Tarique Zia Cyber Forces

Tarique Zia Cyber Forces স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে বাঁচাইতে হলে ঐক্যবদ্ধ হতেই হবে সকল গণতান্ত্রিক বিরোধী দলকে।

15/01/2025

ছাত্রলীগের গোলাম রাব্বানী ও সমন্বয়ক সার্জিস আলমের কনফারেন্স লাইভ প্রোগ্রাম --
তার পিতা ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি!?🤔
শুনুন!!😃

13/01/2025

৫আগস্ট যাত্রাবাড়ী এলাকার
কোন একটা গলির অবস্থা।🥲

10/01/2025

মায়ের প্রতি ভালোবাসা....
সন্তান যতই বড় নেতা ক্ষমতাবান বা প্রধানমন্ত্রী হোক মায়ের কাছে সেই ছোট্ট সন্তান মায়ের প্রতি ভালোবাসা
কেয়ামত পর্যন্ত থাকবে।

সতর্কী করণ নোটিশএত দ্বারা Tarique Zia Cyber Forces এর সকল স্তরের নেতৃবৃন্দদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সংগঠন...
10/01/2025

সতর্কী করণ নোটিশ
এত দ্বারা Tarique Zia Cyber Forces এর সকল স্তরের নেতৃবৃন্দদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সংগঠনে অরাজনৈতিক ও অন্যকোনো সংগঠনের কোন সদস্যকে যোগদান করানো যাবেনা। যদি কারোর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওা হবে এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবেনা।

08/01/2025

আলহামদুলিল্লাহ!
লন্ডন বিমানবন্দরে দীর্ঘ ৭ বছর পর মা ছেলের সাক্ষাৎ,,

ফি-আমানিল্লাহ
07/01/2025

ফি-আমানিল্লাহ

07/01/2025

#আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুবনেতা জাকির খান ভাই মিথ্যা মা"ম"লা থেকে বে'ক'সু'র খা'লা"স পেয়েছেন!✌️

06/01/2025

কি এক্টা অবস্থা। ডালিমের ভাষ্যমতে তার বয়স ৭৫, তাহলে ১৯৭৫ এ তার বয়স ছিলো ২৩,১৯৬৪ সালে ১৩ বছর বয়সে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেছিল।

আরও মজার ব্যাপার হচ্ছে ইলিয়াস প্রকাশ্যে পাকিস্তান জিন্দাবাদ বলে। তার কাছে ৭১ হইলো পাক -ভারত যুদ্ধ। কিন্তু ডালিম কে পরিচয় করিয়ে দিচ্ছে সূর্যসন্তান ও বীরবীক্রম হিসাবে। বাট ডালিম ছিল বীর উত্তম 😂😂
এদিকে ৭১ এ জামায়াত নেতারা ছিলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর বর্তমান জামায়াত নেতারা বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ওদের সমর্থক গোষ্ঠী বলে ৭১ কে মানি না। আজকে আবার এ গোষ্ঠীই মেজর ডালিম নিয়ে উচ্ছ্বসিত।

ইউটিউবার য়িলিয়াস আর ডামি মেজর ডালিম।

অনলাইন এক্টিভিস্ট tzcf.................অনলাই এক্টিভিস্ট নিয়ে ইদানিংকালে দেখছি অনেক বড় বড় সংগঠনের নাম উল্লেখ্য করে লেখার ...
05/01/2025

অনলাইন এক্টিভিস্ট tzcf.................
অনলাই এক্টিভিস্ট নিয়ে ইদানিংকালে দেখছি অনেক বড় বড় সংগঠনের নাম উল্লেখ্য করে লেখার ছড়াছড়ি আমি কাউকে ছোট করে লেখাতে অসিনাই কিছু জানা অজনা কথা বলবো আজকে।

