স্কুল বিচিত্রা Schoolbichitra

স্কুল বিচিত্রা Schoolbichitra শিশু কিশোরদের সাহিত্য মননে একটি সৃজণ?
লেখা পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন 01404440002 This is the official page for School Bichitra (স্কুল বিচিত্রা)

।।।।।
19/11/2024

।।।।।

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ - ১৯ জুলাই ২০১২)[৩][৪] ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার,...
13/11/2024

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ - ১৯ জুলাই ২০১২)[৩][৪] ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। মিসির আলি এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র।

ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমার রসায়ন শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরবর্তীকালে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান।[৫] হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে ১৯৭২ সালে প্রকাশিত হয়। সত্তর দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার অভূতপূর্ব সৃষ্টি হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। বিজ্ঞান কল্পকাহিনীও তার সৃষ্টিকর্মের অন্তর্গত, তার রচিত প্রথম বিজ্ঞান কল্পকাহিনী তোমাদের জন্য ভালোবাসা। তার টেলিভিশন নাটকসমূহ জনপ্রিয়তা অর্জন করেছিল। সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলোও জনপ্রিয়তা লাভ করে। তার রচিত অন্যতম উপন্যাসসমূহ হলো মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া, লীলাবতী, কবি, বাদশাহ নামদার ইত্যাদি। বাংলা সাহিত্যের উপন্যাস শাখায় অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য ১৯৯৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

তার নির্মিত চলচ্চিত্রগুলো সর্ব সাধারণ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়। ১৯৯৪-এ তার নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি মুক্তি লাভ করে। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আটটি পুরস্কার লাভ করে। তার নির্মিত অন্যান্য সমাদৃত চলচ্চিত্রগুলো হলো শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), দুই দুয়ারী (২০০০), শ্যামল ছায়া (২০০৪), ও ঘেটু পুত্র কমলা (২০১২)। শ্যামল ছায়া ও ঘেটু পুত্র কমলা চলচ্চিত্র দুটি বাংলাদেশ থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য দাখিল করা হয়েছিল। এছাড়া ঘেটু পুত্র কমলা চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

(সংগৃহীত)
উইকিপিডিয়া

07/11/2024

সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো,

‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো,

‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’

জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'

কাজী নজরুল ইসলামKazi Nazrul IslamDescriptionজন্ম তারিখ ২৪ মে ১৮৯৯জন্মস্থান চুরুলিয়া, আসানসোল, পশ্চিমবঙ্গমৃত্যু ২৯ অগাস্ট...
06/11/2024

কাজী নজরুল ইসলাম
Kazi Nazrul Islam

Description
জন্ম তারিখ ২৪ মে ১৮৯৯
জন্মস্থান চুরুলিয়া, আসানসোল, পশ্চিমবঙ্গ
মৃত্যু ২৯ অগাস্ট ১৯৭৬
সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, ঢাকা, বাংলাদেশ

কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) ১৮৯৯ সালের ২৪শে মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে গিয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। পরবর্তীতে তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক পরিচিতি লাভ করেন। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে।
তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। ১৯৭৬ সালের ২৯শে অগাস্ট (১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) এখানেই তিনি মৃত্যুবরণ করেন।
(উৎসঃ উইকিপিডিয়া)

