05/12/2023
Augmented Reality (AR)
লোগোটা আপনার ঘরের ফ্লোরে বা যে কোথাও সম্পূর্ণ 3D তে দেখতে হলে, নিচের লিংক এ গিয়ে "View in your space" এ ক্লিক করুন, দেখুন ম্যাজিক!
https://besttourandfood.com/btf3d
Virtual Reality (VR) এ সব কিছুই অবাস্তব হয়ে থাকে (All 3D)। তবে অবাস্তব কিছু যখন আমাদের বাস্তব জগতে চলে আসে, সেটাকে বলা হয় Augmented Reality সংক্ষেপে AR (3D + Real World)। আরেকটা আছে Mixed Reality (MR)!
বর্তমানে AR অনেক জনপ্রিয় ও ভবিষ্যতে এর ব্যাপক প্রভাব পরতে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। ফেসবুকের Meta থেকে শুরু করে Apple এর Vision Pro সহ আরও অনেক AR পদ্ধতি আমাদের আগামীর জীবন সম্পূর্ণ বদলে দিতে যাচ্ছে।
আজকাল ফরেন ক্লায়েন্টরা শুধু 3D Product/Object অ্যানিমেশনে শান্ত হচ্ছে না, চায় তার পণ্যের AR। যেনো ক্রেতা বা যে কেও তার পণ্য বা যে কোনো বস্তু ঘুরিয়ে ফিরিয়ে সহজে দেখতে পারে মোবাইলে, ওয়েব সাইটে, শপিং মলে, শো রুমে ও এমনকি ঘরে বাহিরে রাস্তা ঘাটে!