলে টাইপের। লেখাপড়াও ঠিকমতো জানে না, মাথায় বুদ্ধি সুদ্ধিও একদম নাই কিন্তু বাবাদের চলে যাওয়ার শোকে তারা কখনোই স্বাভাবিক জীবনে আসতে পারে না। মুখে লিপস্টিক আর মাথায় কাপড় না দিয়ে স্বামীর শেষ সময়ে ভুলেও এভাবে এসে স্বামীর আত্মাকে কষ্ট দিবে না।

আমাদের মায়েরা কোনকালেই আধুনিক না হউক। এভাবে সারাজীবন অশিক্ষিত, আনস্মার্ট, সেকলে টাইপের থেকে যাক, অন্তত বাবাদের শেষ সময়ে তাদের আত্মাটুকু কষ্ট পাবে না।

15/01/2025

ইতিহাসে এই প্রথম সিরাজ উদদ্দৌলার পর টিউলিপ সিদ্দিকের পতন হলো তার আপন খালার কারণে!

15/01/2025

শেখ পরিবার আসলেই একটি ত্যাগী পরিবার 🙂
দুইবোনের দেশত্যাগ, পুতের বউত্যাগ, মাইয়ার জামাইত্যাগ
এবং ভাগ্নির পদত্যাগ 😐

😢
15/01/2025

😢

ছাগলকাণ্ডের মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ গ্রেপ্তার
15/01/2025

ছাগলকাণ্ডের মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ গ্রেপ্তার

😎
14/01/2025

😎

14/01/2025

বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

কেমন লাগল?
14/01/2025

কেমন লাগল?

মানে উনি বুঝাতে চাচ্ছেন?তোরা আমাকে নির্বাচন কমিশনার বানিয়ে দে। তারপর দেখ কিভাবে ২ মাসের ভিতরে নির্বাচন আয়োজন করি ☺😁
14/01/2025

মানে উনি বুঝাতে চাচ্ছেন?
তোরা আমাকে নির্বাচন কমিশনার বানিয়ে দে। তারপর দেখ কিভাবে ২ মাসের ভিতরে নির্বাচন আয়োজন করি ☺😁

Address

Gabtoli
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhija Biral posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

ভিজা বিড়াল মজার বাক্স

সামান্যতম বিনোদন দিতে পারলেও ভিজা বিড়ালের পথচলা সার্থক হবে। আপনারা পেইজে পোস্টে কমেন্ট করুন। চাইলে আপনারা আপনাদের যেকোন মতামত পেজে মেসেজের মাধ্যমে জানাতে পারেন