04/11/2024

শিশু মানে তাজা ফুল বকুলের গন্ধ
শিশু মানে মনোরম কবিতার ছন্দ।

শিশু মানে সুমধুর সুরভীর সরোবর
শিশু মানে শতরূপা সোহাগ আর সুন্দর।

শিশু মানে টলমল শিশিরের বিন্দু
শিশু মানে মায়া মাখা মমতার সিন্ধু।

শিশু মানে তুলতুলে তরতাজা স্বপ্নীল
তুলতুলে থাকে তার মগজ আর মন দিল।

শিশুরা তো প্রজাপতি তুলতুলে থাকে গা,
তুলতুলে থাকে তার মন মাথা হাত পা।

বেশি চাপ দিলে ভাই নরম এই তোলাতে
হাল ছেড়ে থেমে যায় পারে না সে কুলাতে।

তাই তারে যেতে গিয়ে লিখা পড়া শিখাতে
বেশি চাপ দিতে নেই তার পড়া লিখাতে।

কিতাবের ও কলমের চাপ নেয়া সোজা নয়
শিশুদের পিঠে তাই এ গুলোর বোঝা নয়।

সদা তারে পাঠদানে যেতে নেই শাসিয়ে
দিতে নেই কিতাবের ভরা নদে ভাসিয়ে।

কচি হাতে দিও না কো শুধু বই খাতারে
ছুঁয়ে যেতে দিও তারে পুতুলে ও সাঁতারে।

মাঠে ঘাটে নদী বনে যত তারা ছুটবে
তত তার মন মেধা বিকশিয়া উঠবে।

দুষ্টুমি খেলাধুলা শিশুদের অধিকার
এতে তারে বাঁধা দেওয়া মহাবড় অবিচার।

শিশুদের প্রতি যারা অবিচার করবে
কিভাবে সে পাষা*ণের ছেলে মেয়ে পড়বে।

শিশুদের যদি চাও খাঁটি পড়া পড়াতে
স্কুলে যেতে দিয়ো তারে দিয়ো ঘুড়ি উড়াতে।

লেখাপড়া জানলেও চিনে না যে বিশ্ব
তারা হয় শিক্ষিত জ্ঞানে হয় নিঃস্ব।

শিশুদের চাও যদি জ্ঞানী করে তুলতে
আকাশের পানে তারে দাও ডানা মেলতে।

শিশুর অধিকার
ফেরদৌস আহমেদ

স্কুল বিচিত্রার নতুন সংখ্যা প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর উপলক্ষেলেখা পাঠাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার...
03/11/2024

স্কুল বিচিত্রার
নতুন সংখ্যা প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর উপলক্ষে
লেখা পাঠাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
হোয়াটসঅ্যাপ নাম্বার 01404440002
অথবা মেইলে email:- [email protected]

01/11/2024
অভিনন্দন নারী ফুটবল দল
01/11/2024

অভিনন্দন নারী ফুটবল দল

একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হয়ে সংবাদ সংগ্রহের পাশাপাশি একজন উদ্যোক্তা হতে পারে। সেই লক্ষ্যে প্রতিটি জেলায় প্রতি...
31/10/2024

একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হয়ে সংবাদ সংগ্রহের পাশাপাশি একজন উদ্যোক্তা হতে পারে। সেই লক্ষ্যে প্রতিটি জেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।
আমাদের সঙ্গে যোগাযোগ করতে
হোয়াটসঅ্যাপ নাম্বার 01404440002/01316809595

31/10/2024

যোগদিন স্কুল বিচিত্রা ম্যাগাজিনের সাথে!!!

একজন ভালো লেখক কিংবা পাঠক হলেন একজন সৃষ্টিশীল এবং উদার মনের অধিকারী। অনেকে ভাল লিখেন আবার অনেকে পড়তে খুব পছন্দ করেন চমৎকার সব লেখকে এবং পাঠকে একসাথে করার বিশেষ ইচ্ছে আমাদের, যেমন সুযোগ সুবিধা থাকছে আমাদের ম্যাগাজিনে।

১। আপনার ভালো লেখা কিন্তু আপনার নিজস্ব পরিচিতি তৈরীর জন্যই। আপনার লিখা যদি মানসম্মত হয় সেগুলো একই সাথে গ্রুপে পেইজে এবং ওয়েবসাইটে পোস্ট সহ আমাদের ম্যাগাজিনে আপনার পরিচিতি সহ ছাপা হবে প্রতি মাসে।

২। আপনি একজন ভালো পাঠক হলে পেজ ইনবক্স থেকে ভালো গল্পগুলো বাছাই করে পেজে পোস্ট করতে পারেন।সময়ে আপনার ছোট ছোট সাজেশন গুলো একজন লেখককে আরও ভালো লেখার প্রেরণা যোগাবে।

৩। ম্যাগাজিনের লেখক ও পাঠক মানে নিজেদের মাঝে জানার শেখার অনেক সুযোগ থাকবে। কিছু জানবেন না হয় জানাবেন, ভালো খারাপ মিলিয়ে এগিয়ে যাবো সামনের দিকে।

আমাদের ম্যাগাজিনের একজন লেখক অথবা পাঠক হতে আগ্রহী হলে, আগে অবশ্যই পেজে লাইক দিয়ে রিভিউ দিন। আপনার ইচ্ছা গুলো জানিয়ে দিন ইনবক্স অথবা ই-মেইল এর মাধ্যমে । কিভাবে থাকতে চান আমাদের পাশে!

আমাদের লেখা পাঠাতে পারবেন ছোট থেকে বড় সবাই।
যোগাযোগ:
ইমেইল: [email protected]
Whatapp number 01404440002

Address

Motijhel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when স্কুল বিচিত্রা Schoolbichitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্কুল বিচিত্রা Schoolbichitra:

Videos

Share

Category