Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী 🏜️ সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চায় আমাদের অঙ্গীকার।
(262)

বাংলাদেশ, ৫৬ হাজার বর্গমাইলের একটি সুজলা-সুফলা, শস্য-শ্যামলা দেশ, যেখানে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। এ দেশের মানুষের প্রাণের সংস্কৃতি শাশ্বত ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ। এই আদর্শ সংস্কৃতিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন "সাইমুম"।

বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মীর কাসেম আলীর সহায়তায় এবং তরুণ কবি, সুরকার, গীতিকার ও শিল্পী মতিউর রহমান মল্লিকের নেতৃত্বে

গড়ে ওঠে সত্য ও ন্যায়ের তূর্যবাদক এই সংগঠন। মননশীল সাংস্কৃতিক অগ্রযাত্রার পথিকৃৎ মিয়া মোহাম্মদ আইয়ুবের প্রস্তাবনায় এর নাম হয় "সাইমুম শিল্পীগোষ্ঠী"।

বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত হিসেবে সাইমুমের নাম সর্বজনবিদিত। বর্তমানে সংগঠনটি ছয়টি বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব বিভাগ হলো: সংগীত, থিয়েটার, শিশু-কিশোর, তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি। প্রতিষ্ঠার পর থেকে বহু জ্ঞানী-গুণী ব্যক্তি এই সংগঠনের পরিচালনায় অবদান রেখেছেন, যেমন মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ, মাওলানা তারেক মনোয়ার, সাইফুল্লাহ মানসুর প্রমুখ।

সাইমুম শিল্পীগোষ্ঠীর অধীনে গড়ে ওঠা বহু সাংস্কৃতিক কর্মী জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এদের মধ্যে কেউ কেউ কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, অভিনেতা, সংগঠক এবং ইসলামী চিন্তাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি, আবৃত্তিকার, নাট্যনির্দেশক, উপস্থাপক, সাংবাদিক এবং অনুষ্ঠান নির্মাতা হিসেবে মিডিয়া অঙ্গনে এই সংগঠনের কর্মীরা প্রসিদ্ধি অর্জন করেছেন। অডিও-ভিজ্যুয়াল প্রকাশনার ক্ষেত্রেও সাইমুমের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

চার দশকের এই পথচলায় সাইমুম গান, অভিনয় ও কবিতার সমন্বয়ে ১০০টিরও বেশি অডিও ও ভিজ্যুয়াল অ্যালবাম প্রকাশ করেছে এবং মঞ্চস্থ করেছে ৩১০টিরও বেশি জনপ্রিয় নাটক। এছাড়া, সাইমুমের বিশেষ প্রকাশনাগুলোর মধ্যে ৩০ বছর পূর্তি স্মারক এবং "মল্লিক স্মারক" অন্যতম।

এভাবেই সাইমুম শিল্পীগোষ্ঠী ইসলামী সংস্কৃতির উচ্চকিত চেতনা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

14/12/2024

সাইমুমের গুণীশিল্পীদের কন্ঠে থিমসং - পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই

কথা ও সুর: কবি মতিউর রহমান মল্লিক


সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য, গুণীশিল্পী, সাবেক পরিচালকবৃন্দ এবং বর্তমান টিমের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ।
14/12/2024

সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য, গুণীশিল্পী, সাবেক পরিচালকবৃন্দ এবং বর্তমান টিমের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ।


ইনশাআল্লাহ,সাইমুম আগামীকাল আসছেসোনাগাজী, ফেনীতে।সকলের দাওয়াত রইলো।
13/12/2024

ইনশাআল্লাহ,
সাইমুম আগামীকাল আসছে
সোনাগাজী, ফেনীতে।

সকলের দাওয়াত রইলো।


আসসালামু আলাইকুম!প্রিয় শিক্ষার্থীবৃন্দ,সাইমুম শিল্পীগোষ্ঠীর ভর্তি রেজিস্ট্রেশনের সাক্ষাৎকারের এসএমএস পাঠানো হয়েছে।সাক্ষ...
12/12/2024

আসসালামু আলাইকুম!

