Muslim Ummah

Muslim Ummah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muslim Ummah, Digital creator, Dhaka.
(2)

ওই ব্যক্তির চেয়ে আর বড় জালিম আর কে হতে পারে, যাকে তার রবের আয়াতসমূহ দিয়ে উপদেশ দেওয়া হয় অথচ সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? অবশ্যই আমি (আল্লাহ) অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী।’ (সুরা আস-সাজদাহ: ২২)

আমাদের টেলিগ্রাম: https://t.me/muslimsummah24

আধুনিকতার সমাজ!!
15/01/2025

আধুনিকতার সমাজ!!

11/01/2025

যুবকদের উদ্দেশ্যে: ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর খুবই মূল্যবান নসিহত।🤍

(আমার বয়স ২৫ পার হয়ে গিয়েছে, আমি যদি ২০/২১ এ ভিডিওটা পেতাম, বা বুঝতাম... যে যেই বয়েসে আছেন, কথাগুলো শুনুন, সময় এখনো ফুরিয়ে যায়নি। আল্লাহর দুয়ারে লেট বলতে কিছু নেই, নিজেকে পরিবর্তন করে নিন ইন শা আল্লাহ)

10/01/2025

দুরূদ শরীফ পড়ার সময়–

ক. মনে মনে নবীজি ﷺ এর প্রতি মহব্বতের কথা কল্পনা করা।

খ. জোর করে হলেও মুখে উচ্চারণের সাথে সাথে,
মনে মনেও নবীজি ﷺ এর কথা কল্পনা করা।

না হলে দুরুদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যাবে সত্য
কিন্তু দুরূদের ফয়েয (বরকত) লাভ হবে না।

© উস্তায আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ

08/01/2025

পরিশেষে সফর শেষ হবে গন্তব্য হবে জান্নাতে অথবা জাহান্নামে।

06/01/2025

নিকাব যখন ফিতনা!
— শাইখ আব্দুর রাজ্জাক আল-বদর (হাফি.)

©islamicvideo24hours

এরাই লাফালাফি করছে ক্ষমতায় আসার জন্য।বুঝতে পেরেছেন কেন এত তাড়াহুড়া তাদের ?
01/01/2025

এরাই লাফালাফি করছে ক্ষমতায় আসার জন্য।
বুঝতে পেরেছেন কেন এত তাড়াহুড়া তাদের ?

আজকের রাতকে উদযাপন করার জন্যে কতো মানুষের কতো কতো প্ল্যান-প্রোগ্রাম! আঁতশবাজি, জুয়া, মদ, নারী, নেশা, নাচ আর গান— কতো কী!...
31/12/2024

আজকের রাতকে উদযাপন করার জন্যে কতো মানুষের কতো কতো প্ল্যান-প্রোগ্রাম! আঁতশবাজি, জুয়া, মদ, নারী, নেশা, নাচ আর গান— কতো কী! বছরের শেষ দিনটাকে বিদায় দিতে আর নতুন তারিখটাকে স্বাগত জানাতে তাদের আয়োজনের সে কী বাহার!

কিন্তু, শেষ রাতে উঠে কেউ কেউ জায়নামাযে হুঁ হুঁ করে কাঁদবে। সারাবছরের যাবতীয় গুনাহের কথা স্মরণ করে দু'চোখ ভরে অশ্রু ঝরাবে তারা। অতীতের সকল গুনাহের জন্য করজোড়ে ক্ষমাপ্রার্থনা করবে মহান রবের দরবারে, আর আকুতিভরে চাইবে নতুন বছরে তারা যেন অতীতের পাপগুলোতে ফিরে না যায়।

শেষোক্ত দলটা যদিও ক্ষুদ্র, কিন্তু গা ভাসানোর এই দুনিয়ায় যদি আপনি সেই ক্ষুদ্র দলের একজন হতে পারেন, ভাবুন তো কী দারুন হবে ব্যাপারটা!

গতানুগতিকতার দুনিয়ায় ব্যতিক্রম হতে পারাটা দারুন এক অর্জন বটে! চলুন আমরা সেই ব্যতিক্রমের পথে হাঁটতে শুরু করি...

লেখা- আরিফ আজাদ

31/12/2024

উম্মাহর সকল সমস্যার সমাধান একমাত্র “লা ইলাহা ইল্লাল্লাহ” এর মাধ্যমে!
— শায়খ হারুন ইযহার (হাফি.)

31/12/2024

থার্টি-ফার্স্ট নাইট উদযাপনে ঈমানও চলে যেতে পারে!

— ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.)

হে প্রিয় ভাই ও বোন, ইসলামি সংস্কৃতিকে আঁকড়ে ধরুন, অপসংস্কৃতিকে পায়ের নিচে পিষে ফেলুন!

