হুজুরনী-hujurni.com

হুজুরনী-hujurni.com hujurni.com কৃতিকা

স্টাইলিশ বেবি বোরকা নিয়ে একটি ফেইসবুক স্ট্যাটাস লিখুননিশ্চয়ই! এখানে একটি ফেসবুক স্ট্যাটাসের জন্য প্রস্তাবনা:🌟 স্টাইলিশ ...
08/01/2025

স্টাইলিশ বেবি বোরকা নিয়ে একটি ফেইসবুক স্ট্যাটাস লিখুন
নিশ্চয়ই! এখানে একটি ফেসবুক স্ট্যাটাসের জন্য প্রস্তাবনা:

🌟 স্টাইলিশ বেবি বোরকা 🌟

আমাদের ছোট্ট প্রিয়জনদের জন্য নিয়ে এলাম নতুন স্টাইলিশ বেবি বোরকা! 👶🧕 নতুন ডিজাইন, আরামদায়ক কাপড়, এবং রঙের বৈচিত্র্য নিয়ে এসেছে এই বোরকা। আপনার ছোট্ট সোনামণির জন্য আদর্শ পোশাক। 💖 2 বছর থেকে ১৩ বছর পর্যন্ত ।

✨ বিশেষ বৈশিষ্ট্য:

-আরামদায়ক এবং নরম কাপড়

-বিভিন্ন রঙ এবং ডিজাইন

-সহজে পরিধানযোগ্য

আজই অর্ডার করুন এবং আপনার ছোট্ট সোনামণিকে দিন সেরা স্টাইলিশ বোরকা! 🛍️

#বেবিবোরকা #স্টাইলিশবোরকা #নতুনডিজাইন #আরামদায়কপোশাক #প্রিয়জনের_জন্য

19/12/2024

Good Goods এর নিজস্ব ব্রান্ডের বোরকা, খিমার, হিজাব ও সালাতের খিমার নিয়ে প্রথম লাইভ। লাইভ থেকে অর্ডার করলে পাচ্ছেন একটি ইনার ক্যাপ একদম ফ্রী।
কল করুন- 01813781178
Website: khimar.hujurni.com

16/12/2024

আবারও নতুন কিছু চায়না কেডস ও স্নিকারস এর কালেকশন চলে এসেছে আমাদের অফিসে। লাইভে সরাসরি দেখানো হচ্ছে। লাইভ থেকে অর্ডার করলে থাকছে ডিসকাউন্ট। স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নক করুন৷ ধন্যবাদ
কল- 01813781178
web- goodgoodsbd.com

14/12/2024

নিজেদের কারখানায় তৈরি, প্রিমিয়াম কোয়ালিটির কিছু বোরকা আপনাদের দেখাবো, লাইভে জয়েন্ট হয়ে জান 🌼

   #ড্রেস
12/12/2024

#ড্রেস

04/11/2024

সালাতে নারীর চেহারা ব্যতীত পূর্ণ শরীর সতর, তবে হাত ও পায়ের ব্যাপারে দ্বিমত রয়েছে যদি পর-পুরুষ তাকে না দেখে। গায়রে মাহরাম বা পর-পুরুষের দেখার সম্ভাবনা থাকলে চেহারা, হাত ও পা ঢাকা ওয়াজিব।
#ফেতনা #নারীদের #সালাতে #শরীর #পুরুষ #ওয়াজিব #ঢাকা #নামাজ #সালাত #ফরজ #আহমদুল্লাহ #হুজুরনী

আপনি ভাইবেন না দাজ্জাল আপনার সামনে এসে বলবে, ‘আমারে অনুসরণ করো৷’ দাজ্জাল আসার পূর্বে ফেতনার মাধ্যমে প্রথমে আপনার চিন্তা ...
30/10/2024

আপনি ভাইবেন না দাজ্জাল আপনার সামনে এসে বলবে, ‘আমারে অনুসরণ করো৷’ দাজ্জাল আসার পূর্বে ফেতনার মাধ্যমে প্রথমে আপনার চিন্তা শক্তি ইসলাম থেকে দূরে সরাবে৷ চিন্তা শক্তি দূরে সরাতে না পারলেও ফেতনায় আপনার চারপাশে এমন এক পরিবেশ বানাবে, যে আপনি চাইলেও মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারবেন না৷
আপনার দৈনন্দিন অভ্যাস চেঞ্জ করাবে৷ আপনার মতো হাজার হাজার, বিলিয়োন মানুষ যখন দাজ্জালের ফেতনায় ডুবে যাবে৷ তখন অই ফিলিস্তিনের আল আকসা ভেঙে যে টেম্পল বানানোর প্লান ইসরায়েলের, সেই টেম্পল দিয়ে আবির্ভাব ঘটবে দাজ্জালের৷

