Md Emon Parvez

Md Emon Parvez বল বীর বলো উন্নত মম শির অর্গানিক পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান
(1)

আমাকে মেডেল দিতে হবে ছবিটা তোলার জন্য 😂
03/02/2025

আমাকে মেডেল দিতে হবে ছবিটা তোলার জন্য 😂

স্বাধীনতার পর এই প্রথম ছাত্র মরলে জনগণ বলবে "আলহামদুলিল্লাহ"। শুধু পুলিশ না, মহাখালী এলাকাবাসীও রেডি হচ্ছে তিতুমীর ছাত্র...
03/02/2025

স্বাধীনতার পর এই প্রথম ছাত্র মরলে জনগণ বলবে "আলহামদুলিল্লাহ"। শুধু পুলিশ না, মহাখালী এলাকাবাসীও রেডি হচ্ছে তিতুমীর ছাত্রদের দেখে নিতে। আর ছাত্রদের উপর জনগণ ক্ষেপার জন্য দায়ী এই তিতুমীর কলেজ।

03/02/2025

মামার বাড়ির আবদার !!!
শুধু তিতুমীর কলেজ নয়; বাংলাদেশের সকল কলেজকে বিশ্ববিদ্যালয় বলে ঘোষণা করা হোক।

02/02/2025
এটা কিভাবে সম্ভব? এই খু"নি অ'ফিসার চাঁ'নখা'রপু'লে গ'ণহ"ত্যা চালিয়েছিল কিন্তু এখনও ব'হাল ত"বি'য়'তে চা'কু'রী করতেছে! সি'স্...
02/02/2025

এটা কিভাবে সম্ভব? এই খু"নি অ'ফিসার চাঁ'নখা'রপু'লে গ'ণহ"ত্যা চালিয়েছিল কিন্তু এখনও ব'হাল ত"বি'য়'তে চা'কু'রী করতেছে! সি'স্টে'ম করে ঢাকা থেকে বদলি হয়ে এখন ব'র্তমা'ন সিলেট আছে! সিলেটে সে ডি'উ'টি কর'তে'ছে! নাম—আখতারুল ইসলাম বিপুল (এডিসি ছিল) এখনও ন্যূ'নত'ম কোন শা"স্তি'র আও'তা'য় সে আ'স'লো না কেন??

মনে হয় ভা'ইরা'ল না হলে তারা বি'চার করে না" নিজ নিজ টাইমলাইনে পো'স্ট করে বিচার নি'শ্চি'ত করুন!

আপনারা সবাই রেডি তো !!!
31/01/2025

আপনারা সবাই রেডি তো !!!

26/01/2025
রাজনীতির সাথে কুরআনের সম্পর্ক:৩টি আয়াত ২টি হাদিস সমাজ ও রাষ্ট্রে যদি জুলুম ও দুঃশাসন মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুশাসন ...
16/01/2025

রাজনীতির সাথে কুরআনের সম্পর্ক:
৩টি আয়াত ২টি হাদিস

সমাজ ও রাষ্ট্রে যদি জুলুম ও দুঃশাসন মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করা রাজনীতির উদ্দেশ্যে হয় তাহলে বলতে হবে কুরআনের সাথে রাজনীতির গভীর সম্পর্ক সম্পর্ক রয়েছে। কেননা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আল্লাহ তা'য়ালা কুরআনে নির্দেশ দিয়েছেন। কুরআনের ভাষায়,
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ.
নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। (সূরা নাহল ১৬/৯০)

মহান আল্লাহ তা'য়ালা বলেন,
إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ.
(হে নবী) নিশ্চয়ই আমি আপনার প্রতি যথাযথভাবে কিতাব (আল কুরআন) নাযিল করেছি, যাতে আপনি মানুষের মধ্যে শাসনকার্য পরিচালনা করেন সে অনুযায়ী যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন। (সূরা নিসা ৪/১০৫)

মুমিনগণ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে তাদের করণীয় কি, সে বিষয়ে মহান আল্লাহ তা'য়ালা বলেন,
الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ۗ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ.
তারা এমন যাদেরকে আমি পৃথিবীর বুকে রাষ্ট্র ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎকাজের আদেশ দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে; আর সব কাজের পরিণাম আল্লাহরই অধিকারে। (সূরা হজ্জ ২২/৪১)