আগেই বলে রাখছি আপনারা নিজের মধ্যে মনুষ্যত্ব টা ধরে রাইখেন। ছোট শিশু, বৃদ্ধ বাবা মায়েদের কথা মনে রেখে হলেও এবার অন্তত প্র...
30/12/2024

আগেই বলে রাখছি আপনারা নিজের মধ্যে মনুষ্যত্ব টা ধরে রাইখেন। ছোট শিশু, বৃদ্ধ বাবা মায়েদের কথা মনে রেখে হলেও এবার অন্তত প্রতিবারের মত ভুল করতে যাইয়েন না আবার পরবর্তীতে আবেগপ্রবণ কথাবার্তাও বলতে যাবেন না।

আতশবাজির শব্দে কাঁপছিলো উমায়ের, পরেরদিন মৃ`ত্যু। ভুলে গেছেন গতবছরের কথা? ফানুশ উড়িয়ে, দেশটার মাঝে আর আ'গুন লাগাবেন না। অনুরোধ রইলো।

ছবি - গতবছরের।

22/12/2024

কবরে গিয়ে যদি দেখা যায়, মাফ পাইনি ধরা খেয়ে গিয়েছি, তারচেয়ে বেশি দম বন্ধ করা কোন কিছু কি হতে পারে? কল্পনা করলেও তো হাত পা ঠান্ডা হয়ে যায়!😔

18/12/2024

কপি ✍️

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে!"

যেমন:
০১. আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশী আইডলে চান্স পেয়েছে। "ইনশাআল্লাহ" এবার রিসিপশনের জব হয়ে যাবে।

০২. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।

০৩. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।

০৪. হ্যাঁ "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।

০৫. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি, আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।"

০৬. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামাজ শুরু করবো।

০৭. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।

০৮. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।

০৯. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।

১১. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।

১২. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা gd/bf এভাবেই সবসময় পাশে থাকি।

১৩. এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।

দাজ্জালের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জাহান্নাম। আমরা দাজ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করতেছি। এখনি আমাদের এই অবস্থা, না জানি দাজ্জালের আগমনে কি হবে আমাদের।
(আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আমীন।)

শেখাচিনার চেয়ে বাসারের আয়নাঘর বেশি ভয়ংকর  ছিলো৷ ২০ থেকে ৩৭ বছর বয়সী ১১,৭০০ জন নারীকে উদ্ধার করা হয়েছে, যাদের কে ধর্ষণ ...
09/12/2024

শেখাচিনার চেয়ে বাসারের আয়নাঘর বেশি ভয়ংকর ছিলো৷

২০ থেকে ৩৭ বছর বয়সী ১১,৭০০ জন নারীকে উদ্ধার করা হয়েছে, যাদের কে ধর্ষণ করা হতো।

পৃথিবীর ইতিহাসে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা'গার সিদনায়া কারাগর।

দা'মেস্কের সিদনায়া কারা'গার থেকে এ পর্যন্ত ২০ থেকে ৩৭ বছর বয়সী ১১,৭০০ জন নারীকে উদ্ধার করা হয়েছে!

তাদের শত শত সন্তান আছে, কিন্তু এগুলো ধর্ষণের কারণে হয়েছে! তারা জানে না এই সন্তানের পিতা কে!

এখন বুঝতেছেন আসাদের পতন কেন দরকার ছিল? আর সে কি ধরণের জা'লেম ছিল?

সিরিয়ার বোনরা কি আপনার বোন না? তাহলে সিরিয়ার জুলুমের সংবাদে আপনার রক্ত ক্ষরণ হয় না কেন? আপনি জিওপলিটিক্স বুঝে উল্টায়ে ফেলেন কিন্তু সিরিয়ার এই মুসলিমদের জন্য আপনার মায়া লাগে না।

©

09/12/2024

শামের বিজয়ে চট্টগ্রামে বিজয় মিছিল 🔥
পোলাপান ঘোড়া নামিয়ে দিয়েছে, জাস্ট ওয়াও!

08/12/2024

আলহামদুলিল্লাহ, বিজয়ের বাতাস বয়ছে পুরো সি'রি'য়াতে! 🔥

07/12/2024

১৮ সদস্যের ইখতিয়ারউদ্দিন এর ভয়ে লক্ষ্মণ সেন পালিয়ে গিয়েছিল।

এবার কোটি ইখতিয়ারউদ্দিন এর সামনে লক্ষ্মণ সেনের উত্তরসূরীরাও পালিয়ে যাবে, ইং শা আল্লাহ।

Address

Dhaka
23739

Telephone

+60143333625

Website

https://youtube.com/@zakirnaikbd2

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Ummah:

Videos

Share