দাজ্জালের ফেতনা এত ভয়ানক যে আল্লাহর কাছে আপনি ক্ষমাও চাইতে পারবেন না কারণ আপনি তখন উঠে পড়ে যাবেন হারামকে হালালের জন্য, হালালকে হারামের জন্য৷ সমাজে হারাম, এমনভাবে হালাল হবে আপনি বুঝবেনও না কোনটা হারাম, কোনটা হালাল৷

আপনি জানবেনও না আপনি দাজ্জালকে কিভাবে অনুসরন করছেন, কিন্তু একনিষ্ঠভাবে দাজ্জালের সৈনিক হয়ে যাবেন৷ আপনার আল্লাহর নাম নিতে লজ্জা লাগবে৷ যে আল্লাহর নাম নিবে, তাকে আপনার ক্ষ্যাত মনে হবে৷ কোনো বন্ধু গ্রুপে আল্লাহ নিয়ে কথা হবে না৷ অস্বস্তি কাজ করবে সবার৷ আল্লাহ ও তার রাসুল যা মানা করেছে, সেসবে আপনার স্বস্তি কাজ করবে৷

নবীর ওয়ারিশ আলেম৷ আলেমদের প্রতি ঘৃণা তৈরি হবে৷ একশটা আলেমের মধ্যে দশটা জাহান্নামি আলেমের কারণে নব্বইটা আলেমকে দেখলেই নাক চেটকানো শুরো করবেন, গালাগালি করবেন৷ একদল উঠে পড়ে লাগবে আলেমদের দোষ ধরার পিছনে৷ এভাবে আস্তে আস্তে আলেমদের থেকে বিশ্বাস উঠিয়ে নিবে৷ আপনাকে বানাবে ধর্মীয় জ্ঞান শূন্য৷
আপনার ইসলাম থেকে চিন্তা শক্তি দূরে সরে যাবে৷

আপনাদের কি দাজ্জালের ফেতনা জোকস মনে হয়? দেবর ভাবির মতো পবিত্র একটা রিলেশন৷ এটা যে খারাপ এঙ্গেলে যাচ্ছে, গিয়েছে৷ এটা কি জোকস মনে হয়? স্টেপ ফাদার, মাদার ইসলামে বৈধ জিনিস যে ইয়াং জেনারেশনের ব্রেইনে সেক্সুয়েল ফান এর পর্যায়ে গেছে এটাকে কি জোকস মনে হয়?

দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? অথচ আপনি বুঝতে পারছেন না৷ আপনি হাসতে হাসতে, চেতনার নামে৷ আধুনিকতার নামে আপনার আল্লাহকে নিয়ে মস্করা করছেন৷ যে আল্লাহ আপনার রিযিকের ভাতের দানার পরিমানও লিখে রাখছে৷ আপনার জীবন সঙ্গী কে হবে লিখে রাখছে৷ আপনার মৃত্যু কবে হবে সেটা লিখে রাখছে৷ আপনার আজকের কর্মের কারণে দশ দিন পর বিপদে পড়বেন, অই বিপদ দেখেও যে আল্লাহ এটা অপেক্ষায় থাকে যে আমার বান্দা একটা ভালো কাজ করুক তার বিপদ আমি কাটায়ে দিব৷ দোয়াতে একবার বলুক বিপদ কাটায়ে দেয়ার জন্য, কাটায়ে দিব৷
কাজে, কর্মে কথায়, দুই লাইন ইংলিশ বলতে পেরে অই আল্লাকে অপমান করেন৷

দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? মস্করা করছেন সেই নবী (সা:) এর জন্য৷ যে মৃত্যুর আগ মুহূর্ত আপনার, আমার তার উম্মতের জন্য কেঁদে গেছে৷ সারাটাজীবন কষ্ট সহ্য করে গেছে৷ যে নবী হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমি আমার একটা উম্মতকে ছাড়াও জান্নাতে যাবো না৷ যে নবীকে অস্বীকার করলে জান্নাত হারাম! হারাম! হারাম!