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সাইমুম শিল্পীগোষ্ঠীর ভর্তি রেজিস্ট্রেশনের সাক্ষাৎকারের এসএমএস পাঠানো হয়েছে।

সাক্ষাৎকারের তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৪

স্থান এবং সময় এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে। যারা এখনো এসএমএস পাননি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।

নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে এবং আসার সময় অবশ্যই এসএমএস এ প্রাপ্ত রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আসতে হবে।

সাইমুম শিল্পীগোষ্ঠী



ইনশাআল্লাহ্‌,সাইমুম থাকছে এই প্রোগ্রামে,আপনারাও আমন্ত্রিত।🌊 নৌভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪📅 তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৪ ...
12/12/2024

ইনশাআল্লাহ্‌,
সাইমুম থাকছে এই প্রোগ্রামে,
আপনারাও আমন্ত্রিত।

🌊 নৌভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪
📅 তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৪ (সোমবার)

এই সুযোগ মিস করবেন না! 🛳️

#সাংস্কৃতিকভ্রমণ #সাইমুম

যারা এখনো ভর্তি রেজিস্ট্রেশনের কনফার্মেশন এসএমএস পান নি।দ্রুত যোগাযোগ করুন।
06/12/2024

যারা এখনো ভর্তি রেজিস্ট্রেশনের কনফার্মেশন এসএমএস পান নি।
দ্রুত যোগাযোগ করুন।

06/12/2024

✅ শুনুন!
❝একদিন আমি থাকবোনা❞

গীতিকার: শরীফ আব্দুল গোফরান
সুরকার: নিয়ামুল হোসাইন
শিল্পী: আফিফা হাসান রাফা
পরিবেশনায়: সাইমুম কিডস

Available on Facebook Story





শোকবার্তা  কিংবদন্তী লেখক গীতিকার সুরকার অধ্যাপক আবু জাফর স্যার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।...
06/12/2024

শোকবার্তা

কিংবদন্তী লেখক গীতিকার সুরকার অধ্যাপক আবু জাফর স্যার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিংবদন্তী এই গীতিকারকে আল্লাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক এবং ধৈর্য ধারণ করার শক্তি দিন, আমিন।

সাইমুম পরিবার।


05/12/2024

আগ্রাসন বিরোধী সমসাময়িক গান । বইছে বাতাস বৈরী

গান: বইছে বাতাস বৈরী
কথা: নূরুজ্জামান শাহ্
সুর: রাআদ ইজামা
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী








ইনশাআল্লাহ্‌শীঘ্রই আসছে,সাইমুমের এক্সক্লুসিভ সমসাময়িক পরিবেশনা "বইছে বাতাস বৈরী"কথা : নুরুজ্জামান শাহ্‌সুর : রাআদ ইজামাপ...
04/12/2024

ইনশাআল্লাহ্‌
শীঘ্রই আসছে,
সাইমুমের এক্সক্লুসিভ সমসাময়িক পরিবেশনা "বইছে বাতাস বৈরী"

কথা : নুরুজ্জামান শাহ্‌
সুর : রাআদ ইজামা
পরিবেশনায় : সাইমুম শিল্পীগোষ্ঠী

দেখতে চোখ রাখুন সাইমুমের সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে।








⚠️ আর মাত্র একদিন!সাইমুমে ভর্তি আবেদনের জন্য আর মাত্র একদিন সময় আছে।যারা এখনো আবেদন করেননি,আগামীকাল রাত ১২টার মধ্যেই আবে...
29/11/2024

⚠️ আর মাত্র একদিন!

