মানব বার্তা

মানব বার্তা বিশ্বময় সকল সংবাদ জানতে লাইক দিয়ে সাথেই থাকুন..
(8)

যুক্তরাজ্যে একটি হাসপাতালের রেকর্ড রুমে পানিতে ভিজে কয়েক’শো রুগীর নথিপত্র নষ্ট হয়েছে...
24/01/2024

যুক্তরাজ্যে একটি হাসপাতালের রেকর্ড রুমে পানিতে ভিজে কয়েক’শো রুগীর নথিপত্র নষ্ট হয়েছে...

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত।
22/01/2024

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত।

আজ ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন নরসিংদী জেলা শাখার...

ঢাকায় হাতবোমাসহ আটক ২
18/01/2024

ঢাকায় হাতবোমাসহ আটক ২

স্বর্ণের রের্কড ১ লাখ ১২ হাজার ভরি...
18/01/2024

স্বর্ণের রের্কড ১ লাখ ১২ হাজার ভরি...

09/01/2024

লন্ডন টাওয়ার ব্রীজ...অসাধারণ মুহুর্ত

আপডেট খবর:ফেনীর দাগনভূঁইয়ার রাজাপুরে টিসিবির মালামাল জনগনকে না দিয়ে চুরি করে বিক্রি করে দেওয়াকালে নজরুল ইসলাম বাঙ্গালী ন...
29/09/2023

আপডেট খবর:

ফেনীর দাগনভূঁইয়ার রাজাপুরে টিসিবির মালামাল জনগনকে না দিয়ে চুরি করে বিক্রি করে দেওয়াকালে নজরুল ইসলাম বাঙ্গালী নামের এক ডিলারের নিকট থেকে ১৬ বস্তা ডাল উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারমিন। নজরুল দাগনভূঁইয়ার রাজাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে ও দাগনভূঁইয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। এছাড়া তিনি ইসলামের নামে নতুন ফেতনা সৃষ্টিকারী দল সালাফিজমের দাগনভূঞার নেতা।

প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমনে ঈদে আজম উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের মহাসমাবেশফেনী প্রতিনিধি:মহান আল্লাহ তায়ালার পরম রহমত...
28/09/2023

প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমনে ঈদে আজম উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের মহাসমাবেশ

ফেনী প্রতিনিধি:

মহান আল্লাহ তায়ালার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলী ও দোজাহানের সর্বকল্যাণ এবং মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনই ঈদে আজম।

ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ফেনী জেলা শাখার উদ্যোগে ১২ই রবিউল আউয়াল বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফেনীর মিজান ময়দানে এক বিশাল ঐতিহাসিক ঈদে আজম সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তফসিরুল কোরআনের মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারী শরীফের প্রণেতা,একুশে পদক প্রাপ্ত,ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস,ইমামে আহলে সুন্নাত,পীরে হাক্কানী,ওলীয়ে রাব্বানী হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। সভাপতিত্ব ও দিক নির্দেশনামূলক মূল বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।

সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বক্তব্যে বলেন, দয়াময় আল্লাহ তায়ালা সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম। দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম।

তিনি আরো বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান-বিজ্ঞান,সকল গুন,সকল কল্যাণের উৎস। মহান রাসুলই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ,সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না,তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগত মিথ্যা-অবিচার-শোষন-সন্ত্রাস-পাশবতা-দস্যুতা-স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়।

সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে। প্রিয় রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোন উপায় নেই। তিনি প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহবান জানান।

সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতি রেজাউল কায়সারের সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার,কেন্দ্রীয় নেতা,আল্লামা আরেফ সারতাজ,আল্লামা খাজা রাশেদ, আল্লামা শেখ নঈমুদ্দীন, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ,আল্লামা এমদাদুল হক সাইফ।

এছাড়া উপস্থিত ছিলেন,
সংগঠনের ফেনী জেলার প্রধান উপদেষ্টা আল্লামা নুরুল হক ভূঞা, জেলার সহ-সভাপতি আল্লামা গোলাম সরওয়ার, সাধারন সম্পাদক আল্লামা হাসান আবরার সহ নেতৃবৃন্দ। শতাধিক সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক, সাংবাদিক, শিক্ষাবিদবৃন্দ ও ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ এতে অংশগ্রহন করেন।

