Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী 🏜️ সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চায় আমাদের অঙ্গীকার।
(471)

বাংলাদেশ, ৫৬ হাজার বর্গমাইলের একটি সুজলা-সুফলা, শস্য-শ্যামলা দেশ, যেখানে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। এ দেশের মানুষের প্রাণের সংস্কৃতি শাশ্বত ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ। এই আদর্শ সংস্কৃতিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন "সাইমুম"।

বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মীর কাসেম আলীর সহায়তায় এবং তরুণ কবি, সুরকার, গীতিকার ও শিল্পী মতিউর রহমান মল্লিকের নেতৃত্বে

গড়ে ওঠে সত্য ও ন্যায়ের তূর্যবাদক এই সংগঠন। মননশীল সাংস্কৃতিক অগ্রযাত্রার পথিকৃৎ মিয়া মোহাম্মদ আইয়ুবের প্রস্তাবনায় এর নাম হয় "সাইমুম শিল্পীগোষ্ঠী"।

বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত হিসেবে সাইমুমের নাম সর্বজনবিদিত। বর্তমানে সংগঠনটি ছয়টি বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব বিভাগ হলো: সংগীত, থিয়েটার, শিশু-কিশোর, তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি। প্রতিষ্ঠার পর থেকে বহু জ্ঞানী-গুণী ব্যক্তি এই সংগঠনের পরিচালনায় অবদান রেখেছেন, যেমন মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ, মাওলানা তারেক মনোয়ার, সাইফুল্লাহ মানসুর প্রমুখ।

সাইমুম শিল্পীগোষ্ঠীর অধীনে গড়ে ওঠা বহু সাংস্কৃতিক কর্মী জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এদের মধ্যে কেউ কেউ কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, অভিনেতা, সংগঠক এবং ইসলামী চিন্তাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি, আবৃত্তিকার, নাট্যনির্দেশক, উপস্থাপক, সাংবাদিক এবং অনুষ্ঠান নির্মাতা হিসেবে মিডিয়া অঙ্গনে এই সংগঠনের কর্মীরা প্রসিদ্ধি অর্জন করেছেন। অডিও-ভিজ্যুয়াল প্রকাশনার ক্ষেত্রেও সাইমুমের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

চার দশকের এই পথচলায় সাইমুম গান, অভিনয় ও কবিতার সমন্বয়ে ১০০টিরও বেশি অডিও ও ভিজ্যুয়াল অ্যালবাম প্রকাশ করেছে এবং মঞ্চস্থ করেছে ৩১০টিরও বেশি জনপ্রিয় নাটক। এছাড়া, সাইমুমের বিশেষ প্রকাশনাগুলোর মধ্যে ৩০ বছর পূর্তি স্মারক এবং "মল্লিক স্মারক" অন্যতম।

এভাবেই সাইমুম শিল্পীগোষ্ঠী ইসলামী সংস্কৃতির উচ্চকিত চেতনা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

13/01/2025

সাইমুমের জনপ্রিয় সব শিল্পীদের কণ্ঠে সাইমুমের থিম সং - পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই

কথা ও সুরঃ কবি মতিউর রহমান মল্লিক



12/01/2025

শিশুদের মজার কবিতা | কাতুকুতু বুড়ো

📝 কবিতা: কাতুকুতু বুড়ো
✍️ কবি: সুকুমার রায়
🎙️ আবৃত্তি: মোবাশ্বেরা মাহবুব হিবা
🎭 আবৃত্তি পরিচালনা: রাআদ ইজামা
🎤 পরিবেশনায়: সাইমুম আবৃত্তি
🎬 প্রযোজনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী



আলহামদুলিল্লাহ্‌,সাইমুম শিল্পীগোষ্ঠীর নববর্ষ প্রকাশনা বিতরন (২য় ধাপ)
11/01/2025

আলহামদুলিল্লাহ্‌,
সাইমুম শিল্পীগোষ্ঠীর নববর্ষ প্রকাশনা বিতরন

(২য় ধাপ)




আলহামদুলিল্লাহ্‌।সাইমুম শিল্পীগোষ্ঠী ২০২৫ সেশনের কর্মশালার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত।
10/01/2025

আলহামদুলিল্লাহ্‌।
সাইমুম শিল্পীগোষ্ঠী ২০২৫ সেশনের কর্মশালার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত।





আলহামদুলিল্লাহ্‌!দীর্ঘদিন পর দেশে এসেছেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক শিল্পী সোহাইল আহমদ খান।সাইমুম শিল্পীগ...
07/01/2025

আলহামদুলিল্লাহ্‌!
দীর্ঘদিন পর দেশে এসেছেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক শিল্পী সোহাইল আহমদ খান।

সাইমুম শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে পুষ্প অভ্যর্থনা প্রদান করছেন সাইমুমের বর্তমান দায়িত্বশীলবৃন্দ।



আলহামদুলিল্লাহ্‌,সাইমুম শিল্পীগোষ্ঠীর নববর্ষ প্রকাশনা বিতরন (১ম ধাপ)
06/01/2025

আলহামদুলিল্লাহ্‌,
সাইমুম শিল্পীগোষ্ঠীর নববর্ষ প্রকাশনা বিতরন

(১ম ধাপ)




01/01/2025

কবি মল্লিকের ঐতিহাসিক গান - আমাদের নিয়াতে দাও
সাথে রয়েছেন সাইমুমের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার Sirajul Islam

