পুলিশ ও প্যারামিলিটারির উপস্থিতিতেই বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা!
বাংলাদেশের উচিত রাষ্ট্রদূত প্রত্যাহার করা!!
আমাদের আধাসামরিক (প্যারামিলিটারি) বিজিবির কাছে যাদের ৪০০ সেনা হারাতে হয়, তারা আবার এই দেশে গ্রাউন্ড ইনভেশন চালাবে!! 🤡🤣🤣
ভাই বর্ডার পার হতেই দাদাদের ধুতি চান্দিতে উঠবে, ইনভেশন স্বপ্নদোষেও দেখে না তারা! 🤡🤦
ইসকন আর আওয়ামিলীগ ভাই ভাই 🤡
দিল্লির আলো অফিসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হা'ম'লা হলো কার নির্দেশে?
এমন পু'লি'শ এই তো আমরা চেয়েছিলাম ❤️
ফ্যাসিবাদীর বিরুদ্ধে আপোষহীন ব্যাক্তিত্ব ✅
Life is Beautiful ❎
Life is Painful ✅
না ভাই, আমার তো শীত ই লাগেনা! 😑
খাইছেরে! ইয়া কিয়া হুয়া। ট্রাম্পের প্রথম দিনের আইন: শুধুমাত্র পুরুষ এবং নারীর লিঙ্গই স্বীকৃতি পাবে। নারীদের খেলায় পুরুষরা নিষিদ্ধ। এবং এটা ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দিনেই একটি বিল প্রস্তাব করবে যা শুধুমাত্র পুরুষ ও নারীর লিঙ্গ স্বীকৃতি দেবে।
উল্লেখ্য এটা মূলত L-g-b-t-q এর বিরুদ্ধে তার যুদ্ধের প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ, যা সে তার প্রশাসনের প্রথম দিন থেকেই বাস্তবায়ন করতে চায়।
যাইহোক বঙ্গীয় নাস্তিক শাহবাগী প|য়ুকামীরা কোথায়..
আহো! দেবদাস পূজারীরা আহো! 🤡
মুখ চেপে ধরা পুলিশ বাহিনীর এই ওসি এখন কই?
জুলাই বিপ্লবে ছাত্রদের হেনস্তা করা,হাজারো ভাইয়ের বুক ঝাঝরা করা এরকম হাজারো পুলিশ কর্মকর্তা এখনো ধরা ছোঁয়ার বাহিরে।
এমন জলজ্যান্ত জুলুম নির্যাতনের প্রমাণ থাকা সত্ত্বেও কেন অন্তর্বর্তীকালীন সরকার এই স্বৈরাচারের দোসরকে গ্রেফতার করছে না? বিচারের মুখোমুখি করছে না? হাসিনা এবং তার ফ্যাসিবাদের দোসরদের এভাবে মুক্ত রেখে সরকার কেন দেশের আইন-শৃঙ্খলা কে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
সরকারের এই দুর্বল অবস্থানের জন্য লীগ গুহা থেকে বের হয়ে ফিরে আসার সুযোগ পাচ্ছে, প্রতিদিনই তারা নানামুখী অপতৎপরতা করার পায়তারা করছে।