যদি রাষ্ট্র ক্ষমতা থেকে কুরআনকে বিচ্ছিন্ন করা হয়, সেক্ষেত্রে কুরআনকেই আঁকড়ে ধরতে হবে এবং নিজের জীবন বাজি রেখে হলেও কুরানের শাসনব্যবস্থা কায়েম করার জন্য রাজনৈতিক কর্ম তৎপরতা চালিয়ে যেতে হবে। হযরত মু'আয বিন জাবাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন,
أَلَا إِنَّ رَحَى الْإِسْلَامِ دَائِرَةٌ ، فَدُورُوا مَعَ الْكِتَابِ حَيْثُ دَارَ، أَلَا إِنَّ الْكِتَابَ وَالسُّلْطَانَ سَيَفْتَرِقَانِ، فَلَا تُفَارِقُوا الْكِتَابَ، أَلَا إِنَّهُ سَيَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ يَقْضُونَ لِأَنْفُسِهِمْ مَا لَا يَقْضُونَ لَكُمْ، إِنْ عَصَيْتُمُوهُمْ قَتَلُوكُمْ، وَإِنْ أَطَعْتُمُوهُمْ أَضَلُّوكُمْ .قَالُوا: يَا رَسُولَ اللهِ، كَيْفَ نَصْنَعُ؟ قَالَ: كَمَا صَنَعَ أَصْحَابُ عِيسَى ابْنِ مَرْيَمَ، نُشِرُوا بِالْمَنَاشِيرَ، وَحُمِلُوا عَلَى الْخَشَبِ، مَوْتٌ فِي طَاعَةِ اللهِ خَيْرٌ مِنْ حَيَاةٍ فِي مَعْصِيَةِ اللهِ.
জেনে রাখো, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুর্নায়মান অতএব তোমরা আল্লাহর কিতাব কুরআনের সাথে ঘুর্নায়মান হও। মনে রাখবে, আল্লাহর কিতাব আল কুরআন ও শাসনক্ষমতা উভয়ই অচিরেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে সাবধান, তোমরা কুরআনের সঙ্গ ত্যাগ করবে না। ভবিষ্যতে এমন সব ব্যক্তি তোমাদের শাসক হয়ে বসবে যারা তোমাদের উপর (কুরআন বিরোধী) শাসন ফায়সালা প্রতিষ্ঠা করবে। তোমরা যদি তাদের মেনে চলো তবে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। আর যদি তোমরা তাদের অমান্য করো তোমাদের মৃত্যুর মুখে নিক্ষেপ করবে। সাহাবীগণ জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল (ﷺ) তখন আমরা কী করব? জবাবে রাসুলুল্লাহ (ﷺ) বলেন, তখন তোমরা তাই করবে, যা হযরত ঈসা (আঃ) এর সাথীরা করেছেন। তাঁদেরকে করাত দিয়ে দীর্ণ করা হয়েছে, তাঁরা শুলবিদ্ধ হয়েছেন (তবুও আল্লাহর নাফরমানী করেননি)। কেননা আল্লাহর নাফরমানীতে লিপ্ত জীবনের চেয়ে আল্লাহর আনুগত্যের মধ্যে মৃত্যুবরণ অনেক উত্তম। (তাবারানী ফিল মু'জামুল কাবীর ২০/৯০, ১৭২; মু'জামুস সাগীর ২/৪২; হিলয়াতুল আউলিয়া ৫/১৬৫; মাজমাউজ জাওয়ায়িদ ৫/২৪১)

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
الْإِسْلَامُ وَالسُّلْطَانُ أَخَوَانِ تَوْأَمٌ، لَا يَصْلُحُ وَاحِدٌ مِنْهُمَا إِلَّا بِصَاحِبِهِ، فَالْإِسْلَامُ أُسُّ وَالسُّلْطَانِ حَارِسٌ، وَمَا لَا أُسَّ لَهُ مُنْهَدِمٌ، وَمَا لَا حَارِسَ لَهُ ضَائِعٌ.
ইসলাম ও রাষ্ট্রব্যবস্থা দুই সহোদর ভাইয়ের ন্যায়। তাদের একজন অপরজনকে ছাড়া সংশোধন ও পরিপূর্ণ হতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, ইসলাম হচ্ছে কোন অট্টালিকার ভিত। আর রাষ্ট্রশক্তি তার পাহারাদার। যে অট্টলিকার ভিত নেই তা যেমন পড়ে যেতে বাধ্য, তেমনি যার পাহারাদার বা রক্ষক নেই তাও ধ্বংস হয়ে যেতে বাধ্য। (ইমাম দাইলামী, আল ফিরদাউস ১/১১৭; ইমাম সুয়ূতী, জামউল জাওয়ামি হাঃ ১০১২২; কানযুল উম্মাল হাঃ ১৪১৬১৩)

সুতরাং যারা বলে রাজনীতির সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই; আমরা বলবো, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।

আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
14/01/2025

আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।

 #ব্রেকিং_নিউজআজ সকালে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে শহিদুল  নামে একজন  বিএসএফের গু*লিতে আহত-১চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্...
11/01/2025

#ব্রেকিং_নিউজ
আজ সকালে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে শহিদুল নামে একজন বিএসএফের গু*লিতে আহত-১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি। গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ মো. শহিদুল ইসলাম (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকালে গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় শহিদুলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শিবগঞ্জ থানার সোনামসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া এলাকায় ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন।
এ ছাড়া অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিন রাউন্ড গুলির শব্দ এবং একজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছে।

সুত্রঃ দ্যা ডেইলি ক্যাম্পাস সহ অন্যান্য

ঢাকা মেডিকেল কলেজের মর্গে ৬ টি অজ্ঞাতনামা লাশের সন্ধান পাওয়া গেছে যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছিল তাদের মধ্যে একজন মহিলা ...
10/01/2025

ঢাকা মেডিকেল কলেজের মর্গে ৬ টি অজ্ঞাতনামা লাশের সন্ধান পাওয়া গেছে যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছিল তাদের মধ্যে একজন মহিলা আছে।
বয়স আনুমানিক ২০ থেকে ৩২ এর মধ্যে।

শহরের বড়লোক ভাইয়েরা, পারবেন তো এভাবে দাড়াতে...?
09/01/2025

শহরের বড়লোক ভাইয়েরা, পারবেন তো এভাবে দাড়াতে...?

রতনে রতন চেনে!😃
09/01/2025

রতনে রতন চেনে!😃

Address

Deshi Food Products
Dhaka
1212

Telephone

+8801762631004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Emon Parvez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share