২০১৩ সালের পরে বাংলাদেশের রাজনীতি চরম দুঃসময় বিশেষ করে বিএনপি রাজনীতি করা ছিলো সাহস আর ত্যাগের একে একে বিএনপির বিরুদ্ধে দেশের সকল চাটুকার মিডিয়া যেইভাবে অপপ্রচার চালানো শুরু করলো তখন বিএনপির মাঠপর্যায়ে রাজনীতি করাটা বলতে গেলে নাই কেন্দ্রীয়ভাবে কিছু প্রোগ্রাম করতেন সেইগুলা প্রচার প্রসার ছিলোনা, আমরা বিদেশের বসে কয়েকজন বড় ভাই বন্ধু মিলে tzcf এর প্রতিষ্ঠা করলাম শুধু বিএনপির প্রচার প্রসারের জন্য আমি Sadak Hossain,, Nixon Chowdhury,, Md Jahan ,, S M Sagor নিরলস প্রচেষ্টায় সেই সময় Tarique Zia Cyber Forces প্রতিষ্ঠিত হয় একে একে কেন্দ্রীয় কমিটি গঠন সহ জেলা পর্যায়ে কমিটি এবং সদস্য সংগ্রহ করা হয়ে থাকে সারাদেশে অফলাইনের সদস্য সংখ্যা ছিলো ১১০৪৩ জন অনলাইনে সদস্য সংখ্যা ছিলো পেইজ গুরুপ মিলে ৯ মিলিয়নের কাছাকাছি পেইজ এবং গ্রুপ হ্যাক করে নিয়ে যায় র‍্যাবের গোয়েন্দা সংস্থারা।

তারেক জিয়া সাইবার ফোর্স অনলাইন অফলাইনে সমান ভাবে দুর্বার গতিতে এগিয়েছে ২০১৫ সালে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার তারেক রহমানের বক্তব্য বা নিউজ নিষিদ্ধ করা হলো অবৈধভাবে সেই সময়ে আমরাই প্রথম তারেক জিয়া সাইবার ফোর্স এর পক্ষথেকে তারেক রহমানের ব্যানার করে প্রেসক্লাবের ভিতরে অনেক বাধাবিপত্তির মধ্যে পুলিশ গোয়েন্দা সংস্থার ভয়ভীতি উপেক্ষা করে প্রোগ্রাম করতে সফল হয়েছি সেইদিন বাংলাদেশের সকল গণমাধ্যম উপস্থিত ছিলেন কিন্তু প্রচার করেনাই কোন মিডিয়াতে গোয়েন্দা সংস্থার নির্দেশে। তখন আমারা নিজেরাই প্রচার শুরু করি তখন থেকেই তারেক জিয়া সাইবার ফোর্স গোয়েন্দা সংস্থার নজরে চলে আসে।

২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিএনপির উপদেষ্টা,মহাসচিব সহ সভাপতি যুগ্ম-সচিব সহ প্রচার ও রাজপথে অসংখ্য মানবন্ধ করি প্রেসক্লাবে ভতির বাহিরে।