ফেনীর ফুলগাজীতে খড়ের গাদা চাপায়২ শিশুসহ মায়ের করুণ মৃত্যুফেনীর ফুলগাজীতে ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ ও এক ...
20/09/2023

ফেনীর ফুলগাজীতে খড়ের গাদা চাপায়
২ শিশুসহ মায়ের করুণ মৃত্যু

ফেনীর ফুলগাজীতে ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ ও এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়ীতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমি আক্তার (৩৫) সকালে গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২) তার পাশে খেলছিলেন। হঠাৎ খড়ের গাদা তাদের উপর ভেঙে পড়ে। দুই সন্তানসহ সুমি আক্তার গাদায় চাপা পড়ে।

পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের লাশ ছাগলনাইয়া সরকারী হাসপাতালে রয়েছে। নিহত সুমি আক্তার দুবাই প্রবাসী টিপু আলমের স্ত্রী ও দুই সন্তান।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফেনী কলেজ ছাত্রের লি'ঙ্গ পরিবর্তন করে বিয়ে, ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তালাকঅনলাইন ডেস্ক:ফেনী সরকারি কলেজের অনার্স ২০১৮...
05/06/2023

ফেনী কলেজ ছাত্রের লি'ঙ্গ পরিবর্তন করে বিয়ে, ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তালাক

অনলাইন ডেস্ক:
ফেনী সরকারি কলেজের অনার্স ২০১৮ বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম (ছদ্মনাম)। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে নুর নবী জুলফিকার নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয়। সেখান থেকে সম্পর্ক গড়ায় বন্ধুত্বে। একপর্যায়ে আমিনুলের প্রতি আসক্তি থেকে চিকিৎসকের পরামর্শে ভারত নিয়ে অস্ত্রোপচার করে তার লিঙ্গ পরিবর্তন করেন জুলফিকার। আমিরুলের নাম রাখা হয় বিবি কুলসুম (ছদ্মনাম)। এরপর বিয়ে-সংসার। জুলফিকার দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা আর কুলসুমের বাড়ি পাশ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলায়।
স্থানীয় সূত্র জানায়, কলকাতার কলেজ রোডের উপকূল নার্সিং

হোমে দুইবার অস্ত্রোপচারের মাধ্যমে আমিনুলের লিঙ্গ পরিবর্তন করা হয়। সেখান থেকে ফিরে ২০১৮ সালে ২৭ জুন নোয়াখালীর জুডিসিয়াল আদালতে এফিডেভিটের মাধ্যমে তার নাম রাখা হয় কুলসুম। ২০১৯ সালের ১৪ জুন ৫ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন জুলফিকার। এরপর তাকে দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন স্থানে সহায়তার জন্য আবেদন করেন তার স্বামী। দাগনভূঞা আতাতুর্ক স্কুল মার্কেটের মিয়াজী মেডিকেল হলের ব্যবসা বাড়াতে প্রধানমন্ত্রী থেকে প্রাপ্ত সহায়তা, ব্যাংক ঋণ, জায়গা বিক্রি সহ কুলসুমের প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেন প্রতারক স্বামী। পরবর্তীতে কুলসুমের চিকিৎসা খরচ বাবদ এ টাকা খরচ হয়েছে দিতে অস্বীকৃতি জানায় জুলফিকার। একপর্যায়ে তাকে তালাক দেয়া হলে পাওনা টাকা পরিশোধে গড়িমসি করেন তিনি। বিষয়টি নিয়ে রামনগর ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠকে দেনমোহর ছাড়া বাকি টাকা দিতে নারাজ সে। প্রতারণা, টাকা আত্মসাত ও মারধরের অভিযোগ এনে দাগনভূঞা থানা ও আদালতে একাধিক মামলা দায়ের করেন ভুক্তভোগী।

বিবি কুলসুম জানান, প্রেমের ফাঁদে ফেলে তার লিঙ্গ পরিবর্তন করে বিয়ে করেন। তাদের সংসারে এক মেয়ে রয়েছে। তাকে কখনো ছেড়ে যাবেনা মর্মে অঙ্গিকার করলেও তালাক দিয়ে তার সাথে প্রতারণা করা হয়েছে। তিনি প্রতারক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
অভিযুক্ত নুর নবী জুলফিকারের বক্তব্য জানতে গতকাল একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

