Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী 🏜️ সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চায় আমাদের অঙ্গীকার।
(474)

বাংলাদেশ, ৫৬ হাজার বর্গমাইলের একটি সুজলা-সুফলা, শস্য-শ্যামলা দেশ, যেখানে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। এ দেশের মানুষের প্রাণের সংস্কৃতি শাশ্বত ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ। এই আদর্শ সংস্কৃতিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন "সাইমুম"।

বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মীর কাসেম আলীর সহায়তায় এবং তরুণ কবি, সুরকার, গীতিকার ও শিল্পী মতিউর রহমান মল্লিকের নেতৃত্বে

গড়ে ওঠে সত্য ও ন্যায়ের তূর্যবাদক এই সংগঠন। মননশীল সাংস্কৃতিক অগ্রযাত্রার পথিকৃৎ মিয়া মোহাম্মদ আইয়ুবের প্রস্তাবনায় এর নাম হয় "সাইমুম শিল্পীগোষ্ঠী"।

বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত হিসেবে সাইমুমের নাম সর্বজনবিদিত। বর্তমানে সংগঠনটি ছয়টি বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব বিভাগ হলো: সংগীত, থিয়েটার, শিশু-কিশোর, তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি। প্রতিষ্ঠার পর থেকে বহু জ্ঞানী-গুণী ব্যক্তি এই সংগঠনের পরিচালনায় অবদান রেখেছেন, যেমন মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ, মাওলানা তারেক মনোয়ার, সাইফুল্লাহ মানসুর প্রমুখ।

সাইমুম শিল্পীগোষ্ঠীর অধীনে গড়ে ওঠা বহু সাংস্কৃতিক কর্মী জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এদের মধ্যে কেউ কেউ কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, অভিনেতা, সংগঠক এবং ইসলামী চিন্তাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি, আবৃত্তিকার, নাট্যনির্দেশক, উপস্থাপক, সাংবাদিক এবং অনুষ্ঠান নির্মাতা হিসেবে মিডিয়া অঙ্গনে এই সংগঠনের কর্মীরা প্রসিদ্ধি অর্জন করেছেন। অডিও-ভিজ্যুয়াল প্রকাশনার ক্ষেত্রেও সাইমুমের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

চার দশকের এই পথচলায় সাইমুম গান, অভিনয় ও কবিতার সমন্বয়ে ১০০টিরও বেশি অডিও ও ভিজ্যুয়াল অ্যালবাম প্রকাশ করেছে এবং মঞ্চস্থ করেছে ৩১০টিরও বেশি জনপ্রিয় নাটক। এছাড়া, সাইমুমের বিশেষ প্রকাশনাগুলোর মধ্যে ৩০ বছর পূর্তি স্মারক এবং "মল্লিক স্মারক" অন্যতম।

এভাবেই সাইমুম শিল্পীগোষ্ঠী ইসলামী সংস্কৃতির উচ্চকিত চেতনা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

18/02/2025

তারুন্যের গান । শিরায় শিরায় আগুন জ্বালাও । লড়ো

গানঃ শিরায় শিরায় আগুন জ্বালাও
কথাঃ বিলাল হোসাইন নূরী
সুরঃ রাআদ ইজামা
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী







আলহামদুলিল্লাহ,আজকে দৈনিক আমার দেশ পত্রিকায় জুলাই অভ্যুত্থানের সময় সাইমুম শিল্পীগোষ্ঠীর অবদান এবং বাংলাদেশে সাংস্কৃতিক ব...
18/02/2025

আলহামদুলিল্লাহ,
আজকে দৈনিক আমার দেশ পত্রিকায় জুলাই অভ্যুত্থানের সময় সাইমুম শিল্পীগোষ্ঠীর অবদান এবং বাংলাদেশে সাংস্কৃতিক বিপ্লব নিয়ে সাইমুমের কার্যক্রম তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে।

সাইমুম পরিবারের পক্ষ থেকে আমার দেশ পত্রিকাকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে আনার জন্য কৃতজ্ঞতা জানাই।

সম্পূর্ণ প্রতিবেদনের লিংক কমেন্টে দেওয়া হলো।


17/02/2025

জুলাইকে বাচিয়ে রাখার ঐতিহাসিক গান · আয় তারুণ্য

গান: আয় তারুণ্য
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: রাআদ ইজামা
পরিবেশনা: সাইমুম শিল্পীগোষ্ঠী







16/02/2025

বসন্তের নতুন কবিতা | ফাল্গুনে

কবিতা : ফাল্গুনে
কবি : ফররুখ আহমদ
আবৃত্তি : রাওদা ওয়াফিকা নূর
আবৃত্তি পরিচালনা : তাহসিন মাহমুদ
পরিবেশনায়: সাইমুম আবৃত্তি




সাইমুম কবিতা-কবি আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ - ১৫ ফেব্রুয়ারি ২০১৯)সাইমুম সাইমুম তরুণের গান সাইমুম ঝড় নয় প্রাণের আহ্বান।জাগ্...
15/02/2025