ডিজিটাল নিরাপত্তা আইন
২০১৮ সাল কোটা আন্দোলন নির্বাচনকে কেন্দ্র করে তারেক জিয়া সাইবার ফোর্সের উপর স্টিমরোলার চালিয়েছেন তখন tzcf এর সভাপতি Fatama Khanom, সিনিয়র সভাপতি Habib Sattar Sabuj ভাইকে সাধারণ সম্পাদক এস এম সাগরকে প্রথমে গ্রেফতার করে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদেকে গুম করে ফেলে কোন হদিস পাওয়া যাচ্ছিলোনা প্রথমে ফাতেমা খানমকে ১৯ দিন পরে গ্রেফতার দেখানো হয় হাবিব সাত্তার ভাইকে ২৬ দিন পরে গ্রেফতার দেখানো হয়েছে কিন্তু এস এম সাগরের সন্ধান পাওয়া যাচ্ছিলোনা ৮৪ দিন পরে গ্রেফতার দেখিয়েছে এর মধ্যে গোয়েন্দা সংস্থা থেকে গুজব ছড়ানো হয়েছে সাগরের লাশ আশুলিয়া পাওয়া গেছে আমরা ছোটে যাই আশুলিয়া যার লাশ পাওয়া গিয়েছিল সে বিএনপির এক কর্মীর সাগরে লাশ নয়, সাগরের অনুসন্ধানে যাত্রাবাড়ী থানার তখনকার সময় তদন্ত ওসি প্রিয় বন্ধু Masum Khan সাগরকে খুজতে শুরু করলেন বিভিন্ন থানায় র‍্যাবে প্রতিনিয়ত আপডেট দিতেন প্রায় এক মাস পরে খবর পেলাম প্রথমে র‍্যাব ১০ আন্ডারগ্রাউন্ডে পরে আয়নাঘরে রাখেন নিজের টাকা খরচ করে আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন নিজের চাকরির যাওয়ার বিপদ জেনেও পাশে ছিলেন একটি টাকাও নেননি সেই ঋণ কখনো শোধকরা যাবেনা,

২০১৮ সালে নির্বাচনে আগমুহূর্তে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা শুরু করেন Saiful Islam, সাদেক হোসেন, নিক্সন চৌধুরী, গ্রেফতার শুরু করলেন tzcf এর নেতাকর্মীদের tzcf সহ সভাপতি Farhana Jahan Nipa সহ সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ,,যুগ্ম সাধারণ সম্পাদক Badrul Alam Rana, সাংগঠনিক সম্পাদক Santo Islam Jummon সহ সাংগঠনিক সম্পাদক Md Abdul Hamid Talukder, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক Palash Mandal, সহ প্রচার সম্পাদক Md Mofassel Hossain, সহ প্রচার Md Saddam Husen
সহ প্রচার Nurislam Shahed ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক Forid Uddin সহ সাংগঠনিক টাকা বিভাগ Mohammad Bin Yeamin সহ তারেক জিয়া সাইবার ফোর্স এর কেন্দ্রীয় কমিটির ২১জন সিনিয়র নেতাদের গ্রেফতার করেন জেলা পর্যায়ে ৫৭ জনকে গ্রেফতার করেন একেক জনের নামে ৪ থেকে ৬ টি মামলা হয়েছে যাত্রাবাড়ী থানা,শাহবাগ থান, মিরপুর থানা ,আইনজীবী হিসাবে tzcf এর সহ সভাপতি Adv Safi Newaz Nasir ভাই সর্বাত্মক সহযোগিতা করেন আমাকে এবং নিক্সন চৌধুরী ভাইকে অনবরত হুমকি দিতে থাকেন বিভিন্ন ভাবে,তখনো অনেক ষড়যন্ত্র মামলা হামলা নির্যাতন করেও থামাতে পারেনাই এখনো পারবেনা ইনশাআল্লাহ ---(লেখা চলবে)

Tarique Rahman

বাংলাদেশ রক্তের ঋন, বইয়ে লেখক এ‍্যান্থনি মাসকারেনহান্স স্পষ্ট লিখেছিলেন ( ফারুক-রশীদের জবানবন্দী নিয়ে: -স‍্যার, আমরা শেখ...
05/01/2025

বাংলাদেশ রক্তের ঋন, বইয়ে লেখক এ‍্যান্থনি মাসকারেনহান্স স্পষ্ট লিখেছিলেন ( ফারুক-রশীদের জবানবন্দী নিয়ে:
-স‍্যার, আমরা শেখ মুজিব কে অপসারণ করতে চাই। আমরা জুনিয়র রা একতাবদ্ধ হচ্ছি, আপনি আমাদের নেতৃত্ব দিন।
-আমি এটার সাথে নেই। তোমরা জুনিয়ররা যদি কিছু কর, সেটা তোমাদের দায়িত্ব!
এর পরে, যখন ফারুক রশিদরা ১৫ আগস্ট সংঘটিত করে, জিয়ার কাছে গেলেন তখন জিয়া দাড়ি কামাচ্ছিলেন। হন্তদন্ত অফিসারদের ( ফারুক সম্ভবত) কেউ একজন বলল,
-স‍্যার, প্রেসিডেন্ট নিহত হয়েছেন। আপনি আমাদের সাথে আসুন। দেশের দায়িত্ব নিন। আমরা আপনাকে সাপোর্ট দেব।
জিয়া দাড়ি কামানো রেখে বাকা চোখে তাকালেন। ধীর স্থীর!