স্থানীয় রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, এ ধরনের সালিশ তিনি অতীতে শুনেননি। সালিশের রায় মেনে নেয়ার অঙ্গিকার করলেও পরবর্তীতে কাবিনের টাকা ছাড়া আর কোন দাবী মানবে না বলে সাফ জানিয়ে দেয় জুলফিকার। এর প্রেক্ষিতে বিষয়টি অমিমাংসিত থেকে যায়।

13/03/2023

রাতের আকাশ

তাহেরির নেতৃত্বে সুন্নী আন্দোলনের ওলামায়ে কেরামের ও নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা, বহুসংখ্যক আহতবিশেষ প্রতিবেদক:হবিগঞ্...
03/02/2023

তাহেরির নেতৃত্বে সুন্নী আন্দোলনের ওলামায়ে কেরামের ও নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা, বহুসংখ্যক আহত

বিশেষ প্রতিবেদক:

হবিগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বির্তকিত মাওলানা গিয়াস উদ্দিন তাহেরির নেতৃত্বে সুন্নী আন্দোলনের ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের উপর মোয়াবিয়াবাদী খারেজী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে বহুসংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন বলেন জানান স্থানীয় নেতারা। একজনের অবস্থা আশংকাজনক। ঘটনাস্থলের ছবিতে দেখা যায় হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কায়দায় হামলা করে।

গত ২৫ তারিখে (জানুয়ারি) আহলে সুন্নাত ওয়াল জামাত, চুনারুঘাট শাখা কর্তৃক শানখলায় আহলে বায়েত রাদিআল্লাহু আনহুম এর শাণে একটি মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে মাহফিলের বিরোধীতা করে খারেজী ভাবধারার একটি পক্ষ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে ইসলামী গবেষণায় বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত ইমামে আহলে সুন্নাত হজরত সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামি শাহ এর বিরুদ্ধে মিথ্যাচারপূর্বক এবং মানহানিকর বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়। যার প্রেক্ষিতে আজ শুক্রবার বেলা ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ে উভয় পক্ষের নেতৃবৃন্দকে ডাকা হয়।

সূত্রমতে, পুলিশ সুপার কার্যালয়ে উভয়পক্ষের ব্যক্তিদের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসীরা সুন্নী আন্দোলনের ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।

বিশ্ব সুন্নী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, হামলাকারীরা আগ থেকে পরিকল্পিতভাবে প্রশাসনের উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ আলোচনা সভাকে বানচাল করার অপচেষ্টা চালিয়েছে। কোরআন শরিফ হাদিস শরীফের দলিল মোতাবেক আলোচনায় পরাজিত হয়ে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে। তারা ইতোমধ্যে ফেইসবুকে বিভিন্ন উষ্কানিতমূলক পোস্ট দিয়ে হামলা হুমকির কথা বলেছে। নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের নেতাকর্মীদের উপর এজিদ মুয়াবিয়াবাদী খারেজীদের হামলার তীব্র নিন্দা জানাই এবং এর প্রধান উষ্কানিদাতা গিয়াসউদ্দিন তাহেরীসহ ও তার গ্যাংদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নেতারা।

ইনসানিয়াত বিপ্লবকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহালনিজস্ব প্রতিবেদক:আল্লামা ইমাম হায়াত এর ইনসানিয়াত বিপ্লবকে রাজনৈতিক দল...
22/01/2023

ইনসানিয়াত বিপ্লবকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক:

আল্লামা ইমাম হায়াত এর ইনসানিয়াত বিপ্লবকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রয়েছে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আজকের আদেশের ফলে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধন পেতে আইনি বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।

রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধনের আবেদন ২০১৮ সালের জুলাই মাসে প্রত্যাখ্যান করে ইসি। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব রেহান আফজাল রাহবার। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৮ সালে এপ্রিল মাসে হাইকোর্ট রায় দেন।

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লবকে অবিলম্বে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি একই বছরের ডিসেম্বর মাসে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা আজ খারিজ হলো।

আদালতে ইসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এডভোকেট ইয়াছিল আলী। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব রেহান আফজাল রাহবারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাঈদ রেজা।

চট্রগ্রামে মিরসরাই উপজেলার বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে মঙ্গলবার ভোরে ৪ পা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে।
17/01/2023

চট্রগ্রামে মিরসরাই উপজেলার বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে মঙ্গলবার ভোরে ৪ পা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে।

11/12/2022

সন্ধ্যায়বেলা গ্রামের দৃশ্য

Address

Middle Badda
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when মানব বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All