সাইমুম কবিতা
-কবি আল মাহমুদ
(১১ জুলাই ১৯৩৬ - ১৫ ফেব্রুয়ারি ২০১৯)

সাইমুম সাইমুম তরুণের গান
সাইমুম ঝড় নয় প্রাণের আহ্বান।

জাগ্রত চেতনায় উছলে উঠা
যেন কোন বাগানের গোলাপ ফোটা
শত শত সুললিত কণ্ঠের মাঝে
শোন ঐ পরীদের আওয়াজ বাজে।

আমি আছি মাঝখানে খুশির ঝিলিক
সাইমুম ঠিক করে যাব কোন দিক।

সঠিক পদপাতে এগোয় যারা
তাদের স্পর্শে যেন পড়ছে সাড়া।
সাইমুম ঝড় নয় ঝর্ণা ধারা
তরুণের কলরবে মুখর পাড়া।



09/02/2025

চিকিৎসা
কবি মতিউর রহমান মল্লিক

অনেক রক্তের জোয়ার ভাটার পর আমি
ডাক্তার মুকিতের ডাঙায় উঠে দাড়ালাম
অসহায়
বিব্রত
বিধ্বস্ত
তারপর মুঠো মুঠো নিরাময়ের মধ্যে
মুখ গুজে শুয়ে থাকল
বোবা কান্নার মত
তরজমা হীন ব্যাথা
বিস্তারিত বেদনার খরগোশ।

অর্থাৎ চিকিৎসার গোটা অর্থই এখন দাড়িয়েছে
এক বোঝা ইনজেকশন, অপারেশনের তোড়জোড়
ক্ষমাহীন পর্যবেক্ষন এবং মাঝে মাঝে
কাটা-ছেড়ার মত তৎপরতা
হায়! আমার কোন ডানা নেই
যেন জন্ম হয়েছিলো বিছানায় পড়ে পড়ে
কালান্তরের কংকাল গননার জন্য ।

মাবুদ! চিকিৎসার সমুদয় দায়িত্ব তুমিই নাও
আমি আর পারছিনা।

তারিখ- ২৫/১২/২০০৯

শোকবার্তা  সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুর রউফ আজ সকাল ১০টায় ...
09/02/2025

শোকবার্তা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুর রউফ আজ সকাল ১০টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই দেশপ্রেমিক ও গুণি ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক এবং ধৈর্য ধারণ করার শক্তি দিন, আমিন।

সাইমুম পরিবার।


05/02/2025

সোনালী দিনের জনপ্রিয় গানের অ্যালবাম | ইসলামী সংগীত-০১ (বিআইসি)

অ্যালবামঃ ইসলামী সংগীত-০১ (বিআইসি)
অ্যালবাম নংঃ সাইমুম-৬১
প্রকাশকালঃ ১৯৮২
পরিচালনায়ঃ কবি মতিউর রহমান মল্লিক
পরিবেশনায়ঃ সাইমুম শিল্পীগোষ্ঠী






28/01/2025

কিশোর শিল্পীদের কণ্ঠে জনপ্রিয় একটি হামদ - ঢেউয়ের পরে ঢেউ সাজানো

কথা: নুরুজ্জামান ফিরোজ
সুর: মশিউর রহমান
পরিবেশনা: কিশোর বিভাগ, সাইমুম



26/01/2025

কবি মতিউর রহমান মল্লিকের জনপ্রিয় গান - এলো কে কাবার ধারে
পরিবেশনা: কিশোর বিভাগ, সাইমুম



25/01/2025

কবি আসাদ বিন হাফিজ এর জনপ্রিয় গান | দাও খোদা দাও আমায় আবার

কথা: কবি আসাদ বিন হাফিজ
সুর: মশিউর রহমান
পরিবেশনা: কিশোর বিভাগ, সাইমুম



আলহামদুলিল্লাহ্‌,সাইমুম শিল্পীগোষ্ঠীর নববর্ষ প্রকাশনা বিতরন।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. শ...
24/01/2025

আলহামদুলিল্লাহ্‌,
সাইমুম শিল্পীগোষ্ঠীর নববর্ষ প্রকাশনা বিতরন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. শাহজাহান শিকদার এর সাথে সাইমুম শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ ও প্রকাশনা প্রদান। বর্তমান সহকারী পরিচালকের সাথে ছিলেন সাবেক সহকারী পরিচালক শিল্পী সোহাইল আহমদ খান।




24/01/2025

জনপ্রিয় ইসলামিক হামদ | আল্লাহ তুমি অপরূপ

গান: আল্লাহ তুমি অপরূপ
কথা: খোরশেদ আলম
সুর: মশিউর রহমান
অ্যালবাম: জীবন নামের ছোট্ট ঘুড়ি
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী



Address

122, DIT Extension Road, Fakirapool
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী:

Videos

Share