- প্রেসিডেন্ট নিহত হয়েছে তো কি হয়েছে! ভাইস প্রেসিডেন্ট ত আছেন। তোমরা চলে যাও।

এর পরের ইতিহাস আপনারা জানেন। খন্দকার মোশতাক শফৎ নেন। জিয়া নন। ১৯৭৫ এর ১৫ আগস্ট থেকে ৩ নভেম্বরের খালেদ মোশাররফ কু করার আগে পরে অনেক ঘটনাই ঘটেছিল। জিয়াকে সেদিনের নির্লিপ্ততার খেসারত হিসেবে জেলে যেতে হয়। তার ফাসি হতে পারত। ৭ নভেম্বর না আসলে। ৭ নভেম্বর মুক্তিযুদ্ধ পন্থী/মুজিব প্রেমী, মুজিব বিরোধী, সবার মধ‍্যমনি ছিলেন জিয়া। জেনারেল জিয়া। ইতিহাসের ক্ষনজন্মা এক তরুনবীর।

আওয়ামী স্টাইলে বাংলাদেশ পন্থার স্বপ্নদ্রষ্টা জেনারেল জিয়াকে নিয়ে অপপ্রচার বন্ধ করুন। জিয়া খুনি ছিলেন না। জিয়া বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠক ছিলেন। কোন খুনির সার্টিফিকেটে জিয়ার চরিত্র কলঙ্কিত হবে না।

সম্মান দেওয়ার মালিক আল্লাহ সুবঃ
05/01/2025

সম্মান দেওয়ার মালিক আল্লাহ সুবঃ

01/01/2025

পল্টিবন্ধু সারজিস? 😃

সংবিধানকে কবর রচনা করবেন চক্রান্তকারীদের চিন্তাভাবনা গভীরে বিএনপি মাইনাস ফর্মূলা ২০২৫ সাল লক্ষ্য তাদের দিনের আলোতে আলোরা...
01/01/2025

সংবিধানকে কবর রচনা করবেন
চক্রান্তকারীদের চিন্তাভাবনা গভীরে বিএনপি মাইনাস ফর্মূলা ২০২৫ সাল লক্ষ্য তাদের দিনের আলোতে আলোরা স্বপ্ন দেখছেন আওয়ামিলীগকে নিষিদ্ধ বিএনপিকে মাইনাস করে মগেরমুল্লুক শাসন কায়েম করতে চাইছে ইন্টেরিম সরকার কে প্রভাবিত করে বিপ্লবী সংবিধান বানাইতে চাইছেন ক্ষমতায় যাওয়ার রাস্তা গোপন চক্রান্ত কিংম্বা বিভেদ সৃষ্টি করে ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া যায়না জুলাই আগষ্টের মহা প্রলয়কে আলো পোড়া গোষ্টিরা ভাগ বাটোয়ারা করে সুবিধা নেওয়া চক্রান্তকারীদের চরম মুল্য দিতে হবে।

ভোটের কথা নির্বাচনের কথা বললেই গাঁয়ে জ্বলে আওয়ামী এং বিপ্লব ছিনতাইকারী হাসনাত সারজিসদের দারুণ মিল,ছিনতাই করে ভাগাভাগি জুলাই আগষ্ট ৩৬ মহা বিপ্লব স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধা যেভাবে বেড়েছে ২৪ এর জুলাই আগষ্টের বিপ্লবের পরে সমন্বয়ক বেড়েই চলেছে দিনকে দিন বর্তমানে ১৫৮ জন সমন্বয়ক খুঁজে পাওয়া গিয়েছে আগামীতে এই অংক কোথায় নিয়ে ঠেকান আলো পোড়ারমুখীরাই জানেন।