সাইমুমে ভর্তি আবেদনের জন্য আর মাত্র একদিন সময় আছে।
যারা এখনো আবেদন করেননি,আগামীকাল রাত ১২টার মধ্যেই আবেদন সম্পন্ন করুন। এরপর আর আবেদন করার সুযোগ থাকবে না।

🌐 আবেদন লিঙ্ক: কমেন্টে দেওয়া হয়েছে।

29/11/2024

সময়ের ঘড়ি ⏰ টিক টিক করে চলে | সাইমুম কিডস

📢 গানটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না!

ইনশাআল্লাহ্‌আগামীকাল আসছে,সাইমুমের শিশুশিল্পীদের পরিবেশনায় "সময়ের ঘড়ি"গান: সময়ের ঘড়িকথা: নুরুজ্জামান শাহ্‌সুর: রবিউল ইসল...
28/11/2024

ইনশাআল্লাহ্‌
আগামীকাল আসছে,
সাইমুমের শিশুশিল্পীদের পরিবেশনায় "সময়ের ঘড়ি"

গান: সময়ের ঘড়ি
কথা: নুরুজ্জামান শাহ্‌
সুর: রবিউল ইসলাম ফয়সল
পরিবেশনায়: Saimum KIDS
প্রযোজনা: সাইমুম শিল্পীগোষ্ঠী

যারা এখনো সাইমুম কিডস চ্যানেল সাবস্ক্রাইব করেন নি, এখনি করে নিন।



28/11/2024

কবি আল মাহমুদের জনপ্রিয় কবিতা । বখতিয়ারের ঘোড়া

কবিতা: বখতিয়ারের ঘোড়া
কবি: আল মাহমুদ
আবৃত্তি: মোস্তাগিছুর রহমান মোস্তাক
আবৃত্তি পরিচালনা: রাআদ ইজামা



27/11/2024

সাইমুমের প্রতিবাদী গান | তাকবীর

তাকবীর | TAKBIR
কথাঃ ইমাম সাদিক আদনান
সুরঃ রাআদ ইজামা



27/11/2024

সময়ের জাগরণী গান "জেগেই যখন উঠেছো বন্ধু "

কথাঃ নূরুজ্জামান শাহ্
সুরঃ নিয়ামুল হোসাইন
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী






সাইমুম শিল্পীগোষ্ঠীর ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি! 🎭📖✍️ জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী-এর ২০২৫ সেশনের ভর্তি ...
24/11/2024

সাইমুম শিল্পীগোষ্ঠীর ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি! 🎭📖✍️

জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী-এর ২০২৫ সেশনের ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে! 🎉

শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৪।

🎯 যেসব বিভাগে ভর্তি:
📜 কিরাত, গান, অভিনয়, আবৃত্তি ও চিত্রাঙ্কন

🔹 রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
🔹 প্রশিক্ষণ স্থান: সরাসরি ঢাকাতে হবে

📞 যোগাযোগ: 01970-578220 (WhatsApp Message Only)
আবেদন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন:
🌐 https://admission.saimum.org

সাইমুমের সাথে সাংস্কৃতিক জগতের যাত্রা শুরু হোক আপনার আজ থেকেই।


🌸 দীপ্ত সকাল – শিশুদের জন্য এক অনুপ্রেরণামূলক গান! 🌟🎶 গান: দীপ্ত সকাল  ✍️ কথা ও সুর: ফয়সাল আহমেদ  🎤 পরিবেশনা: Saimum KID...
24/11/2024

🌸 দীপ্ত সকাল – শিশুদের জন্য এক অনুপ্রেরণামূলক গান! 🌟

🎶 গান: দীপ্ত সকাল
✍️ কথা ও সুর: ফয়সাল আহমেদ
🎤 পরিবেশনা: Saimum KIDS
💼 প্রযোজনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

✅ ভিডিও লিঙ্ক কমেন্টে👇

💬 আপনার মতামত কমেন্টে শেয়ার করুন!
👇👇👇

#দীপ্তসকাল

Address

122, DIT Extension Road, Fakirapool
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী:

Videos

Share


Other Dhaka media companies

Show All