আপনি খেয়াল করে দেখেন, দুনিয়াতে ১৯৩ দেশ৷ ৮০০ কোটি মানুষ৷ প্রতিটা দেশের প্রতিটা মানুষের পাপের সুতা এক জায়গায়৷ বাংলাদেশে দাজ্জালে ফেতনায় ডুবে থাকা মানুষের যে বৈশিষ্ট্য, চিন্তাধারা৷ বাংলাদেশের একদম অপজিটে, কালচারে, লাইফস্টাইলে সব আলাদা হলেও ওদেরও দাজ্জালের ফেতনায় ডুবে থাকাদের বৈশিষ্ট্য একই৷

প্রতিটা ঈমানদারদের সূতা এক জায়গায়, কুরআন এবং হাদীস, আল্লাহ এবং তার রাসুল৷
একটা কথা মাথায় রাইখেন, দাজ্জালের ফেতনা আপনার মস্তিষ্ক কন্ট্রল করে আপনার চিন্তা শক্তি দাজ্জাল তার দাস বানাবে৷ আপনি, আমি আমরা যে স্বাধীনতার কথা বলি, (রাস্ট্রীয় স্বাধীনতা বলিনি৷ ব্যক্তি স্বাধীনতা৷) এটা মূলত ইসলাম থেকে স্বাধীনতা চেয়ে দাজ্জালের মনস্তাত্ত্বিক দাস হইতে চাচ্ছি আমরা৷

এই ফেতনায় আপনার লাভ নাই৷ কোনো লাভ নাই৷
আল্লাহ চাইলেই দাজ্জাল আটকাতে পারতো৷ তা না করে বরং আরো সব গায়েবী শক্তি দিয়ে পাঠাবে৷ শুধু মাত্র আপনাকে, আমাকে পরীক্ষার জন্য৷

আল্লাহ রিযিক ফিক্সড করে দিয়েছে৷ আপনি আল্লাকে গালি দিলেও (নাউজুবিল্লাহ) খেয়ে পড়ে বাঁচবেন৷ আল্লাহ আপনার হাতে দিয়েছে চিন্তা শক্তি৷ আপনি কি চিন্তা করছেন এখানে আল্লাহর হাত নাই৷ আপনার চিন্তা শক্তিই আপনার পরীক্ষা৷ আর এই দাজ্জালের ফেতনা ঠিক আপনার এই চিন্তা শক্তিই দখল করে নিবে৷

আপনি কল্পনাও করতে পারবেন না দাজ্জালের ফেতনা কি৷ অথচ আপনার কল্পনার জগৎ ভরে যাবে দাজ্জালের ফেতনায়৷ আপনি বুঝতে পারবেন না কি কি ফেতনা আসতে যাচ্ছে৷

আমার নবী (সা:) জানতেন, বুঝতেন৷ আল্লাহ নবীজিকে জানিয়েছেন৷ দাজ্জালের ফেতনা কত ভয়ানক৷

হাদীসে কি আসছে জানেন? নবীজি এভাবে বলে গেছে, "এমন সময় আসবে৷ আমার উম্মত সকালে মুসলিম থাকবে৷ সন্ধ্যায় অমুসলিম হয়ে যাবে৷”

আপনি দাজ্জালের ফেতনা নিয়া মস্করা করেন৷ আর আমার নবী ডাইরেক্ট নির্দেশ দিয়েছে তার উম্মতদের, "তোমরা চারটা দোয়া ছাড়া নামাজে সালাম ফেরাবে না৷ শেষ বইঠকে, সালাম ফেরানোর আগে- ১. আল্লাহ তুমি আমাকে আমার কবরের আযাব থেকে মুক্ত রাইখো৷ ২. তোমার জাহান্নামের আযাব থেকে মুক্ত রাইখো৷ ৩. জীবন ও মৃত্যুর ফেতনা থেকে হেফাজতে রাইখো৷ ৪. দাজ্জালের ফেতনা থেকে আমারে হেফাজতে রাইখো৷”

দাজ্জালের ফেতনা কোনো মস্করা না ভাই৷ এর ফেতনা ভয়বাহতা আমাদের কল্পনারো বাইরে৷ একবার শুধু চিন্তা করেন, যেই হারাম জিনিসে আপনার শরীর রি রি করে উঠে ঘেন্নায়৷ সেই জিনিস আপনার নেক্সট জেনারেশন হালাল মনে করলো! স্বাভাবিক হয়ে গেল সমাজে!