সর্বশেষ একটা কথাই পরিস্কার করে বলছি দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই জনগণের ভোটের সরকার আসলেই সকল ষড়যন্ত্র মুকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

২০২৫ স্বাগতম
বাংলাদেশ জিন্দাবাদ
চক্রান্তকারীদের মুর্দাবাদ

শাঁখা সিঁদুর পরিহিত হিন্দু মহিলা যাকে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্যারের সঙ্গে দাঁড়ানো, তাঁর নাম শ্যামলী সূত্রধর...
01/01/2025

শাঁখা সিঁদুর পরিহিত হিন্দু মহিলা যাকে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্যারের সঙ্গে দাঁড়ানো, তাঁর নাম শ্যামলী সূত্রধর।
এক দশক ধরে মৌলভীবাজার জেলা বিএনপিতে রাজনীতি করছেন। রাজনীতিতে আন্দোলন সংগ্রাম করেছেন, রক্ত ঝড়িয়েছেন, মামলা খেয়েছেন, জেল খেটেছেন এবং নিজের সম্প্রদায়ের কটু কথা শুনেও যিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকেছেন তিনি শ্যামলী সূত্রধর।
এতদিন পদ বঞ্ছিত হলেও দলের শীর্ষ নেতা দেশনায়ক তারেক রহমানের সুপারিশে তিনি মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হয়েছেন।

আসলে হিন্দু হওয়ার কারণে কেউই বঞ্ছিত হন না, রাজনীতিতে অপেক্ষা করতে হয়। রাজনীতি একদিনের না, এটা বিশ্বাস করেই এগিয়ে যেতে হয়।
অভিনন্দন শ্যামলী সূত্রধর দিদি। শাঁখা সিঁদুর পরে আপনি যখন জিয়ার স্লোগান দেন তখন বুঝিয়ে দেন বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দল।

New year2025Arrives with hopes and it gives us new courage and belief for a very new start. wish u a very Happy New Year...
31/12/2024

New year2025
Arrives with hopes and it gives us new
courage and belief for a very new start.
wish u a very Happy New Year.2025
Tarique Zia Cyber Forces (tzcf) comradery ave salutation,

31/12/2024

শহীদ মিনারে ফ্যাসীবাদের পদধ্বনি!
স্বৈরাচারের পদধ্বনি।

আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিবেচনা করুনএই মেয়ের নাম খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী। টক...
31/12/2024

আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিবেচনা করুন
এই মেয়ের নাম খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী। টকশোতে হোস্ট ছিলেন। সরকারের একজনকে কিছু যৌক্তিক প্রশ্ন করার কারণে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে মামলা হয়। তাকে ১৫ মাস জেলে থাকতে হয়। ছিলেন কিডনি পেশেন্ট।একাডেমিক ক্যারিয়ারের ক্ষতি হয়েছে। তার মা দুয়ারে দুয়ারে ঘুরেছে মেয়ের মুক্তির জন্য। কিন্তু কাজ হয় নাই। জেল থেকে ছাড়া পেয়ে খাদিজা বলেছিলেন -"আমার ওপর দিয়ে এইসব দিন কীভাবে গেছে সেটা মনে করতে চাই না।"

অথচ আওয়ামী লীগের ছায়াতলে থাকা দীপ্তি চৌধুরীরা তথাকথিত ক্রাশ আর পপুলিজমের কারণে মিডিয়ার মধ্যমণি হয়ে গেছে।

কোথাও খাদিজা নাই!

Address

Dhaka
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarique Zia Cyber Forces posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share