কথা ও সুর: কবি মতিউর রহমান মল্লিক
পরিবেশনা: সাইমুম শিল্পীগোষ্ঠী


31/12/2024

বিশেষ বিবেচনায়,
কর্মশালায় ভর্তির সময়সীমা
০৩ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।

কর্মশালায় ভর্তির আজকেই শেষদিন।🔗 ভর্তির লিঙ্ক: https://saimum.org/smws
30/12/2024

কর্মশালায় ভর্তির আজকেই শেষদিন।

🔗 ভর্তির লিঙ্ক: https://saimum.org/smws




29/12/2024

শুরু হয়েছে সাইমুমের কালচারাল সেশন।

29/12/2024

সাংস্কৃতিক অনুষ্ঠান | ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪


29/12/2024

আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪

ইনশাআল্লাহ্‌ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে, জাতীয় সাংস্কৃতি  সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী।
28/12/2024

ইনশাআল্লাহ্‌
আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে,
জাতীয় সাংস্কৃতি সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী।



26/12/2024

বইছে বাতাস বৈরী তৈরি থেকো তৈরি
একটা ডাকেই নামতে হবে মাঠে
আবার তুমুল ঘামতে হবে মাঠে।

গান: বইছে বাতাস বৈরী
কথা: নূরুজ্জামান শাহ্
সুর: রাআদ ইজামা
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী








প্রিয় শিক্ষার্থীবৃন্দ! অভিনন্দন আপনাদের, যারা সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়েছেন।এখন আপনারা কর্মশালার ভর্তি হতে পারবেন।📅 ভর্তির...
25/12/2024

প্রিয় শিক্ষার্থীবৃন্দ!
অভিনন্দন আপনাদের, যারা সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়েছেন।
এখন আপনারা কর্মশালার ভর্তি হতে পারবেন।

📅 ভর্তির সময়সীমা: ২৫ থেকে ৩০ ডিসেম্বর
🔗 ভর্তির লিঙ্ক: https://saimum.org/smws




আলহামদুলিল্লাহ।সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৫ সেশনের ভর্তি সাক্ষাৎকারে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হলো।উত্তীর্ণ শিক্ষার্থীদে...
22/12/2024

আলহামদুলিল্লাহ।
সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৫ সেশনের ভর্তি সাক্ষাৎকারে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হলো।

উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সময়সীমা:
আগামী ২৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত অনলাইনে কর্মশালার জন্য ভর্তি কার্যক্রম চলবে।

ভর্তি প্রক্রিয়া:
যারা উত্তীর্ণ হয়েছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা বিভাগীয় নাম্বারগুলোতে যোগাযোগ করে কর্মশালায় ভর্তি হতে পারবেন।

সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৫ সেশনের ভর্তির সাক্ষাৎকার অনুষ্ঠিত১৭ ডিসেম্বর, ২০২৪, রাজধানীর মগবাজারের প্রাণকেন্দ্র আলফালাহ মি...
17/12/2024

সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৫ সেশনের ভর্তির সাক্ষাৎকার অনুষ্ঠিত

১৭ ডিসেম্বর, ২০২৪, রাজধানীর মগবাজারের প্রাণকেন্দ্র আলফালাহ মিলনায়তনে গতকাল সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৫ সেশনে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমুমের প্রতিষ্ঠাতা সদস্য উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন সাইমুমের সাবেক পরিচালক শরীফ বায়েজিদ মাহমুদ, মাহফুজুর রহমান চৌধুরী (কচি), সসাস এর নির্বাহী পরিচালক আহমদ তাওফিক, সাইমুমের সাবেক পরিচালকদের মধ্যে আরো রয়েছেন শিল্পী আমিনুল ইসলাম, বদিউর রহমান সোহেল, আব্দুল্লাহিল কাফী, এবিএম নোমান, এবং প্রশিক্ষক হাসিনুর রব মানুসহ অন্যান্য গুণীজন।

বক্তব্যে অতিথিরা সাইমুমের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে নতুন প্রজন্মের শিল্পীদের এই সংগঠনে যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাৎকার গ্রহণের দায়িত্বে ছিলেন উস্তাদ তাফাজ্জল হোসাইন খান, মাহফুজুর রহমান চৌধুরী (কচি), শরীফ বায়েজিদ মাহমুদ, আমিনুল ইসলাম, বদিউর রহমান সোহেল, আব্দুল্লাহিল কাফি, এবিএম নোমান, আব্দুল্লাহ আল নোমান, আতিক তাশরীফ, এ কে জিলানী এবং শফিকুল ইসলাম রুবেলসহ সাইমুমের বর্তমান দায়িত্বশীলবৃন্দ। সাক্ষাৎকারে অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে তাদের আগ্রহ এবং উদ্দীপনা অতিথিদের মুগ্ধ করেছে।

উদ্বোধনী বক্তব্য এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইমুমের পরিচালক জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাইমুমের সহকারী পরিচালক হাফেজ নিয়ামুল হোসাইন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাইমুমের বর্তমান দায়িত্বশীলবৃন্দ। সার্বিকভাবে সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনটি সম্পন্ন হয়।

বার্তাপ্রেরক
সাইফুল মামুন
প্রচার সম্পাদক, সাইমুম শিল্পীগোষ্ঠী






16/12/2024

সাইমুমের জনপ্রিয় দেশের গান "হৃদয়ের তুলি"

কথা: নূরুজ্জামান শাহ
সুর: জুলকার নাইন
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী




Address

122, DIT Extension Road, Fakirapool
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী:

Videos

Share