দাজ্জালের ফেতনা কোনো জোকস না৷ আল্লাহ আমাদের ফেতনা থেকে হেফাজতে রাখুক৷

~ রাব্বানী মাসায়েখ পনি
#ঈমান #দোয়া #বরকত #ফেতনা #দাজ্জাল

"আল্লাহ্‌র রহমত এবং বরকত সবার উপর বর্ষিত হোক এই পবিত্র জুমার দিনে। আজকের দিনে আমাদের সালাম, দোয়া ও ইবাদত আল্লাহ্‌র সন্ত...
18/10/2024

"আল্লাহ্‌র রহমত এবং বরকত সবার উপর বর্ষিত হোক এই পবিত্র জুমার দিনে। আজকের দিনে আমাদের সালাম, দোয়া ও ইবাদত আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের জন্য নিবেদিত হোক। 🌙🕌 #পবিত্রজুম্মামোবারক #ঈমান #দোয়া #বরকত"

শুক্রবারের এই পবিত্র দিনে, আল্লাহ্‌র রহমত সবার উপর বর্ষিত হোক। 🌸 “হে ঈমানদারগণ! তোমরা সালাতে ধৈর্যধারণ এবং দোয়া করার মা...
11/10/2024

শুক্রবারের এই পবিত্র দিনে, আল্লাহ্‌র রহমত সবার উপর বর্ষিত হোক। 🌸 “হে ঈমানদারগণ! তোমরা সালাতে ধৈর্যধারণ এবং দোয়া করার মাধ্যমে সাহায্য প্রার্থনা কর; নিশ্চয়ই আল্লাহ ধৈর্যধারণকারীদের সাথে আছেন।” (সূরা বাকারাহ ২:১৫৩)

শুক্রবারের জামায়াতে যোগ দিন এবং আল্লাহ্‌র দিকে আরো এক ধাপ এগিয়ে যান। সবাইকে শুভ শুক্রবার! 🕌✨

#শুভ_জুম্মা #ঈমান #দোয়া

আল্লাহ্‌ আপনার জীবনকে শান্তি ও সাফল্যে পরিপূর্ণ করুক। আমিন।

24/09/2024

নিশীথের নিস্তব্ধতায়, যখন পৃথিবী শান্তির চাদরে মোড়া, ঘুম আসে নিঃশব্দে। তার কোমল স্পর্শে চোখের পাতা ভারী হয়ে আসে, মন হারিয়ে যায় স্বপ্নের রাজ্যে।

ঘুম, তুমি যেন এক মায়াবী জাদুকর, ক্লান্তি আর উদ্বেগের ভার লাঘব করে। তোমার স্নিগ্ধ আলিঙ্গনে আমরা খুঁজে পাই নতুন দিনের প্রেরণা।

তুমি যখন আসো, সবকিছু থেমে যায়, শুধু থেকে যায় নিঃশ্বাসের মৃদু সুর। তোমার সঙ্গেই আমরা ভেসে যাই অজানা গন্তব্যে, যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ক্লান্তি।

ঘুম, তুমি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, তোমার স্নেহময় ছোঁয়ায় আমরা খুঁজে পাই শান্তি, খুঁজে পাই স্বপ্নের রঙিন জগৎ।

আহ চোখের শান্তি !!! একদম মনেরমত । কোয়ালিটিতে কথা বলে। কালারে কথা বলে । এমন প্রিমিয়াম জিনিষ দেখলে আসলে চোখ ও মন দুইটাই শী...
20/09/2024

আহ চোখের শান্তি !!! একদম মনেরমত । কোয়ালিটিতে কথা বলে। কালারে কথা বলে । এমন প্রিমিয়াম জিনিষ দেখলে আসলে চোখ ও মন দুইটাই শীতল হয়ে যায়।
fans
01813-781178

লেটেস্ট ডিজাইনের ২ পার্টের আবায়া সেট। কালো কালারের আবায়ার সাথে প্লাজো ও ওরনা হিজাব খুবই দারুণ একটি কম্বিনেশন । হিজাব ও আ...
18/09/2024

লেটেস্ট ডিজাইনের ২ পার্টের আবায়া সেট। কালো কালারের আবায়ার সাথে প্লাজো ও ওরনা হিজাব খুবই দারুণ একটি কম্বিনেশন । হিজাব ও আবায়াতে স্কিন কালারের পাইপেন দেওয়া হয়েছে খুবই নিখুঁতভাবে । ইনার বোরকাটি তৈরি করা হয়েছে সফ্ট ডাবল লেয়ার ডুবাই চেরি কাপড়ের এবং আবায়াটি ডাবল লেয়ার ডায়মন্ড জর্জেট কাপড়ের। ওরনা হিজাবটিও ডাবল লেয়ার ডায়মন্ড জর্জেট কাপড়ের। প্লাজোটি ডুবাই চেরি কাপড়ের।
প্রিমিয়াম কোয়ালিটির এলিগেন্ট আবায়া সেটটিতে মোট কাপড় লাগবে ১৩গজ। কুরিয়ার খরচসহ সেটটি ক্রয় করতে লাগবে ৬৯০০ টাকা। যারা হাই-কোয়ালিটি ও ট্রেন্ডিং ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আবায়াটি পার্ফেক্ট হবে।

বিস্তারিত আলাপ- 01813781178
Web-
goodgoodsbd.com
hujurni.com
buysimplebd.com

15/09/2024
Hujurni Khimar Set.What’s Inside the Box:1. Skirt / Palazzo ( Any one )- Length as customer need. 2. Short Khimar - 40" ...
30/08/2024

Hujurni Khimar Set.

What’s Inside the Box:

1. Skirt / Palazzo ( Any one )- Length as customer need.
2. Short Khimar - 40" length
3. Same color Niqab

Fabric details:
We have Dubai Cheri Georgette+ Diamond georgette and Cotton Fabrics. So you can select as your wish.

We have more 20+ Colors. Please check inbox for others colors.

Inbox or Call or message in WhatsApp - 01813-781178

Good Goods
Buy Simple
হুজুরনী-hujurni.com

Prayer Short Khimar, Taking Customize order Call- 01813781178Inbox for place the order.Online store-  https://hujurni.co...
07/07/2024

Prayer Short Khimar, Taking Customize order
Call- 01813781178
Inbox for place the order.
Online store- https://hujurni.com/
fans হুজুরনী-hujurni.com
#হুজুরনী

হিজাব শুধু পরিধান নয়, এটি একটি বার্তা। এটি বলে দেয় যে আমি আমার বিশ্বাসের প্রতি অটল, আমার সংস্কৃতির প্রতি গর্বিত, এবং আ...
21/05/2024

হিজাব শুধু পরিধান নয়, এটি একটি বার্তা। এটি বলে দেয় যে আমি আমার বিশ্বাসের প্রতি অটল, আমার সংস্কৃতির প্রতি গর্বিত, এবং আমি আমার নিজের শর্তে জীবন যাপন করি।

প্রিমিয়াম কোয়ালিটির ডায়মন্ড জর্জেট হিজাব,

সাইজ- ৮০ ইঞ্চি লম্বা ও ৩০ ইঞ্চি চওড়া
১পিস মূল্য: ৩৮০ টাকা
২পিস মূল্য: ৭০০ টাকা
৩ পিস মূল্য: ৯৯৯ টাকা

সাইজ- ৯০ ইঞ্চি লম্বা ও ৩০ ইঞ্চি চওড়া
১পিস মূল্য: ৪৮০ টাকা
২পিস মূল্য: ৯০০ টাকা
৩ পিস মূল্য: ১৩০০ টাকা

সাইজ- ৯০ ইঞ্চি লম্বা ও ৪৫ ইঞ্চি চওড়া
১পিস মূল্য: ৭৯০ টাকা
২পিস মূল্য: ১৫০০ টাকা
৩ পিস মূল্য: ২২০০ টাকা

সাইজ- ১০০ ইঞ্চি লম্বা ও ৩০ ইঞ্চি চওড়া
১পিস মূল্য: ৬৫০ টাকা
২পিস মূল্য: ১২০০ টাকা
৩ পিস মূল্য: ১৮০০ টাকা
ওয়েব সাইট: goodgoodsbd.com

পাইকারি বিক্রয় বা অর্ডার নেওয়া হয়। পাইকারি নিতে যোগাযোগ করুন: 01813781178
অর্ডার করতে নিচের তথ্যগুলো দিন -

আপনার নাম:
আপনার মোবাইল নাম্বার:
ঠিকানা:

Address

451 Ohab Colony, South Bashabo Tempu Stand
Dhaka
1214

Telephone

01716339183

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুজুরনী-hujurni.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হুজুরনী-hujurni.com:

Videos

Share